✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
1. আলোকবর্ষ দ্বারা প্রকাশ করা হয় –
(a) সময়, (b) দূরত্ব, (c) আলোকশক্তির কোনো ঘটনা, (d) বছর।
উত্তর: (b) দূরত্ব।
2. চাপের মাত্রা হল –
(a) ML⁻¹T⁻², (b) ML²T⁻², (c) MLT⁻², (d) MLT²¹।
উত্তর: (a) ML⁻¹T⁻²।
3. নিউটনের যে সূত্র থেকে বলের পরিমাপ করা যায় তা হল –
(a) মহাকর্ষ সূত্র, (b) প্রথম গতিসূত্র, (c) তৃতীয় গতিসূত্র, (d) দ্বিতীয় গতিসূত্র।
উত্তর: (d) দ্বিতীয় গতিসূত্র।
4. প্রতিমিত বল বস্তুর –
(a) গতিশক্তি পরিবর্তন করে, (b) ভরবেগের পরিবর্তন করে, (c) আকারের পরিবর্তন করে, (d) বেগের পরিবর্তন করে।
উত্তর: (b) ভরবেগের পরিবর্তন করে।
5. অ্যাভোগাড্রো সংখ্যার মান হল –
(a) 6.023 × 10²², (b) 6.022 × 10²³, (c) 6.320 × 10²³, (d) 6.230 × 10²²।
উত্তর: (b) 6.022 × 10²³।
6. যখন বেরিলিয়াম ধাতুকে আলাদা কণা দিয়ে আঘাত করা হয় তখন তা থেকে নির্গত হয় –
(a) প্রোটন, (b) নিউট্রন, (c) মেসন, (d) ইলেকট্রন।
উত্তর: (b) নিউট্রন।
7. ∝ কণা হল –
(a) ইলেকট্রন, (b) দ্বিধনাত্মক আহিত হিলিয়াম আয়ন, (c) প্রোটন, (d) নিউট্রন।
উত্তর: (b) দ্বিধনাত্মক আহিত হিলিয়াম আয়ন।
8. ভরবেগের মাত্রা –
(a) [MLT⁻²], (b) [MLT⁻¹], (c) [M⁰LT⁻²]।
উত্তর: (b) [MLT⁻¹]।
9. SI-তে মূল এককের সংখ্যা হল –
(a) 6, (b) 7, (c) 8।
উত্তর: (b) 7
10. ফার্মি বলতে বোঝায়
(a) 10⁻¹⁵m, (b) 10⁻¹²m, (c) 10⁻¹⁰m।
উত্তর: (a) 10⁻¹⁵m।
11. গতিশীল কণার গড় বেগ তার তাৎক্ষণিক বেগের সমান হয় যদি কণাটি গতিশীল হয় –
(a) সমত্বরণে, (b) সমবেগে, (c) সমমন্দনে।
উত্তর: (b) সমবেগে।
12. সমত্বরণে গতিশীল একটি ট্রেনের দুই প্রান্ত একটি পোস্টকে যথাক্রমে u ও v দ্রুতিসহ অতিক্রম করে। ট্রেনের মধ্যবিন্দু পোস্টটিকে যে দ্রুতিসহ অতিক্রম করবে তা হল –
(a) Uty, (b) (c) ।
উত্তর: (b) ।
13. 1m ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে পরিধি বরাবর ব্যাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। কণাটির গড়বেগের মান হবে –
(a) 2 m/s, (b) 1 m/s, (c) শূন্য।
উত্তর: (a) 2 m/s।
14. ¹⁸O-এ নিউট্রন সংখ্যা –
(a) 10টি, (b) ৪টি, (c) ৭টি।
উত্তর: (a) 10টি।
15. মৌলের স্বকীয় ধর্ম হল –
(a) ভরসংখ্যা, (b) পরমাণু-ক্রমাঙ্ক, (c) কোনোটিই নয়।
উত্তর: (b) পরমাণু-ক্রমাঙ্ক।
16. 34 g অ্যামোনিয়ার সমতুল্য মোল হল –
(a) 2 মোল, (b) 1 মোল, (c) 10 মোল।
উত্তর: (a) 2 মোল।
17. আংশিক পাতন দ্বারা পৃথক করা হয় –
(a) জল + বেঞ্জিন, (b) জল + মিথাইল অ্যালকোহল, (c) জল + চিনি।
উত্তর: (b) জল + মিথাইল অ্যালকোহল।
18. ইথার (A), জল (B), ক্লোরোফর্মের (C) ঘনত্বের ক্রম হল –
(a) C > B > A, (b) A > C > B, (c) C > A > B।
উত্তর: (c) C > A > B
19. বলের মাত্রীয় সংকেত হল –
(a) ML⁻¹T⁻¹, (b) ML²T⁻², (c) LT⁻¹, (d) MLT⁻²।
উত্তর: (d) MLT⁻²
20. বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ –
(a) বুলেটের গতিবেগের থেকে কম হয়, (b) বুলেটের গতিবেগের থেকে বেশি হয়, (c) বুলেটের গতিবেগের সমান হয়, (d) বুলেটের গতিবেগের থেকে কম বা বেশি হতে পারে।
উত্তর: (a) বুলেটের গতিবেগের থেকে কম হয়।
21. নিম্নলিখিত কোন্ লেখচিত্রটি সমত্বরণে গতিশীল কোনো কণার গতি নির্দেশ করে? –
(a) v-t গ্রাফে সোজা রেখা, (b) v-t গ্রাফে বক্ররেখা, (c) v-t গ্রাফে অনুভূমিক রেখা, (d) v-t গ্রাফে উল্লম্ব রেখা।
উত্তর: (a) v-t গ্রাফে সোজা রেখা।
22. নিউক্লাইডগুলির মধ্যে যে জোড়টি আইসোটোন সেটি হল –
(a) ¹⁰₄₈Ar, ¹⁰₄₉K, (b) ³⁰Si, ³¹P, (c) ²He, ¹²C।
উত্তর: (a) ¹⁰₄₈Ar, ¹⁰₄₉K
23. উষ্ণতা বাড়লে পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা –
(a) বৃদ্ধি পায়, (b) হ্রাস পায়, (c) অপরিবর্তিত থাকে, (d) উষ্ণতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
উত্তর: (b) হ্রাস পায়।
24. প্রদত্ত কোটি কোলয়ডীয় দ্রবণ নয় ? –
(a) মধু, (b) লেখার কালি, (c) জেলি, (d) মাখন।
উত্তর: (a) মধু।
25. M এবং 2M ভরবিশিষ্ট দুটি সিসার ব্লকের উষ্ণতা একই হলে, ভারী ব্লকটিতে থাকা তাপের পরিমাণ –
(a) M ব্লকের তাপের অর্ধেক, (b) M ব্লকের তাপের সমান, (c) M ব্লকের তাপের দ্বিগুণ, (d) M ব্লকের তাপের চারগুণ।
উত্তর: (c) M ব্লকের তাপের দ্বিগুণ।
26. কার্যের মাত্রীয় সংকেত হল –
(a) [ML²T⁻²], (b) [MLT⁻¹], (c) [MLT⁻²], (d) কোনোটিই নয়।
উত্তর: (a) [ML²T⁻²]।
27. সরল দোলগতির ক্ষেত্রে একটি কণার ত্বরণ সরণের –
(a) ব্যস্তানুপাতিক, (b) বর্গের সমানুপাতিক, (c) সমানুপাতিক, (d) সম্পর্কহীন।
উত্তর: (a) ব্যস্তানুপাতিক।
28. Ne, Mg²⁺, Al³⁺ ও P³⁻-এর মধ্যে কোনটির ইলেকট্রন বিন্যাস অন্যদের থেকে আলাদা (Z যথাক্রমে 10, 12, 13, 15)? –
(a) Ne, (b) Mg²⁺, (c) Al³⁺, (d) P³⁻।
উত্তর: (a) Ne।
29. STP-তে 4.48 L সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা –
(a) 1.2044 × 10²³, (b) 1.2044 × 10²¹, (c) 6.022 × 10²³, (d) 3.011 × 10²³।
উত্তর: (a) 1.2044 × 10²³।
30. 277 K উষ্ণতায় 5 cm³ জলের ভর –
(a) 5 g, (b) 0.5 g, (c) 5 kg, (d) 50 g।
উত্তর: (a) 5 g।
31. (P + a/v²) (V - b) = RT সমীকরণে a-এর মাত্রা কত?
(a) MLT⁻², (b) ML²T⁻¹, (c) ML⁵T⁻², (d) ML³T⁻²।
উত্তর: (a) MLT⁻²।
33. দুটি গতিশীল কণার সময়-সরণ লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45° ও 60° কোণ করে। কণা দুটির বেগের অনুপাত –
(a) √3 : 1, (b) 1 : 3, (c) 3 : 4, (d) 1:1।
উত্তর: (a) √3 : 1।
34. 1 kg-wt = কত নিউটন?
(a) 980 N, (b) 98 N, (c) 9.8 N, (d) 105 N।
উত্তর: (b) 98 N।
35. তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে পরিচিত –
(a) বেকারেল, (b) রাদারফোর্ড, (c) থমসন, (d) গোল্ডস্টাইন।
উত্তর: (a) বেকারেল।
36. নিউক্লিয় বলের পাল্লা হল –
(a) 1.5 Fermi, (b) 2.5 Fermi, (c) 3.5 Fermi, (d) 4.5 Fermi।
উত্তর: (a) 1.5 Fermi।
37. প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন্ কণার আদানপ্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়?
(a) সিগমা মেসন, (b) পাই মেসন, (c) ইলেকট্রন, (d) পজিট্রন।
উত্তর: (b) পাই মেসন।
32. তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান –
(a) 0°, (b) 45°, (c) 90°, (d) 180°।
উত্তর: (d) 180°।
33. দুটি গতিশীল কণার সময়-সরণ লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45° ও 60° কোণ করে। কণা দুটির বেগের অনুপাত –
(a) √3 : 1, (b) 1 : 3, (c) 3 : 4, (d) 1:1।
উত্তর: (a) √3 : 1।
34. 1 kg-wt = কত নিউটন?
(a) 980 N, (b) 98 N, (c) 9.8 N, (d) 105 N।
উত্তর: (b) 98 N।
35. তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে পরিচিত –
(a) বেকারেল, (b) রাদারফোর্ড, (c) থমসন, (d) গোল্ডস্টাইন।
উত্তর: (a) বেকারেল।
36. নিউক্লিয় বলের পাল্লা হল –
(a) 1.5 Fermi, (b) 2.5 Fermi, (c) 3.5 Fermi, (d) 4.5 Fermi।
উত্তর: (a) 1.5 Fermi।
37. প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন্ কণার আদানপ্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়?
(a) সিগমা মেসন, (b) পাই মেসন, (c) ইলেকট্রন, (d) পজিট্রন।
উত্তর: (b) পাই মেসন।
38. বলের মাত্রীয় সংকেত
(a) [MLT-1], (b) [MLT-2], (c) [ML2T-1], (d) [ML2T-2]।
উত্তর: (b) [MLT-2]।
39. প্রদত্ত কোনটি স্কেলার রাশি?
(a) বল, (b) ভরবেগ, (c) ত্বরণ, (d) কার্য।
উত্তর: (d) কার্য।
40. চাপের SI একক হল
(a) পাস্কেল, (b) নিউটন, (c) জুল, (d) ওয়াট।
উত্তর: (a) পাস্কেল।
41. বেগ-সময় লেখ ও সময়-অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল নির্দেশ করে
(a) সরণ, (b) ত্বরণ, (c) মন্দন, (d) দ্রুতি।
উত্তর: (a) সরণ।
42. সমত্বরণে গতিশীল কণার বেগ-সময় লেখচিত্রটি একটি –
(a) সরলরেখা, (b) পরাবৃত্ত, (c) অধিবৃত্ত, (d) উপবৃত্ত।
উত্তর: (a) সরলরেখা।
43. 1 কিলো মোল জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা –
(a) 6.022 x 10²⁶, (b) 6.022 x 10²⁷, (c) 6.022 × 10²³, (d) 6.022 × 10²⁰।
উত্তর: (a) 6.022 x 10²⁶।
44. 70 গ্রাম নাইট্রোজেনে মৌলটির গ্রাম-পরমাণুর সংখ্যা –
(a) 2.5, (b) 0.25, (c) 50, (d) 5।
উত্তর: (a) 2.5।
45. সালফাইড আয়নের (S²⁻) ইলেকট্রন সংখ্যা –
(a) 15, (b) 16, (c) 17, (d) 18।
উত্তর: (d) 18।
46. কোন্ জোড়টি আইসোটোন ?
(a) ¹⁴C, ¹⁴N, (b) ¹⁵O, ¹⁶C, (c) ¹⁵N, ¹⁰N, (d) ⁴⁹K, ²⁰Ca।
উত্তর: (a) ¹⁴C, ¹⁴N।
47. জাড্যের পরিমাপ দেয়
(a) ভর, (b) ত্বরণ, (c) বল, (d) আধান।
উত্তর: (a) ভর।
48. 6C¹⁴ নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা হল -
(a) 6, (b) 14, (c) 8, (d) 12।
উত্তর: (c) 8।
49. Al-এর কোন্ কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে Al³⁺ গঠিত হয়?
(a) K, (b) L, (c) M, (d) N।
উত্তর: (c) M।
50. 6X¹²-এর আইসোটোপ হল –
(a) 7X¹², (b) 5X¹², (c) 6X¹³, (d) 8X¹⁴।
উত্তর: (c) 6X¹³।
51. 18 গ্রাম জলে অণুর সংখ্যা –
(a) 6.022 × 10²³, (b) 0.622 × 10²³, (c) 12.044 × 10²³, (d) 18।
উত্তর: (a) 6.022 × 10²³।
52. ৪৪ গ্রাম CO₂-এর STP-তে আয়তন –
(a) 22.4 লিটার, (b) 44.8 লিটার, (c) 11.2 লিটার, (d) 67.2 লিটার।
উত্তর: (a) 22.4 লিটার।
53. 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান?
(a) 10³, (b) 10⁵, (c) 10⁻⁹, (d) 10⁻¹²।
উত্তর: (c) 10⁻⁹।
54. ভরবেগের মাত্রীয় সংকেত হল –
(a) MLT⁻¹, (b) MLT⁻², (c) ML⁻¹T⁻², (d) ML⁻¹T⁷²।
উত্তর: (a) MLT⁻¹।
55. CGS পদ্ধতিতে ত্বরণের একক হল –
(a) ms⁻¹, (b) ms⁻², (c) cm.s⁻¹, (d) cm.s⁻²।
উত্তর: (d) cm.s⁻²।
56. নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হল –
(a) F = m, (b) = = m, (c) F = ma, (d) a = FM।
উত্তর: (c) F = ma।
57. প্রদত্ত কোটি স্কেলার রাশি নয়?
(a) ভর, (b) কার্য, (c) ভার, (d) ঘনত্ব।
উত্তর: (c) ভার।
58. নিউট্রন কণা আবিষ্কার করেন বিজ্ঞানী –
(a) মোজলে, (b) স্যাডউইক, (c) থমসন, (d) প্রিস্টলে।
উত্তর: (b) স্যাডউইক।
59. কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে –
(a) ২টি, (b) 10টি, (c) 18টি, (d) ৪টি।
উত্তর: (b) 10টি।
60. পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হল –
(a) নিউট্রন, (b) প্রোটন, (c) ইলেকট্রন, (d) পজিট্রন।
উত্তর: (a) নিউট্রন।
61. 36 g জলে অণুর সংখ্যা –
(a) 6.022 × 10²³, (b) 12.044 × 10²³, (c) 3.011 × 10²³, (d) 9.0345 × 10²³।
উত্তর: (b) 12.044 × 10²³।
62. আইসোটোপগুলিতে সমসংখ্যক থাকে –
(a) নিউট্রন, (b) মেসন, (c) প্রোটন, (d) পজিট্রন।
উত্তর: (c) প্রোটন।
63. পরমাণুর সর্বনিম্ন শক্তির অবস্থাকে বলে –
(a) ভূমিস্তর, (b) স্থিতাবস্থা, (c) উত্তেজিত স্তর, (d) স্থায়ী অবস্থা।
উত্তর: (a) ভূমিস্তর।
64. পারসেক হল –
(a) সময়ের একক, (b) দূরত্বের একক, (c) কম্পাঙ্কের একক, (d) ভরের একক।
উত্তর: (b) দূরত্বের একক।
65. নিউক্লিয়াসের ব্যাস প্রায় –
(a) 10⁻¹³ cm, (b) 10² cm, (c) 10⁻⁸ cm, (d) 10⁻⁶ cm।
উত্তর: (a) 10⁻¹³ cm।
66. দড়ি টানাটানি খেলায় দড়ির উভয়প্রান্তে T টান প্রয়োগ করলে দড়িতে টান হবে –
(a) T, (b) 2T, (c) ½, (d) 1।
উত্তর: (a) T।
71. প্রদত্ত কোটি এককবিহীন ভৌতরাশি ?
(a) শক্তি, (b) বেগ, (c) আণবিক ভর, (d) চাপ।
উত্তর: (c) আণবিক ভর।
72. 40X এবং 49Y পরমাণু দুটি পরস্পরের –
(a) আইসোটোপ, (b) আইসোটোন, (c) আইসোমার, (d) আইসোবার।
উত্তর: (d) আইসোবার।
73. 4°C-এ জলের ঘনত্ব 1g/cc হলে, 4°C উষ্ণতায় 5 cm³ জলের ভর –
(a) 5g, (b) 5 kg, (c) 0.5 g, (d) 50 kg।
উত্তর: (a) 5g।
74. Al-এর পারমাণবিক সংখ্যা 13 হলে, Al3+-এর সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট দ্বিযোজী অ্যানায়নটি হবে –
(a) S2-, (b) Si2-, (c) O2-, (d) C2-।
উত্তর: (a) S2-।
75. একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল। বস্তুটির গতিবেগ vs সময় লেখচিত্রটি হবে –
(a) মূলবিন্দুগামী সরলরেখা, (b) গতিবেগ অক্ষের সমান্তরাল সরলরেখা, (c) একটি বক্ররেখা, (d) সময় অক্ষের সমান্তরাল সরলরেখা।
উত্তর: (b) গতিবেগ অক্ষের সমান্তরাল সরলরেখা।
76. ওজনের মাত্রীয় সংকেত হবে –
(a) [ML-1T-2], (b) [MLT-2], (c) [MLT-3], (d) [ML2T-2]।
উত্তর: (b) [MLT-2]।
77. 500 g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে বস্তুটিতে 2 m/s² ত্বরণ সৃষ্টি হবে ?
(a) 10 dyne, (b) 1 N, (c) 10³ dyne, (d) 10² N।
উত্তর: (b) 1 N।
78. A-এর পারমাণবিক ক্রমাঙ্ক 20। A পরমাণুর কোন্ কক্ষ থেকে ইলেকট্রন বর্জিত হয়ে A2+ আয়ন গঠিত হবে?
(a) L, (b) K, (c) M, (d) N।
উত্তর: (c) M
79. শক্তির মাত্রীয় সংকেত হল –
(a) [MLT-2], (b) [ML2T-2], (c) [MLT-1], (d) [ML-1T-2]।
উত্তর: (b) [ML2T-2]।
80. 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?
(a) 3.0115 × 10²³, (b) 6.023 × 10²⁶, (c) 6.023 × 10²³, (d) 3.0115 × 10²⁶।
উত্তর: (b) 6.023 × 10²⁶।
81. অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু এক সেকেন্ড যে দূরত্ব অতিক্রম করে তা হল –
(a) 4.9m, (b) 10m, (c) 0.49m, (d) 49m।
উত্তর: (a) 4.9m।
82. যে ভৌতরাশি পরিমাপের জন্য 'চন্দ্রশেখর লিমিট' এককটি ব্যবহৃত হয় সেটি হল –
(a) ওজন, (b) উচ্চতা, (c) ভর, (d) আয়তন।
উত্তর: (c) ভর।
83. 4 গ্রাম SO₂ (g)-এর আয়তন হল –
(a) 0.14L, (b) 1.4L, (c) 0.4L, (d) 0.04L।
উত্তর: (a) 0.14L।
84. রাদারফোর্ডের α কণার বিক্ষেপণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের বেধ ছিল –
(a) 0.004nm, (b) 0.004mm, (c) 0.0004mm, (d) 0.0004nm।
উত্তর: (c) 0.0004mm।
85. এক পারমাণবিক ভর একক যত গ্রামের সমান তা হল –
(a) 1.6606 × 10⁻²⁴g, (b) 6.023 × 10⁻²⁴g, (c) 1.6603 × 10⁻²⁴g, (d) 6.023 × 10²³ g।
উত্তর: (c) 1.6603 × 10⁻²⁴g।
86. প্রতিমিত বলের প্রভাবে থাকা বস্তুর লব্ধি বলা হয় –
(a) 1, (b) 0, (c) a, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) 0।
87. প্রদত্ত কোন্ জোড়টি আইসোইলেকট্রনিক?
(a) Na⁺, O, (b) Na⁺, Mg²⁺, (c) He⁺, K⁺, (d) Mg²⁺, O²⁻।
উত্তর: (d) Mg²⁺, O²⁻।
88. যে নীতির সাহায্যে পাখির আকাশে ওড়া ব্যাখ্যা করা সম্ভব তা হল বলের –
(a) বিভাজন, (b) নিরপেক্ষ নীতি, (c) সংযোজন, (d) সংরক্ষণ।
উত্তর: (d) সংরক্ষণ।
89. [ML⁻¹T⁻²] কোন্ ভৌতরাশির মাত্রা?
(a) চাপ, (b) কার্য, (c) বল, (d) বলের ভ্রামক।
উত্তর: (a) চাপ।
90. 1 মাইক্রন = X মাইক্রোমিটার। X-এর মান –
(a) 10⁶, (b) 10³, (c) 10³, (d) 1।
উত্তর: (d) 1।
91. পাশের লেখচিত্র কোন্ গতিকে প্রকাশ করে?
(a) সমবেগ, (b) বেগ ক্রমবর্ধমান, (c) বেগ ক্রমহ্রাসমান, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) সমবেগ।
92. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –
(a) ভর, (b) রৈখিক ভরবেগ, (c) যান্ত্রিক শক্তি, (d) কৌণিক ভরবেগ।
উত্তর: (b) রৈখিক ভরবেগ।
93. একটি পরমাণু X-এর ভরসংখ্যা 27 এবং নিউট্রনের সংখ্যা 14 হলে, X⁺ আয়নে ইলেকট্রন সংখ্যা কত?
(a) 13, (b) 10, (c) 14, (d) 27।
উত্তর: (a) 13।
94. প্রথম পরমাণু মডেলের ধারণা দেন –
(a) নীলস বোর, (b) রাদারফোর্ড, (c) স্যাডউইক, (d) জে জে থমসন।
উত্তর: (d) জে জে থমসন।
95. কোন্ ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বনিম্ন?
(a) 1g CO₂, (b) 1g CH₄, (c) 18g O₂, (d) 18g N₂।
উত্তর: (c) 18g O₂।
96. 0.006 kg ¹²C-তে অক্সিজেন পরমাণুর সংখ্যা –
(a) 3.011 × 10²³, (b) 12.044 × 10²³, (c) 6.022 × 10²³, (d) 3.011 × 10²²।
উত্তর: (a) 3.011 × 10²³।
97. প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক?
(a) লিপইয়ার, (b) সৌরদিবস, (c) আলোকবর্ষ, (d) ms⁻¹।
উত্তর: (c) আলোকবর্ষ।
98. তাপশক্তির মাত্রাটি হল –
(a) MLT⁻², (b) ML²T⁻², (c) ML²T⁻¹, (d) MLT⁻¹।
উত্তর: (b) ML²T⁻²।
99. নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় –
(a) বলের পরিমাপ, (b) ভরের পরিমাপ, (c) গতিশক্তির ধারণা, (d) জাড্যের ধারণা।
উত্তর: (d) জাড্যের ধারণা।
100. কোনো বস্তুর ওপর স্থিরমানের বল প্রয়োগ করলে বস্তুটির –
(a) সমত্বরণ থাকবে, (b) সমবেগ থাকবে, (c) সমান ভরবেগ থাকবে, (d) অসমত্বরণ থাকবে।
উত্তর: (a) সমত্বরণ থাকবে।
101. রকেট যে সংরক্ষণ নীতির ওপর কার্য করে তা হল –
(a) ভর, (b) রৈখিক ভরবেগ, (c) কৌণিক ভরবেগ, (d) গতিশক্তি।
উত্তর: (b) রৈখিক ভরবেগ।
102. দুটি পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা আলাদা, এদের মধ্যে –
(a) সমসংখ্যক প্রোটন ও নিউট্রন আছে, (b) সমসংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন আছে, (c) সমসংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন আছে, (d) সমসংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে।
উত্তর: (b) সমসংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন আছে।
103. 90X²³⁴ পরমাণুটির নিউট্রন সংখ্যা হল –
(a) 90, (b) 234, (c) 324, (d) 144।
উত্তর: (d) 144।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
1. পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কী
উত্তর: নিউক্লিয়াস।
2. 1 মোল কোনো পদার্থে অণুর সংখ্যা কত ?
উত্তর: 6.022 × 10²³ (অ্যাভোগাড্রো সংখ্যা)।
3. ত্বকে নাইট্রিক অ্যাসিড লাগলে ত্বকের বর্ণ কেমন হবে?
উত্তর: হলুদ।
4. 1 কিলোগ্রাম ভার = কত নিউটন বল ?
উত্তর: 9.8 নিউটন।
5. বস্তুর জাড্যধর্ম কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর: বস্তুর ভর ও বস্তুটির গতি বা বিশ্রামের অবস্থা।
6. নিউক্লিয়ন কাকে বলে ?
উত্তর: প্রোটন ও নিউট্রন উভয়কেই একত্রে নিউক্লিয়ন বলা হয়।
7. Na ও Na+-এর মধ্যে কে বেশি সুস্থিত?
উত্তর: Na+ বেশি সুস্থিত কারণ এটি ইলেকট্রন হারিয়ে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল কাঠামো অর্জন করে।
8. 19 পরমাণু-ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের M কক্ষে কটি ইলেকট্রন আছে?
উত্তর: 1টি ইলেকট্রন।
9. নিউট্রন কণার ক্ষেত্রে e/m-এর মান কত?
উত্তর: শূন্য, কারণ নিউট্রনের কোনো বৈদ্যুতিক আধান নেই।
10. স্ক্রুর গতি কোন্ ধরনের গতি ?
উত্তর: সরলরেখীয় ও ঘূর্ণন গতি উভয়ের সমন্বয়।
11. একটি ট্রেন 20 km যায় 10 মিনিটে, ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত ?
উত্তর: 120 km/h।
12. সরল দোলগতি কাকে বলে ?
উত্তর: যখন কোনো বস্তু স্থিতিস্থান থেকে একদিকে সরে গিয়ে আবার বিপরীত দিকে সমান দূরত্বে গিয়ে বারবার আগের অবস্থানে ফিরে আসে, তখন তাকে সরল দোলগতি বলে।
13. 1 কিলোগ্রাম-ভার = কত ডাইন ?
উত্তর: 9.8 × 10⁵ ডাইন।
14. সমত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগের অভিমুখ কি পরিবর্তন হতে পারে – বুঝিয়ে লেখো ?
উত্তর: হ্যাঁ, হতে পারে। যদি কোনো বস্তু বৃত্তাকার পথে সমত্বরণে চলে, তবে তার বেগের মান স্থির থাকলেও দিক পরিবর্তিত হয়।
15. a, m, u বলতে কী বোঝো ?
উত্তর:
a = ত্বরণ (Acceleration)
m = ভর (Mass)
u = প্রাথমিক বেগ (Initial Velocity)
16. আয়োনাইজেশন এনার্জি কাকে বলে?
উত্তর: কোনো পরমাণু বা আয়ন থেকে একটি ইলেকট্রন অপসারণ করার জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রতম শক্তিকে আয়োনাইজেশন এনার্জি বলা হয়।
17. একটি মাত্রাহীন ভৌত রাশির নাম লেখো।
উত্তর: কোণ (Angle)।
18. bXa ও dYc পরস্পরের আইসোটোপ হলে, b2 – d2-এর মান কত?
উত্তর: 0, কারণ আইসোটোপগুলির প্রোটন সংখ্যা সমান।
19. দুটি ভৌত রাশির নাম লেখো যাদের মাত্রীয় সংকেত একই কিন্তু একটি স্কেলার, অন্যটি ভেক্টর।
উত্তর: কাজ (Work) এবং শক্তি (Energy) [স্কেলার], বল (Force) [ভেক্টর]; এদের মাত্রীয় সংকেত [MLT⁻²]।
20. ওজন বাক্সে বাটখারাগুলির ওজনের অনুপাত কী কী থাকে ?
উত্তর: 5:2:2:1 অনুপাতে থাকে।
21. ক্রোনোমিটার ঘড়ি কী ?
উত্তর: ক্রোনোমিটার ঘড়ি হলো একটি নির্ভুল ঘড়ি যা সময়ের সঠিক পরিমাপ করতে ব্যবহৃত হয়, বিশেষ করে সমুদ্রযাত্রার সময় অক্ষাংশ নির্ণয়ে।
22. একটি ভৌতরাশির নাম লেখো যার একক আছে কিন্তু মাত্রা নেই। অথবা, 1 পিকোমিটার = কত মিটার ?
উত্তর: কোণ (Angle)।
1 পিকোমিটার = মিটার।
23. দুটি বস্তু x এবং y-এর ভর যথাক্রমে 20 kg এবং 90 kg হলে কোন্ বস্তুর জাড্যের পরিমাণ বেশি?
উত্তর: y বস্তুটির জাড্যের পরিমাণ বেশি, কারণ জাড্য ভরের ওপর নির্ভর করে এবং 90 kg > 20 kg।
24. বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো।
অথবা, এক ব্যক্তি 7 cm ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে A বিন্দু থেকে B বিন্দুতে গেলে ওই ব্যক্তির সরণ কত হবে ?
উত্তর: বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্কটি হল: যেখানে,
F = বল, m = ভর, a = ত্বরণ।
অথবা, সরণ = ব্যাসার্ধের দুই গুণ = cm।
25. কার্বনের কোন্ আইসোটোপ জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহৃত হয় ?
উত্তর: কার্বনের আইসোটোপ (কার্বন-১৪)।
26. কোনো মৌলের পরমাণুতে তিনটি কক্ষপথ আছে এবং তৃতীয় কক্ষপথে পাঁচটি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু-ক্রমাঙ্ক কত ?
উত্তর: মৌলটির পরমাণু-ক্রমাঙ্ক হলো 15 (কারণ, ইলেকট্রন বিন্যাস: K = 2, L = 8, M = 5)।
27. সোডা ওয়াটারে দ্রাবক ও দ্রাব কোনটি ? অথবা, 5% KI দ্রবণ বলতে কী বোঝো ?
উত্তর: সোডা ওয়াটারে দ্রাবক = জল (Water), দ্রাব = কার্বন ডাই অক্সাইড (CO₂)।
অথবা, 5% KI দ্রবণ বলতে বোঝায়, 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড (KI) মিশ্রিত আছে।
28. SI-তে জলের আপেক্ষিক তাপের মান কত ?
উত্তর: SI এককে জলের আপেক্ষিক তাপের মান হলো J/kg°C।
29. বল প্রযুক্ত না হলেও কখন বস্তু গতিশীল থাকতে পারে?
উত্তর: কোনো বস্তুর উপর যদি সুষম বা লব্ধ বল শূন্য হয় তবে তা অভিকর্ষ বলের প্রভাবে বা নিষ্ক্রিয়তার কারণে গতিশীল থাকতে পারে। উদাহরণস্বরূপ, মহাশূন্যে ভ্রমণরত উপগ্রহ।
30. কোনো বস্তুকণার বেগ শূন্য হলেও ত্বরণ থাকে কখন?
উত্তর: যখন কোনো বস্তুকণা নির্দিষ্ট অবস্থানে সাময়িকভাবে স্থির থাকে কিন্তু তার ত্বরণ বিদ্যমান থাকে। উদাহরণ: মুক্তভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য থাকে, কিন্তু ত্বরণ থাকে (অভিকর্ষজ ত্বরণ)।
31. ক্যান্ডেলা কোন্ ভৌত রাশির একক?
উত্তর: ক্যান্ডেলা হলো আলোকিত তীব্রতার (Luminous Intensity) একক।
32. আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক বুঝিয়ে দাও।
উত্তর: আলোকবর্ষ হলো লব্ধ একক। এটি হলো দূরত্বের একটি পরিমাপক যা আলো এক বছরে যতটা পথ অতিক্রম করে তা নির্দেশ করে। এটি মৌলিক একক মিটার থেকে উদ্ভূত হয়েছে।
33. আইসোটোনের উদাহরণ দাও।
উত্তর: কার্বন-১৪ () এবং নাইট্রোজেন-১৫ ()। এদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান (7)।
34. পটাশিয়াম (z = 19) পরমাণুর M কক্ষে কটি ইলেকট্রন আছে?
উত্তর: পটাশিয়াম (K) পরমাণুর M কক্ষে 8টি ইলেকট্রন থাকে।
35. 1.7 mg NH3 গ্যাসে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো।
উত্তর: NH₃-এর পরমাণু সংখ্যা: , (প্রতিটি H তে 1টি ইলেকট্রন)
NH₃-এ মোট ইলেকট্রন সংখ্যা = ।
NH₃-এর মোলার ভর = g/mol।
1.7 mg NH₃-এ ইলেকট্রন সংখ্যা =
= টি ইলেকট্রন।
36. 1 টি H পরমাণুর ভর কত নির্ণয় করো।
উত্তর: 1 টি হাইড্রোজেন পরমাণুর ভর = g
= g।
37. নিউক্লিয়নস্ কী?
উত্তর: নিউক্লিয়নস্ হলো পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন এবং নিউট্রনকে একত্রে বোঝায়। অর্থাৎ, নিউক্লিয়নস্ = প্রোটন + নিউট্রন।
38. কোন্ পরমাণুতে শুধু দুটি মূল কণিকা থাকে?
উত্তর: ডিউটেরিয়াম () পরমাণুতে দুটি মূল কণিকা থাকে – একটি প্রোটন এবং একটি নিউট্রন।
39. কোনো পরমাণুতে ৭টি প্রোটন থাকলে, তার একক ঋণাত্মক আধানবিশিষ্ট আয়নে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: নিউট্রাল অবস্থায় ইলেকট্রন সংখ্যা = 7।
একক ঋণাত্মক আয়নে ইলেকট্রন সংখ্যা = 7 + 1 = 8।
40. বেগ-সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা কী নির্দেশ করে?
উত্তর: বেগ-সময় লেখচিত্রে সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন হয় তা বস্তুটির সরণ নির্দেশ করে।
41. গাড়ির ওডোমিটার কী নির্দেশ করে?
উত্তর: গাড়ির ওডোমিটার গাড়ির মোট চলনকৃত দূরত্ব নির্দেশ করে।
42. একই সময়ে কোনো বস্তুর স্থির অবস্থা আবার গতিশীল অবস্থা হওয়া সম্ভব কি?
উত্তর: হ্যাঁ, এটি সম্ভব যদি নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের উপর নির্ভর করা হয়। উদাহরণস্বরূপ, চলন্ত ট্রেনের ভেতরে বসে থাকা যাত্রী ট্রেনের তুলনায় স্থির, কিন্তু পৃথিবীর তুলনায় গতিশীল।
43. মূল্যবান গ্রহরত্নের ভর পরিমাপের জন্য কোন্ একক ব্যবহার করা হয়?
উত্তর: ক্যারাট (Carat) একক ব্যবহার করা হয়। 1 ক্যারাট = 200 mg।
44. তড়িৎপ্রবাহমাত্রা স্কেলার না ভেক্টর রাশি?
উত্তর: তড়িৎপ্রবাহমাত্রা স্কেলার রাশি। কারণ, এটি শুধুমাত্র মান (Magnitude) দ্বারা নির্ধারিত হয় এবং এর কোনো দিক নেই।
45. ট্রিটিয়ামের ভরসংখ্যা কত?
উত্তর: ট্রিটিয়ামের ভরসংখ্যা 3।
46. পরমাণুর কেন্দ্রে কী কী কণা রয়েছে?
উত্তর: পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে।
47. পারমাণবিক ভর একককে কীসের দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: পারমাণবিক ভর একককে AMU (Atomic Mass Unit) বা u দ্বারা প্রকাশ করা হয়।
48. অ্যাভোগাড্রো সংখ্যা পদার্থের ধর্মের ওপর নির্ভর করে না। শুধু গ্যাসটির আয়তন, চাপ ও তাপমাত্রার ওপর নির্ভর করে - উক্তিটি সত্য না মিথ্যা?
উত্তর: উক্তিটি মিথ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা সব পদার্থের জন্য একটি ধ্রুবক মান (6.022 × 10²³) এবং এটি পদার্থের ধর্মের ওপর নির্ভর করে না।
49. CO2 গ্যাসের বুদে গ্যাসের আয়তনের বৃদ্ধি কোন্ নীতিকে অনুসরণ করা হয়?
উত্তর: CO2 গ্যাসের বুদে গ্যাসের আয়তনের বৃদ্ধি বয়েলের সূত্র (Boyle's Law) অনুসরণ করে।
50. মানের ঊর্ধ্বক্রমে সাজাও : 1rm, 1fm, 1m, 1nm।
উত্তর: 1fm < 1rm < 1nm < 1m।
51. ভরবেগের মাত্রীয় সংকেতটি লেখো।
উত্তর: ভরবেগের মাত্রীয় সংকেত হল: [MLT⁻¹]।
52. দৈর্ঘ্যের সবচেয়ে বড়ো একক কী?
উত্তর: দৈর্ঘ্যের সবচেয়ে বড়ো একক হল আলোকবর্ষ (Light Year)।
53. মিশ্রগতির একটি উদাহরণ দাও।
উত্তর: মিশ্রগতির উদাহরণ: কোনো গাড়ি প্রথমে সমত্বরণে গতি করে এবং পরে সমবেগে চলে।
54. সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে সরণ-সময় লেখচিত্রটি অঙ্কন করো।
উত্তর: সমত্বরণে গতিশীল কণার সরণ-সময় লেখচিত্রটি একটি বাঁকানো রেখা হবে যা সময়ের সাথে সাথে সরে যাওয়া বৃদ্ধি পায়।
55. নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো।
উত্তর: নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল (F) তার ভরের (m) ও ত্বরণের (a) গুণফলের সমান হয়।
।
56. একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে কি?
উত্তর: না, কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কখনই শূন্য হতে পারে না।
57. একটি বলের দুটি সমকৌণিক উপাংশ 3N এবং 4N হলে বলটির মান কত?
উত্তর: বলটির মান = ।
58. প্রদত্ত বিষয়গুলি নিউটনের কোন্ কোন্ সূত্র থেকে জানা যায়? (a) বলের সংজ্ঞা, (b) বলের পরিমাপ।
উত্তর:
(a) বলের সংজ্ঞা - নিউটনের প্রথম সূত্র।
(b) বলের পরিমাপ - নিউটনের দ্বিতীয় সূত্র।
59. N এবং dyne-এর মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর: 1N = 10⁵ dyne।
60. CGS পদ্ধতিতে ঘনত্বের একক কী ?
উত্তর: g/cm³।
61. বলের মাত্রীয় সংকেতটি লেখো। অথবা, তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও।
উত্তর: বলের মাত্রীয় সংকেত: [MLT⁻²]।
লব্ধ এককের উদাহরণ: নিউটন (N) = kg·m/s²।
62. একটি কণা r-ব্যাসার্ধের বৃত্তপথে এক পাক ঘুরে আবার প্রথম বিন্দুতে ফিরে এল। কণার সরণ কত?
উত্তর: কণার সরণ শূন্য (0) হবে।
63. u প্রাথমিক বেগে a সমমন্দনে গতিশীল কণা t সময়ে কত দূরত্ব অতিক্রম করবে?
উত্তর: দূরত্ব (s) = ।
64. কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের মান কখন সমান হবে?
উত্তর: সরলরেখায় একমুখী গতির ক্ষেত্রে।
65. 96 g অক্সিজেনে কত মোল অক্সিজেন আছে?
উত্তর: অক্সিজেনের অণুজনিত ভর = 32 g/mol।
মোল সংখ্যা = 96/32 = 3 মোল।
66. SI-তে একটি ইলেকট্রনের ভর কত?
উত্তর: 9.109 × 10⁻³¹ kg।
SI পদ্ধতিতে একটি প্রোটনের আধান: +1.6 × 10⁻¹⁹ C।
67. শূন্যস্থান পূরণ করো : ভরসংখ্যা = নিউট্রন সংখ্যা + ----------।
উত্তর: প্রোটন সংখ্যা।
68. তেজস্ক্রিয় বিকিরণের ফলে নির্গত γ-রশ্মি আসলে কী ধরনের তরঙ্গ?
উত্তর: তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
69. IUPAC সুপারিস অনুযায়ী মোল (mole) কীসের একক?
উত্তর: পদার্থের পরিমাণ।
70. শূন্যস্থান পূরণ করো : পরমাণুর ভিতর বেশিরভাগ স্থানই ----।
আইসোটোপগুলি -----ধর্মে সদৃশ।
উত্তর: পরমাণুর ভিতর বেশিরভাগ স্থানই শূন্য।
আইসোটোপগুলি রাসায়নিক ধর্মে সদৃশ।
71. চন্দ্রশেখর লিমিট কী?
উত্তর: কোনো শ্বেতবামন তারার সর্বাধিক ভর যা প্রায় ১.৪৪ সূর্য ভরের সমান।
72. আলোকবর্ষ কীসের একক?
উত্তর: দৈর্ঘ্য।
73. 1 কিগ্রা = কত ডাইন?
উত্তর: 1 কিগ্রা = 9.8 × 10⁵ ডাইন।
74. পরমাণুর আধানশূন্য কণিকাটির নাম কী?
উত্তর: নিউট্রন।
75. নিউট্রনবিহীন পরমাণুটির নাম লেখো।
উত্তর: হাইড্রোজেন (¹H)।
76. 36g জল = কত মোল জল?
উত্তর: 36g জল = 36/18 = 2 মোল।
77. 1 amu = কত গ্ৰাম?
উত্তর: 1 amu = 1.66 × 10⁻²⁴ g।
78. কোন বলের ক্রিয়ায় বস্তুতে কোনো গতির সৃষ্টি হয় না?
উত্তর: সামন্তরিক বল।
79. তড়িৎপ্রবাহ পরিমাপের একক কি?
উত্তর: অ্যাম্পিয়ার (A)।
80. Ca2+-এ মোট আধানযুক্ত কণার সংখ্যা কত?
উত্তর: 18 ইলেকট্রন + 20 প্রোটন = 38।
81. SI এককে ইলেকট্রনের আধানের মান লেখো।
উত্তর: -1.6 × 10⁻¹⁹ কুলম্ব।
82. পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি বস্তুদ্বয় পরস্পর থেকে দূরে সরে যায়, তবে ওই ক্রিয়া-প্রতিক্রিয়া বলকে ঘর্ষণ বলে – উক্তিটি ঠিক না ভুল উল্লেখ করো।
উত্তর: ভুল।
83. 1 Kg wt বল কত dyne বলের সমান?
উত্তর: 1 Kg wt = 9.8 × 10⁵ dyne।
84. বৃত্তীয় গতিতে ঘূর্ণাক্ষ বস্তুর _____ থাকে। (শূন্যস্থান পূরণ করো)
উত্তর: কেন্দ্রাতিগ বল।
85. প্রদত্ত কোন্ রাশিটির একক মৌলিক? – ভরবেগ, ক্ষমতা, আলোকবর্ষ, বল।
উত্তর: বল।
86. একটি তুলাযন্ত্রের তুলাপাত্র দুটির ভর সমান কিন্তু তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান। দুটি ভিন্ন পাত্রে বস্তুর ভর পরিমাপ করে দেখা গেল ভর যথাক্রমে m, 3 mg। বস্তুটির প্রকৃত ভর কত?
উত্তর: প্রকৃত ভর = √(m × 3mg) = √(3m²g) = m√3।
87. 36.75 g ভরের একটি বস্তুর ভর পরিমাপের জন্য ন্যূনতম কটি বাটখারার প্রয়োজন হবে?
উত্তর: 20 g, 10 g, 5 g, 1 g, 0.5 g (মোট ৫টি)।
88. একটি এককবিহীন ভৌতরাশির উদাহরণ দাও।
উত্তর: কোণ।
89. 4 kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 500 m/s বেগে 6 g ভরের গুলি ছুঁড়লে বন্দুকটির প্রতিক্ষিপ্ত বেগ কত হবে?
উত্তর: বন্দুকের বেগ = (6 × 10⁻³ kg × 500 m/s) / 4 kg = 0.75 m/s।
90. একটি বস্তুকণার বেগ-সময় লেখ, কোনো নির্দিষ্ট সময়ে সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্র উৎপন্ন করে তার ক্ষেত্রফল দ্বারা কী সূচিত হয়?
উত্তর: ক্ষেত্রফল দ্বারা অতিক্রান্ত দূরত্ব সূচিত হয়।
91. প্রদত্ত পরমাণুগুলির মধ্যে আইসোটোপগুলি খুঁজে বের করো : 6A13, 20B40, 6C14, 19D40, 7E14, 17F37।
উত্তর: 20B40 এবং 19D40 (আইসোটোপ)। 6A13 এবং 6C14 (আইসোটোপ)।
92. নিউক্লিয়ন সংখ্যা নির্ণয় করো যখন নিউক্লাইডটি হল 15P31।
উত্তর: নিউক্লিয়ন সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা = 15 + 16 = 31।
93. STP তে 228 g CO2-এর আয়তন কত ?
উত্তর: আয়তন = (228 g / 44 g/mol) × 22.4 L = 116 L।
94. 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি ভারী ?
উত্তর: NO = 14 + 16 = 30 g/mol।
NO2 = 14 + 32 = 46 g/mol।
NO এর ভর = 30 g, NO2 এর ভর = 23 g।
NO ভারী।
95. bXa এবং dYc পরস্পরের আইসোটোপ হলে, b ও d-এর মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর: b² – d² = 0 (বা, b = d)।
96. তুমি 42 মিটার ব্যাসযুক্ত একটি বৃত্তাকার মাঠে 4 মিনিটে দৌড়ানো শেষ করলে। তোমার বেগ কত ?
উত্তর: বেগ = পরিধি / সময় = (π × 42) / (4 × 60) = 11 মিটার/মিনিট।
97. একটি বস্তুর উপাদানের ঘনত্ব 7500 kg/m³ হলে, CGS পদ্ধতিতে ঘনত্ব কত ?
উত্তর: 7500 kg/m³ = 7500 × 10³ g/m³ = 7.5 g/cm³।
98. 37.36 g ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন?
উত্তর: 20 g, 10 g, 5 g, 2 g, 0.2 g, 0.1 g (মোট ৬টি)।
99. এমন একটি পরমাণুর উদাহরণ দাও যার ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান।
উত্তর: হাইড্রোজেন-1 (¹H) - এর ভরসংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা 1।
100. কোনো আধানযুক্ত কণা ত্বরণসহ গতিশীল থাকলে তার শক্তির কী ধরনের পরিবর্তন হবে?
উত্তর: কণার গতিশক্তি পরিবর্তিত হবে।
101. সমদ্রুতি সম্পন্ন বস্তু কখন সমবেগ সম্পন্ন হবে ?
উত্তর: যখন বস্তুর গতি সরলরেখায় হবে।
102. কোনো বস্তুর বেগ স্থির আছে কিন্তু সময়ের সঙ্গে বস্তুটির ভর পরিবর্তন হচ্ছে। বস্তুটির উপর বল প্রযুক্ত হবে কি?
উত্তর: হ্যাঁ, কারণ বল = d(mv)/dt = v(dm/dt)।
103. সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 হলে একটি সোডিয়াম পরমাণুর 'u' এককে বা amu এককে ভর কত?
উত্তর: সোডিয়ামের ভর = 23 u।
104. পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে?
উত্তর: ইলেকট্রন।
105. L-কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে। পরমাণুর নিউক্লিয়াসের আধান কি?
উত্তর: L-কক্ষে সর্বাধিক ৮টি ইলেকট্রন থাকতে পারে। পরমাণুর নিউক্লিয়াসের আধান ধনাত্মক।
106. একটি মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশির নাম লেখো।
উত্তর: কোণ (Radians বা Degrees)।
107. তুলাযন্ত্রের ওজনবাক্সে বাটখারাগুলি কী অনুপাতে রাখা থাকে?
উত্তর: 5:2:2:1
108. গ্যালন কোন্ ভৌতরাশি নির্ণয়ের একক?
উত্তর: আয়তন।
109. মিশ্রগতির একটি উদাহরণ দাও। দ্রুতি কোন প্রকার রাশি?
উত্তর: সাইকেলের চাকার গতি। দ্রুতি একটি স্কেলার রাশি।
110. বস্তুর বেগ আছে ত্বরণ নেই এমন হতে পারে কি?
উত্তর: হ্যাঁ, যদি বস্তুটি সমবেগে চলতে থাকে।
111. 1 ডাইন = কত নিউটন?
উত্তর: 1 ডাইন = নিউটন।
<<<<<<<<<<<<<🌹 সমাপ্ত 🌹>>>>>>>>>>>>>