📚অষ্টম শ্রেণির বাংলা সাজেশন(উত্তরসহ): তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো(প্রশ্নের মান-১):
১. রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে রাজাপ্পার অ্যালবামটা কিনতে চেয়েছিল -
(ক) পঁচিশ টাকায়, (খ) তিরিশ টাকায়, (গ) পঞ্চাশ টাকায়, (ঘ) কুড়ি টাকায়।
**উত্তর: (খ) তিরিশ টাকায়।**
২. সুভার পোষ্য গাভী ছিল -
(ক) একটি, (খ) দুটি, (গ) চারটি, (ঘ) তিনটি।
**উত্তর: (ক) একটি।**
৩. ‘বাবুর হাত য্যান্ হজরতের হাত,’ কার হাত?
(ক) জমিদারবাবুর, (খ) জমিদারবাবুর নায়েবের, (গ) পুলিশের, (ঘ) কর্তাবাবুর।
**উত্তর: (ঘ) কর্তাবাবুর।**
৪. ‘সাত ঝামেলা'র অর্থ –
(ক) সাতরকমের ঝামেলা, (খ) অনেকরকম ঝামেলা, (গ) সাতদিনের ঝামেলা, (ঘ) কোনোটিই নয়।
**উত্তর: (খ) অনেকরকম ঝামেলা।**
৫. ‘লোকটা জানলই না' কবিতায় আলাদিনের আশ্চর্য-প্রদীপ বলতে বোঝানো হয়েছে –
(ক) কলজেকে, (খ) ফুসফুসকে, (গ) হৃদয়কে, (ঘ) স্বর্গের চিরকুটকে।
**উত্তর: (গ) হৃদয়কে।**
৬. ‘জেগে উঠুক উপান্তের শহরতলি।’ — উপান্তের শহরতলি জেগে উঠবে –
(ক) লেখাপড়ার মন্ত্রে দীক্ষিত হয়ে, (খ) কাদা-ভরতি রাস্তাগুলোকে ছায়াপথের কাছাকাছি পৌঁছে দিয়ে, (গ) সাইকেল-রিকশোগুলোকে বনে বনান্তরে পাঠিয়ে দিয়ে, (ঘ) সা-রা-রা-রা করে।
**উত্তর: (ক) লেখাপড়ার মন্ত্রে দীক্ষিত হয়ে।**
(ক) পঁচিশ টাকায়, (খ) তিরিশ টাকায়, (গ) পঞ্চাশ টাকায়, (ঘ) কুড়ি টাকায়।
**উত্তর: (খ) তিরিশ টাকায়।**
২. সুভার পোষ্য গাভী ছিল -
(ক) একটি, (খ) দুটি, (গ) চারটি, (ঘ) তিনটি।
**উত্তর: (ক) একটি।**
৩. ‘বাবুর হাত য্যান্ হজরতের হাত,’ কার হাত?
(ক) জমিদারবাবুর, (খ) জমিদারবাবুর নায়েবের, (গ) পুলিশের, (ঘ) কর্তাবাবুর।
**উত্তর: (ঘ) কর্তাবাবুর।**
৪. ‘সাত ঝামেলা'র অর্থ –
(ক) সাতরকমের ঝামেলা, (খ) অনেকরকম ঝামেলা, (গ) সাতদিনের ঝামেলা, (ঘ) কোনোটিই নয়।
**উত্তর: (খ) অনেকরকম ঝামেলা।**
৫. ‘লোকটা জানলই না' কবিতায় আলাদিনের আশ্চর্য-প্রদীপ বলতে বোঝানো হয়েছে –
(ক) কলজেকে, (খ) ফুসফুসকে, (গ) হৃদয়কে, (ঘ) স্বর্গের চিরকুটকে।
**উত্তর: (গ) হৃদয়কে।**
৬. ‘জেগে উঠুক উপান্তের শহরতলি।’ — উপান্তের শহরতলি জেগে উঠবে –
(ক) লেখাপড়ার মন্ত্রে দীক্ষিত হয়ে, (খ) কাদা-ভরতি রাস্তাগুলোকে ছায়াপথের কাছাকাছি পৌঁছে দিয়ে, (গ) সাইকেল-রিকশোগুলোকে বনে বনান্তরে পাঠিয়ে দিয়ে, (ঘ) সা-রা-রা-রা করে।
**উত্তর: (ক) লেখাপড়ার মন্ত্রে দীক্ষিত হয়ে।**
৭. ‘আদাব’ গল্পে উল্লেখ আছে কোন্ নদীর? (ক) গড়াই। (খ) গঙ্গা। (গ) বুড়িগঙ্গা। (ঘ) পদ্মা।
**উত্তর:** (খ) গঙ্গা।
৮. ‘জেলখানার চিঠি’ সুভাষচন্দ্র বসু লিখেছিলেন কোথা থেকে? (ক) সিমলা। (খ) লাহোর। (গ) আন্দামান। (ঘ) মান্দালয়।
**উত্তর:** (গ) আন্দামান।
৯. সুভার গ্রামের নাম কি? (ক) চণ্ডীপুর। (খ) বনগাঁ। (গ) সুতানুটি। (ঘ) তেহট্ট।
**উত্তর:** (ক) চণ্ডীপুর।
১০. ‘স্বাধীনতা’ কবিতাটি তরজমা করেছেন কে? (ক) শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়। (খ) মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়। (গ) মুকুল গুহ ও সুভাষ মুখোপাধ্যায়। (ঘ) জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে।
**উত্তর:** (খ) মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়।
১১. ঘুমপাড়ানি মাসিপিসি কখন থাকতে ওঠে? (ক) ভোর। (খ) রাত। (গ) সকাল। (ঘ) মাঝরাত।
**উত্তর:** (ক) ভোর।
১২. ‘ঘুরে-দাঁড়াও'-এর অর্থ কি? (ক) পিছন ফেরো। (খ) এগিয়ে যাও। (গ) সামনে দাঁড়াও। (ঘ) প্রতিবাদ করো।
**উত্তর:** (ক) পিছন ফেরো।
১৩. মান্দালয় জেল অবস্থিত কোথায়?
(ক) তিব্বত। (খ) মায়ানমার। (গ) কম্বোডিয়া। (ঘ) ভুটান।
**উত্তর:** (খ) মায়ানমার।
১৪. হঠাৎ কাছাকাছি ওঠে একটা কি?
(ক) গন্ডগোল। (খ) হট্টগোল। (গ) কোলাহল। (ঘ) শোরগোল।
**উত্তর:** (ঘ) শোরগোল।
১৫. সুভাষিণীরা কয় বোন?
(ক) তিন। (খ) চার। (গ) পাঁচ। (ঘ) ছয়।
**উত্তর:** (গ) পাঁচ।
১৬. রঞ্জনের ক্লাবের সঙ্গে তার সম্পর্ক কত বছর?
(ক) ১৫ বছর। (খ) ১৬ বছর। (গ) ১৭ বছর। (ঘ) ১৪ বছর।
**উত্তর:** (ক) ১৫ বছর।
১৭. 'মাসিপিসি' কবিতায় 'মাহিনা' শব্দটি কী অর্থে ব্যবহৃত?
(ক) মহিলা বা মাইনে। (খ) মহিমা। (গ) মাস। (ঘ) মা।
**উত্তর:** (ক) মহিলা বা মাইনে।
**উত্তর:** (খ) গঙ্গা।
৮. ‘জেলখানার চিঠি’ সুভাষচন্দ্র বসু লিখেছিলেন কোথা থেকে? (ক) সিমলা। (খ) লাহোর। (গ) আন্দামান। (ঘ) মান্দালয়।
**উত্তর:** (গ) আন্দামান।
৯. সুভার গ্রামের নাম কি? (ক) চণ্ডীপুর। (খ) বনগাঁ। (গ) সুতানুটি। (ঘ) তেহট্ট।
**উত্তর:** (ক) চণ্ডীপুর।
১০. ‘স্বাধীনতা’ কবিতাটি তরজমা করেছেন কে? (ক) শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়। (খ) মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়। (গ) মুকুল গুহ ও সুভাষ মুখোপাধ্যায়। (ঘ) জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে।
**উত্তর:** (খ) মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়।
১১. ঘুমপাড়ানি মাসিপিসি কখন থাকতে ওঠে? (ক) ভোর। (খ) রাত। (গ) সকাল। (ঘ) মাঝরাত।
**উত্তর:** (ক) ভোর।
১২. ‘ঘুরে-দাঁড়াও'-এর অর্থ কি? (ক) পিছন ফেরো। (খ) এগিয়ে যাও। (গ) সামনে দাঁড়াও। (ঘ) প্রতিবাদ করো।
**উত্তর:** (ক) পিছন ফেরো।
১৩. মান্দালয় জেল অবস্থিত কোথায়?
(ক) তিব্বত। (খ) মায়ানমার। (গ) কম্বোডিয়া। (ঘ) ভুটান।
**উত্তর:** (খ) মায়ানমার।
১৪. হঠাৎ কাছাকাছি ওঠে একটা কি?
(ক) গন্ডগোল। (খ) হট্টগোল। (গ) কোলাহল। (ঘ) শোরগোল।
**উত্তর:** (ঘ) শোরগোল।
১৫. সুভাষিণীরা কয় বোন?
(ক) তিন। (খ) চার। (গ) পাঁচ। (ঘ) ছয়।
**উত্তর:** (গ) পাঁচ।
১৬. রঞ্জনের ক্লাবের সঙ্গে তার সম্পর্ক কত বছর?
(ক) ১৫ বছর। (খ) ১৬ বছর। (গ) ১৭ বছর। (ঘ) ১৪ বছর।
**উত্তর:** (ক) ১৫ বছর।
১৭. 'মাসিপিসি' কবিতায় 'মাহিনা' শব্দটি কী অর্থে ব্যবহৃত?
(ক) মহিলা বা মাইনে। (খ) মহিমা। (গ) মাস। (ঘ) মা।
**উত্তর:** (ক) মহিলা বা মাইনে।
১৮. প্রতাপের প্রধান শখ ছিল কি?
(ক) মাছ ধরা। (খ) ঘুড়ি ওড়ানো। (গ) বল খেলা।
**উত্তর:** (খ) ঘুড়ি ওড়ানো।
১৯. ফুটবল মাঠে বারপুজো অনুষ্ঠিত হয় কখন?
(ক) ২২ শ্রাবণ। (খ) ১লা বৈশাখ। (গ) ২৫ বৈশাখ।
**উত্তর:** (ক) ২২ শ্রাবণ।
২০. নাগরাজনের বোনের নাম কি?
(ক) এণাক্ষী। (খ) মীনাক্ষী। (গ) কামাক্ষী।
**উত্তর:** (খ) মীনাক্ষী।
২১. ‘ফুল ফুটুক' কাব্যটি লিখেছেন কে?
(ক) সুভাষ মুখোপাধ্যায়। (খ) রবীন্দ্রনাথ ঠাকুর। (গ) নজরুল ইসলাম।
**উত্তর:** (ক) সুভাষ মুখোপাধ্যায়।
২২. নজরুল ইসলামকে কি বলা হয়?
(ক) কিশোর কবি। (খ) বিদ্রোহী কবি। (গ) বিশ্বকবি।
**উত্তর:** (খ) বিদ্রোহী কবি।
২৩. উপান্তের শহরতলি জেগে উঠবে কিভাবে?
(ক) সা-রে-গা-মা করে। (খ) গান গাইতে গাইতে। (গ) সা-রা-রা-রা করে।
**উত্তর:** (খ) গান গাইতে গাইতে।
২৪. ঘুমপাড়ানি মাসিপিসির কি ধরনের পরিবার ছিল?
(ক) মত্ত পরিবার। (খ) ছোট্ট পরিবার। (গ) বড়ো পরিবার। (ঘ) মাঝারি পরিবার।
**উত্তর:** (খ) ছোট্ট পরিবার।
২৫. ঘরে ঘরে জ্বলে যায় কি?
(ক) স্বপ্নের মোম। (খ) মৃদু মোম। (গ) শুধু মোম। (ঘ) স্বপ্নের মৃদু মোম।
**উত্তর:** (ঘ) স্বপ্নের মৃদু মোম।
২৬. আলাদিনের আশ্চর্য প্রদীপের কি?
(ক) তার মন। (খ) তার শরীর। (গ) তার হৃদয়া। (ঘ) তার ইঙ্গিয়।
**উত্তর:** (গ) তার হৃদয়া।
২৭. কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা কি ছিল?
(ক) আরবি। (খ) পশতু। (গ) ফারসি। (ঘ) উর্দু।
**উত্তর:** (খ) পশতু।
২৮. "ডামীবিনের দুই পাশে দুটি প্রাণী," -- প্রাণীদুটি হল কি?
(ক) দুটি কুকুর। (খ) দুটি মানুষ। (গ) দুটি বিড়াল। (ঘ) দুটি সৈন্য।
**উত্তর:** (গ) দুটি বিড়াল।
২৯. রঞ্জনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিল কত বছর?
(ক) পনেরো। (খ) যোলো। (গ) সতেরো। (ঘ) আঠারো বছর।
**উত্তর:** (খ) যোলো।
৩০. সুভাষচন্দ্র বসুর মতে বন্দিদশায় সাধারণত একটা কি?
(ক) আধ্যাত্মিক। (খ) দার্শনিক। (গ) জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে।
**উত্তর:** (গ) জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে।
৩১. ‘কী কাম করো?' — উদ্দিষ্ট ব্যক্তি পেশায় ছিলেন কি?
(ক) নায়ের মাঝি। (খ) কলের মাঝি। (গ) সুতা-মজুর।
**উত্তর:** (খ) কলের মাঝি।
৩২. পুরানো দলে রঞ্জনের জার্সি নম্বর কি ছিল?
(ক) ৭। (খ) ১১। (গ) ১০।
**উত্তর:** (গ) ১০।
৩৩. মাসিপিসিদের বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার কি?
(ক) সামান্য। (খ) একমুঠো। (গ) অতি অল্প।
**উত্তর:** (ক) সামান্য।
৩৪. গাছগুলো নদীর জলে কি করে?
(ক) স্নান করে। (খ) পাতা ধুয়ে। (গ) শিকড় ধুয়ে আসুক।
**উত্তর:** (খ) পাতা ধুয়ে।
৩৫. বাঁ দিকের বুক-পকেট সামলাতে সামলাতে লোকটার কি?
(ক) জীবন-মরণ। (খ) সুখ-দুঃখ। (গ) ইহকাল-পরকাল গেল।
**উত্তর:** (গ) ইহকাল-পরকাল গেল।
(ক) মাছ ধরা। (খ) ঘুড়ি ওড়ানো। (গ) বল খেলা।
**উত্তর:** (খ) ঘুড়ি ওড়ানো।
১৯. ফুটবল মাঠে বারপুজো অনুষ্ঠিত হয় কখন?
(ক) ২২ শ্রাবণ। (খ) ১লা বৈশাখ। (গ) ২৫ বৈশাখ।
**উত্তর:** (ক) ২২ শ্রাবণ।
২০. নাগরাজনের বোনের নাম কি?
(ক) এণাক্ষী। (খ) মীনাক্ষী। (গ) কামাক্ষী।
**উত্তর:** (খ) মীনাক্ষী।
২১. ‘ফুল ফুটুক' কাব্যটি লিখেছেন কে?
(ক) সুভাষ মুখোপাধ্যায়। (খ) রবীন্দ্রনাথ ঠাকুর। (গ) নজরুল ইসলাম।
**উত্তর:** (ক) সুভাষ মুখোপাধ্যায়।
২২. নজরুল ইসলামকে কি বলা হয়?
(ক) কিশোর কবি। (খ) বিদ্রোহী কবি। (গ) বিশ্বকবি।
**উত্তর:** (খ) বিদ্রোহী কবি।
২৩. উপান্তের শহরতলি জেগে উঠবে কিভাবে?
(ক) সা-রে-গা-মা করে। (খ) গান গাইতে গাইতে। (গ) সা-রা-রা-রা করে।
**উত্তর:** (খ) গান গাইতে গাইতে।
২৪. ঘুমপাড়ানি মাসিপিসির কি ধরনের পরিবার ছিল?
(ক) মত্ত পরিবার। (খ) ছোট্ট পরিবার। (গ) বড়ো পরিবার। (ঘ) মাঝারি পরিবার।
**উত্তর:** (খ) ছোট্ট পরিবার।
২৫. ঘরে ঘরে জ্বলে যায় কি?
(ক) স্বপ্নের মোম। (খ) মৃদু মোম। (গ) শুধু মোম। (ঘ) স্বপ্নের মৃদু মোম।
**উত্তর:** (ঘ) স্বপ্নের মৃদু মোম।
২৬. আলাদিনের আশ্চর্য প্রদীপের কি?
(ক) তার মন। (খ) তার শরীর। (গ) তার হৃদয়া। (ঘ) তার ইঙ্গিয়।
**উত্তর:** (গ) তার হৃদয়া।
২৭. কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা কি ছিল?
(ক) আরবি। (খ) পশতু। (গ) ফারসি। (ঘ) উর্দু।
**উত্তর:** (খ) পশতু।
২৮. "ডামীবিনের দুই পাশে দুটি প্রাণী," -- প্রাণীদুটি হল কি?
(ক) দুটি কুকুর। (খ) দুটি মানুষ। (গ) দুটি বিড়াল। (ঘ) দুটি সৈন্য।
**উত্তর:** (গ) দুটি বিড়াল।
২৯. রঞ্জনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিল কত বছর?
(ক) পনেরো। (খ) যোলো। (গ) সতেরো। (ঘ) আঠারো বছর।
**উত্তর:** (খ) যোলো।
৩০. সুভাষচন্দ্র বসুর মতে বন্দিদশায় সাধারণত একটা কি?
(ক) আধ্যাত্মিক। (খ) দার্শনিক। (গ) জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে।
**উত্তর:** (গ) জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে।
৩১. ‘কী কাম করো?' — উদ্দিষ্ট ব্যক্তি পেশায় ছিলেন কি?
(ক) নায়ের মাঝি। (খ) কলের মাঝি। (গ) সুতা-মজুর।
**উত্তর:** (খ) কলের মাঝি।
৩২. পুরানো দলে রঞ্জনের জার্সি নম্বর কি ছিল?
(ক) ৭। (খ) ১১। (গ) ১০।
**উত্তর:** (গ) ১০।
৩৩. মাসিপিসিদের বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার কি?
(ক) সামান্য। (খ) একমুঠো। (গ) অতি অল্প।
**উত্তর:** (ক) সামান্য।
৩৪. গাছগুলো নদীর জলে কি করে?
(ক) স্নান করে। (খ) পাতা ধুয়ে। (গ) শিকড় ধুয়ে আসুক।
**উত্তর:** (খ) পাতা ধুয়ে।
৩৫. বাঁ দিকের বুক-পকেট সামলাতে সামলাতে লোকটার কি?
(ক) জীবন-মরণ। (খ) সুখ-দুঃখ। (গ) ইহকাল-পরকাল গেল।
**উত্তর:** (গ) ইহকাল-পরকাল গেল।