📚সপ্তম শ্রেণির ইতিহাস সাজেশন(উত্তরসহ): তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো(প্রশ্নের মান-১):
1) ‘শ্রীকৃষ্ণবিজয়' কাব্যের লেখকের নাম – a) কাশীরাম দাস, b) কৃত্তিবাস ওঝা, c) মালাধর বসু।
উত্তর: c) মালাধর বসু ।
2) মহাভারতের ফারসি অনুবাদের নাম – a) হমজানামা, b) তুতিনামা, c) রজমনামা।
উত্তর: c) রজমনামা।
3) পারসিক চক্র কাজে লাগানো হত – a) জল তোলার জন্য, b) কামানের গোলা ছোড়ার জন্য, c) বাগান বানানোর জন্য।
উত্তর: a) জল তোলার জন্য।
4) শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে – a) চাহার বাগ, b) পিয়েত্রা দুরা, c) টেরাকোটা।
উত্তর: b) পিয়েত্রা দুরা।
5) দশম শিখ গুরু ছিলেন – a) গোবিন্দ সিংহ, b) তেগবাহাদুর, c) রামদাস।
উত্তর: a) গোবিন্দ সিংহ।
6) খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র ছিল – a) বোরোবোদুরের বৌদ্ধ মন্দির, b) নালন্দার বৌদ্ধ মন্দির, c) কমিয়ানের বৌদ্ধ মন্দির, d) সাঁচির বৌদ্ধ স্তূপ।
উত্তর: b) নালন্দার বৌদ্ধ মন্দির।
উত্তর: c) মালাধর বসু ।
2) মহাভারতের ফারসি অনুবাদের নাম – a) হমজানামা, b) তুতিনামা, c) রজমনামা।
উত্তর: c) রজমনামা।
3) পারসিক চক্র কাজে লাগানো হত – a) জল তোলার জন্য, b) কামানের গোলা ছোড়ার জন্য, c) বাগান বানানোর জন্য।
উত্তর: a) জল তোলার জন্য।
4) শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে – a) চাহার বাগ, b) পিয়েত্রা দুরা, c) টেরাকোটা।
উত্তর: b) পিয়েত্রা দুরা।
5) দশম শিখ গুরু ছিলেন – a) গোবিন্দ সিংহ, b) তেগবাহাদুর, c) রামদাস।
উত্তর: a) গোবিন্দ সিংহ।
6) খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র ছিল – a) বোরোবোদুরের বৌদ্ধ মন্দির, b) নালন্দার বৌদ্ধ মন্দির, c) কমিয়ানের বৌদ্ধ মন্দির, d) সাঁচির বৌদ্ধ স্তূপ।
উত্তর: b) নালন্দার বৌদ্ধ মন্দির।
7) বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা – a) বিজয়সেনের আমলে, b) বল্লালসেনের আমলে, c) লক্ষ্মণসেনের আমলে।
উত্তর: c) লক্ষ্মণসেনের আমলে।
8) আরবি ভাষায় ‘ইল্ম' মানে হল – a) বিদ্যা, b) জ্ঞান, c) পবিত্র।
উত্তর: b)জ্ঞান।
9) অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি – a) ব্লক, b) জেলা, c) পৌরসভা।
উত্তর: a) ব্লক।
10) এখনও রাজা-রানি আছেন – a) বাংলাদেশে, b) জাপানে, c) ফ্রান্সে।
উত্তর: b) জাপানে।
11) শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন – a) নানক, b) কবীর, c) মীরাবাঈ।
উত্তর: c) মীরাবাঈ।
12) সুফিরা গুরুকে মনে করত – a) পির, b) মুরিদ, c) বে-শরা।
উত্তর: a) পির।
13) শিবাজির অভিষেক হয়েছিল – a) ১৬০০ খ্রিস্টাব্দে, b) ১৬৭৪ খ্রিস্টাব্দে, c) ১৬৯০ খ্রিস্টাব্দে।
উত্তর: b) ১৬৭৪ খ্রিস্টাব্দে।
14) কবীর ছিলেন – a) রামানন্দের শিষ্য, b) গুরু নানকের শিষ্য, c) নামদেবের শিষ্য।
উত্তর: a) রামানন্দের শিষ্য।
15. দশম শিখguru ছিলেন – (a) গোবিন্দ সিংহ (b) তেগবাহাদুর (c) রামদাস (d) অর্জুনদেব।
উত্তর: (a) গোবিন্দ সিংহ।
16. মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর ছিলেন – (a) তানসেন (b) আবদুস সামাদ (c) টোডরমল (d) বৈজু বাওরা।
উত্তর: (b) আবদুস সামাদ।
17. শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে – (a) চাহার বাগ (b) টেরাকোটা (c) পিয়েত্রা দুরা (d) তসভির।
উত্তর: (c) পিয়েত্রা দুরা।
18. আকবরের শাসনকালে ‘ওয়াজির-ই আজম' হন – (a) বীরবল (b) আবুল ফজল (c) বদাউনি (d) বৈরাম খান।
উত্তর: (d) বৈরাম খান।
19. কবীর ছিলেন – (a) রামানন্দের (b) গুরু নানকের (c) নামদেবের (d) শঙ্করদেবের শিষ্য।
উত্তর: (a) রামানন্দের।
20. তুলুভ বংশের প্রতিষ্ঠা করেন – (a) দ্বিতীয় দেবরায় (b) বীরসিংহ (c) নরসিংহ সালুভ (d) তিরুমল।
উত্তর: (c) নরসিংহ সালুভ।
21. ‘হমজানামা’ বই-এর অলংকরণের কাজ শুরু হয় – (a) হুমায়ুন (b) আকবর (c) জাহাঙ্গির (d) ঔরঙ্গজেবের আমলে।
উত্তর: (b) আকবর।
22. বিজয়নগরের রাজধানীর নাম ছিল – (a) গৌড় (b) হাম্পি (c) আসনাবাদ (d) বিদর।
উত্তর: (b) হাম্পি।
23. ‘তন্ত্র’ শব্দের অর্থ - (a) ব্যবস্থা (b) আইন (c) নগর (d) শাসন।
উত্তর: (a) ব্যবস্থা।
24. ‘ফুতুহ-উস সালাতিন' গ্রন্থের লেখক হলেন – (a) বদাউনি (b) ইসামি (c) জিয়া নকশাবি (d) অল বিরুনি।
উত্তর: (a) বদাউনি।
25. মহাভারতের ফারসি অনুবাদের নাম - (a) হমজানামা (b) তুতিনামা (c) রজমনামা (d) জাফরনামা।
উত্তর: (c) রজমনামা।
26. পারসিক চক্র ব্যবহার করা হত – (a) যুদ্ধ করার (b) জল তোলার (c) বাগান পরিষ্কার করার (d) কামানের গোলা ছোড়ার ক্ষেত্রে।
উত্তর: (b) জল তোলার।
27. 'সরকার' শব্দটি কী থেকে এসেছে ? – (a) ফারসি (b) আরবি (c) লাতিন (d) হিন্দি।
উত্তর: (a) ফারসি।
28. 'পবনদূত' কাব্য লিখেছিলেন – (a) হলায়ুধ (b) ধোয়ী (c) জয়দেব (d) শরণ।
উত্তর: (b) ধোয়ী।
উত্তর: c) লক্ষ্মণসেনের আমলে।
8) আরবি ভাষায় ‘ইল্ম' মানে হল – a) বিদ্যা, b) জ্ঞান, c) পবিত্র।
উত্তর: b)জ্ঞান।
9) অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি – a) ব্লক, b) জেলা, c) পৌরসভা।
উত্তর: a) ব্লক।
10) এখনও রাজা-রানি আছেন – a) বাংলাদেশে, b) জাপানে, c) ফ্রান্সে।
উত্তর: b) জাপানে।
11) শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন – a) নানক, b) কবীর, c) মীরাবাঈ।
উত্তর: c) মীরাবাঈ।
12) সুফিরা গুরুকে মনে করত – a) পির, b) মুরিদ, c) বে-শরা।
উত্তর: a) পির।
13) শিবাজির অভিষেক হয়েছিল – a) ১৬০০ খ্রিস্টাব্দে, b) ১৬৭৪ খ্রিস্টাব্দে, c) ১৬৯০ খ্রিস্টাব্দে।
উত্তর: b) ১৬৭৪ খ্রিস্টাব্দে।
14) কবীর ছিলেন – a) রামানন্দের শিষ্য, b) গুরু নানকের শিষ্য, c) নামদেবের শিষ্য।
উত্তর: a) রামানন্দের শিষ্য।
15. দশম শিখguru ছিলেন – (a) গোবিন্দ সিংহ (b) তেগবাহাদুর (c) রামদাস (d) অর্জুনদেব।
উত্তর: (a) গোবিন্দ সিংহ।
16. মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর ছিলেন – (a) তানসেন (b) আবদুস সামাদ (c) টোডরমল (d) বৈজু বাওরা।
উত্তর: (b) আবদুস সামাদ।
17. শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে – (a) চাহার বাগ (b) টেরাকোটা (c) পিয়েত্রা দুরা (d) তসভির।
উত্তর: (c) পিয়েত্রা দুরা।
18. আকবরের শাসনকালে ‘ওয়াজির-ই আজম' হন – (a) বীরবল (b) আবুল ফজল (c) বদাউনি (d) বৈরাম খান।
উত্তর: (d) বৈরাম খান।
19. কবীর ছিলেন – (a) রামানন্দের (b) গুরু নানকের (c) নামদেবের (d) শঙ্করদেবের শিষ্য।
উত্তর: (a) রামানন্দের।
20. তুলুভ বংশের প্রতিষ্ঠা করেন – (a) দ্বিতীয় দেবরায় (b) বীরসিংহ (c) নরসিংহ সালুভ (d) তিরুমল।
উত্তর: (c) নরসিংহ সালুভ।
21. ‘হমজানামা’ বই-এর অলংকরণের কাজ শুরু হয় – (a) হুমায়ুন (b) আকবর (c) জাহাঙ্গির (d) ঔরঙ্গজেবের আমলে।
উত্তর: (b) আকবর।
22. বিজয়নগরের রাজধানীর নাম ছিল – (a) গৌড় (b) হাম্পি (c) আসনাবাদ (d) বিদর।
উত্তর: (b) হাম্পি।
23. ‘তন্ত্র’ শব্দের অর্থ - (a) ব্যবস্থা (b) আইন (c) নগর (d) শাসন।
উত্তর: (a) ব্যবস্থা।
24. ‘ফুতুহ-উস সালাতিন' গ্রন্থের লেখক হলেন – (a) বদাউনি (b) ইসামি (c) জিয়া নকশাবি (d) অল বিরুনি।
উত্তর: (a) বদাউনি।
25. মহাভারতের ফারসি অনুবাদের নাম - (a) হমজানামা (b) তুতিনামা (c) রজমনামা (d) জাফরনামা।
উত্তর: (c) রজমনামা।
26. পারসিক চক্র ব্যবহার করা হত – (a) যুদ্ধ করার (b) জল তোলার (c) বাগান পরিষ্কার করার (d) কামানের গোলা ছোড়ার ক্ষেত্রে।
উত্তর: (b) জল তোলার।
27. 'সরকার' শব্দটি কী থেকে এসেছে ? – (a) ফারসি (b) আরবি (c) লাতিন (d) হিন্দি।
উত্তর: (a) ফারসি।
28. 'পবনদূত' কাব্য লিখেছিলেন – (a) হলায়ুধ (b) ধোয়ী (c) জয়দেব (d) শরণ।
উত্তর: (b) ধোয়ী।
29. অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার কেন্দ্রে ছিল – (a) কৃষ্ণ (b) বলরাম (c) শিব (d) বুদ্ধ।
উত্তর: (d) বুদ্ধ।
30. তান্ত্রিক বৌদ্ধমতের নেতাদের বলা হত – (a) আচাৰ্য (b) উপাচার্য (c) সিদ্ধাচার্য (d) মহাচার্য।
উত্তর: (c) সিদ্ধাচার্য।
31. লক্ষ্মণসেন ধর্মীয় দিক থেকে ছিলেন একজন – (a) শৈব (b) বৌদ্ধ (c) বৈষ্ণব (d) জৈন।
উত্তর: (c) বৈষ্ণব।
32. পারসিক চক্র ব্যবহার করা হত – (a) যুদ্ধ করার (b) জল তোলার (c) বাগান পরিষ্কার করার (d) কামানের গোলা ছোড়ার ক্ষেত্রে।
উত্তর: (b) জল তোলার।
33. পাল যুগে বরেন্দ্রভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন – (a) শূলপাণি (b) চক্রপাণিদত্ত (c) ধীমান (d) চরক।
উত্তর: (b) চক্রপাণিদত্ত।
34. চোল রাজ্যে বিখ্যাত ছিল – (a) মৃৎশিল্প (b) ব্রোঞ্জ হস্তশিল্প (c) লৌহ ও ইস্পাত শিল্প (d) তাঁত শিল্প।
উত্তর: (b) ব্রোঞ্জ হস্তশিল্প।
35. পুরন্ধরের সন্ধি স্বাক্ষরিত হয় – (a) ১৬৫৬ খ্রিস্টাব্দে (b) ১৬৬৫ খ্রিস্টাব্দে (c) ১৬৭৫ খ্রিস্টাব্দে (d) ১৬৮৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৬৬৫ খ্রিস্টাব্দে।
36. ভারতে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলা হয় – (a) ওমরাহ (b) মামেলুক (c) উলাক (d) দাওআ।
উত্তর: (c) উলাক।
37. হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হন – (a) বিলগ্রামের যুদ্ধে (b) চৌসার যুদ্ধে (c) বক্সারের যুদ্ধে (d) পলাশির যুদ্ধে।
উত্তর: (b) চৌসার যুদ্ধে।
38. ‘রজমনামা’ কার সময়ে অনূদিত হয়? – (a) বাবরের (b) হুমায়ুনের (c) আকবরের (d) ঔরঙ্গজেবের সময়।
উত্তর: (c) আকবরের।
39. শিখদের ধর্মগ্রন্থের নাম - (a) গুরুগ্রন্থসাহিব (b) বাইবেল (c) গীতা (d) পুরাণ।
উত্তর: (a) গুরুগ্রন্থসাহিব।
40. ‘অল-রিহলা’ লিখেছেন – (a) আবুল ফজল (b) অল বিরুনি (c) ইবন বতুতা (d) বদাউনি।
উত্তর: (c) ইবন বতুতা।
41. পাল যুগের শিল্পরীতিকে বলা হয় – (a) প্রাচ্য (b) পাশ্চাত্য (c) বিদেশি (d) স্থানীয় শিল্পরীতি।
উত্তর: (a) প্রাচ্য।
42. পাল যুগে বীটপাল ছিলেন – (a) বিজ্ঞানী (b) কবি (c) শিল্পী (d) সাহিত্যিক।
উত্তর: (b) কবি।
43. ‘দানসাগর’ বইটি লিখেছেন – (a) লক্ষ্মণসেন (b) বল্লালসেন (c) হলায়ুধ (d) ধোয়ী।
উত্তর: (c) হলায়ুধ।
44. ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সামনে প্রধান সমস্যা ছিল – (a) ৩টি (b) ৪টি (c) ৫টি (d) ৬টি।
উত্তর: (b) ৪টি।
45. সৈনিকদের থাকার জন্য সিরি শহর তৈরি করেন – (a) গিয়াসউদ্দিন বলবন (b) আলাউদ্দিন খলজি (c) কুতুবউদ্দিন আইবক (d) রাজিয়া।
উত্তর: (a) গিয়াসউদ্দিন বলবন।
46. সিজদা ও পাইবস প্রথা চালু করেন – (a) ইলতুৎমিশ (b) কুতুবউদ্দিন আইবক (c) গিয়াসউদ্দিন বলবন (d) আলাউদ্দিন খলজি।
উত্তর: (a) ইলতুৎমিশ।
47. পানিপতের প্রথম যুদ্ধ হয়েছিল - (a) ১৫২৬ খ্রিস্টাব্দে (b) ১৫২৯ খ্রিস্টাব্দে (c) ১৫৩৯ খ্রিস্টাব্দে (d) ১৫৪০ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১৫২৬ খ্রিস্টাব্দে।
48. ঘর্ঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন – (a) নসরৎ শাহ (b) সংগ্রাম সিংহ (c) ইব্রাহিম লোদি (d) শের শাহ।
উত্তর: (c) ইব্রাহিম লোদি।
49. ফতেহপুর সিকরি তৈরি করেন – (a) আকবর (b) বাবর (c) হুমায়ুন (d) শাহজাহান।
উত্তর: (a) আকবর।
50. ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যটি অনুবাদ করেন – (a) কৃত্তিবাস ওঝা (b) মালাধর বসু (c) কাশীরাম দাস (d) শ্রীচৈতন্য।
উত্তর: (a) কৃত্তিবাস ওঝা।
51. দীপক, মেঘমল্লার প্রভৃতি রাগ সৃষ্টি করেন – (a) মান সিং তোমর (b) তানসেন (c) কবীর (d) নানক।
উত্তর: (b) তানসেন।
52. মিনিয়েচার কথাটি এসেছে – (a) ফারসি থেকে (b) সংস্কৃত থেকে (c) ইংরেজি থেকে (d) উর্দু থেকে।
উত্তর: (c) ইংরেজি থেকে।
53. শিবাজির অভিষেক হয়েছিল – (a) পুণেতে (b) কোঙ্কণে (c) বিজাপুরে (d) রায়গড়ে।
উত্তর: (d) রায়গড়ে।
54. অনেকগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠে – (a) ব্লক (b) জেলা (c) পৌরসভা (d) গ্রামসভা।
উত্তর: (a) ব্লক।
55. নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছিল – (a) ১০০০ জন (b) ১৫০০ জন (c) ২০০০ জন (d) ২৫০০ জন।
উত্তর: (c) ২০০০ জন।
56. সুলতানি যুগে ‘পাইবস প্রথা’ প্রবর্তন করেন – (a) কুতুবউদ্দিন আইবক (b) ইলতুৎমিশ (c) গিয়াসউদ্দিন তুঘলক (d) গিয়াসউদ্দিন বলবন।
উত্তর: (b) ইলতুৎমিশ।
57. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন – (a) শামসউদ্দিন ইলিয়াস শাহ (b) আলাউদ্দিন হোসেন শাহ (c) গিয়াসউদ্দিন আজম শাহ (d) মুর্শিদকুলি খাঁ।
উত্তর: (a) শামসউদ্দিন ইলিয়াস শাহ।
58. এক ঘড়ি বলতে বোঝায় আজকের – (a) ষাট ঘণ্টাকে (b) ষাট মিনিটকে (c) চব্বিশ ঘণ্টাকে (d) চব্বিশ মিনিটকে।
উত্তর: (c) চব্বিশ ঘণ্টাকে।
59. দীন-ই ইলাহি প্রবর্তন করেন – (a) আলাউদ্দিন খলজি (b) মহম্মদ বিন তুঘলক (c) বাবর (d) আকবর।
উত্তর: (d) আকবর।
60. পঞ্চরত্ন মন্দির অবস্থিত – (a) আজিমগঞ্জে (b) বিষ্ণুপুরে (c) পাণ্ডুয়ায় (d) প্রদত্ত কোনোটিই নয়।
উত্তর: (b) বিষ্ণুপুরে।
61. ‘শিরিন কলম' ছদ্মনাম ছিল – (a) মির সঈদ আলির (b) আবদুস সামাদের (c) দসবন্তের (d) জগন্নাথের।
উত্তর: (b) আবদুস সামাদ।
62. ‘হিন্দুপাদপাদশাহি’ আদর্শ গড়ে তোলেন – (a) শিবাজি (b) বালাজি বিশ্বনাথ (c) প্রথম বাজীরাও (d) বালাজি বাজীরাও।
উত্তর: (c) প্রথম বাজীরাও।
63. ‘পবনদূত' কাব্য রচনা করেছিলেন – (a) জয়দেব (b) ধোয়ী (c) কালিদাস (d) শরণ।
উত্তর: (b) ধোয়ী।
64. পাল রাজত্বে তৈরি স্তূপগুলো দেখতে ছিল – (a) গোলাকার (b) মোচার খোলার মতো (c) শিখরের মতো (d) পাথরের ফলকের মতো।
উত্তর: (a) গোলাকার।
65. ‘ব্রাক্ষ্মণসর্বস্ব’ বইটির লেখক হলেন – (a) লক্ষ্মণসেন (b) শ্রীনিবাস (c) শ্রীধর দাস (d) হলায়ুধ।
উত্তর: (c) শ্রীধর দাস।
66. রাজিয়ার শাসন টিকেছিল – (a) তিন বছর (b) সাড়ে তিন বছর (c) চার বছর (d) পাঁচ বছর।
উত্তর: (b) সাড়ে তিন বছর।
67. “সিরি’ নামে নতুন শহর তৈরি করেন – (a) বলবন (b) চেঙ্গিস খান (c) আলাউদ্দিন খলজি (d) মহম্মদ বিন তুঘলক।
উত্তর: (c) আলাউদ্দিন খলজি।
68. ধীমান ছিলেন – (a) বিজ্ঞানী (b) কবি (c) ভাস্কর (d) স্থপতি।
উত্তর: (c) ভাস্কর।
69. অতীশ দীপঙ্কর তিব্বতে পূজিত হন – (a) রামের (b) বুদ্ধের (c) কৃষ্ণের (d) শিবের অবতাররূপে।
উত্তর: (b) বুদ্ধের।
70. প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে – (a) মন্দির (b) রাজপ্রাসাদ (c) স্তূপ (d) বাসস্থান নির্মাণের রীতি ছিল।
উত্তর: (c) স্তূপ।
71. দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন – (a) বাবর (b) শের শাহ (c) হিমু (d) অমর সিংহ।
উত্তর: (b) শের শাহ।
72. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা – (a) কলহন (b) ফৈজি (c) জয়দেব (d) আলাওল।
উত্তর: (d) আলাওল।
73. বিজয়নগরের রাজধানীর নাম ছিল – (a) গৌড় (b) হাম্পি (c) আসনাবাদ (d) বিদর।
উত্তর: (b) হাম্পি।
74. মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় – (a) জাহাঙ্গিরের (b) শাহজাহানের (c) ঔরঙ্গজেবের (d) আকবরের আমলে।
উত্তর: (b) শাহজাহানের।
75. মনসব বলতে বোঝানো হয় – (a) জমিদারিকে (b) ওয়াতনকে (c) গাজিকে (d) মোগল প্রশাসনিক পদকে।
উত্তর: (d) মোগল প্রশাসনিক পদকে।
76. শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন – (a) নানক (b) কবীর (c) মীরাবাঈ (d) লক্ষ্মীবাঈ।
উত্তর: (c) মীরাবাঈ।
77. কবীর ছিলেন – (a) রামানন্দের (b)guru নানকের (c) নামদেবের (d) শঙ্করদেবের শিষ্য।
উত্তর: (a) রামানন্দের।
78. দশম শিখ গুরু ছিলেন – (a) গোবিন্দ সিংহ (b) তেগবাহাদুর (c) অর্জুনদেব (d) রামদাস।
উত্তর: (a) গোবিন্দ সিংহ।
79. চাহার বাগ-এর প্রসার ঘটেছিল – (a) সুলতানি আমলে (b) কুতুবশাহি আমলে (c) মোগল আমলে (d) তুর্কি আমলে।
উত্তর: (c) মোগল আমলে।
80. শিবাজির অভিষেক হয়েছিল – (a) ১৬০০ খ্রিস্টাব্দে (b) ১৬৭৪ খ্রিস্টাব্দে (c) ১৬৯০ খ্রিস্টাব্দে (d) ১৭০৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৬৭৪ খ্রিস্টাব্দে।
81. ব্লক তৈরি হয় অনেকগুলি – (a) জেলা নিয়ে (b) গ্রাম নিয়ে (c) পৌরসভা নিয়ে (d) জেলাপরিষদ নিয়ে।
উত্তর: (b) গ্রাম নিয়ে।
82. সুলতানি ও মোগল যুগে গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল – (a) আমের (b) খেজুরের (c) আঙুরের।
উত্তর: (a) আমের।
83. মোগল যুগে গ্রামে কারিগরি শিল্প গড়ে ওঠে – (a) খনিজ পদার্থকে (b) কৃষিপণ্যকে (c) রাসায়নিক দ্রব্যকে ভিত্তি করে।
উত্তর: (b) কৃষিপণ্যকে।
84. শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম – (a) ত্রিপিটক (b) বাইবেল (c) গুরুগ্রন্থসাহিব।
উত্তর: (c) গুরুগ্রন্থসাহিব।
85. সম্রাট আকবরের সময় আয়তনে ছোটো ছবিগুলিকে বলা হত – (a) ক্যালিগ্রাফি (b) চিত্রকলা (c) মিনিয়েচার।
উত্তর: (c) মিনিয়েচার।
86. চিত্রশিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর (সই) করতে শুরু করেন – (a) বাবরের (b) আকবরের (c) জাহাঙ্গিরের আমলে।
উত্তর: (c) জাহাঙ্গিরের আমলে।
87. পাল যুগে বরেন্দ্রভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন – (a) শূলপাণি (b) চক্রপাণিদত্ত (c) ধীমান।
উত্তর: (b) চক্রপাণিদত্ত।
88. মোগল যুগে শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করার চলকে – (a) বাদগির (b) খিলান (c) পিয়েত্রা দুরা বলে।
উত্তর: (c) পিয়েত্রা দুরা।
89. সম্রাট আকবরের সময় বিখ্যাত সংগীত সাধক ছিলেন – (a) বৈজু বাওরা (b) তানসেন (c) মীরাবাঈ।
উত্তর: (b) তানসেন।
90. শিবাজির শিক্ষকের নাম – (a) জয়সিংহ (b) শাহজি (c) দাদাজি কোণ্ডদেব।
উত্তর: (c) দাদাজি কোণ্ডদেব।
91. মারাঠারা নিজেদের রাজ্যকে বলত – (a) স্বাধীন দেশ (b) স্বদেশ (c) স্বরাজ্য।
উত্তর: (c) স্বরাজ্য।
92. দিল্লি-আগ্রা অঞ্চলের জাঠরা ছিল প্রধানত – (a) কারিগর (b) বণিক (c) কৃষক।
উত্তর: (c) কৃষক।
93. ‘সরকার' শব্দটি – (a) আরবি (b) ফরাসি (c) ফারসি থেকে এসেছে।
উত্তর: (c) ফারসি।
94. স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় ১৯৪৯ সালের – (a) ১৫ আগস্ট (b) ২৬ নভেম্বর (c) ২৬ জানুয়ারি।
উত্তর: (b) ২৬ নভেম্বর।
95. 'সংবিধান' হল – (a) দেশের নিয়মকানুন (b) দেশের শাসনব্যবস্থা (c) দেশের শাসনকর্তা।
উত্তর: (a) দেশের নিয়মকানুন।
96. চোল যুগে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য গঠিত হয় – (a) উর (b) নাড়ু (c) নগরম (d) মণ্ডলম।
উত্তর: (a) উর।
97. ‘গীতগোবিন্দম্’ রচনা করেন – (a) ধোয়ী (b) শরণ (c) জয়দেব (d) উমাপতিধর।
উত্তর: (c) জয়দেব।
98. পাল যুগের বিখ্যাত শিল্পী হলেন – (a) ধীমান (b) হলায়ুধ (c) গোবর্ধন (d) সর্বানন্দ।
উত্তর: (a) ধীমান।
99. ‘বাজারদর নিয়ন্ত্রণ নীতি' চালু করেন – (a) বলবন (b) ইলতুৎমিশ (c) রাজিয়া (d) আলাউদ্দিন খলজি।
উত্তর: (d) আলাউদ্দিন খলজি।
100. ‘ইকতা’ ব্যবস্থা চালু করেন – (a) ইলতুৎমিশ (b) কুতুবউদ্দিন আইবক (c) রাজিয়া (d) মহম্মদ বিন তুঘলক।
উত্তর: (a) ইলতুৎমিশ।
101. বিজয়নগর রাজ্যে আগত বিদেশি পর্যটক নিকোলো কন্টি যে দেশের নাগরিক ছিলেন – (a) ব্রিটেন (b) ইটালি (c) আফ্রিকা (d) ফ্রান্স।
উত্তর: (b) ইটালি।
102. খানুয়ার যুদ্ধ হয়েছিল – (a) ১৬২৬ খ্রিস্টাব্দে (b) ১৫২৭ খ্রিস্টাব্দে (c) ১৫২৮ খ্রিস্টাব্দে (d) ১৫২৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৫২৭ খ্রিস্টাব্দে।
103. ‘দীন-ই ইলাহি' প্রবর্তন করেন – (a) বাবর (b) শাহজাহান (c) জাহাঙ্গির (d) আকবর।
উত্তর: (d) আকবর।
104. একজন সুফি সাধক হলেন – (a) চৈতন্যদেব (b) সেলিম চিশতি (c) মীরাবাঈ (d) গুরু নানক।
উত্তর: (b) সেলিম চিশতি।
105. ‘বাবরনামা' যে ভাষায় লেখা হয়েছিল তা হল – (a) তুর্কি (b) ফারসি (c) আরবি (d) উর্দু।
উত্তর: (b) ফারসি।
106. 'বিবি-কা মকবারা' নির্মাণ করেন – (a) আকবর (b) শাহজাহান (c) ঔরঙ্গজেব (d) বাবর।
উত্তর: (c) ঔরঙ্গজেব।
107. ‘মেরে তো গিরিধর গোপাল/দুসরা না কোঈ' – কার লেখা? – (a) তুকারাম (b) মীরাবাঈ (c) রামানন্দ (d) নানক।
উত্তর: (b) মীরাবাঈ।
108. ‘পেশোয়া’ কথার অর্থ হল – (a) শিক্ষামন্ত্রী (b) রক্ষামন্ত্রী (c) রাজস্বমন্ত্রী (d) প্রধানমন্ত্রী।
উত্তর: (d) প্রধানমন্ত্রী।
109. ‘ভারতীয় সংবিধানের জনক' হলেন – (a) আম্বেদকর (b) নেহরু (c) গান্ধি (d) সুভাষচন্দ্র বসু।
উত্তর: (a) আম্বেদকর।
110. হিন্দি ভাষায় দুটি পঙ্ক্তির কবিতাকে বলে – (a) দোহা (b) কবিতা (c) ছড়া (d) কাব্য।
**উত্তর:** (a) দোহা।
111. বজ্রযান মতের নেতাদের বলা হত – (a) চেট্টি (b) সিদ্ধাচার্য (c) নবি (d) খলিফা।
**উত্তর:** (b) সিদ্ধাচার্য।
112. শ্রীচৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন – (a) সংস্কৃত ভাষায় (b) প্রাকৃত ভাষায় (c) বাংলা ভাষায় (d) ব্রজ ভাষায়।
**উত্তর:** (c) বাংলা ভাষায়।
113. যে মোগল সম্রাটের বাগানের খুব শখ ছিল – (a) বাবর (b) আকবর (c) জাহাঙ্গির (d) শাহজাহান।
**উত্তর:** (a) বাবর।
114. মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল – (a) জামি মসজিদ (b) বিবি-কা মকবারা (c) আলাই দরওয়াজা (d) কুয়াত-উল ইসলাম মসজিদ।
**উত্তর:** (b) বিবি-কা মকবারা।
115. মোগল সম্রাটদের মধ্যে সেরা সংগীতপ্রেমী ছিলেন – (a) বাবর (b) আকবর (c) জাহাঙ্গির (d) শাহজাহান।
**উত্তর:** (b) আকবর।
116. ‘শিরিন কলম' যাঁর ছদ্মনাম – (a) মির সঈদ আলি (b) খোয়াজা আবদুস সামাদ (c) দসবন্ত (d) বসওয়ান।
**উত্তর:** (b) খোয়াজা আবদুস সামাদ।
117. কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে – (a) মিনিয়েচার (b) ক্যালিগ্রাফি (c) তসভির (d) অনুচিত্র।
**উত্তর:** (a) মিনিয়েচার।
118. শিবাজির রাজ্যাভিষেক হয় – (a) কোঙ্কণে (b) পুণেতে (c) বিজাপুরে (d) রায়গড়ে।
**উত্তর:** (d) রায়গড়ে।
119. শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল – (a) রাজনৈতিক (b) ধার্মিক (c) সামাজিক (d) অর্থনৈতিক।
**উত্তর:** (b) ধার্মিক।
120. জাঠরা ছিল প্রধানত – (a) সৈনিক (b) ব্যবসায়ী (c) কৃষক (d) দিনমজুর।
**উত্তর:** (c) কৃষক।
121. শিবাজির আটজন মন্ত্রীর প্রধান ছিলেন – (a) পেশোয়া (b) অমাত্য (c) সেনাপতি (d) ন্যায়াধীশ।
**উত্তর:** (a) পেশোয়া।
122. ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন – (a) মহাত্মা গান্ধি (b) জওহরলাল নেহরু (c) বি আর আম্বেদকর (d) রাজেন্দ্র প্রসাদ।
**উত্তর:** (c) বি আর আম্বেদকর।
123. প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয় – (a) ১৫ আগস্ট (b) ২৩ জানুয়ারি (c) ২৬ জানুয়ারি (d) ৫ জুলাই।
**উত্তর:** (c) ২৬ জানুয়ারি।
124. দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? – (a) ইলতুৎমিশ (b) কুতুবউদ্দিন আইবক (c) রাজিয়া (d) আলাউদ্দিন খলজি।
উত্তর: (b) কুতুবউদ্দিন আইবক।
125. ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান – (a) ১২২৯ খ্রিস্টাব্দে (b) ১২৩০ খ্রিস্টাব্দে (c) ১১২৯ খ্রিস্টাব্দে (d) ১১৩০ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১২২৯ খ্রিস্টাব্দে।
126. রাজিয়া সিংহাসনে বসেন – (a) ১২৩৬ খ্রিস্টাব্দে (b) ১২৩৮ খ্রিস্টাব্দে (c) ১২৪০ খ্রিস্টাব্দে (d) ১২২৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১২৩৬ খ্রিস্টাব্দে।
127. ‘অল-রিহলা' রচনা করেন – (a) অল বিরুনি (b) বদাউনি (c) ফেরিস্তা (d) ইবন বতুতা।
উত্তর: (d) ইবন বতুতা।
128. তৈমুর লঙ উত্তর ভারত আক্রমণ করেন – (a) ১৩৯৭ খ্রিস্টাব্দে (b) ১৩৯৬ খ্রিস্টাব্দে (c) ১৩৯৮ খ্রিস্টাব্দে (d) ১৩৯৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৩৯৮ খ্রিস্টাব্দে।
129. রাজপুত নেতাদের মধ্যে যিনি মোগল সম্রাটদের সঙ্গে জোট বাধেননি – (a) রানা প্রতাপ সিংহ (b) মান সিংহ (c) যশোবন্ত সিংহ (d) অমর সিংহ।
উত্তর: (a) রানা প্রতাপ সিংহ।
130. আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন – (a) টোডরমল (b) মালিক অম্বর (c) বৈরাম খান (d) হিমু।
উত্তর: (b) মালিক অম্বর।
131. মনসব বলতে বোঝানো হয় – (a) জমিদারিকে (b) ওয়াতনকে (c) গাজিকে (d) মোগল প্রশাসনিক পদকে।
উত্তর: (d) মোগল প্রশাসনিক পদকে।
132. শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন – (a) নানক (b) কবীর (c) মীরাবাঈ (d) শ্রীচৈতন্য।
উত্তর: (c) মীরাবাঈ।
133. ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্যের অনুবাদকের নাম – (a) কাশীরাম দাস (b) কৃত্তিবাস ওঝা (c) মালাধর বসু (d) চণ্ডীদাস।
উত্তর: (c) মালাধর বসু।
134. ‘প্রজাতন্ত্র দিবস' পালন করা হয় – (a) ২৫ ডিসেম্বর (b) ২৬ ডিসেম্বর (c) ২৫ জানুয়ারি (d) ২৬ জানুয়ারি।
উত্তর: (d) ২৬ জানুয়ারি।
135. ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন – (a) ড. বি আর আম্বেদকর (b) জওহরলাল নেহরু (c) নেতাজি সুভাষচন্দ্র বসু (d) রাজেন্দ্র প্রসাদ।
উত্তর: (a) ড. বি আর আম্বেদকর।
136. অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি – (a) ব্লক (b) জেলা (c) পৌরসভা (d) রাজ্য।
উত্তর: (a) ব্লক।
137. ‘তন্ত্র’ শব্দটির অর্থ – (a) আইন (b) শাসন (c) ব্যবস্থা (d) সংবিধান।
উত্তর: (c) ব্যবস্থা।
138. অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার কেন্দ্রে ছিল – (a) কৃষ্ণ (b) বলরাম (c) শিব (d) বুদ্ধ।
উত্তর: (d) বুদ্ধ।
139. ধীমান ছিলেন – (a) বিজ্ঞানী (b) কবি (c) সিদ্ধাচার্য (d) ভাস্কর।
উত্তর: (d) ভাস্কর।
140. সদুক্তিকর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল – (a) গণিত (b) স্মৃতিশাস্ত্র (c) কবিতা (d) অভিধান।
উত্তর: (c) কবিতা।
141. ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল – (a) সুলতান (b) আমির (c) খলিফা (d) আলিম।
উত্তর: (c) খলিফা।
142. দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল – (a) কাবেরী নদীর তীরে (b) উত্তর ভারতে (c) দাক্ষিণাত্যে (d) যমুনা নদীর তীরে।
উত্তর: (c) দাক্ষিণাত্যে।
143. বিজাপুর ও গোলকোণ্ডা সুলতানি তৈরি হয়েছিল – (a) বাহমনি শাসন থেকে (b) বিজয়নগর শাসন থেকে (c) ইলিয়াসশাহি শাসন থেকে (d) খলজি শাসন থেকে।
উত্তর: (a) বাহমনি শাসন থেকে।
144. দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন – (a) বাবর (b) শের শাহ (c) হিমু (d) অমর সিংহ।
উত্তর: (b) শের শাহ।
145. মনসব বলতে বোঝানো হয় – (a) জমিদারিকে (b) ওয়াতনকে (c) গাজিকে (d) মোগল প্রশাসনিক পদকে।
উত্তর: (d) মোগল প্রশাসনিক পদকে।
146. সাঁই ছিলেন – (a) ভক্তিবাদী (b) নাথপন্থী (c) চিশতি সুফিবাদী (d) সহজিয়াবাদী।
উত্তর: (a) ভক্তিবাদী।
147. ঘাঁটু গানে প্রভাব দেখা যায় – (a) বৈষ্ণব ভক্তির (b) মণিপুরি নাচের (c) শিখধর্মের (d) দোহার।
উত্তর: (a) বৈষ্ণব ভক্তির।
148. শ্রীকৃষ্ণবিজয়-এর মূল ভিত্তি ছিল – (a) রামায়ণ (b) মঙ্গলকাব্য (c) ভাগবত (d) শিবায়ন।
উত্তর: (c) ভাগবত।
149. চাহার বাগ-এর প্রসার ঘটেছিল – (a) সুলতানি আমলে (b) কুতুবশাহি আমলে (c) মোগল আমলে (d) তুর্কি আমলে।
উত্তর: (c) মোগল আমলে।
150. ‘নগর' শব্দটা এসেছে – (a) ফারসি (b) বাংলা (c) সংস্কৃত-ভাষা থেকে।
উত্তর: (c) সংস্কৃত-ভাষা থেকে।
151. ‘তুঘলকাবাদ’ শহরটির প্রতিষ্ঠাতা – (a) মহম্মদ বিন তুঘলক (b) গিয়াস উদ্দিন তুঘলক (c) ফিরোজ শাহ তুঘলক।
উত্তর: (b) গিয়াস উদ্দিন তুঘলক।
152. ‘হৌজ-ই শামসি' নামক আটকোণা জলাধারের বর্ণনা দিয়েছেন – (a) আমির খসরু (b) জিয়াউদ্দিন বারনি (c) ইবন বতুতা।
উত্তর: (a) আমির খসরু।
153. ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন – (a) সেলিম চিশতি (b) মইনউদ্দিন চিশতি (c) হামিদউদ্দিন।
উত্তর: (b) মইনউদ্দিন চিশতি।
154. মহম্মদ বিন তুঘলক তাঁর রাজধানী স্থানান্তর করেছিলেন – (a) গুলবর্গায় (b) গোলকোণ্ডাতে (c) দেবগিরিতে।
উত্তর: (c) দেবগিরিতে।
155. ‘শিরিন কলম' যাঁর ছদ্মনাম তিনি হলেন – (a) আবদুল হামিদ (b) দসবস্তু (c) খোয়াজা আবদুস সামাদ।
উত্তর: (c) খোয়াজা আবদুস সামাদ।
156. শ্রীকৃষ্ণবিজয় কাব্যটির রচয়িতা হলেন – (a) কাশীরাম দাস (b) মালাধর বসু (c) কৃত্তিবাস ওঝা।
উত্তর: (b) মালাধর বসু।
157. বাংলায় সাধারণ মানুষ কৃষ্ণের অবতার বলে মনে করতেন – (a) ইলিয়াস শাহকে (b) হোসেন শাহকে (c) চৈতন্যদেবকে (d) জালালউদ্দিন মহম্মদ শাহকে।
উত্তর: (c) চৈতন্যদেবকে।
158. খানুয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দিয়েছিলেন – (a) জয়সিংহ (b) মানসিংহ (c) রানা প্রতাপ (d) সংগ্রাম সিংহ।
উত্তর: (c) রানা প্রতাপ।
159. হলদিঘাটির যুদ্ধ হয়েছিল – (a) ১৫৭৬ খ্রিস্টাব্দে (b) ১৫৭৭ খ্রিস্টাব্দে (c) ১৫৭৮ খ্রিস্টাব্দে (d) ১৫৮০ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১৫৭৬ খ্রিস্টাব্দে।
160. সিরি শহরটি তৈরি করেন – (a) পৃথ্বীরাজ চৌহান (b) আলাউদ্দিন খলজি (c) মহম্মদ বিন তুঘলক (d) শের শাহ।
উত্তর: (b) আলাউদ্দিন খলজি।
161. ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে কালিকট বন্দরে এসে পৌঁছান – (a) ভাস্কো দা গামা (b) ডিউক অব আলবুকার্ক (c) টমাস রো (d) প্রথম জেমস।
উত্তর: (a) ভাস্কো দা গামা।
162. পুরন্ধরের সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের ছেড়ে দিয়েছিলেন – (a) ২০টি (b) ২১টি (c) ২২টি (d) ২৩টি দুর্গ।
উত্তর: (c) ২২টি দুর্গ।
163. ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন – (a) গুরু তেগবাহাদুর (b) গোবিন্দ সিংহ (c) রামদাস (d) অর্জুন দেব।
উত্তর: (a) গুরু তেগবাহাদুর।
164. শিবাজির রাজ্যাভিষেক হয় – (a) কঙ্কণে (b) পুনেতে (c) বিজাপুরে (d) রায়গড়ে।
উত্তর: (d) রায়গড়ে।
165. মুঘল সম্রাট জাহাঙ্গিরের রাজসভায় এসেছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত – (a) ভাস্কো দা গামা (b) ডিউক অব আলবুকার্ক (c) টমাস রো (d) গেসু দরাজ।
উত্তর: (c) টমাস রো।
166. গুজরাট জয়ের স্মৃতিরক্ষার্থে আকবর নির্মাণ করেন – (a) লালকেল্লা (b) দেওয়ান-ই আম (c) শিসমহল (d) বুলন্দ দরওয়াজা।
উত্তর: (d) বুলন্দ দরওয়াজা।
167. ‘সংগীত শিরোমণি' রচনাটি উৎসর্গ করা হয় – (a) সুলতান ফিরোজ শাহ তুঘলককে (b) জৌনপুরের ইব্রাহিম শাহ শরকিকে (c) গোয়ালিয়রের রাজা মান সিং তোমরকে (d) মুঘল সম্রাট আকবরকে।
উত্তর: (c) গোয়ালিয়রের রাজা মান সিং তোমরকে।
168. ‘শিরিন কলম' – যাঁর ছদ্মনাম তিনি হলেন – (a) মির সঈদ আলি (b) খোয়াজা আবদুস সামাদ (c) দসবন্ত (d) বসওয়ান।
উত্তর: (b) খোয়াজা আবদুস সামাদ।
169. কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে – (a) মিনিয়েচার (b) ক্যালিগ্রাফি (c) তসভির (d) পিয়েত্রা দুরা।
উত্তর: (c) তসভির।
170. বাংলায় ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল – (a) চট্টগ্রাম (b) ঢাকা (c) হুগলি (d) সিলেট।
উত্তর: (c) হুগলি।
171. অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি – (a) ব্লক (b) জেলা (c) পৌরসভা।
উত্তর: (a) ব্লক।
172. এখনও রাজা-রানি আছেন – (a) বাংলাদেশ (b) জাপান (c) ফ্রান্সে।
উত্তর: (b) জাপান।
173. ‘পারসিক চক্র’ কাজে লাগানো হত – (a) জল তোলার জন্য (b) বাগান বানানোর জন্য (c) কামানের গোলা ছোড়ার জন্য।
উত্তর: (a) জল তোলার জন্য।
উত্তর: (a) ব্লক।
172. এখনও রাজা-রানি আছেন – (a) বাংলাদেশ (b) জাপান (c) ফ্রান্সে।
উত্তর: (b) জাপান।
173. ‘পারসিক চক্র’ কাজে লাগানো হত – (a) জল তোলার জন্য (b) বাগান বানানোর জন্য (c) কামানের গোলা ছোড়ার জন্য।
উত্তর: (a) জল তোলার জন্য।
174. কবীরের দুই পঙ্ক্তির কবিতাগুলিকে বলা হয় – (a) ভজন, (b) ভক্তি, (c) দৌহা।
উত্তর: (c) দৌহা।
175. শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন – (a) নানক, (b) কবীর, (c) মীরাবাঈ।
উত্তর: (c) মীরাবাঈ।
176. বিলগ্রামের যুদ্ধ হয়েছিল – (a) ১৫৩৯ খ্রিস্টাব্দে, (b) ১৫৪০ খ্রিস্টাব্দে, (c) ১৫৪১ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৫৪০ খ্রিস্টাব্দে।
177. চারমিনার স্থাপত্যটি অবস্থিত – (a) গুজরাটে, (b) হায়দরাবাদে, (c) দিল্লিতে।
উত্তর: (b) হায়দরাবাদে।
178. আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন – (a) বৈরাম খান, (b) টোডরমল, (c) মানসিংহ।
উত্তর: (b) টোডরমল।
179. অষ্টপ্রধান শাসনকার্যে সাহায্য করতেন – (a) শিবাজিকে, (b) শের শাহকে, (c) আকবরকে।
উত্তর: (a) শিবাজিকে।
180. শিখদের গুরু ছিলেন – (a) দশ, (b) বারো, (c) নয় জন।
উত্তর: (a) দশ।
181. কুতুব মিনারের কাজ শেষ করেন – (a) বলবন, (b) রাজিয়া, (c) ইলতুৎমিশ।
উত্তর: (c) ইলতুৎমিশ।
182. টমাস রো ছিলেন – (a) ফরাসি, (b) পোর্তুগিজ, (c) ইংরেজ দূত।
উত্তর: (c) ইংরেজ দূত।
183. আইন-ই-আকবরি গ্রন্থটি রচনা করেন – (a) হুমায়ুন, (b) আকবর, (c) আবুল ফজল।
উত্তর: (c) আবুল ফজল।
184. মহাভারতের ফারসি অনুবাদের নাম – (a) হমজানামা, (b) তুতিনামা, (c) রজমনামা।
উত্তর: (c) রজমনামা।
উত্তর: (c) দৌহা।
175. শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন – (a) নানক, (b) কবীর, (c) মীরাবাঈ।
উত্তর: (c) মীরাবাঈ।
176. বিলগ্রামের যুদ্ধ হয়েছিল – (a) ১৫৩৯ খ্রিস্টাব্দে, (b) ১৫৪০ খ্রিস্টাব্দে, (c) ১৫৪১ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৫৪০ খ্রিস্টাব্দে।
177. চারমিনার স্থাপত্যটি অবস্থিত – (a) গুজরাটে, (b) হায়দরাবাদে, (c) দিল্লিতে।
উত্তর: (b) হায়দরাবাদে।
178. আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন – (a) বৈরাম খান, (b) টোডরমল, (c) মানসিংহ।
উত্তর: (b) টোডরমল।
179. অষ্টপ্রধান শাসনকার্যে সাহায্য করতেন – (a) শিবাজিকে, (b) শের শাহকে, (c) আকবরকে।
উত্তর: (a) শিবাজিকে।
180. শিখদের গুরু ছিলেন – (a) দশ, (b) বারো, (c) নয় জন।
উত্তর: (a) দশ।
181. কুতুব মিনারের কাজ শেষ করেন – (a) বলবন, (b) রাজিয়া, (c) ইলতুৎমিশ।
উত্তর: (c) ইলতুৎমিশ।
182. টমাস রো ছিলেন – (a) ফরাসি, (b) পোর্তুগিজ, (c) ইংরেজ দূত।
উত্তর: (c) ইংরেজ দূত।
183. আইন-ই-আকবরি গ্রন্থটি রচনা করেন – (a) হুমায়ুন, (b) আকবর, (c) আবুল ফজল।
উত্তর: (c) আবুল ফজল।
184. মহাভারতের ফারসি অনুবাদের নাম – (a) হমজানামা, (b) তুতিনামা, (c) রজমনামা।
উত্তর: (c) রজমনামা।
185. ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন – (a) ১২৯৮ খ্রিস্টাব্দে, (b) ১৪৯৮ খ্রিস্টাব্দে, (c) ১৫৯৮ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৪৯৮ খ্রিস্টাব্দে।
186. বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল – (a) কলকাতা, (b) ব্যান্ডেল, (c) চন্দননগর।
উত্তর: (c) চন্দননগর।
187. সুফি সাধকদের আস্তানাকে বলা হত – (a) খানকা, (b) সিলসিলা, (c) মুরিদ।
উত্তর: (a) খানকা।
188. 'বর্গি' বলতে বোঝাত মারাঠা – (a) সর্দার, (b) কর্মচারী, (c) সৈনিকদের।
উত্তর: (c) সৈনিকদের।
189. তুজুক-ই বাবরি লেখা হয়েছিল – (a) আরবি ভাষায়, (b) তুর্কি ভাষায়, (c) ফারসি ভাষায়।
উত্তর: (c) ফারসি ভাষায়।
190. শ্রীচৈতন্য যে ধর্মপ্রচার করেছিলেন তা হল – (a) বৈয়ব ভক্তি, (b) ভক্তি, (c) সুফিবাদ।
উত্তর: (b) ভক্তি।
191. ভারতের শাসনব্যবস্থাকে বলে – (a) রাজতন্ত্র, (b) গণতন্ত্র, (c) স্বৈরতন্ত্র।
উত্তর: (a) রাজতন্ত্র।
192. দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল – (a) জলের অভাব, (b) শাসকের অভাব, (c) তাপের অভাব।
উত্তর: (a) জলের অভাব।
উত্তর: (b) ১৪৯৮ খ্রিস্টাব্দে।
186. বাংলায় ফরাসিদের ঘাঁটি ছিল – (a) কলকাতা, (b) ব্যান্ডেল, (c) চন্দননগর।
উত্তর: (c) চন্দননগর।
187. সুফি সাধকদের আস্তানাকে বলা হত – (a) খানকা, (b) সিলসিলা, (c) মুরিদ।
উত্তর: (a) খানকা।
188. 'বর্গি' বলতে বোঝাত মারাঠা – (a) সর্দার, (b) কর্মচারী, (c) সৈনিকদের।
উত্তর: (c) সৈনিকদের।
189. তুজুক-ই বাবরি লেখা হয়েছিল – (a) আরবি ভাষায়, (b) তুর্কি ভাষায়, (c) ফারসি ভাষায়।
উত্তর: (c) ফারসি ভাষায়।
190. শ্রীচৈতন্য যে ধর্মপ্রচার করেছিলেন তা হল – (a) বৈয়ব ভক্তি, (b) ভক্তি, (c) সুফিবাদ।
উত্তর: (b) ভক্তি।
191. ভারতের শাসনব্যবস্থাকে বলে – (a) রাজতন্ত্র, (b) গণতন্ত্র, (c) স্বৈরতন্ত্র।
উত্তর: (a) রাজতন্ত্র।
192. দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল – (a) জলের অভাব, (b) শাসকের অভাব, (c) তাপের অভাব।
উত্তর: (a) জলের অভাব।
193. তান্ত্রিক বৌদ্ধদের নেতাকে বলা হত – (a) আচার্য, (b) উপাচার্য, (c) সিদ্ধাচার্য।
উত্তর: (c) সিদ্ধাচার্য।
194. প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের মধ্যে – (a) মন্দির, (b) রাজপ্রাসাদ, (c) স্তূপ নির্মাণের রীতি ছিল।
উত্তর: (c) স্তূপ নির্মাণের রীতি ছিল।
195. মহম্মদ ঘুরির মৃত্যুর পর উছ-এর শাসক হন – (a) ইখতিয়ারউদ্দিন মহম্মদ বখতিয়ার খলজি, (b) তাজউদ্দিন ইয়ালদুজ, (c) নাসিরউদ্দিন কুবাচা।
উত্তর: (b) তাজউদ্দিন ইয়ালদুজ।
196. তুলুভ রাজবংশ প্রতিষ্ঠা করেন – (a) দ্বিতীয় দেবরায়, (b) বীরসিংহ, (c) নরসিংহ সালুভ।
উত্তর: (c) নরসিংহ সালুভ।
197. মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় - (a) জাহাঙ্গির, (b) শাহ জাহান, (c) ঔরঙ্গজেব-এর শাসনকালে।
উত্তর: (c) ঔরঙ্গজেব-এর শাসনকালে।
198. হরিয়ানায় ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহ করেছিল – (a) উজবেকরা, (b) সামিরা, (c) জাঠ কৃষকরা।
উত্তর: (c) জাঠ কৃষকরা।
199. আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় – (a) কুয়াত-উল ইসলাম, (b) আলাই দরওয়াজা, (c) চারমিনার।
উত্তর: (b) আলাই দরওয়াজা।
200. বিজয়নগরের রাজধানীর নাম ছিল – (a) গৌড়, (b) হাম্পি, (c) আসনাবাদ।
উত্তর: (b) হাম্পি।
201. 'হমজানামা' বই-এর অলংকরণের কাজ শুরু হয় – (a) হুমায়ুন, (b) আকবর, (c) জাহাঙ্গির-এর আমলে।
উত্তর: (b) আকবর।
202. ‘ফুতুহ-উস সালাতিন' গ্রন্থের লেখক হলেন – (a) বদাউনি, (b) ইসামি, (c) জিয়া নকশাবি।
উত্তর: (a) বদাউনি।
203. মারাঠারা নিজেদের রাজ্যকে বলত — (a) স্বদেশ, (b) স্বভূমি, (c) স্বরাজ্য।
উত্তর: (c) স্বরাজ্য।
204. ‘তন্ত্র' শব্দের অর্থ – (a) আইন, (b) শাসন, (c) ব্যবস্থা।
উত্তর: (c) ব্যবস্থা।
উত্তর: (c) সিদ্ধাচার্য।
194. প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের মধ্যে – (a) মন্দির, (b) রাজপ্রাসাদ, (c) স্তূপ নির্মাণের রীতি ছিল।
উত্তর: (c) স্তূপ নির্মাণের রীতি ছিল।
195. মহম্মদ ঘুরির মৃত্যুর পর উছ-এর শাসক হন – (a) ইখতিয়ারউদ্দিন মহম্মদ বখতিয়ার খলজি, (b) তাজউদ্দিন ইয়ালদুজ, (c) নাসিরউদ্দিন কুবাচা।
উত্তর: (b) তাজউদ্দিন ইয়ালদুজ।
196. তুলুভ রাজবংশ প্রতিষ্ঠা করেন – (a) দ্বিতীয় দেবরায়, (b) বীরসিংহ, (c) নরসিংহ সালুভ।
উত্তর: (c) নরসিংহ সালুভ।
197. মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায় - (a) জাহাঙ্গির, (b) শাহ জাহান, (c) ঔরঙ্গজেব-এর শাসনকালে।
উত্তর: (c) ঔরঙ্গজেব-এর শাসনকালে।
198. হরিয়ানায় ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহ করেছিল – (a) উজবেকরা, (b) সামিরা, (c) জাঠ কৃষকরা।
উত্তর: (c) জাঠ কৃষকরা।
199. আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় – (a) কুয়াত-উল ইসলাম, (b) আলাই দরওয়াজা, (c) চারমিনার।
উত্তর: (b) আলাই দরওয়াজা।
200. বিজয়নগরের রাজধানীর নাম ছিল – (a) গৌড়, (b) হাম্পি, (c) আসনাবাদ।
উত্তর: (b) হাম্পি।
201. 'হমজানামা' বই-এর অলংকরণের কাজ শুরু হয় – (a) হুমায়ুন, (b) আকবর, (c) জাহাঙ্গির-এর আমলে।
উত্তর: (b) আকবর।
202. ‘ফুতুহ-উস সালাতিন' গ্রন্থের লেখক হলেন – (a) বদাউনি, (b) ইসামি, (c) জিয়া নকশাবি।
উত্তর: (a) বদাউনি।
203. মারাঠারা নিজেদের রাজ্যকে বলত — (a) স্বদেশ, (b) স্বভূমি, (c) স্বরাজ্য।
উত্তর: (c) স্বরাজ্য।
204. ‘তন্ত্র' শব্দের অর্থ – (a) আইন, (b) শাসন, (c) ব্যবস্থা।
উত্তর: (c) ব্যবস্থা।
205. আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন - (a) মালিক অন্তর, (b) মালিক কাফুর, (c) টোডরমল।
উত্তর: (b) মালিক কাফুর।
206. কিতাব-অল-রিহলা লিখেছেন – (a) আবুল ফজল, (b) অল বিরুনি, (c) ইবন বতুতা।
উত্তর: (c) ইবন বতুতা।
207. সিকান্দর লোদি – (a) ১৩৮৯ খ্রিস্টাব্দে, (b) ১৪৮৯ খ্রিস্টাব্দে, (c) ১৫৮৯ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন।
উত্তর: (b) ১৪৮৯ খ্রিস্টাব্দে।
208. আমুক্তমালাদ গ্রন্থটি - (a) তামিল, (b) তেলেগু, (c) প্রাকৃত ভাষায় লেখা।
উত্তর: (a) তামিল।
209. ঔরঙ্গজেব জিজিয়া কর চাপিয়েছিলেন – (a) ১৫৭৯ খ্রিস্টাব্দে, (b) ১৬৭৯ খ্রিস্টাব্দে, (c) ১৭৭৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৬৭৯ খ্রিস্টাব্দে।
210. ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি লেখেন – (a) মালাধর বসু, (b) বড়ু চণ্ডীদাস, (c) শ্রীচৈতন্য।
উত্তর: (b) বড়ু চণ্ডীদাস।
211. মুস্তাখাব-উৎ তওয়ারিখ – (a) আবুল ফজলের, (b) নিজামউদ্দিন আহমেদের, (c) বদাউনির লেখা।
উত্তর: (c) বদাউনির লেখা।
212. ফতেহপুর সিকরি তৈরি করেন – (a) শাহ জাহান, (b) আকবর, (c) ঔরঙ্গজেব।
উত্তর: (b) আকবর।
213. ‘শিরিন কলম' নামে পরিচিত ছিলেন – (a) দসবন্ত, (b) মির সঈদ আলি, (c) আবদুস সামাদ।
উত্তর: (c) আবদুস সামাদ।
214. পৃথিবীর বৃহত্তম সংবিধান হল – (a) ভারতের, (b) জাপানের, (c) ইংল্যান্ডের - সংবিধান।
উত্তর: (a) ভারতের।
উত্তর: (b) মালিক কাফুর।
206. কিতাব-অল-রিহলা লিখেছেন – (a) আবুল ফজল, (b) অল বিরুনি, (c) ইবন বতুতা।
উত্তর: (c) ইবন বতুতা।
207. সিকান্দর লোদি – (a) ১৩৮৯ খ্রিস্টাব্দে, (b) ১৪৮৯ খ্রিস্টাব্দে, (c) ১৫৮৯ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন।
উত্তর: (b) ১৪৮৯ খ্রিস্টাব্দে।
208. আমুক্তমালাদ গ্রন্থটি - (a) তামিল, (b) তেলেগু, (c) প্রাকৃত ভাষায় লেখা।
উত্তর: (a) তামিল।
209. ঔরঙ্গজেব জিজিয়া কর চাপিয়েছিলেন – (a) ১৫৭৯ খ্রিস্টাব্দে, (b) ১৬৭৯ খ্রিস্টাব্দে, (c) ১৭৭৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৬৭৯ খ্রিস্টাব্দে।
210. ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি লেখেন – (a) মালাধর বসু, (b) বড়ু চণ্ডীদাস, (c) শ্রীচৈতন্য।
উত্তর: (b) বড়ু চণ্ডীদাস।
211. মুস্তাখাব-উৎ তওয়ারিখ – (a) আবুল ফজলের, (b) নিজামউদ্দিন আহমেদের, (c) বদাউনির লেখা।
উত্তর: (c) বদাউনির লেখা।
212. ফতেহপুর সিকরি তৈরি করেন – (a) শাহ জাহান, (b) আকবর, (c) ঔরঙ্গজেব।
উত্তর: (b) আকবর।
213. ‘শিরিন কলম' নামে পরিচিত ছিলেন – (a) দসবন্ত, (b) মির সঈদ আলি, (c) আবদুস সামাদ।
উত্তর: (c) আবদুস সামাদ।
214. পৃথিবীর বৃহত্তম সংবিধান হল – (a) ভারতের, (b) জাপানের, (c) ইংল্যান্ডের - সংবিধান।
উত্তর: (a) ভারতের।
215. উজবেকরা ছিল মধ্য এশিয়ার – (a) তুর্কিভাষী, (b) হিন্দিভাষী, (c) বাংলাভাষী, (d) উর্দুভাষী।
উত্তর: (a) তুর্কিভাষী।
216. শাহ জাহানের পূর্বেকার নাম ছিল – (a) সেলিম, (b) খুররম, (c) দারা, (d) ফরিদ খাঁ।
উত্তর: (b) খুররম।
217. আলাই দরওয়াজা নির্মাণ করান – (a) কুতুবউদ্দিন আইবক, (b) হুমায়ুন, (c) আলাউদ্দিন খলজি, (d) মহম্মদ তুঘলক।
উত্তর: (c) আলাউদ্দিন খলজি।
218. দীন পনাহ হল হুমায়ুনের সময়কার একটি – (a) অনুষ্ঠান, (b) বাখান, (c) ধর্ম, (d) শহর-এর নাম।
উত্তর: (c) ধর্ম।
219. চারমিনার অবস্থিত – (a) হায়দরাবাদে, (b) ব্যাঙ্গালোর-এ, (c) রাঁচিতে, (d) পুনেতে।
উত্তর: (a) হায়দরাবাদে।
220. রাজতরঙ্গিনীর রচয়িতা – (a) আমির খসরু, (b) কলহন, (c) আবুল ফজল, (d) তুলসী দাস।
উত্তর: (b) কলহন।
221. বাবরের আত্মজীবনী রচিত হয় – (a) উর্দু ভাষায়, (b) আরবি ভাষায়, (c) তুর্কি ভাষায়, (d) হিন্দি ভাষায়।
উত্তর: (c) তুর্কি ভাষায়।
222. পদ্মাবতী কাব্যের রচয়িতা – (a) কলহন, (b) ফৈজি, (c) জায়সী, (d) আলাওল।
উত্তর: (c) জায়সী।
223. কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহৃত হত - (a) পারসিক চক্র, (b) তুর্কি চক্র, (c) অশোক চক্র, (d) আবরী চক্র-নামক যন্ত্র।
উত্তর: (a) পারসিক চক্র।
224. শিবাজির রাজসভার মন্ত্রীদের বলা হত – (a) নবরত্ন, (b) অষ্টপ্রধান, (c) অষ্টরত্ন, (d) মন্ত্রীদল।
উত্তর: (b) অষ্টপ্রধান।
উত্তর: (a) তুর্কিভাষী।
216. শাহ জাহানের পূর্বেকার নাম ছিল – (a) সেলিম, (b) খুররম, (c) দারা, (d) ফরিদ খাঁ।
উত্তর: (b) খুররম।
217. আলাই দরওয়াজা নির্মাণ করান – (a) কুতুবউদ্দিন আইবক, (b) হুমায়ুন, (c) আলাউদ্দিন খলজি, (d) মহম্মদ তুঘলক।
উত্তর: (c) আলাউদ্দিন খলজি।
218. দীন পনাহ হল হুমায়ুনের সময়কার একটি – (a) অনুষ্ঠান, (b) বাখান, (c) ধর্ম, (d) শহর-এর নাম।
উত্তর: (c) ধর্ম।
219. চারমিনার অবস্থিত – (a) হায়দরাবাদে, (b) ব্যাঙ্গালোর-এ, (c) রাঁচিতে, (d) পুনেতে।
উত্তর: (a) হায়দরাবাদে।
220. রাজতরঙ্গিনীর রচয়িতা – (a) আমির খসরু, (b) কলহন, (c) আবুল ফজল, (d) তুলসী দাস।
উত্তর: (b) কলহন।
221. বাবরের আত্মজীবনী রচিত হয় – (a) উর্দু ভাষায়, (b) আরবি ভাষায়, (c) তুর্কি ভাষায়, (d) হিন্দি ভাষায়।
উত্তর: (c) তুর্কি ভাষায়।
222. পদ্মাবতী কাব্যের রচয়িতা – (a) কলহন, (b) ফৈজি, (c) জায়সী, (d) আলাওল।
উত্তর: (c) জায়সী।
223. কুয়ো থেকে জল তোলার কাজে ব্যবহৃত হত - (a) পারসিক চক্র, (b) তুর্কি চক্র, (c) অশোক চক্র, (d) আবরী চক্র-নামক যন্ত্র।
উত্তর: (a) পারসিক চক্র।
224. শিবাজির রাজসভার মন্ত্রীদের বলা হত – (a) নবরত্ন, (b) অষ্টপ্রধান, (c) অষ্টরত্ন, (d) মন্ত্রীদল।
উত্তর: (b) অষ্টপ্রধান।
225. অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার কেন্দ্রে ছিল – (a) কৃয়, (b) বলরাম, (c) শিব, (d) বুদ্ধ।
উত্তর: (d) বুদ্ধ।
226. ধীমান ছিলেন – (a) বিজ্ঞানী, (b) কবি, (c) সিদ্ধাচার্য, (d) ভাস্কর।
উত্তর: (d) ভাস্কর ।
227. সদুক্তিকর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল – (a) গণিত, (b) স্মৃতিশাস্ত্র, (c) কবিতা, (d) অভিধান।
উত্তর: (b) স্মৃতিশাস্ত্র।
228. ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল – (a) সুলতান, (b) আমির, (c) খলিফা, (d) আলিম।
উত্তর: (c) খলিফা।
229. দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল – (a) কাবেরী নদীর তীরে, (b) উত্তর ভারতে, (c) দাক্ষিণাত্যে, (d) যমুনা নদীর তীরে।
উত্তর: (c) দাক্ষিণাত্যে।
230. বিজাপুর ও গোলকোণ্ডা সুলতানি তৈরি হয়েছিল – (a) বাহমনি শাসন থেকে, (b) বিজয়নগর শাসন থেকে, (c) ইলিয়াসশাহি শাসন থেকে, (d) খলজি শাসন থেকে।
উত্তর: (a) বাহমনি শাসন থেকে।
231. দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন – (a) বাবর, (b) শেরশাহ, (c) হিমু, (d) অমর সিংহ।
উত্তর: (b) শেরশাহ।
232. মনসব বলতে বোঝানো হয় – (a) জমিদারি, (b) ওয়াতন, (c) গাজি, (d) মুঘল প্রশাসনিক পদ-কে।
উত্তর: (d) মুঘল প্রশাসনিক পদ-কে।
233. সাঁই ছিলেন – (a) ভক্তিবাদী, (b) নাথপন্থী, (c) চিশতি সুফিবাদী, (d) সহজিয়াবাদী।
উত্তর: (c) চিশতি সুফিবাদী।
234. ঘাঁটু গানে প্রভাব দেখা যায় – (a) বৈস্নব ভক্তির, (b) মণিপুরি নাচের, (c) শিখ ধর্মের, (d) দোহা-র।
উত্তর: (a) বৈস্নব ভক্তির।
235. শ্রীকৃয়বিজয়-এর মূল ভিত্তি ছিল – (a) রামায়ণ, (b) মঙ্গলকাব্য, (c) ভাগবত, (d) শিবায়ন।
উত্তর: (b) মঙ্গলকাব্য।
236. চাহার বাগ-এর প্রসার ঘটেছিল – (a) সুলতানি আমলে, (b) কুতুবশাহি আমলে, (c) মুঘল আমলে, (d) তুর্কি আমলে।
উত্তর: (c) মুঘল আমলে।
237. ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ – (a) দুটি তলোয়ার নিতেন, (b) খুতবা পাঠ করাতেন, (c) খালসা তৈরি করেন, (d) জায়গির গ্রহণ করেন।
উত্তর: (a) দুটি তলোয়ার নিতেন।
238. ব্লক তৈরি হয় অনেকগুলি – (a) জেলা নিয়ে, (b) পৌরসভা নিয়ে, (c) গ্রাম নিয়ে, (d) জেলাপরিষদ নিয়ে।
উত্তর: (c) গ্রাম নিয়ে।
উত্তর: (d) বুদ্ধ।
226. ধীমান ছিলেন – (a) বিজ্ঞানী, (b) কবি, (c) সিদ্ধাচার্য, (d) ভাস্কর।
উত্তর: (d) ভাস্কর ।
227. সদুক্তিকর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল – (a) গণিত, (b) স্মৃতিশাস্ত্র, (c) কবিতা, (d) অভিধান।
উত্তর: (b) স্মৃতিশাস্ত্র।
228. ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল – (a) সুলতান, (b) আমির, (c) খলিফা, (d) আলিম।
উত্তর: (c) খলিফা।
229. দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল – (a) কাবেরী নদীর তীরে, (b) উত্তর ভারতে, (c) দাক্ষিণাত্যে, (d) যমুনা নদীর তীরে।
উত্তর: (c) দাক্ষিণাত্যে।
230. বিজাপুর ও গোলকোণ্ডা সুলতানি তৈরি হয়েছিল – (a) বাহমনি শাসন থেকে, (b) বিজয়নগর শাসন থেকে, (c) ইলিয়াসশাহি শাসন থেকে, (d) খলজি শাসন থেকে।
উত্তর: (a) বাহমনি শাসন থেকে।
231. দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন – (a) বাবর, (b) শেরশাহ, (c) হিমু, (d) অমর সিংহ।
উত্তর: (b) শেরশাহ।
232. মনসব বলতে বোঝানো হয় – (a) জমিদারি, (b) ওয়াতন, (c) গাজি, (d) মুঘল প্রশাসনিক পদ-কে।
উত্তর: (d) মুঘল প্রশাসনিক পদ-কে।
233. সাঁই ছিলেন – (a) ভক্তিবাদী, (b) নাথপন্থী, (c) চিশতি সুফিবাদী, (d) সহজিয়াবাদী।
উত্তর: (c) চিশতি সুফিবাদী।
234. ঘাঁটু গানে প্রভাব দেখা যায় – (a) বৈস্নব ভক্তির, (b) মণিপুরি নাচের, (c) শিখ ধর্মের, (d) দোহা-র।
উত্তর: (a) বৈস্নব ভক্তির।
235. শ্রীকৃয়বিজয়-এর মূল ভিত্তি ছিল – (a) রামায়ণ, (b) মঙ্গলকাব্য, (c) ভাগবত, (d) শিবায়ন।
উত্তর: (b) মঙ্গলকাব্য।
236. চাহার বাগ-এর প্রসার ঘটেছিল – (a) সুলতানি আমলে, (b) কুতুবশাহি আমলে, (c) মুঘল আমলে, (d) তুর্কি আমলে।
উত্তর: (c) মুঘল আমলে।
237. ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ – (a) দুটি তলোয়ার নিতেন, (b) খুতবা পাঠ করাতেন, (c) খালসা তৈরি করেন, (d) জায়গির গ্রহণ করেন।
উত্তর: (a) দুটি তলোয়ার নিতেন।
238. ব্লক তৈরি হয় অনেকগুলি – (a) জেলা নিয়ে, (b) পৌরসভা নিয়ে, (c) গ্রাম নিয়ে, (d) জেলাপরিষদ নিয়ে।
উত্তর: (c) গ্রাম নিয়ে।