📚সপ্তম শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন: তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ:পার্ট-১📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো(প্রশ্নের মান-১):
১. তড়িৎপ্রবাহের অভিমুখ হল – (a) তড়িৎকোশের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। (b) তড়িৎকোশের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। (c) কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। (d) কোনোটিই নয়।
উত্তর: (b) তড়িৎকোশের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে।
২. স্ক্রু-ড্রাইভারের গতি কোন্ প্রকারের গতির উদাহরণ ? – (a) রৈখিক গতি। (b) বৃত্তীয় গতি। (c) ঘূর্ণন গতি। (d) মিশ্র গতি।
উত্তর: (c) ঘূর্ণন গতি।
৩. সোলার প্যানেলে কোন্ শক্তি থেকে কোন্ শক্তি পাওয়া যায়? – (a) তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। (b) আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি। (c) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। (d) কোনোটিই নয়।
উত্তর: (b) আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি।
৪. পরিবর্তনশীল যোজ্যতা আছে – (a) সোডিয়ামের। (b) অক্সিজেনের। (c) ক্লোরিনের। (d) কপারের।
উত্তর: (d) কপারের।
৫. জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান – (a) হাইড্রোজেন। (b) অক্সিজেন। (c) মিথেন। (d) নাইট্রোজেন।
উত্তর: (c) মিথেন।
৬. পরমাণুতে সবচেয়ে ভারী কণিকা হল – (a) ইলেকট্রন। (b) নিউট্রন। (c) প্রোটন। (d) কোনোটিই নয়।
উত্তর: (b) নিউট্রন।
৭. জিংক আয়ন (Zn²⁺) ও ফসফেট মূলক (PO₄³⁻) দিয়ে গঠিত যৌগের সংকেত হল – (a) ZnPO₄। (b) Zn₂(PO₄)₃। (c) (PO₄)₂। (d) Zn₃(PO₄)₂।
উত্তর: (d) Zn₃(PO₄)₂।
৮. বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজন – (a) বল। (b) দ্রুতি। (c) বেগ। (d) মন্দন।
উত্তর: (a) বল।
৯. ইলেকট্রিক হিটারের তারের উপাদান হল – (a) টাংস্টেন। (b) পিতল। (c) তামা। (d) নাইক্রোম।
উত্তর: (d) নাইক্রোম।
১০. Mg + H₂SO₄ = MgSO₄ + H₂-এই রাসায়নিক বিক্রিয়াটি হল – (a) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। (b) বিয়োজন বিক্রিয়া। (c) প্রতিস্থাপন বিক্রিয়া। (d) বিনিময় বিক্রিয়া।
উত্তর: (c) প্রতিস্থাপন বিক্রিয়া।
উত্তর: (b) তড়িৎকোশের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে।
২. স্ক্রু-ড্রাইভারের গতি কোন্ প্রকারের গতির উদাহরণ ? – (a) রৈখিক গতি। (b) বৃত্তীয় গতি। (c) ঘূর্ণন গতি। (d) মিশ্র গতি।
উত্তর: (c) ঘূর্ণন গতি।
৩. সোলার প্যানেলে কোন্ শক্তি থেকে কোন্ শক্তি পাওয়া যায়? – (a) তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। (b) আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি। (c) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। (d) কোনোটিই নয়।
উত্তর: (b) আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি।
৪. পরিবর্তনশীল যোজ্যতা আছে – (a) সোডিয়ামের। (b) অক্সিজেনের। (c) ক্লোরিনের। (d) কপারের।
উত্তর: (d) কপারের।
৫. জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান – (a) হাইড্রোজেন। (b) অক্সিজেন। (c) মিথেন। (d) নাইট্রোজেন।
উত্তর: (c) মিথেন।
৬. পরমাণুতে সবচেয়ে ভারী কণিকা হল – (a) ইলেকট্রন। (b) নিউট্রন। (c) প্রোটন। (d) কোনোটিই নয়।
উত্তর: (b) নিউট্রন।
৭. জিংক আয়ন (Zn²⁺) ও ফসফেট মূলক (PO₄³⁻) দিয়ে গঠিত যৌগের সংকেত হল – (a) ZnPO₄। (b) Zn₂(PO₄)₃। (c) (PO₄)₂। (d) Zn₃(PO₄)₂।
উত্তর: (d) Zn₃(PO₄)₂।
৮. বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজন – (a) বল। (b) দ্রুতি। (c) বেগ। (d) মন্দন।
উত্তর: (a) বল।
৯. ইলেকট্রিক হিটারের তারের উপাদান হল – (a) টাংস্টেন। (b) পিতল। (c) তামা। (d) নাইক্রোম।
উত্তর: (d) নাইক্রোম।
১০. Mg + H₂SO₄ = MgSO₄ + H₂-এই রাসায়নিক বিক্রিয়াটি হল – (a) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। (b) বিয়োজন বিক্রিয়া। (c) প্রতিস্থাপন বিক্রিয়া। (d) বিনিময় বিক্রিয়া।
উত্তর: (c) প্রতিস্থাপন বিক্রিয়া।
১১. প্রবাল বা কোরাল নামক প্রাণীরা কোন্ পর্বের অন্তর্ভুক্ত? – (a) টিনোফোরা, (b) অ্যানিলিডা, (c) নিডারিয়া, (d) পরিফেরা।
উত্তর: (c) নিডারিয়া।
১২. ভারতবর্ষের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিম্নলিখিত কোন্ হটস্পট (Hotspot)-এর অন্তর্গত ? — (a) পূর্ব হিমালয়, (b) সুন্দাল্যান্ড, (c) ইন্দো-বার্মা, (d) পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা।
উত্তর: (c) ইন্দো-বার্মা।
১৩. সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হল – (a) চোরাশিকার, (b) নতুন জীবের আগমন, (c) পরিবেশ দূষণ, (d) বাসস্থান ধ্বংস।
উত্তর: (a) চোরাশিকার।
১৪. কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি হল একটি – (a) ব্যাকটেরিয়া, (b) ছত্রাক, (c) আদ্যপ্রাণী, (d) ভাইরাস।
উত্তর: (a) ব্যাকটেরিয়া।
১৫. প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয় – (a) ইঁদুরের চামড়ায়, (b) উকুনের পাকস্থলীতে, (c) উকুনের মুখে, (d) ইঁদুরের পাকস্থলীতে।
উত্তর: (d) ইঁদুরের পাকস্থলীতে।
১৬. মশার প্রধান চোষক নল কোটি যার সাহায্যে মশা রক্তপান করে? – (a) ল্যাব্রাম, (b) ম্যাক্সিলা, (c) হাইপোফ্যারিং, (d) লেবিয়াম।
উত্তর: (b) ম্যাক্সিলা।
১৭. মানসিক অবসাদ বা ডিপ্রেশনের একটি লক্ষণ হল – (a) পড়াশোনায় পিছিয়ে পড়া, (b) ক্রমাগত উদ্বেগে ভোগা, (c) সমাজে মানিয়ে চলতে না পারা, (d) মন খারাপ করে একা একা বসে থাকা।
উত্তর: (d) মন খারাপ করে একা একা বসে থাকা।
উত্তর: (c) নিডারিয়া।
১২. ভারতবর্ষের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিম্নলিখিত কোন্ হটস্পট (Hotspot)-এর অন্তর্গত ? — (a) পূর্ব হিমালয়, (b) সুন্দাল্যান্ড, (c) ইন্দো-বার্মা, (d) পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা।
উত্তর: (c) ইন্দো-বার্মা।
১৩. সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হল – (a) চোরাশিকার, (b) নতুন জীবের আগমন, (c) পরিবেশ দূষণ, (d) বাসস্থান ধ্বংস।
উত্তর: (a) চোরাশিকার।
১৪. কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি হল একটি – (a) ব্যাকটেরিয়া, (b) ছত্রাক, (c) আদ্যপ্রাণী, (d) ভাইরাস।
উত্তর: (a) ব্যাকটেরিয়া।
১৫. প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয় – (a) ইঁদুরের চামড়ায়, (b) উকুনের পাকস্থলীতে, (c) উকুনের মুখে, (d) ইঁদুরের পাকস্থলীতে।
উত্তর: (d) ইঁদুরের পাকস্থলীতে।
১৬. মশার প্রধান চোষক নল কোটি যার সাহায্যে মশা রক্তপান করে? – (a) ল্যাব্রাম, (b) ম্যাক্সিলা, (c) হাইপোফ্যারিং, (d) লেবিয়াম।
উত্তর: (b) ম্যাক্সিলা।
১৭. মানসিক অবসাদ বা ডিপ্রেশনের একটি লক্ষণ হল – (a) পড়াশোনায় পিছিয়ে পড়া, (b) ক্রমাগত উদ্বেগে ভোগা, (c) সমাজে মানিয়ে চলতে না পারা, (d) মন খারাপ করে একা একা বসে থাকা।
উত্তর: (d) মন খারাপ করে একা একা বসে থাকা।
১৮. শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান উৎস হল – (a) মাছ, (b) ভাত, (c) মাখন।
উত্তর: (b) ভাত।
১৯. মিনামাটা রোগটির জন্য দায়ী ধাতুটি হল – (a) আর্সেনিক, (b) পারদ, (c) ফ্লুওরাইড।
উত্তর: (b) পারদ।
২০. H5N1 হল একটি – (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) প্রোটোজোয়া।
উত্তর: (a) ভাইরাস।
২১. ফ্যাটে দ্রাব্য নয় এরূপ ভিটামিন হল – (a) ভিটামিন-A, (b) ভিটামিন-D, (c) ভিটামিন-C।
উত্তর: (c) ভিটামিন-C।
২২. সিংকোনা গাছ থেকে পাওয়া যায় – (a) কুইনাইন, (b) রেসারপিন, (c) পেনিসিলিন।
উত্তর: (a) কুইনাইন।
২৩. হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক রং থাকে তা হল – (a) ম্যালাকাইট গ্রিন, (b) মেটানিল ইয়োলো, (c) আজিনামোটো।
উত্তর: (b) মেটানিল ইয়োলো।
২৪. ফাইলেরিয়া রোগের বাহক মশা হল – (a) অ্যানোফিলিস, (b) কিউলেক্স, (c) এডিস।
উত্তর: (b) কিউলেক্স।
উত্তর: (b) ভাত।
১৯. মিনামাটা রোগটির জন্য দায়ী ধাতুটি হল – (a) আর্সেনিক, (b) পারদ, (c) ফ্লুওরাইড।
উত্তর: (b) পারদ।
২০. H5N1 হল একটি – (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) প্রোটোজোয়া।
উত্তর: (a) ভাইরাস।
২১. ফ্যাটে দ্রাব্য নয় এরূপ ভিটামিন হল – (a) ভিটামিন-A, (b) ভিটামিন-D, (c) ভিটামিন-C।
উত্তর: (c) ভিটামিন-C।
২২. সিংকোনা গাছ থেকে পাওয়া যায় – (a) কুইনাইন, (b) রেসারপিন, (c) পেনিসিলিন।
উত্তর: (a) কুইনাইন।
২৩. হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক রং থাকে তা হল – (a) ম্যালাকাইট গ্রিন, (b) মেটানিল ইয়োলো, (c) আজিনামোটো।
উত্তর: (b) মেটানিল ইয়োলো।
২৪. ফাইলেরিয়া রোগের বাহক মশা হল – (a) অ্যানোফিলিস, (b) কিউলেক্স, (c) এডিস।
উত্তর: (b) কিউলেক্স।
২৫. দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে - (a) দুটিই চুম্বক, (b) একটি চুম্বক ও অপরটি অচৌম্বক পদার্থ, (c) দুটিই অচৌম্বক পদার্থ।
উত্তর: (b) একটি চুম্বক ও অপরটি অচৌম্বক পদার্থ।
২৬. বর্ণালি সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য তা হল – (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) বিচ্ছুরণ।
উত্তর: (b) প্রতিসরণ।
২৭. কাজ করার সামর্থ্যকে বলে – (a) কার্য, (b) ক্ষমতা, (c) শক্তি।
উত্তর: (c) শক্তি।
২৮. পরমাণুর অভ্যন্তরে আধানবিহীন কণাটি হল – (a) প্রোটন, (b) নিউট্রিনো, (c) নিউট্রন।
উত্তর: (c) নিউট্রন।
২৯. একটি দ্রবণের pH এর মান 8.3 হলে দ্রবণটির প্রকৃতি হবে – (a) আম্লিক, (b) প্রশম, (c) ক্ষারীয়।
উত্তর: (c) ক্ষারীয়।
৩০. পটাশিয়াম ক্লোরেটের সংকেত হল – (a) KClO₃, (b) K₂ClO₂, (c) KClO₄।
উত্তর: (a) KClO₃
উত্তর: (b) একটি চুম্বক ও অপরটি অচৌম্বক পদার্থ।
২৬. বর্ণালি সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য তা হল – (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) বিচ্ছুরণ।
উত্তর: (b) প্রতিসরণ।
২৭. কাজ করার সামর্থ্যকে বলে – (a) কার্য, (b) ক্ষমতা, (c) শক্তি।
উত্তর: (c) শক্তি।
২৮. পরমাণুর অভ্যন্তরে আধানবিহীন কণাটি হল – (a) প্রোটন, (b) নিউট্রিনো, (c) নিউট্রন।
উত্তর: (c) নিউট্রন।
২৯. একটি দ্রবণের pH এর মান 8.3 হলে দ্রবণটির প্রকৃতি হবে – (a) আম্লিক, (b) প্রশম, (c) ক্ষারীয়।
উত্তর: (c) ক্ষারীয়।
৩০. পটাশিয়াম ক্লোরেটের সংকেত হল – (a) KClO₃, (b) K₂ClO₂, (c) KClO₄।
উত্তর: (a) KClO₃
৩১. অ্যালুমিনিয়াম মৌলটির চিহ্ন হল – (a) Al, (b) Am, (c) As, (d) Aul।
উত্তর: (a) Al।
৩২. ভিনিগারে কোন্ অ্যাসিড থাকে ? – (a) সাইট্রিক অ্যাসিড, (b) ম্যালিক অ্যাসিড, (c) আসিটিক অ্যাসিড, (d) টারটারিক অ্যাসিড।
উত্তর: (c) আসিটিক অ্যাসিড।
৩৩. SI-তে কাজ মাপার একক হল - (a) নিউটন, (b) জুল, (c) ক্যালোরি, (d) মিটার/সেকেন্ড²।
উত্তর: (b) জুল।
৩৪. মূত্রের pH এর মান - (a) 4.0-8.0, (b) 8.0-8.6, (c) 6.02-7.05, (d) 0.9-1.05।
উত্তর: (a) 4.0-8.0।
৩৫. NaCl + AgNO₃ → AgCl + NaNO₃ এই বিক্রিয়াটি হল – (a) বিনিময় বিক্রিয়া, (b) বিয়োজন বিক্রিয়া, (c) প্রতিস্থাপন বিক্রিয়া, (d) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া।
উত্তর: (a) বিনিময় বিক্রিয়া।
উত্তর: (a) Al।
৩২. ভিনিগারে কোন্ অ্যাসিড থাকে ? – (a) সাইট্রিক অ্যাসিড, (b) ম্যালিক অ্যাসিড, (c) আসিটিক অ্যাসিড, (d) টারটারিক অ্যাসিড।
উত্তর: (c) আসিটিক অ্যাসিড।
৩৩. SI-তে কাজ মাপার একক হল - (a) নিউটন, (b) জুল, (c) ক্যালোরি, (d) মিটার/সেকেন্ড²।
উত্তর: (b) জুল।
৩৪. মূত্রের pH এর মান - (a) 4.0-8.0, (b) 8.0-8.6, (c) 6.02-7.05, (d) 0.9-1.05।
উত্তর: (a) 4.0-8.0।
৩৫. NaCl + AgNO₃ → AgCl + NaNO₃ এই বিক্রিয়াটি হল – (a) বিনিময় বিক্রিয়া, (b) বিয়োজন বিক্রিয়া, (c) প্রতিস্থাপন বিক্রিয়া, (d) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া।
উত্তর: (a) বিনিময় বিক্রিয়া।
৩৬. জলের বাষ্পীভবনের লীনতাপ হল – (a) 537 ক্যালোরি/গ্রাম, (b) 700 ক্যালোরি/গ্রাম, (c) 640 ক্যালোরি/গ্রাম।
উত্তর: (a) 537 ক্যালোরি/গ্রাম।
৩৭. সোজা রাস্তা বরাবর চলন্ত সাইকেলের গতি হল -- (a) সরলরৈখিক গতি, (b) ঘূর্ণন গতি, (c) ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ।
উত্তর: (a) সরলরৈখিক গতি।
৩৮. হাইড্রক্সোনিয়াম আয়নের সংকেত – (a) H⁺, (b) OH⁻, (c) H₃O⁺।
উত্তর: (c) H₃O⁺।
৩৯. 25°C উত্পন্ন জলের pH – (a) 9, (b) 7, (c) 8।
উত্তর: (b) 7।
৪০. ম্যালেরিয়ার ওষুধ কুইনাইনের উৎস হল - (a) সিংকোনা, (b) সর্পগন্ধা, (c) বাসক।
উত্তর: (a) সিংকোনা।
৪১. ইঁদুরবাহিত রোগ হল – (a) ফাইলেরিয়া, (b) প্লেগ, (c) ডায়ারিয়া।
উত্তর: (b) প্লেগ।
৪২. খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া আবিষ্কার করেন – (a) লুই পাস্তুর, (b) রোনাল্ড রস, (c) জুয়ান লোপেজ।
উত্তর: (a) লুই পাস্তুর।
৪৩. পাউরুটি তৈরি করতে লাগে - (a) ইস্ট, (b) পেনিসিলিয়াম, (c) রাইজোপাস।
উত্তর: (a) ইস্ট।
৪৪. খনির বদ্ধ বাতাসে যে গ্যাসের উপস্থিতির জন্য শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে তা হল - (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) কার্বন মনোক্সাইড।
উত্তর: (c) কার্বন মনোক্সাইড।
৪৫. Al₂(SO₄)₃ অণুতে পরমাণুর সংখ্যা -- (a) 5, (b) 17, (c) 15
উত্তর: (b) 17
৪৬. আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া গঠিত হয়, কারণ - (a) আলোর ভর নেই, (b) আলোর বেগ খুব বেশি, (c) আলো সরলরেখায় চলে।
উত্তর: (c) আলো সরলরেখায় চলে।
উত্তর: (a) 537 ক্যালোরি/গ্রাম।
৩৭. সোজা রাস্তা বরাবর চলন্ত সাইকেলের গতি হল -- (a) সরলরৈখিক গতি, (b) ঘূর্ণন গতি, (c) ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ।
উত্তর: (a) সরলরৈখিক গতি।
৩৮. হাইড্রক্সোনিয়াম আয়নের সংকেত – (a) H⁺, (b) OH⁻, (c) H₃O⁺।
উত্তর: (c) H₃O⁺।
৩৯. 25°C উত্পন্ন জলের pH – (a) 9, (b) 7, (c) 8।
উত্তর: (b) 7।
৪০. ম্যালেরিয়ার ওষুধ কুইনাইনের উৎস হল - (a) সিংকোনা, (b) সর্পগন্ধা, (c) বাসক।
উত্তর: (a) সিংকোনা।
৪১. ইঁদুরবাহিত রোগ হল – (a) ফাইলেরিয়া, (b) প্লেগ, (c) ডায়ারিয়া।
উত্তর: (b) প্লেগ।
৪২. খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া আবিষ্কার করেন – (a) লুই পাস্তুর, (b) রোনাল্ড রস, (c) জুয়ান লোপেজ।
উত্তর: (a) লুই পাস্তুর।
৪৩. পাউরুটি তৈরি করতে লাগে - (a) ইস্ট, (b) পেনিসিলিয়াম, (c) রাইজোপাস।
উত্তর: (a) ইস্ট।
৪৪. খনির বদ্ধ বাতাসে যে গ্যাসের উপস্থিতির জন্য শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে তা হল - (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) কার্বন মনোক্সাইড।
উত্তর: (c) কার্বন মনোক্সাইড।
৪৫. Al₂(SO₄)₃ অণুতে পরমাণুর সংখ্যা -- (a) 5, (b) 17, (c) 15
উত্তর: (b) 17
৪৬. আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া গঠিত হয়, কারণ - (a) আলোর ভর নেই, (b) আলোর বেগ খুব বেশি, (c) আলো সরলরেখায় চলে।
উত্তর: (c) আলো সরলরেখায় চলে।
৪৭. বনভূমির খাদ্যশৃঙ্খলের সবুজ উদ্ভিদ হল – (a) গৌণ খাদক, (b) উৎপাদক, (c) প্রাথমিক খাদক, (d) প্রগৌণ খাদক।
উত্তর: (b) উৎপাদক।
৪৮. বালি মাছি যে রোগ ছড়ায় তা হল – (a) চিকুনগুনিয়া, (b) ডেঙ্গু, (c) ম্যালেরিয়া, (d) কালাজ্বর।
উত্তর: (d) কালাজ্বর।
৪৯. প্রবাল প্রাণীরা দেহের বাইরে বহিঃকঙ্কাল গঠন করে যেটির দ্বারা তা হল – (a) ক্যালশিয়াম অক্সালেট, (b) ক্যালশিয়াম কার্বনেট, (c) সোডিয়াম কার্বনেট, (d) ম্যাগনেশিয়াম কার্বনেট।
উত্তর: (b) ক্যালশিয়াম কার্বনেট।
৫০. একটি বায়ুবাহিত রোগ হল – (a) ফাইলেরিয়া, (b) কলেরা, (c) ডেঙ্গু, (d) ইনফ্লুয়েঞ্জা।
উত্তর: (d) ইনফ্লুয়েঞ্জা।
৫১. কোন্ মশা বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে? – (a) অ্যানোফিলিস, (b) কিউলেক্স, (c) এডিস, (d) সোরোফোরা।
উত্তর: (a) অ্যানোফিলিস।
৫২. ভিটামিন-D-এর অভাবে শিশুদের হয় – (a) রিকেট, (b) অস্টিওম্যালেশিয়া, (c) কোয়াশিয়োরকর, (d) ক্যানসার।
উত্তর: (a) রিকেট।
৫৩. একটি গ্রিনহাউস গ্যাস হল – (a) O₃, (b) H₂S, (c) CFC, (d) NO₂।
উত্তর: (c) CFC।
৫৪. ব্যাপন প্রক্রিয়া চলে কীসের তারতম্যের জন্য ? – (a) ঘনত্বের, (b) উষ্ণতার, (c) আর্দ্রতার, (d) উচ্চতার।
উত্তর: (a) ঘনত্বের।
উত্তর: (b) উৎপাদক।
৪৮. বালি মাছি যে রোগ ছড়ায় তা হল – (a) চিকুনগুনিয়া, (b) ডেঙ্গু, (c) ম্যালেরিয়া, (d) কালাজ্বর।
উত্তর: (d) কালাজ্বর।
৪৯. প্রবাল প্রাণীরা দেহের বাইরে বহিঃকঙ্কাল গঠন করে যেটির দ্বারা তা হল – (a) ক্যালশিয়াম অক্সালেট, (b) ক্যালশিয়াম কার্বনেট, (c) সোডিয়াম কার্বনেট, (d) ম্যাগনেশিয়াম কার্বনেট।
উত্তর: (b) ক্যালশিয়াম কার্বনেট।
৫০. একটি বায়ুবাহিত রোগ হল – (a) ফাইলেরিয়া, (b) কলেরা, (c) ডেঙ্গু, (d) ইনফ্লুয়েঞ্জা।
উত্তর: (d) ইনফ্লুয়েঞ্জা।
৫১. কোন্ মশা বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে? – (a) অ্যানোফিলিস, (b) কিউলেক্স, (c) এডিস, (d) সোরোফোরা।
উত্তর: (a) অ্যানোফিলিস।
৫২. ভিটামিন-D-এর অভাবে শিশুদের হয় – (a) রিকেট, (b) অস্টিওম্যালেশিয়া, (c) কোয়াশিয়োরকর, (d) ক্যানসার।
উত্তর: (a) রিকেট।
৫৩. একটি গ্রিনহাউস গ্যাস হল – (a) O₃, (b) H₂S, (c) CFC, (d) NO₂।
উত্তর: (c) CFC।
৫৪. ব্যাপন প্রক্রিয়া চলে কীসের তারতম্যের জন্য ? – (a) ঘনত্বের, (b) উষ্ণতার, (c) আর্দ্রতার, (d) উচ্চতার।
উত্তর: (a) ঘনত্বের।
৫৫. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ফুটন্ত জলের তাপমাত্রা – (a) 100°F, (b) 32°F, (c) 212°F, (d) 180°F।
উত্তর: (c) 212°F।
৫৬. 0°C উয়তার 2g বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে? – (a) 50 ক্যালোরি, (b) 540 ক্যালোরি, (c) 100 ক্যালোরি, (d) 160 ক্যালোরি।
উত্তর: (b) 540 ক্যালোরি।
৫৭. আলোকরশ্মি লম্বভাবে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত ? – (a) 0°, (b) 60°, (c) 90°, (d) 180°।
উত্তর: (a) 0°।
৫৮. এক ব্যক্তি 4 মিনিট সময়ে 400 মিটার পরিধির একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করে পুনরায় প্রাথমিক বিন্দুতে ফিরে এল, ব্যক্তিটির বেগ হবে – (a) 100 মিটার/সেকেন্ড, (b) শূন্য, (c) 200 মিটার/সেকেন্ড, (d) 1.66 মিটার/সেকেন্ড।
উত্তর: (b) শূন্য।
৫৯. 2 kg ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে 2m/sec²? – (a) 2 নিউটন, (b) 3 নিউটন, (c) 4 নিউটন, (d) 1 নিউটন।
উত্তর: (c) 4 নিউটন।
৬০. ভিনিগারের pH এর মান হবে – (a) 8, (b) 0, (c) 2.4, (d) 7।
উত্তর: (c) 2.4।
৬১. ভিটামিন-C-এর খাদ্য উৎস হল – (a) কাঁচালঙ্কা, (b) বাঁধাকপি, (c) দানাশস্য, (d) মুলোশাক।
উত্তর: (a) কাঁচালঙ্কা।
৬২. বর্ণালি সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য, তা হল – (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) বিচ্ছুরণ, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) বিচ্ছুরণ।
৬৩. ভিটামিন-D-এর অভাবজনিত রোগের নাম – (a) বেরিবেরি, (b) রিকেট, (c) অন্ধত্ব, (d) গয়টার।
উত্তর: (b) রিকেট।
৬৪. প্রদত্ত কোটি গ্রিনহাউস গ্যাস ? – (a) নাইট্রাস অক্সাইড, (b) অক্সিজেন, (c) নাইট্রোজেন, (d) হিলিয়াম।
উত্তর: (a) নাইট্রাস অক্সাইড।
উত্তর: (c) 212°F।
৫৬. 0°C উয়তার 2g বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে? – (a) 50 ক্যালোরি, (b) 540 ক্যালোরি, (c) 100 ক্যালোরি, (d) 160 ক্যালোরি।
উত্তর: (b) 540 ক্যালোরি।
৫৭. আলোকরশ্মি লম্বভাবে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত ? – (a) 0°, (b) 60°, (c) 90°, (d) 180°।
উত্তর: (a) 0°।
৫৮. এক ব্যক্তি 4 মিনিট সময়ে 400 মিটার পরিধির একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করে পুনরায় প্রাথমিক বিন্দুতে ফিরে এল, ব্যক্তিটির বেগ হবে – (a) 100 মিটার/সেকেন্ড, (b) শূন্য, (c) 200 মিটার/সেকেন্ড, (d) 1.66 মিটার/সেকেন্ড।
উত্তর: (b) শূন্য।
৫৯. 2 kg ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে 2m/sec²? – (a) 2 নিউটন, (b) 3 নিউটন, (c) 4 নিউটন, (d) 1 নিউটন।
উত্তর: (c) 4 নিউটন।
৬০. ভিনিগারের pH এর মান হবে – (a) 8, (b) 0, (c) 2.4, (d) 7।
উত্তর: (c) 2.4।
৬১. ভিটামিন-C-এর খাদ্য উৎস হল – (a) কাঁচালঙ্কা, (b) বাঁধাকপি, (c) দানাশস্য, (d) মুলোশাক।
উত্তর: (a) কাঁচালঙ্কা।
৬২. বর্ণালি সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য, তা হল – (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) বিচ্ছুরণ, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) বিচ্ছুরণ।
৬৩. ভিটামিন-D-এর অভাবজনিত রোগের নাম – (a) বেরিবেরি, (b) রিকেট, (c) অন্ধত্ব, (d) গয়টার।
উত্তর: (b) রিকেট।
৬৪. প্রদত্ত কোটি গ্রিনহাউস গ্যাস ? – (a) নাইট্রাস অক্সাইড, (b) অক্সিজেন, (c) নাইট্রোজেন, (d) হিলিয়াম।
উত্তর: (a) নাইট্রাস অক্সাইড।
৬৫. দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় – (a) আলোর প্রতিফলনের জন্য, (b) আলোর প্রতিসরণের জন্য, (c) আলোর বিচ্ছুরণের জন্য, (d) আলোর সরলরেখায় গমনের জন্য।
উত্তর: (a) আলোর প্রতিফলনের জন্য।
৬৬. ডেঙ্গু রোগের বাহক মশার নাম হল – (a) স্ত্রী কিউলেক্স, (b) স্ত্রী এডিস, (c) পুরুষ কিউলেক্স, (d) অ্যানোফিলিস।
উত্তর: (b) স্ত্রী এডিস।
৬৭. Fe + S = FeS এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? – (a) প্রতিস্থাপন, (b) প্রত্যক্ষ সংযোগ, (c) বিনিময়, (d) বিয়োজন।
উত্তর: (b) প্রত্যক্ষ সংযোগ।
৬৮. জলের বাষ্পীভবনের লীনতাপের মান – (a) 80 cal/g, (b) 950 cal/g, (c) 220 cal/g, (d) 540 cal/g।
উত্তর: (d) 540 cal/g।
৬৯. একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম কী? – (a) ভিটামিন-A, (b) ভিটামিন-K, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-E।
উত্তর: (c) ভিটামিন-C।
৭০. NaOH-এ হাইড্রক্সাইড মূলক (OH⁻)-এর যোজ্যতা কত ? – (a) 1, (b) 2, (c) 3, (d) 5।
উত্তর: (a) 1।
৭১. শূন্য মাধ্যমে আলোর বেগ কত ? – (a) 3×10⁸ সেমি/সে, (b) 3×10⁸ মি/সে, (c) 5×10⁸ মি/সে, (d) 3×10¹⁰ মি/সে।
উত্তর: (b) 3×10⁸ মি/সে।
৭২. প্রাণীজ শ্বেতসারের নাম কী ? – (a) সুক্রোজ, (b) মলটোজ, (c) গ্লাইকোজেন, (d) গ্লুকোজ।
উত্তর: (c) গ্লাইকোজেন।
৭৩. মানুষের রক্ত তৈরিতে অপরিহার্য – (a) আয়রন, (b) ক্যালশিয়াম, (c) নিয়ন, (d) ইউরেনিয়াম।
উত্তর: (a) আয়রন।
৭৪. সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ – (a) ধ্রুবক, (b) শূন্য, (c) উচ্চমাত্রার, (d) পরিবর্তনশীল।
উত্তর: (b) শূন্য।
৭৫. হেপাটাইটিস রোগটির জন্য দায়ী জীবটি হল – (a) ভাইরাস, (b) মশা, (c) ব্যাকটেরিয়া, (d) প্রোটোজোয়া।
উত্তর: (a) ভাইরাস।
৭৬. হাইড্রোজেন ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় – (a) H⁺ ও Cl⁻ আয়ন, (b) Na⁺ ও Cl আয়ন, (c) H⁺ ও Cl₂⁻ আয়ন, (d) H₂⁺ ও Cl⁻ আয়ন।
উত্তর: (a) H⁺ ও Cl⁻ আয়ন।
৭৭. জলে মাছের সাঁতার কাটার প্রক্রিয়াটি ব্যাখ্যা করা যায় – (a) নিউটনের প্রথম গতিসূত্র থেকে, (b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, (c) নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, (d) নিউটনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় একত্রে করে।
উত্তর: (b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
৭৮. যারা খনিতে কাজ করেন, তাদের দেখা যায় – (a) শ্বাসকষ্ট, (b) বমি বমি ভাব, (c) ঘাড়ে ব্যথা, (d) বধিরতা।
উত্তর: (a) শ্বাসকষ্ট।
৭৯. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত – (a) AlO₃, (b) Al₂O₃, (c) Al₃O₂, (d) Al₂O₄।
উত্তর: (b) Al₂O₃।
৮০. 1 নিউটন = কত ডাইন ? – (a) 10 ডাইন, (b) 10³ ডাইন, (c) 10⁵ ডাইন, (d) 10² ডাইন।
উত্তর: (b) 10³ ডাইন।
৮১. একটি ওষধি গাছ হল – (a) আম, (b) কলা, (c) শাল, (d) ঘৃতকুমারী।
উত্তর: (d) ঘৃতকুমারী।
৮২. বায়ুমণ্ডলের কোন্ স্তর সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মির থেকে জীবজগৎ-কে রক্ষা করে? – (a) ওজোনোস্ফিয়ার, (b) ট্রোপোস্ফিয়ার, (c) আয়নোস্ফিয়ার, (d) এক্সোস্ফিয়ার।
উত্তর: (a) ওজোনোস্ফিয়ার।
৮৩. নোনা জলের নদীর ধারে দেখা যায় কোন্ গাছ? – (a) আম, (b) পাইন, (c) গরান, (d) কাজুবাদাম।
উত্তর: (c) গরান।
৮৪. আলোকরশ্মি অভিলম্ব ঘেঁষে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? – (a) 0°, (b) 90°, (c) 50°, (d) 180°।
উত্তর: (a) 0°।
৮৫. ‘সর্বরোগহর' নামক বৃক্ষের আসল নাম – (a) বট, (b) অশ্বত্থ, (c) নিম, (d) আম।
উত্তর: (c) নিম।
উত্তর: (a) আলোর প্রতিফলনের জন্য।
৬৬. ডেঙ্গু রোগের বাহক মশার নাম হল – (a) স্ত্রী কিউলেক্স, (b) স্ত্রী এডিস, (c) পুরুষ কিউলেক্স, (d) অ্যানোফিলিস।
উত্তর: (b) স্ত্রী এডিস।
৬৭. Fe + S = FeS এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? – (a) প্রতিস্থাপন, (b) প্রত্যক্ষ সংযোগ, (c) বিনিময়, (d) বিয়োজন।
উত্তর: (b) প্রত্যক্ষ সংযোগ।
৬৮. জলের বাষ্পীভবনের লীনতাপের মান – (a) 80 cal/g, (b) 950 cal/g, (c) 220 cal/g, (d) 540 cal/g।
উত্তর: (d) 540 cal/g।
৬৯. একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম কী? – (a) ভিটামিন-A, (b) ভিটামিন-K, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-E।
উত্তর: (c) ভিটামিন-C।
৭০. NaOH-এ হাইড্রক্সাইড মূলক (OH⁻)-এর যোজ্যতা কত ? – (a) 1, (b) 2, (c) 3, (d) 5।
উত্তর: (a) 1।
৭১. শূন্য মাধ্যমে আলোর বেগ কত ? – (a) 3×10⁸ সেমি/সে, (b) 3×10⁸ মি/সে, (c) 5×10⁸ মি/সে, (d) 3×10¹⁰ মি/সে।
উত্তর: (b) 3×10⁸ মি/সে।
৭২. প্রাণীজ শ্বেতসারের নাম কী ? – (a) সুক্রোজ, (b) মলটোজ, (c) গ্লাইকোজেন, (d) গ্লুকোজ।
উত্তর: (c) গ্লাইকোজেন।
৭৩. মানুষের রক্ত তৈরিতে অপরিহার্য – (a) আয়রন, (b) ক্যালশিয়াম, (c) নিয়ন, (d) ইউরেনিয়াম।
উত্তর: (a) আয়রন।
৭৪. সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ – (a) ধ্রুবক, (b) শূন্য, (c) উচ্চমাত্রার, (d) পরিবর্তনশীল।
উত্তর: (b) শূন্য।
৭৫. হেপাটাইটিস রোগটির জন্য দায়ী জীবটি হল – (a) ভাইরাস, (b) মশা, (c) ব্যাকটেরিয়া, (d) প্রোটোজোয়া।
উত্তর: (a) ভাইরাস।
৭৬. হাইড্রোজেন ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় – (a) H⁺ ও Cl⁻ আয়ন, (b) Na⁺ ও Cl আয়ন, (c) H⁺ ও Cl₂⁻ আয়ন, (d) H₂⁺ ও Cl⁻ আয়ন।
উত্তর: (a) H⁺ ও Cl⁻ আয়ন।
৭৭. জলে মাছের সাঁতার কাটার প্রক্রিয়াটি ব্যাখ্যা করা যায় – (a) নিউটনের প্রথম গতিসূত্র থেকে, (b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, (c) নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, (d) নিউটনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় একত্রে করে।
উত্তর: (b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে।
৭৮. যারা খনিতে কাজ করেন, তাদের দেখা যায় – (a) শ্বাসকষ্ট, (b) বমি বমি ভাব, (c) ঘাড়ে ব্যথা, (d) বধিরতা।
উত্তর: (a) শ্বাসকষ্ট।
৭৯. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত – (a) AlO₃, (b) Al₂O₃, (c) Al₃O₂, (d) Al₂O₄।
উত্তর: (b) Al₂O₃।
৮০. 1 নিউটন = কত ডাইন ? – (a) 10 ডাইন, (b) 10³ ডাইন, (c) 10⁵ ডাইন, (d) 10² ডাইন।
উত্তর: (b) 10³ ডাইন।
৮১. একটি ওষধি গাছ হল – (a) আম, (b) কলা, (c) শাল, (d) ঘৃতকুমারী।
উত্তর: (d) ঘৃতকুমারী।
৮২. বায়ুমণ্ডলের কোন্ স্তর সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মির থেকে জীবজগৎ-কে রক্ষা করে? – (a) ওজোনোস্ফিয়ার, (b) ট্রোপোস্ফিয়ার, (c) আয়নোস্ফিয়ার, (d) এক্সোস্ফিয়ার।
উত্তর: (a) ওজোনোস্ফিয়ার।
৮৩. নোনা জলের নদীর ধারে দেখা যায় কোন্ গাছ? – (a) আম, (b) পাইন, (c) গরান, (d) কাজুবাদাম।
উত্তর: (c) গরান।
৮৪. আলোকরশ্মি অভিলম্ব ঘেঁষে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? – (a) 0°, (b) 90°, (c) 50°, (d) 180°।
উত্তর: (a) 0°।
৮৫. ‘সর্বরোগহর' নামক বৃক্ষের আসল নাম – (a) বট, (b) অশ্বত্থ, (c) নিম, (d) আম।
উত্তর: (c) নিম।
৮৬. মানবদেহের প্রধান রেচন অঙ্গ হল –
(a) হৃৎপিণ্ড, (b) বৃক্ক, (c) যকৃৎ।
উত্তর: (b) বৃক্ক।
৮৭. শর্করার পরিমাণ রক্তে স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে, যে রোগটি হয় তা হল –
(a) অ্যানিমিয়া, (b) উচ্চ রক্তচাপ, (c) মধুমেহ।
উত্তর: (c) মধুমেহ।
৮৮. হেপাটাইটিস রোগটি হল –
(a) বায়ুবাহিত, (b) জলবাহিত, (c) মশাবাহিত।
উত্তর: (b) জলবাহিত।
৮৯. রক্তের মধ্যে জলের পরিমাণ –
(a) 90%, (b) 95%, (c) 85%।
উত্তর: (a) 90%।
৯০. ল্যাথারিজম রোগটির কারণ হল –
(a) ছোলার ডাল, (b) অড়হর ডাল, (c) খেসারির ডাল।
উত্তর: (c) খেসারির ডাল।
৯১. পোলিয়ো রোগের জীবাণুর প্রকৃতি হল –
(a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) প্রোটোজোয়া।
উত্তর: (a) ভাইরাস।
৯২. স্নায়ু সংবেদন আদানপ্রদানের সহায়ক আয়ন হল –
(a) আয়রন, (b) সোডিয়াম, (c) ম্যাগনেশিয়াম।
উত্তর: (b) সোডিয়াম।
৯৩. পাস্তুরাইজ না করা দুধ থেকে সংক্রামিত রোগ হল –
(a) স্যালমোনেলোসিস, (b) বটুলিসম, (c) ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস।
উত্তর: (c) ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস।
৯৪. প্রদত্ত কোন্ ধরনের খাদ্যে ছত্রাকের আক্রমণ দেখা যায়? –
(a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) লিপিড।
উত্তর: (a) কার্বোহাইড্রেট।
৯৫. কয়লা খনিতে কর্মরত শ্রমিকের সংশ্লিষ্ট রোগ হল –
(a) বধিরতা, (b) হিট ক্র্যাম্প, (c) দৃষ্টিশক্তি হ্রাস।
উত্তর: (b) হিট ক্র্যাম্প।
(a) হৃৎপিণ্ড, (b) বৃক্ক, (c) যকৃৎ।
উত্তর: (b) বৃক্ক।
৮৭. শর্করার পরিমাণ রক্তে স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে, যে রোগটি হয় তা হল –
(a) অ্যানিমিয়া, (b) উচ্চ রক্তচাপ, (c) মধুমেহ।
উত্তর: (c) মধুমেহ।
৮৮. হেপাটাইটিস রোগটি হল –
(a) বায়ুবাহিত, (b) জলবাহিত, (c) মশাবাহিত।
উত্তর: (b) জলবাহিত।
৮৯. রক্তের মধ্যে জলের পরিমাণ –
(a) 90%, (b) 95%, (c) 85%।
উত্তর: (a) 90%।
৯০. ল্যাথারিজম রোগটির কারণ হল –
(a) ছোলার ডাল, (b) অড়হর ডাল, (c) খেসারির ডাল।
উত্তর: (c) খেসারির ডাল।
৯১. পোলিয়ো রোগের জীবাণুর প্রকৃতি হল –
(a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) প্রোটোজোয়া।
উত্তর: (a) ভাইরাস।
৯২. স্নায়ু সংবেদন আদানপ্রদানের সহায়ক আয়ন হল –
(a) আয়রন, (b) সোডিয়াম, (c) ম্যাগনেশিয়াম।
উত্তর: (b) সোডিয়াম।
৯৩. পাস্তুরাইজ না করা দুধ থেকে সংক্রামিত রোগ হল –
(a) স্যালমোনেলোসিস, (b) বটুলিসম, (c) ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস।
উত্তর: (c) ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস।
৯৪. প্রদত্ত কোন্ ধরনের খাদ্যে ছত্রাকের আক্রমণ দেখা যায়? –
(a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) লিপিড।
উত্তর: (a) কার্বোহাইড্রেট।
৯৫. কয়লা খনিতে কর্মরত শ্রমিকের সংশ্লিষ্ট রোগ হল –
(a) বধিরতা, (b) হিট ক্র্যাম্প, (c) দৃষ্টিশক্তি হ্রাস।
উত্তর: (b) হিট ক্র্যাম্প।
৯৬. পারদের ল্যাটিন নাম –
(a) স্ট্যানাম, (b) প্লামবাম, (c) হাইড্রার্জিরাম, (d) আর্জেন্টাম।
উত্তর: (c) হাইড্রার্জিরাম।
৯৭. মূলের অগ্রভাগে থাকে –
(a) মূলরোম, (b) মূলত্র, (c) শাখামূল, (d) প্রশাখা মূল।
উত্তর: (a) মূলরোম।
৯৮. পরমাণুর নিস্তড়িৎ কণাটি হল –
(a) ইলেকট্রন, (b) প্রোটন, (c) পজিট্রন, (d) নিউট্রন।
উত্তর: (d) নিউট্রন।
৯৯. বায়োডিগ্রেডেবল পলিমারটি হল –
(a) পলিথিন, (b) PVC, (c) PHB (পলি হাইড্রক্সি বিউটারেট), (d) টেফলন।
উত্তর: (c) PHB (পলি হাইড্রক্সি বিউটারেট)।
১০০. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জল যে তাপমাত্রায় ফুটে বাষ্পীভূত হয়, ফারেনহাইট স্কেলে তার মান –
(a) 212°, (b) 100°, (c) 32°, (d) 0°।
উত্তর: (a) 212°।
১০১. পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হল –
(a) গঙ্গার শুশুক, (b) মশা, (c) আরশোলা, (d) নীলগাই।
উত্তর: (a) গঙ্গার শুশুক।
১০২. এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হল –
(a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) লিপিড, (d) ভিটামিন।
উত্তর: (d) ভিটামিন।
১০৩. কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে যে ভিটামিন তা হল –
(a) ভিটামিন-K, (b) ভিটামিন-E, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-A।
উত্তর: (a) ভিটামিন-K।
১০৪. NaCl + AgNO₃ → AgCl + NaNO₃ হল একটি –
(a) বিয়োজন, (b) প্রতিস্থাপন, (c) বিনিময়, (d) যুত বিক্রিয়া।
উত্তর: (c) বিনিময়।
১০৫. একটি বায়ুবাহিত রোগ হল –
(a) ফাইলেরিয়া, (b) কলেরা, (c) ইনফ্লুয়েঞ্জা, (d) ডেঙ্গি।
উত্তর: (c) ইনফ্লুয়েঞ্জা।
(a) স্ট্যানাম, (b) প্লামবাম, (c) হাইড্রার্জিরাম, (d) আর্জেন্টাম।
উত্তর: (c) হাইড্রার্জিরাম।
৯৭. মূলের অগ্রভাগে থাকে –
(a) মূলরোম, (b) মূলত্র, (c) শাখামূল, (d) প্রশাখা মূল।
উত্তর: (a) মূলরোম।
৯৮. পরমাণুর নিস্তড়িৎ কণাটি হল –
(a) ইলেকট্রন, (b) প্রোটন, (c) পজিট্রন, (d) নিউট্রন।
উত্তর: (d) নিউট্রন।
৯৯. বায়োডিগ্রেডেবল পলিমারটি হল –
(a) পলিথিন, (b) PVC, (c) PHB (পলি হাইড্রক্সি বিউটারেট), (d) টেফলন।
উত্তর: (c) PHB (পলি হাইড্রক্সি বিউটারেট)।
১০০. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জল যে তাপমাত্রায় ফুটে বাষ্পীভূত হয়, ফারেনহাইট স্কেলে তার মান –
(a) 212°, (b) 100°, (c) 32°, (d) 0°।
উত্তর: (a) 212°।
১০১. পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হল –
(a) গঙ্গার শুশুক, (b) মশা, (c) আরশোলা, (d) নীলগাই।
উত্তর: (a) গঙ্গার শুশুক।
১০২. এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হল –
(a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) লিপিড, (d) ভিটামিন।
উত্তর: (d) ভিটামিন।
১০৩. কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে যে ভিটামিন তা হল –
(a) ভিটামিন-K, (b) ভিটামিন-E, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-A।
উত্তর: (a) ভিটামিন-K।
১০৪. NaCl + AgNO₃ → AgCl + NaNO₃ হল একটি –
(a) বিয়োজন, (b) প্রতিস্থাপন, (c) বিনিময়, (d) যুত বিক্রিয়া।
উত্তর: (c) বিনিময়।
১০৫. একটি বায়ুবাহিত রোগ হল –
(a) ফাইলেরিয়া, (b) কলেরা, (c) ইনফ্লুয়েঞ্জা, (d) ডেঙ্গি।
উত্তর: (c) ইনফ্লুয়েঞ্জা।
১০৬. সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় –
(a) কুইনাইন, (b) রেসারপিন, (c) পেনিসিলিন, (d) ডাটুরিন।
উত্তর: (b) রেসারপিন।
১০৭. পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয় –
(a) পেনিসিলিয়াম, (b) ইস্ট, (c) ছত্রাক, (d) মিউকর।
উত্তর: (b) ইস্ট।
১০৮. কয়েকটি পরিচিত অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান হল –
(a) ডিম, (b) ঝুল ও ধুলো, (c) পরাগরেণু, (d) সবকটি।
উত্তর: (d) সবকটি।
১০৯. একটি গ্রিনহাউস গ্যাস হল –
(a) মিথেন, (b) অক্সিজেন, (c) হাইড্রোজেন, (d) নাইট্রোজেন।
উত্তর: (a) মিথেন।
(a) কুইনাইন, (b) রেসারপিন, (c) পেনিসিলিন, (d) ডাটুরিন।
উত্তর: (b) রেসারপিন।
১০৭. পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয় –
(a) পেনিসিলিয়াম, (b) ইস্ট, (c) ছত্রাক, (d) মিউকর।
উত্তর: (b) ইস্ট।
১০৮. কয়েকটি পরিচিত অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান হল –
(a) ডিম, (b) ঝুল ও ধুলো, (c) পরাগরেণু, (d) সবকটি।
উত্তর: (d) সবকটি।
১০৯. একটি গ্রিনহাউস গ্যাস হল –
(a) মিথেন, (b) অক্সিজেন, (c) হাইড্রোজেন, (d) নাইট্রোজেন।
উত্তর: (a) মিথেন।
১১০. SI-তে তাপের এককটি হল –
(a) ক্যালোরি, (b) **জুল**, (c) ব্রিটিশ থার্মাল একক, (d) কেলভিন।
উত্তর: (b) জুল।
১১১. ছায়া পড়ার কারণ –
(a) আলোর বিচ্ছুরণ' ধর্ম, (b) আলোর প্রতিফলন ধর্ম, (c) আলোর প্রতিসরণ ধর্ম, (d) **আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম**।
উত্তর: (d) আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম।
১১২. সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় –
(a) Nat ও Cl₂ - আয়ন, (b) Na₂ + 3 Cl⁻ আয়ন, (c) Na₂ + 3 Cl₂ আয়ন, (d) **Na⁺ ও Cl⁻ আয়ন**।
উত্তর: (d) Na⁺ ও Cl⁻ আয়ন।
১১৩. সাবানজলের pH এর মান ও সাবানজলের প্রকৃতি হল যথাক্রমে –
(a) 7 অপেক্ষা বেশি ও আগ্নিক, (b) 7 অপেক্ষা কম ও আঙ্গিক, (c) **7 অপেক্ষা বেশি ও ক্ষারীয়**, (d) 7 অপেক্ষা কম ও ক্ষারীয়।
উত্তর: (c) 7 অপেক্ষা বেশি ও ক্ষারীয়।
১১৪. পরমাণুর অভ্যন্তরে আধানবিহীন কণাটি হল –
(a) প্রোটন, (b) ইলেকট্রন, (c) **নিউট্রন**, (d) নিউট্রিনো।
উত্তর: (c) নিউট্রন।
(a) ক্যালোরি, (b) **জুল**, (c) ব্রিটিশ থার্মাল একক, (d) কেলভিন।
উত্তর: (b) জুল।
১১১. ছায়া পড়ার কারণ –
(a) আলোর বিচ্ছুরণ' ধর্ম, (b) আলোর প্রতিফলন ধর্ম, (c) আলোর প্রতিসরণ ধর্ম, (d) **আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম**।
উত্তর: (d) আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম।
১১২. সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় –
(a) Nat ও Cl₂ - আয়ন, (b) Na₂ + 3 Cl⁻ আয়ন, (c) Na₂ + 3 Cl₂ আয়ন, (d) **Na⁺ ও Cl⁻ আয়ন**।
উত্তর: (d) Na⁺ ও Cl⁻ আয়ন।
১১৩. সাবানজলের pH এর মান ও সাবানজলের প্রকৃতি হল যথাক্রমে –
(a) 7 অপেক্ষা বেশি ও আগ্নিক, (b) 7 অপেক্ষা কম ও আঙ্গিক, (c) **7 অপেক্ষা বেশি ও ক্ষারীয়**, (d) 7 অপেক্ষা কম ও ক্ষারীয়।
উত্তর: (c) 7 অপেক্ষা বেশি ও ক্ষারীয়।
১১৪. পরমাণুর অভ্যন্তরে আধানবিহীন কণাটি হল –
(a) প্রোটন, (b) ইলেকট্রন, (c) **নিউট্রন**, (d) নিউট্রিনো।
উত্তর: (c) নিউট্রন।
১১৫. প্রবাল কোন্ পর্বভুক্ত প্রাণী? -
(a) পরিফেরা, (b) নিডারিয়া, (c) কম্বোজ, (d) একাইনোডার্মাটা।
উত্তর: (b) নিডারিয়া।
১১৬. কুইনাইন পাওয়া যায় যে উদ্ভিদ থেকে তা হল -
(a) সর্পগন্ধা, (b) নিম, (c) পেনিসিলিয়াম, (d) সিংকোনা।
উত্তর: (d) সিংকোনা।
১১৭. ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত –
(a) হিমালয়ে, (b) সুন্দরবনে, (c) মরুভূমিতে, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) সুন্দরবনে।
১১৮. ORS কোন্ রোগের প্রতিকারক হিসেবে ব্যবহৃত হয়? -
(a) ম্যালেরিয়া, (b) ডেঙ্গু, (c) কলেরা, (d) বসন্ত।
উত্তর: (c) কলেরা।
১১৯. দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে কে? –
(a) ব্যাকটেরিয়া, (b) ছত্রাক, (c) ভাইরাস, (d) নিকোল।
উত্তর: (a) ব্যাকটেরিয়া।
(a) পরিফেরা, (b) নিডারিয়া, (c) কম্বোজ, (d) একাইনোডার্মাটা।
উত্তর: (b) নিডারিয়া।
১১৬. কুইনাইন পাওয়া যায় যে উদ্ভিদ থেকে তা হল -
(a) সর্পগন্ধা, (b) নিম, (c) পেনিসিলিয়াম, (d) সিংকোনা।
উত্তর: (d) সিংকোনা।
১১৭. ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত –
(a) হিমালয়ে, (b) সুন্দরবনে, (c) মরুভূমিতে, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) সুন্দরবনে।
১১৮. ORS কোন্ রোগের প্রতিকারক হিসেবে ব্যবহৃত হয়? -
(a) ম্যালেরিয়া, (b) ডেঙ্গু, (c) কলেরা, (d) বসন্ত।
উত্তর: (c) কলেরা।
১১৯. দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে কে? –
(a) ব্যাকটেরিয়া, (b) ছত্রাক, (c) ভাইরাস, (d) নিকোল।
উত্তর: (a) ব্যাকটেরিয়া।
১২০. বেগ বৃদ্ধির হারকে বলে –
(a) সরণ, (b) ত্বরণ, (c) দ্রুতি।
উত্তর: (b) ত্বরণ।
১২১. বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা হল –
(a) শক্তি, (b) ভরবেগ, (c) ক্ষমতা, (d) বেগ।
উত্তর: (b) ভরবেগ।
১২২. পরমাণুর নিস্তড়িৎ কণাটির নাম –
(a) প্রোটন, (b) নিউট্রন, (c) ইলেকট্রন।
উত্তর: (b) নিউট্রন।
১২৩. পোড়াচুনের রাসায়নিক সংকেত –
(a) CaO, (b) CaCO₃, (c) Na₂CO₃।
উত্তর: (a) CaO।
১২৪. মানবদেহে রক্ত গঠনে মূল ধাতুটি হল –
(a) Fe, (b) Cu, (c) Ca।
উত্তর: (a) Fe।
(a) সরণ, (b) ত্বরণ, (c) দ্রুতি।
উত্তর: (b) ত্বরণ।
১২১. বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা হল –
(a) শক্তি, (b) ভরবেগ, (c) ক্ষমতা, (d) বেগ।
উত্তর: (b) ভরবেগ।
১২২. পরমাণুর নিস্তড়িৎ কণাটির নাম –
(a) প্রোটন, (b) নিউট্রন, (c) ইলেকট্রন।
উত্তর: (b) নিউট্রন।
১২৩. পোড়াচুনের রাসায়নিক সংকেত –
(a) CaO, (b) CaCO₃, (c) Na₂CO₃।
উত্তর: (a) CaO।
১২৪. মানবদেহে রক্ত গঠনে মূল ধাতুটি হল –
(a) Fe, (b) Cu, (c) Ca।
উত্তর: (a) Fe।
১২৫. শ্বেতসার জাতীয় খাবার হজম হবার পর সব থেকে ছোটো যে কণাতে পরিণত হয় সেটি হল –
(a) গ্লিসারল, (b) গ্লুকোজ, (c) অ্যামাইনো অ্যাসিড, (d) ল্যাকটোজ।
উত্তর: (b) গ্লুকোজ।
১২৬. জলে দ্রাব্য ভিটামিন কোনটি? –
(a) A ও B, (b) C ও D, (c) A ও E, (d) B ও C।
উত্তর: (d) B ও C।
১২৭. মোমো-তে যে ক্ষতিকর পদার্থটি মেশানো হয় সেটি হল –
(a) ক্যারামেল, (b) আজিনামোটো, (c) মেটানিল ইয়োলো, (d) কারজিনান।
উত্তর: (c) মেটানিল ইয়োলো।
১২৮. ‘বার্ড ফ্লু' কী ঘটিত রোগ? –
(a) ব্যাকটেরিয়া, (b) ভাইরাস, (c) আদ্যপ্রাণী, (d) কৃমি।
উত্তর: (b) ভাইরাস।
১২৯. প্রবাল হল –
(a) অ্যানিলিডা, (b) একাইনোডার্মাটা, (c) নিডারিয়া, (d) মোলাস্কা।
উত্তর: (c) নিডারিয়া।
১৩০. কলেরা কী ঘটিত রোগ? –
(a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) আদ্যপ্রাণী, (d) ছত্রাক।
উত্তর: (b) ব্যাকটেরিয়া।
১৩১. কুইনাইনের উৎস হল –
(a) সর্পগন্ধা, (b) সিংকোনা, (c) পেনিসিলিয়াম, (d) বাসক।
উত্তর: (b) সিংকোনা।
১৩২. খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে মৃত্যুর সম্ভাবনা থাকে সেটি হল –
(a) কার্বন ডাইঅক্সাইড, (b) কার্বন মনোক্সাইড, (c) অক্সিজেন, (d) নাইট্রোজেন।
উত্তর: (b) কার্বন মনোক্সাইড।
১৩৩. মশা দ্বারা বাহিত রোগটি হল –
(a) ডায়ারিয়া, (b) ফাইলেরিয়া, (c) কালাজ্বর, (d) ক্যানসার।
উত্তর: (b) ফাইলেরিয়া।
(a) গ্লিসারল, (b) গ্লুকোজ, (c) অ্যামাইনো অ্যাসিড, (d) ল্যাকটোজ।
উত্তর: (b) গ্লুকোজ।
১২৬. জলে দ্রাব্য ভিটামিন কোনটি? –
(a) A ও B, (b) C ও D, (c) A ও E, (d) B ও C।
উত্তর: (d) B ও C।
১২৭. মোমো-তে যে ক্ষতিকর পদার্থটি মেশানো হয় সেটি হল –
(a) ক্যারামেল, (b) আজিনামোটো, (c) মেটানিল ইয়োলো, (d) কারজিনান।
উত্তর: (c) মেটানিল ইয়োলো।
১২৮. ‘বার্ড ফ্লু' কী ঘটিত রোগ? –
(a) ব্যাকটেরিয়া, (b) ভাইরাস, (c) আদ্যপ্রাণী, (d) কৃমি।
উত্তর: (b) ভাইরাস।
১২৯. প্রবাল হল –
(a) অ্যানিলিডা, (b) একাইনোডার্মাটা, (c) নিডারিয়া, (d) মোলাস্কা।
উত্তর: (c) নিডারিয়া।
১৩০. কলেরা কী ঘটিত রোগ? –
(a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) আদ্যপ্রাণী, (d) ছত্রাক।
উত্তর: (b) ব্যাকটেরিয়া।
১৩১. কুইনাইনের উৎস হল –
(a) সর্পগন্ধা, (b) সিংকোনা, (c) পেনিসিলিয়াম, (d) বাসক।
উত্তর: (b) সিংকোনা।
১৩২. খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে মৃত্যুর সম্ভাবনা থাকে সেটি হল –
(a) কার্বন ডাইঅক্সাইড, (b) কার্বন মনোক্সাইড, (c) অক্সিজেন, (d) নাইট্রোজেন।
উত্তর: (b) কার্বন মনোক্সাইড।
১৩৩. মশা দ্বারা বাহিত রোগটি হল –
(a) ডায়ারিয়া, (b) ফাইলেরিয়া, (c) কালাজ্বর, (d) ক্যানসার।
উত্তর: (b) ফাইলেরিয়া।
১৩৪. 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 0°C উয়তায় 1 গ্রাম বিশুদ্ধ জল 0°C উয়তার 1 গ্রাম বিশুদ্ধ বরফে পরিণত হতে পরিবেশে তাপ বর্জন করে –
(a) 80 কিলোক্যালোরি, (b) 180 ক্যালোরি, (c) 80 ক্যালোরি, (d) 4 ক্যালরি।
উত্তর: (c) 80 ক্যালোরি।
১৩৫. একটি সমতল দর্পণে কোনো আলোকরশ্মি দর্পণের তলের সঙ্গে 50° কোণে আপতিত হলে প্রতিফলনের পর ওই আলোকরশ্মির প্রতিফলন কোণের মান কত হবে? –
(a) 50°, (b) 90°, (c) 40°, (d) 100°।
উত্তর: (a) 50°।
১৩৬. টম্যাটোতে কী অ্যাসিড থাকে? –
(a) ম্যালিক অ্যাসিড, (b) সাইট্রিক অ্যাসিড, (c) ফরমিক অ্যাসিড, (d) অক্সালিক অ্যাসিড।
উত্তর: (b) সাইট্রিক অ্যাসিড।
১৩৭. অ্যামোনিয়াম সালফেটের সংকেত হল –
(a) NH₂SO₄, (b) (NH₄)₂SO₄, (c) NH₄(SO₄)₂, (d) NH₄HSO₄।
উত্তর: (b) (NH₄)₂SO₄।
১৩৮. তাপমাত্রা মাপার সেলসিয়াস স্কেলের এক সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান? –
(a) 100°, (b) 180°, (c) 80°, (d) 180°।
উত্তর: (b) 180°।
১৩৯. ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি কেমন ধরনের গতি? –
(a) বক্রপথে গতি, (b) বৃত্তাকার পথে গতি, (c) ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, (d) সরলরৈখিক গতি।
উত্তর: (b) বৃত্তাকার পথে গতি।
১৪০. ভিনিগারে লাল লিটমাস কাগজ ডোবালে কী হবে? –
(a) লাল লিটমাস কাগজটি নীল হয়ে যাবে, (b) লাল লিটমাস কাগজটি বর্ণহীন হয়ে যাবে, (c) লাল লিটমাস কাগজটি ভিনিগারে দ্রবীভূত হয়ে যাবে, (d) লাল লিটমাস কাগজটি লাল থাকবে।
উত্তর: (a) লাল লিটমাস কাগজটি নীল হয়ে যাবে।
১৪১. মারকিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে একটি বর্ণহীন, গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটি কী? –
(a) O₂, (b) Hg₂O, (c) O₃, (d) HgO₂।
উত্তর: (a) O₂।
১৪২. কোনো বস্তুর উপর F নিউটন বল প্রয়োগ করা হল। তার ফলে বস্তুটির ১ মিটার সরণ হল। তাহলে কৃতকার্যের পরিমাণ হল –
(a) জুল, (b) F.S নিউটন, (c) নিউটন-মিটার, (d) FS জুল।
উত্তর: (a) জুল।
১৪৩. একটি বিকারে 40 ml পাতিত জল নিয়ে তাতে 10 ml গাঢ় H₂SO₄ মেশানো হল। এখন ওই দ্রবণের pH হবে –
(a) 7.0-এর চেয়ে কম, (b) 7.0-এর সমান, (c) 7.0-এর চেয়ে বেশি, (d) 7.0 এর চেয়ে অনেক বেশি।
উত্তর: (a) 7.0-এর চেয়ে কম।
১৪৪. কোনো পরমাণুর কেন্দ্রে যে নিস্তড়িৎ কণাটি থাকে সেটি হল –
(a) প্রোটন, (b) নিউট্রন, (c) ইলেকট্রন, (d) ফোটন।
উত্তর: (b) নিউট্রন।
১৪৫. টর্চের ভিতরে যে ব্যাটারি থাকে সেটি হল এক ধরনের –
(a) প্রাইমারি সেল, (b) সেকেন্ডারি সেল, (c) বদ্ধ বর্তনী, (d) তড়িৎচুম্বক।
উত্তর: (a) প্রাইমারি সেল।
(a) 80 কিলোক্যালোরি, (b) 180 ক্যালোরি, (c) 80 ক্যালোরি, (d) 4 ক্যালরি।
উত্তর: (c) 80 ক্যালোরি।
১৩৫. একটি সমতল দর্পণে কোনো আলোকরশ্মি দর্পণের তলের সঙ্গে 50° কোণে আপতিত হলে প্রতিফলনের পর ওই আলোকরশ্মির প্রতিফলন কোণের মান কত হবে? –
(a) 50°, (b) 90°, (c) 40°, (d) 100°।
উত্তর: (a) 50°।
১৩৬. টম্যাটোতে কী অ্যাসিড থাকে? –
(a) ম্যালিক অ্যাসিড, (b) সাইট্রিক অ্যাসিড, (c) ফরমিক অ্যাসিড, (d) অক্সালিক অ্যাসিড।
উত্তর: (b) সাইট্রিক অ্যাসিড।
১৩৭. অ্যামোনিয়াম সালফেটের সংকেত হল –
(a) NH₂SO₄, (b) (NH₄)₂SO₄, (c) NH₄(SO₄)₂, (d) NH₄HSO₄।
উত্তর: (b) (NH₄)₂SO₄।
১৩৮. তাপমাত্রা মাপার সেলসিয়াস স্কেলের এক সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান? –
(a) 100°, (b) 180°, (c) 80°, (d) 180°।
উত্তর: (b) 180°।
১৩৯. ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি কেমন ধরনের গতি? –
(a) বক্রপথে গতি, (b) বৃত্তাকার পথে গতি, (c) ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, (d) সরলরৈখিক গতি।
উত্তর: (b) বৃত্তাকার পথে গতি।
১৪০. ভিনিগারে লাল লিটমাস কাগজ ডোবালে কী হবে? –
(a) লাল লিটমাস কাগজটি নীল হয়ে যাবে, (b) লাল লিটমাস কাগজটি বর্ণহীন হয়ে যাবে, (c) লাল লিটমাস কাগজটি ভিনিগারে দ্রবীভূত হয়ে যাবে, (d) লাল লিটমাস কাগজটি লাল থাকবে।
উত্তর: (a) লাল লিটমাস কাগজটি নীল হয়ে যাবে।
১৪১. মারকিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে একটি বর্ণহীন, গন্ধহীন গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটি কী? –
(a) O₂, (b) Hg₂O, (c) O₃, (d) HgO₂।
উত্তর: (a) O₂।
১৪২. কোনো বস্তুর উপর F নিউটন বল প্রয়োগ করা হল। তার ফলে বস্তুটির ১ মিটার সরণ হল। তাহলে কৃতকার্যের পরিমাণ হল –
(a) জুল, (b) F.S নিউটন, (c) নিউটন-মিটার, (d) FS জুল।
উত্তর: (a) জুল।
১৪৩. একটি বিকারে 40 ml পাতিত জল নিয়ে তাতে 10 ml গাঢ় H₂SO₄ মেশানো হল। এখন ওই দ্রবণের pH হবে –
(a) 7.0-এর চেয়ে কম, (b) 7.0-এর সমান, (c) 7.0-এর চেয়ে বেশি, (d) 7.0 এর চেয়ে অনেক বেশি।
উত্তর: (a) 7.0-এর চেয়ে কম।
১৪৪. কোনো পরমাণুর কেন্দ্রে যে নিস্তড়িৎ কণাটি থাকে সেটি হল –
(a) প্রোটন, (b) নিউট্রন, (c) ইলেকট্রন, (d) ফোটন।
উত্তর: (b) নিউট্রন।
১৪৫. টর্চের ভিতরে যে ব্যাটারি থাকে সেটি হল এক ধরনের –
(a) প্রাইমারি সেল, (b) সেকেন্ডারি সেল, (c) বদ্ধ বর্তনী, (d) তড়িৎচুম্বক।
উত্তর: (a) প্রাইমারি সেল।
১৪৬. ইনফ্লুয়েঞ্জা হল একটি –
(a) বায়ুবাহিত রোগ, (b) মশাবাহিত রোগ, (c) মাছিবাহিত রোগ, (d) জলবাহিত রোগ।
উত্তর: (a) বায়ুবাহিত রোগ।
১৪৭. ভারতে বায়োডাইভারসিটি হটস্পট অঞ্চল আছে –
(a) তিনটি, (b) চারটি, (c) পাঁচটি, (d) ছটি।
উত্তর: (b) চারটি।
১৪৮. আয়োডিনের অভাবে যে রোগটি হয় তা হল –
(a) গলগণ্ড, (b) অ্যানিমিয়া, (c) জন্ডিস, (d) ক্যানসার।
উত্তর: (a) গলগণ্ড।
১৪৯. ফুলের রেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তাকে বলে –
(a) স্বপরাগযোগ, (b) ইতর পরাগযোগ, (c) নিষেক, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) নিষেক।
১৫০. চোখের রোগের প্রধান কারণ হল –
(a) ভিটামিন-B, (b) ভিটামিন-C, (c) ভিটামিন-D, (d) ভিটামিন-A-এর অভাব।
উত্তর: (d) ভিটামিন-A-এর অভাব।
১৫১. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হল –
(a) O₂, (b) CO₂, (c) N₂, (d) SO₂।
উত্তর: (b) CO₂।
১৫২. চামড়ার নীচের যে মোটা স্তর শীতের হাত থেকে প্রাণীদের রক্ষা করে তা হল –
(a) লিপিড, (b) কার্বোহাইড্রেট, (c) প্রোটিন, (d) খাদ্যতত্ত্ব।
উত্তর: (a) লিপিড।
(a) বায়ুবাহিত রোগ, (b) মশাবাহিত রোগ, (c) মাছিবাহিত রোগ, (d) জলবাহিত রোগ।
উত্তর: (a) বায়ুবাহিত রোগ।
১৪৭. ভারতে বায়োডাইভারসিটি হটস্পট অঞ্চল আছে –
(a) তিনটি, (b) চারটি, (c) পাঁচটি, (d) ছটি।
উত্তর: (b) চারটি।
১৪৮. আয়োডিনের অভাবে যে রোগটি হয় তা হল –
(a) গলগণ্ড, (b) অ্যানিমিয়া, (c) জন্ডিস, (d) ক্যানসার।
উত্তর: (a) গলগণ্ড।
১৪৯. ফুলের রেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তাকে বলে –
(a) স্বপরাগযোগ, (b) ইতর পরাগযোগ, (c) নিষেক, (d) কোনোটিই নয়।
উত্তর: (c) নিষেক।
১৫০. চোখের রোগের প্রধান কারণ হল –
(a) ভিটামিন-B, (b) ভিটামিন-C, (c) ভিটামিন-D, (d) ভিটামিন-A-এর অভাব।
উত্তর: (d) ভিটামিন-A-এর অভাব।
১৫১. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হল –
(a) O₂, (b) CO₂, (c) N₂, (d) SO₂।
উত্তর: (b) CO₂।
১৫২. চামড়ার নীচের যে মোটা স্তর শীতের হাত থেকে প্রাণীদের রক্ষা করে তা হল –
(a) লিপিড, (b) কার্বোহাইড্রেট, (c) প্রোটিন, (d) খাদ্যতত্ত্ব।
উত্তর: (a) লিপিড।
১৫৩. শ্বাসের মাধ্যমে গড়ে জল বের হয় –
(a) 200 মিলি, (b) 400 মিলি, (c) 50 মিলি।
উত্তর: (a) 200 মিলি।
১৫৪. সমুদ্রের মাছ -
(a) লঘু মূত্র ত্যাগ করে, (b) ঘন মুত্র ত্যাগ করে, (c) মূত্র ত্যাগ করে না।
উত্তর: (a) লঘু মূত্র ত্যাগ করে।
১৫৫. একটি তেজস্ক্রিয় পদার্থ হল -
(a) পটাশিয়াম, (b) প্লুটোনিয়াম, (c) অ্যালুমিনিয়াম।
উত্তর: (b) প্লুটোনিয়াম।
১৫৬. সাধারণ সর্দি-কাশি হয় –
(a) ব্যাকটেরিয়া, (b) প্রোটোজোয়া, (c) ভাইরাসের দ্বারা।
উত্তর: (c) ভাইরাসের দ্বারা।
১৫৭. ফ্লুওরোসেন্ট বাল্ব তৈরি করতে যে ধাতুর প্রয়োজন, সেটি হল –
(a) নিকেল, (b) পারদ, (c) কোবাল্ট।
উত্তর: (b) পারদ।
(a) 200 মিলি, (b) 400 মিলি, (c) 50 মিলি।
উত্তর: (a) 200 মিলি।
১৫৪. সমুদ্রের মাছ -
(a) লঘু মূত্র ত্যাগ করে, (b) ঘন মুত্র ত্যাগ করে, (c) মূত্র ত্যাগ করে না।
উত্তর: (a) লঘু মূত্র ত্যাগ করে।
১৫৫. একটি তেজস্ক্রিয় পদার্থ হল -
(a) পটাশিয়াম, (b) প্লুটোনিয়াম, (c) অ্যালুমিনিয়াম।
উত্তর: (b) প্লুটোনিয়াম।
১৫৬. সাধারণ সর্দি-কাশি হয় –
(a) ব্যাকটেরিয়া, (b) প্রোটোজোয়া, (c) ভাইরাসের দ্বারা।
উত্তর: (c) ভাইরাসের দ্বারা।
১৫৭. ফ্লুওরোসেন্ট বাল্ব তৈরি করতে যে ধাতুর প্রয়োজন, সেটি হল –
(a) নিকেল, (b) পারদ, (c) কোবাল্ট।
উত্তর: (b) পারদ।
১৫৮. চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হল –
(a) শুধুমাত্র বিকর্ষণী ধর্মের পরীক্ষা, (b) শুধুমাত্র আকর্ষণী ধর্মের পরীক্ষা, (c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা, (d) চুম্বক আবেশের পরীক্ষা।
উত্তর: (c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা।
১৫৯. বর্তনী আঁকার জন্য প্রদত্ত প্রতীকটি হল –
(a) একটি বালবের, (b) একটি সেল-এর, (c) একটি সুইচের অন অবস্থা, (d) একটি সুইচের অফ অবস্থা।
উত্তর: (c) একটি সুইচের অন অবস্থা।
১৬০. নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে -
(a) বল = বেগ × ত্বরণ, (b) বল = ভর × ত্বরণ, (c) বল = ভর × বেগ, (d) বল = মন্দন × সরণ।
উত্তর: (b) বল = ভর × ত্বরণ।
১৬১. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত –
(a) AlO3, (b) Al3O, (c) AlO, (d) Al2O3।
উত্তর: (d) Al2O3।
১৬২. NaCl + AgNO3 → AgCl + NaNO3 এই বিক্রিয়াটি হল -
(a) বিয়োজন বিক্রিয়া, (b) প্রতিস্থাপন বিক্রিয়া, (c) বিনিময় বিক্রিয়া, (d) প্রদত্ত কোনোটিই নয়।
উত্তর: (c) বিনিময় বিক্রিয়া।
১৬৩. টম্যাটোতে যে অ্যাসিডটি থাকে, সেটি হল -
(a) অক্সালিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) ম্যালিক অ্যাসিড, (d) প্রদত্ত কোনোটিই নয়।
উত্তর: (b) টারটারিক অ্যাসিড।
(a) শুধুমাত্র বিকর্ষণী ধর্মের পরীক্ষা, (b) শুধুমাত্র আকর্ষণী ধর্মের পরীক্ষা, (c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা, (d) চুম্বক আবেশের পরীক্ষা।
উত্তর: (c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা।
১৫৯. বর্তনী আঁকার জন্য প্রদত্ত প্রতীকটি হল –
(a) একটি বালবের, (b) একটি সেল-এর, (c) একটি সুইচের অন অবস্থা, (d) একটি সুইচের অফ অবস্থা।
উত্তর: (c) একটি সুইচের অন অবস্থা।
১৬০. নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে -
(a) বল = বেগ × ত্বরণ, (b) বল = ভর × ত্বরণ, (c) বল = ভর × বেগ, (d) বল = মন্দন × সরণ।
উত্তর: (b) বল = ভর × ত্বরণ।
১৬১. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত –
(a) AlO3, (b) Al3O, (c) AlO, (d) Al2O3।
উত্তর: (d) Al2O3।
১৬২. NaCl + AgNO3 → AgCl + NaNO3 এই বিক্রিয়াটি হল -
(a) বিয়োজন বিক্রিয়া, (b) প্রতিস্থাপন বিক্রিয়া, (c) বিনিময় বিক্রিয়া, (d) প্রদত্ত কোনোটিই নয়।
উত্তর: (c) বিনিময় বিক্রিয়া।
১৬৩. টম্যাটোতে যে অ্যাসিডটি থাকে, সেটি হল -
(a) অক্সালিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) ম্যালিক অ্যাসিড, (d) প্রদত্ত কোনোটিই নয়।
উত্তর: (b) টারটারিক অ্যাসিড।
১৬৪. বংশবিস্তারে সাহায্য করে –
(a) পাথরকুচি পাতা, (b) বটগাছের ডাল, (c) সুন্দরী গাছের পাতা, (d) রান্নার মূল।
উত্তর: (a) পাথরকুচি পাতা।
১৬৫. কাণ্ডের যে অংশ থেকে শাখাগুলি বের হয় সেটি হল -
(a) নোড, (b) ইন্টার নোড, (c) কক্ষ, (d) বিটপ।
উত্তর: (a) নোড।
১৬৬. মিষ্টি গন্ধযুক্ত পাতার উদাহরণ -
(a) বট, (b) ঘৃতকুমারী, (c) লেবু, (d) জবা পাতা।
উত্তর: (c) লেবু।
১৬৭. অতিরিক্ত বাষ্পমোচনে বাধা দেয় –
(a) ফণীমনসার পত্রকণ্টক, (b) মটরের পত্রাকর্ষ, (c) পাথরকুচি পাতা, (d) কলশপত্রী পাতা।
উত্তর: (a) ফণীমনসার পত্রকণ্টক।
১৬৮. শুকনো কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে কিশমিশ জল শোষণ করে -
(a) ব্যাপন, (b) অভিস্রবণ, (c) সংবহন, (d) পরিবহণ প্রক্রিয়ায়।
উত্তর: (b) অভিস্রবণ ।
১৬৯. মৃগনাভি পাওয়া যায় -
(a) গঙ্গার শুশুক, (b) কস্তুরী মৃগ, (c) তেলাপিয়া মাছ, (d) কোয়ালা ভালুক থেকে।
উত্তর: (b) কস্তুরী মৃগ।
১৭০. একটি জলবাহিত রোগ হল -
(a) পদ্ম, (b) ডিপথেরিয়া, (c) কলেরা, (d) ম্যালেরিয়া।
উত্তর: (c) কলেরা।
(a) পাথরকুচি পাতা, (b) বটগাছের ডাল, (c) সুন্দরী গাছের পাতা, (d) রান্নার মূল।
উত্তর: (a) পাথরকুচি পাতা।
১৬৫. কাণ্ডের যে অংশ থেকে শাখাগুলি বের হয় সেটি হল -
(a) নোড, (b) ইন্টার নোড, (c) কক্ষ, (d) বিটপ।
উত্তর: (a) নোড।
১৬৬. মিষ্টি গন্ধযুক্ত পাতার উদাহরণ -
(a) বট, (b) ঘৃতকুমারী, (c) লেবু, (d) জবা পাতা।
উত্তর: (c) লেবু।
১৬৭. অতিরিক্ত বাষ্পমোচনে বাধা দেয় –
(a) ফণীমনসার পত্রকণ্টক, (b) মটরের পত্রাকর্ষ, (c) পাথরকুচি পাতা, (d) কলশপত্রী পাতা।
উত্তর: (a) ফণীমনসার পত্রকণ্টক।
১৬৮. শুকনো কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে কিশমিশ জল শোষণ করে -
(a) ব্যাপন, (b) অভিস্রবণ, (c) সংবহন, (d) পরিবহণ প্রক্রিয়ায়।
উত্তর: (b) অভিস্রবণ ।
১৬৯. মৃগনাভি পাওয়া যায় -
(a) গঙ্গার শুশুক, (b) কস্তুরী মৃগ, (c) তেলাপিয়া মাছ, (d) কোয়ালা ভালুক থেকে।
উত্তর: (b) কস্তুরী মৃগ।
১৭০. একটি জলবাহিত রোগ হল -
(a) পদ্ম, (b) ডিপথেরিয়া, (c) কলেরা, (d) ম্যালেরিয়া।
উত্তর: (c) কলেরা।
১৭১. ত্বরণের একক হল –
(a) মিটার/সেকেন্ড, (b) নিউটন/মিটার, (c) মিটার/সেকেন্ড², (d) কোনোটিই নয়।
উত্তর: (c) মিটার/সেকেন্ড²।
১৭২. অ্যালুমিনিয়ামের চিহ্ন হল –
(a) Al, (b) Sn, (c) Hg, (d) Pb।
উত্তর: (a) Al।
১৭৩. প্রোটনের চার্জ হল –
(a) ঋণাত্মক, (b) ধনাত্মক, (c) নিস্তড়িৎ, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) ধনাত্মক।
১৭৪. Al2O3 যৌগে Al পরমাণুর সংখ্যা –
(a) 3, (b) 4, (c) 1, (d) 2।
উত্তর: (d) 2।
১৭৫. রক্ত তৈরি করতে প্রয়োজন –
(a) সোডিয়াম, (b) লোহা, (c) পটাশিয়াম, (d) ক্যালশিয়াম।
উত্তর: (b) লোহা।
১৭৬. তেঁতুলে আছে –
(a) অক্সালিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) ম্যালিক অ্যাসিড, (d) সাইট্রিক অ্যাসিড।
উত্তর: (b) টারটারিক অ্যাসিড।
(a) মিটার/সেকেন্ড, (b) নিউটন/মিটার, (c) মিটার/সেকেন্ড², (d) কোনোটিই নয়।
উত্তর: (c) মিটার/সেকেন্ড²।
১৭২. অ্যালুমিনিয়ামের চিহ্ন হল –
(a) Al, (b) Sn, (c) Hg, (d) Pb।
উত্তর: (a) Al।
১৭৩. প্রোটনের চার্জ হল –
(a) ঋণাত্মক, (b) ধনাত্মক, (c) নিস্তড়িৎ, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) ধনাত্মক।
১৭৪. Al2O3 যৌগে Al পরমাণুর সংখ্যা –
(a) 3, (b) 4, (c) 1, (d) 2।
উত্তর: (d) 2।
১৭৫. রক্ত তৈরি করতে প্রয়োজন –
(a) সোডিয়াম, (b) লোহা, (c) পটাশিয়াম, (d) ক্যালশিয়াম।
উত্তর: (b) লোহা।
১৭৬. তেঁতুলে আছে –
(a) অক্সালিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) ম্যালিক অ্যাসিড, (d) সাইট্রিক অ্যাসিড।
উত্তর: (b) টারটারিক অ্যাসিড।
১৭৭. অস্থি, টেনডন, লিগামেন্টে উপস্থিত কোলাজেন বস্তুটি একপ্রকার –
(a) শর্করা, (b) প্রোটিন, (c) স্নেহপদার্থ, (d) ভিটামিন।
উত্তর: (b) প্রোটিন।
১৭৮. হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে –
(a) ভিটামিন-A, (b) ভিটামিন B-কমপ্লেক্স, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-D।
উত্তর: (d) ভিটামিন-D।
১৭৯. আয়োডিনের অভাবজনিত একটি রোগ হল –
(a) গয়টার, (b) অ্যানিমিয়া, (c) রিকেট, (d) বেরিবেরি।
উত্তর: (a) গয়টার।
১৮০. বিশ্ব উন্নায়নের জন্য দায়ী অন্যতম গ্যাসটি হল –
(a) নাইট্রোজেন, (b) অক্সিজেন, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) হাইড্রোজেন।
উত্তর: (c) কার্বন ডাইঅক্সাইড।
১৮১. ভারতের আন্দামান-নিকোবর অঞ্চল যে বায়োডাইভারসিটি হটস্পটের অন্তর্ভুক্ত তা হল –
(a) পূর্ব হিমালয়, (b) পশ্চিমঘাট পর্বতমালা, (c) ইন্দোবামা, (d) সুন্দাল্যান্ড।
উত্তর: (c) ইন্দোবামা।
১৮২. গঙ্গা নদীতে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলার ফলে যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে তা হল –
(a) শুধুক, (b) পেঙ্গুইন, (c) কোয়ালা ভালুক, (d) কস্তুরী মৃগ।
উত্তর: (a) শুধুক।
১৮৩. পানীয় জলে ফ্লুরাইডের উপস্থিতির জন্য মানবদেহে যে রোগলক্ষণ দেখা যায় তা হল –
(a) হাতে খসখসে উঁচু ছোপ, (b) দাঁতে ছোপ ছোপ দাগ, (c) চামড়ার রং কালো, (d) পায়ে ক্ষত।
উত্তর: (b) দাঁতে ছোপ ছোপ দাগ।
১৮৪. টিকাদানের মাধ্যমে যে রোগটিকে পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে তা হল –
(a) গুটি বসন্ত, (b) ম্যালেরিয়া, (c) সর্দিকাশি, (d) আমাশয়।
উত্তর: (a) গুটি বসন্ত।
১৮৫. একটি জলবাহিত রোগ হল –
(a) ম্যালেরিয়া, (b) কলেরা, (c) প্লেগ, (d) বটুলিজম।
উত্তর: (b) কলেরা।
(a) শর্করা, (b) প্রোটিন, (c) স্নেহপদার্থ, (d) ভিটামিন।
উত্তর: (b) প্রোটিন।
১৭৮. হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে –
(a) ভিটামিন-A, (b) ভিটামিন B-কমপ্লেক্স, (c) ভিটামিন-C, (d) ভিটামিন-D।
উত্তর: (d) ভিটামিন-D।
১৭৯. আয়োডিনের অভাবজনিত একটি রোগ হল –
(a) গয়টার, (b) অ্যানিমিয়া, (c) রিকেট, (d) বেরিবেরি।
উত্তর: (a) গয়টার।
১৮০. বিশ্ব উন্নায়নের জন্য দায়ী অন্যতম গ্যাসটি হল –
(a) নাইট্রোজেন, (b) অক্সিজেন, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) হাইড্রোজেন।
উত্তর: (c) কার্বন ডাইঅক্সাইড।
১৮১. ভারতের আন্দামান-নিকোবর অঞ্চল যে বায়োডাইভারসিটি হটস্পটের অন্তর্ভুক্ত তা হল –
(a) পূর্ব হিমালয়, (b) পশ্চিমঘাট পর্বতমালা, (c) ইন্দোবামা, (d) সুন্দাল্যান্ড।
উত্তর: (c) ইন্দোবামা।
১৮২. গঙ্গা নদীতে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলার ফলে যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে তা হল –
(a) শুধুক, (b) পেঙ্গুইন, (c) কোয়ালা ভালুক, (d) কস্তুরী মৃগ।
উত্তর: (a) শুধুক।
১৮৩. পানীয় জলে ফ্লুরাইডের উপস্থিতির জন্য মানবদেহে যে রোগলক্ষণ দেখা যায় তা হল –
(a) হাতে খসখসে উঁচু ছোপ, (b) দাঁতে ছোপ ছোপ দাগ, (c) চামড়ার রং কালো, (d) পায়ে ক্ষত।
উত্তর: (b) দাঁতে ছোপ ছোপ দাগ।
১৮৪. টিকাদানের মাধ্যমে যে রোগটিকে পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে তা হল –
(a) গুটি বসন্ত, (b) ম্যালেরিয়া, (c) সর্দিকাশি, (d) আমাশয়।
উত্তর: (a) গুটি বসন্ত।
১৮৫. একটি জলবাহিত রোগ হল –
(a) ম্যালেরিয়া, (b) কলেরা, (c) প্লেগ, (d) বটুলিজম।
উত্তর: (b) কলেরা।
১৮৬. একটি দর্পণের ওপর দর্পণের তলের সঙ্গে 30° কোণ করে আলোকরশ্মি পড়লে প্রতিফলন কোণের মান হবে –
(a) 30°, (b) 60°, (c) 45°, (d) 90°।
উত্তর: (a) 30°।
১৮৭. 0°C উয়তার এক চাঁই বরফে একটি গর্ত করে 10°C উয়তার জল ঢাললে ওই জলের উষ্ণতা হবে –
(a) 0°C, (b) -10°C, (c) 10°F, (d) 10°C।
উত্তর: (a) 0°C।
১৮৮. একটি বস্তুর বেগ (velocity) দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি –
(a) অর্ধেক হয়, (b) দ্বিগুণ হয়, (c) চারগুণ হয়, (d) একই থাকে।
উত্তর: (c) চারগুণ হয়।
১৮৯. প্ল্যাটিনামের চিহ্ন হল –
(a) Pn, (b) Pb, (c) Pd, (d) Pt।
উত্তর: (d) Pt।
১৯০. সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে –
(a) প্রচ্ছায়া দেখা যায়, (b) প্রতিবিম্ব দেখা যায়, (c) প্রতিকৃতি দেখা যায়, (d) ছায়া দেখা যায়।
উত্তর: (a) প্রচ্ছায়া দেখা যায়।
১৯১. মানুষের দেহে জলের পরিমাণ হল –
(a) 20%, (b) 40%, (c) 70%, (d) 90%।
উত্তর: (c) 70%।
১৯২. বস্তুর উপর প্রযুক্ত বল (F), বস্তুর ভর (m) এবং বস্তুর ত্বরণ (a)-এর মধ্যে সম্পর্ক হল –
(a) m = Fa, (b) a = Fm, (c) F = m, (d) a = F/m।
উত্তর: (d) a = F/m।
১৯৩. কলিচুনের সংকেত হল –
(a) KOH, (b) NaOH, (c) CaO, (d) Ca(OH)₂।
উত্তর: (b) NaOH।
১৯৪. অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয় –
(a) জল, (b) লবণ ও জল, (c) লবণ, (d) লবণ অথবা জল।
উত্তর: (b) লবণ ও জল।
১৯৫. কোনো বস্তুর জাড্য ধর্মের পরিমাপ নির্ভর করে –
(a) বস্তুটির ভরের ওপর, (b) বস্তুটির উপর প্রযুক্ত বলের ওপর, (c) বস্তুটির গতিশক্তির ওপর, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) বস্তুটির ভরের ওপর।
১৯৬. তেঁতুলের মধ্যে থাকে –
(a) ম্যালিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) ল্যাকটিক অ্যাসিড, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) টারটারিক অ্যাসিড।
১৯৭. বেরিয়াম হাইড্রক্সাইড [Ba(OH)₂]-এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা –
(a) 5, (b) 2, (c) 7, (d) 31।
উত্তর: (c) 7
(a) 30°, (b) 60°, (c) 45°, (d) 90°।
উত্তর: (a) 30°।
১৮৭. 0°C উয়তার এক চাঁই বরফে একটি গর্ত করে 10°C উয়তার জল ঢাললে ওই জলের উষ্ণতা হবে –
(a) 0°C, (b) -10°C, (c) 10°F, (d) 10°C।
উত্তর: (a) 0°C।
১৮৮. একটি বস্তুর বেগ (velocity) দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি –
(a) অর্ধেক হয়, (b) দ্বিগুণ হয়, (c) চারগুণ হয়, (d) একই থাকে।
উত্তর: (c) চারগুণ হয়।
১৮৯. প্ল্যাটিনামের চিহ্ন হল –
(a) Pn, (b) Pb, (c) Pd, (d) Pt।
উত্তর: (d) Pt।
১৯০. সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে –
(a) প্রচ্ছায়া দেখা যায়, (b) প্রতিবিম্ব দেখা যায়, (c) প্রতিকৃতি দেখা যায়, (d) ছায়া দেখা যায়।
উত্তর: (a) প্রচ্ছায়া দেখা যায়।
১৯১. মানুষের দেহে জলের পরিমাণ হল –
(a) 20%, (b) 40%, (c) 70%, (d) 90%।
উত্তর: (c) 70%।
১৯২. বস্তুর উপর প্রযুক্ত বল (F), বস্তুর ভর (m) এবং বস্তুর ত্বরণ (a)-এর মধ্যে সম্পর্ক হল –
(a) m = Fa, (b) a = Fm, (c) F = m, (d) a = F/m।
উত্তর: (d) a = F/m।
১৯৩. কলিচুনের সংকেত হল –
(a) KOH, (b) NaOH, (c) CaO, (d) Ca(OH)₂।
উত্তর: (b) NaOH।
১৯৪. অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয় –
(a) জল, (b) লবণ ও জল, (c) লবণ, (d) লবণ অথবা জল।
উত্তর: (b) লবণ ও জল।
১৯৫. কোনো বস্তুর জাড্য ধর্মের পরিমাপ নির্ভর করে –
(a) বস্তুটির ভরের ওপর, (b) বস্তুটির উপর প্রযুক্ত বলের ওপর, (c) বস্তুটির গতিশক্তির ওপর, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) বস্তুটির ভরের ওপর।
১৯৬. তেঁতুলের মধ্যে থাকে –
(a) ম্যালিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) ল্যাকটিক অ্যাসিড, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) টারটারিক অ্যাসিড।
১৯৭. বেরিয়াম হাইড্রক্সাইড [Ba(OH)₂]-এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা –
(a) 5, (b) 2, (c) 7, (d) 31।
উত্তর: (c) 7
১৯৮. প্রদত্ত কোন্ যন্ত্রটি একটি বিশেষ ধরনের থার্মোমিটার ? –
(a) ভোল্টমিটার, (b) ব্যারোমিটার, (c) অপটিক্যাল পাইরোমিটার, (d) ক্যালোরিমিটার।
উত্তর: (c) অপটিক্যাল পাইরোমিটার।
১৯৯. সাদা আলো যে বর্ণালি উৎপন্ন করে তার মধ্যবর্ণ হল –
(a) সবুজ, (b) বেগুনি, (c) হলুদ, (d) লাল।
উত্তর: (a) সবুজ।
২০০. একটি বস্তুকণা একটি বৃত্তের কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুর ঠিক বিপরীত একটি বিন্দুতে পৌঁছাল। এক্ষেত্রে ওই বস্তুকণার সরণ হবে—
(a) শূন্য, (b) বৃত্তের ব্যাস, (c) বৃত্তের ব্যাসার্ধ, (d) বৃত্তের অর্ধপরিধি।
উত্তর: (b) বৃত্তের ব্যাস।
২০১. মিটার-সেকেন্ড 1 হল –
(a) বেগের একক কিন্তু দ্রুতির একক নয়, (b) দ্রুতির একক কিন্তু বেগের একক নয়, (c) দ্রুতি বা বেগ কারোর একক নয়, (d) দ্রুতি ও বেগ উভয়ের একক।
উত্তর: (d) দ্রুতি ও বেগ উভয়ের একক।
২০২. সোনা ও রুপা মৌল দুটির ল্যাটিন নাম যথাক্রমে –
(a) স্ট্যানাম ও প্লাম্বাম, (b) অরাম ও আর্জেন্টাম, (c) ন্যাট্রিয়াম ও স্টিবিয়াম, (d) হাইড্রার্জিরাম ও ক্যালিয়াম।
উত্তর: (b) অরাম ও আর্জেন্টাম।
২০৩. প্রদত্ত কোন দুটি মৌলের নাম দুইজন বিজ্ঞানীর নামে হয় ? –
(a) মেন্ডেলিভিয়াম ও কুরিয়াম, (b) ইউরোপিয়াম ও আমেরিসিয়াম, (c) ইন্ডিয়াম ও জার্মেনিয়াম, (d) নোবেলিয়াম ও ফার্মিয়াম।
উত্তর: (b) ইউরোপিয়াম ও আমেরিসিয়াম।
২০৪. দুটি জলীয় দ্রবণের pH এর মান যথাক্রমে 5.4 ও 9.6। সম্ভাব্য দ্রবণ দুটি হতে পারে –
(a) ভিনিগার ও সাবানজল, (b) পাতিলেবুর রস ও ভিনিগার, (c) কাপড়কাচার সোডা ও খাদ্যলবণের দ্রবণ, (d) কস্টিক সোডা ও কলি চুনের দ্রবণ।
উত্তর: (a) ভিনিগার ও সাবানজল।
(a) ভোল্টমিটার, (b) ব্যারোমিটার, (c) অপটিক্যাল পাইরোমিটার, (d) ক্যালোরিমিটার।
উত্তর: (c) অপটিক্যাল পাইরোমিটার।
১৯৯. সাদা আলো যে বর্ণালি উৎপন্ন করে তার মধ্যবর্ণ হল –
(a) সবুজ, (b) বেগুনি, (c) হলুদ, (d) লাল।
উত্তর: (a) সবুজ।
২০০. একটি বস্তুকণা একটি বৃত্তের কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুর ঠিক বিপরীত একটি বিন্দুতে পৌঁছাল। এক্ষেত্রে ওই বস্তুকণার সরণ হবে—
(a) শূন্য, (b) বৃত্তের ব্যাস, (c) বৃত্তের ব্যাসার্ধ, (d) বৃত্তের অর্ধপরিধি।
উত্তর: (b) বৃত্তের ব্যাস।
২০১. মিটার-সেকেন্ড 1 হল –
(a) বেগের একক কিন্তু দ্রুতির একক নয়, (b) দ্রুতির একক কিন্তু বেগের একক নয়, (c) দ্রুতি বা বেগ কারোর একক নয়, (d) দ্রুতি ও বেগ উভয়ের একক।
উত্তর: (d) দ্রুতি ও বেগ উভয়ের একক।
২০২. সোনা ও রুপা মৌল দুটির ল্যাটিন নাম যথাক্রমে –
(a) স্ট্যানাম ও প্লাম্বাম, (b) অরাম ও আর্জেন্টাম, (c) ন্যাট্রিয়াম ও স্টিবিয়াম, (d) হাইড্রার্জিরাম ও ক্যালিয়াম।
উত্তর: (b) অরাম ও আর্জেন্টাম।
২০৩. প্রদত্ত কোন দুটি মৌলের নাম দুইজন বিজ্ঞানীর নামে হয় ? –
(a) মেন্ডেলিভিয়াম ও কুরিয়াম, (b) ইউরোপিয়াম ও আমেরিসিয়াম, (c) ইন্ডিয়াম ও জার্মেনিয়াম, (d) নোবেলিয়াম ও ফার্মিয়াম।
উত্তর: (b) ইউরোপিয়াম ও আমেরিসিয়াম।
২০৪. দুটি জলীয় দ্রবণের pH এর মান যথাক্রমে 5.4 ও 9.6। সম্ভাব্য দ্রবণ দুটি হতে পারে –
(a) ভিনিগার ও সাবানজল, (b) পাতিলেবুর রস ও ভিনিগার, (c) কাপড়কাচার সোডা ও খাদ্যলবণের দ্রবণ, (d) কস্টিক সোডা ও কলি চুনের দ্রবণ।
উত্তর: (a) ভিনিগার ও সাবানজল।
২০৫. কোরাল হল –
(a) পরিফেরা, (b) নিডারিয়া, (c) টিনোফোরা।
উত্তর: (b) নিডারিয়া।
২০৬. সমুদ্রের প্রবাল প্রাচীরে সামুদ্রিক প্রজাপতির আশ্রয়স্থল হল –
(a) প্রায় 25%, (b) প্রায় 0.1%, (c) প্রায় 20%, (d) প্রায় 0.2%।
উত্তর: (c) প্রায় 20%।
২০৭. সুন্দাল্যান্ড বায়োডাইভারসিটি অঞ্চলটি অবস্থিত ভারতের –
(a) সিকিম রাজ্যে, (b) মেঘালয়ে, (c) আন্দামান-নিকোবরে।
উত্তর: (c) আন্দামান-নিকোবরে।
২০৮. রেসারপিন উপক্ষার পাওয়া যায় –
(a) সিংকোনা গাছ থেকে, (b) সর্পগন্ধা গাছ থেকে, (c) পেনিসিলিয়াম থেকে।
উত্তর: (b) সর্পগন্ধা গাছ থেকে।
২০৯. ম্যালেরিয়া রোগটি হল –
(a) ভাইরাস ঘটিত, (b) ব্যাকটেরিয়া ঘটিত, (c) আদ্যপ্রাণী ঘটিত।
উত্তর: (c) আদ্যপ্রাণী ঘটিত।
২১০. অঙ্কোসারকিয়াসিস রোগটি ছড়ায় -
(a) বালি মাছি, (b) কালো মাছি, (c) সাধারণ মাছি।
উত্তর: (b) কালো মাছি।
২১১. কোন্ মশা ওড়বার সময় ডানায় শব্দ হয় ? –
(a) অ্যানোফিলিস, (b) কিউলেক্স, (c) এডিস।
উত্তর: (a) অ্যানোফিলিস।
(a) পরিফেরা, (b) নিডারিয়া, (c) টিনোফোরা।
উত্তর: (b) নিডারিয়া।
২০৬. সমুদ্রের প্রবাল প্রাচীরে সামুদ্রিক প্রজাপতির আশ্রয়স্থল হল –
(a) প্রায় 25%, (b) প্রায় 0.1%, (c) প্রায় 20%, (d) প্রায় 0.2%।
উত্তর: (c) প্রায় 20%।
২০৭. সুন্দাল্যান্ড বায়োডাইভারসিটি অঞ্চলটি অবস্থিত ভারতের –
(a) সিকিম রাজ্যে, (b) মেঘালয়ে, (c) আন্দামান-নিকোবরে।
উত্তর: (c) আন্দামান-নিকোবরে।
২০৮. রেসারপিন উপক্ষার পাওয়া যায় –
(a) সিংকোনা গাছ থেকে, (b) সর্পগন্ধা গাছ থেকে, (c) পেনিসিলিয়াম থেকে।
উত্তর: (b) সর্পগন্ধা গাছ থেকে।
২০৯. ম্যালেরিয়া রোগটি হল –
(a) ভাইরাস ঘটিত, (b) ব্যাকটেরিয়া ঘটিত, (c) আদ্যপ্রাণী ঘটিত।
উত্তর: (c) আদ্যপ্রাণী ঘটিত।
২১০. অঙ্কোসারকিয়াসিস রোগটি ছড়ায় -
(a) বালি মাছি, (b) কালো মাছি, (c) সাধারণ মাছি।
উত্তর: (b) কালো মাছি।
২১১. কোন্ মশা ওড়বার সময় ডানায় শব্দ হয় ? –
(a) অ্যানোফিলিস, (b) কিউলেক্স, (c) এডিস।
উত্তর: (a) অ্যানোফিলিস।
২১১. একটি দ্রবণের pH এর মান 8.5 হলে দ্রবণটির প্রকৃতি হবে –
(a) ক্ষারীয়, (b) আম্লিক, (c) প্রশম।
**উত্তর:** (a) ক্ষারীয়।
২১২. পটাশিয়াম ক্লোরেট-এর সংকেত হল –
(a) KClO, (b) K₂ClO₂, (c) KClO₃, (d) KCl₂O₃।
**উত্তর:** (c) KClO₃।
২১৩. অ্যামোনিয়াম মূলকের আধান হল –
(a) -1, (b) -2, (c) +1, (d) +2।
**উত্তর:** (c) +1
(a) ক্ষারীয়, (b) আম্লিক, (c) প্রশম।
**উত্তর:** (a) ক্ষারীয়।
২১২. পটাশিয়াম ক্লোরেট-এর সংকেত হল –
(a) KClO, (b) K₂ClO₂, (c) KClO₃, (d) KCl₂O₃।
**উত্তর:** (c) KClO₃।
২১৩. অ্যামোনিয়াম মূলকের আধান হল –
(a) -1, (b) -2, (c) +1, (d) +2।
**উত্তর:** (c) +1
214. তাপ হল একপ্রকার –
(a) কার্য, (b) ক্ষমতা, (c) শক্তি, (d) বল।
উত্তর: (c) শক্তি।
215. কোনো বস্তুতে প্রযুক্ত বল এবং ওই বস্তুর ভরের অনুপাতকে বলে –
(a) ভরবেগ, (b) কার্য, (c) বেগ, (d) ত্বরণ।
উত্তর: (d) ত্বরণ।
216. স্ক্রু-ড্রাইভারের গতি হল –
(a) মিশ্রগতি, (b) সরলরৈখিক গতি, (c) বৃত্তাকার গতি, (d) ঘূর্ণনগতির উদাহরণ।
উত্তর: (d) ঘূর্ণনগতির উদাহরণ।
২১৭. শুধু টিকাদানের মাধ্যমে –
(a) 1978, (b) 1977, (c) 1979 – সালের মধ্যেই গুটি বসন্ত নির্মূল করা সম্ভব হয়েছে।
উত্তর: (a) 1978।
২১৮. মশার প্রধান রক্তচোষক নলটি হল –
(a) হাইপোফ্যারিংস, (b) লেবিয়াম, (c) ল্যাব্রাম।
উত্তর: (a) হাইপোফ্যারিংস।
২১৯. বাতাস বেশি দুষিত হলে লাইকেনের রং হয় -
(a) বাদামি, (b) খয়েরি, (c) সবুজ।
উত্তর: (a) বাদামি।
২২৯. খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন্ গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে? –
(a) H2, (b) O2, (c) CO।
উত্তর: (c) CO।
২২১. WHO স্থাপিত হয় -
(a) 1994, (b) 1949, (c) 1944 সালে।
উত্তর: (c) 1944।
২২২. সেলসিয়াস স্কেলের সংখ্যক ঘর, ফারেনহাইট স্কেলের –
(a) 180° / 100, (b) 100°C / 180, (c) 180°C × 100, (d) 9°C × 100 ঘরের সমান।
উত্তর: (d) 9°C × 100।
২৩৩. ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি হল –
(a) বৃত্তাকার পথের গতি, (b) ঘূর্ণন গতি, (c) বক্রপথের গতি, (d) সরলরৈখিক গতি।
উত্তর: (a) বৃত্তাকার পথের গতি।
২৪৪. আয়নায় বস্তুর – (a) পার্শ্বীয়, (b) আকার, (c) রং, (d) দৈর্ঘ্য-এর পরিবর্তন হয়।
উত্তর: (a) পার্শ্বীয়।
২৫৫. আম্লিক দ্রবণের pH – (a) 7-এর বেশি, (b) 7-এর সমান, (c) 7-এর কম, (d) 15 হয়।
উত্তর: (c) 7-এর কম।
২৬৬. সংশ্লেষিত যৌগ – (a) মাজন, (b) রিঠা ফল, (c) নারিকেল তেল, (d) হেনা।
উত্তর: (c) নারিকেল তেল।
২৭৭. AICI3-এ ধাতুর যোজ্যতা হল – (a) 1, (b) 2, (c) 3, (d) 4।
উত্তর: (c) 3
২৭৮. অ্যানিমিয়া হল –
(a) আয়োডিন, (b) ভিটামিন-D, (c) লৌহ, (d) ভিটামিন-A-এর অভাবজনিত রোগ।
উত্তর: (c) লৌহ।
২৭৯. সিংকোনা গাছ থেকে পাওয়া যায় –
(a) কুইনাইন, (b) রেসারপিন, (c) পেনিসিলিন, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) কুইনাইন।
২৮০. অরণ্যে প্রাণীরা হল –
(a) উৎপাদক, (b) খাদক, (c) বিয়োজক, (d) রূপান্তরক।
উত্তর: (b) খাদক।
২৮১. খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন্ গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে? –
(a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) নাইট্রোজেন, (d) কার্বন মনোক্সাইড।
উত্তর: (d) কার্বন মনোক্সাইড।
২৮২. দই ও দুগ্ধজাত খাদ্যসামগ্রী তৈরিতে সাহায্য করে –
(a) স্ট্রেপটোমাইসিন, (b) রাইজোপাস, (c) ল্যাকটোব্যাসিলাস, (d) অ্যাসপারজিলাস।
উত্তর: (c) ল্যাকটোব্যাসিলাস।
(a) কার্য, (b) ক্ষমতা, (c) শক্তি, (d) বল।
উত্তর: (c) শক্তি।
215. কোনো বস্তুতে প্রযুক্ত বল এবং ওই বস্তুর ভরের অনুপাতকে বলে –
(a) ভরবেগ, (b) কার্য, (c) বেগ, (d) ত্বরণ।
উত্তর: (d) ত্বরণ।
216. স্ক্রু-ড্রাইভারের গতি হল –
(a) মিশ্রগতি, (b) সরলরৈখিক গতি, (c) বৃত্তাকার গতি, (d) ঘূর্ণনগতির উদাহরণ।
উত্তর: (d) ঘূর্ণনগতির উদাহরণ।
২১৭. শুধু টিকাদানের মাধ্যমে –
(a) 1978, (b) 1977, (c) 1979 – সালের মধ্যেই গুটি বসন্ত নির্মূল করা সম্ভব হয়েছে।
উত্তর: (a) 1978।
২১৮. মশার প্রধান রক্তচোষক নলটি হল –
(a) হাইপোফ্যারিংস, (b) লেবিয়াম, (c) ল্যাব্রাম।
উত্তর: (a) হাইপোফ্যারিংস।
২১৯. বাতাস বেশি দুষিত হলে লাইকেনের রং হয় -
(a) বাদামি, (b) খয়েরি, (c) সবুজ।
উত্তর: (a) বাদামি।
২২৯. খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন্ গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে? –
(a) H2, (b) O2, (c) CO।
উত্তর: (c) CO।
২২১. WHO স্থাপিত হয় -
(a) 1994, (b) 1949, (c) 1944 সালে।
উত্তর: (c) 1944।
২২২. সেলসিয়াস স্কেলের সংখ্যক ঘর, ফারেনহাইট স্কেলের –
(a) 180° / 100, (b) 100°C / 180, (c) 180°C × 100, (d) 9°C × 100 ঘরের সমান।
উত্তর: (d) 9°C × 100।
২৩৩. ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি হল –
(a) বৃত্তাকার পথের গতি, (b) ঘূর্ণন গতি, (c) বক্রপথের গতি, (d) সরলরৈখিক গতি।
উত্তর: (a) বৃত্তাকার পথের গতি।
২৪৪. আয়নায় বস্তুর – (a) পার্শ্বীয়, (b) আকার, (c) রং, (d) দৈর্ঘ্য-এর পরিবর্তন হয়।
উত্তর: (a) পার্শ্বীয়।
২৫৫. আম্লিক দ্রবণের pH – (a) 7-এর বেশি, (b) 7-এর সমান, (c) 7-এর কম, (d) 15 হয়।
উত্তর: (c) 7-এর কম।
২৬৬. সংশ্লেষিত যৌগ – (a) মাজন, (b) রিঠা ফল, (c) নারিকেল তেল, (d) হেনা।
উত্তর: (c) নারিকেল তেল।
২৭৭. AICI3-এ ধাতুর যোজ্যতা হল – (a) 1, (b) 2, (c) 3, (d) 4।
উত্তর: (c) 3
২৭৮. অ্যানিমিয়া হল –
(a) আয়োডিন, (b) ভিটামিন-D, (c) লৌহ, (d) ভিটামিন-A-এর অভাবজনিত রোগ।
উত্তর: (c) লৌহ।
২৭৯. সিংকোনা গাছ থেকে পাওয়া যায় –
(a) কুইনাইন, (b) রেসারপিন, (c) পেনিসিলিন, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) কুইনাইন।
২৮০. অরণ্যে প্রাণীরা হল –
(a) উৎপাদক, (b) খাদক, (c) বিয়োজক, (d) রূপান্তরক।
উত্তর: (b) খাদক।
২৮১. খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন্ গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে? –
(a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) নাইট্রোজেন, (d) কার্বন মনোক্সাইড।
উত্তর: (d) কার্বন মনোক্সাইড।
২৮২. দই ও দুগ্ধজাত খাদ্যসামগ্রী তৈরিতে সাহায্য করে –
(a) স্ট্রেপটোমাইসিন, (b) রাইজোপাস, (c) ল্যাকটোব্যাসিলাস, (d) অ্যাসপারজিলাস।
উত্তর: (c) ল্যাকটোব্যাসিলাস।