✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে?
(ক) টিপু সুলতান, (খ) সাদাৎ খান, (গ) নিজাম, (ঘ) নাদির শাহ।
উত্তর: (গ) নিজাম।
২. পলাশির যুদ্ধ হয়েছিল কখন?
(ক) ১৬৫৭ খ্রিস্টাব্দে, (খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে, (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে, (ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে।
৩. অন্ধকূপ হত্যার প্রথম প্রচারক হলেন কে?
(ক) ওয়াটসন, (খ) রজার ড্রেক, (গ) হলওয়েল।
উত্তর: (গ) হলওয়েল।
৪. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ সংঘটিত হয় কখন?
(ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে, (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে, (গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে।
৫. অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন কে?
(ক) লর্ড ওয়েলেসলি, (খ) লর্ড কর্নওয়ালিস, (গ) লর্ড ডালহৌসি।
উত্তর: (ক) লর্ড ওয়েলেসলি।
৬. ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন কে?
(ক) ফ্র্যাঙ্কল্যান্ড, (খ) হগ্ ক্যামেরন, (গ) জেমস রেনেল।
উত্তর: (গ) জেমস রেনেল।
৭.কোন ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান?
(ক) প্রথম, (খ) দ্বিতীয়, (গ) তৃতীয়, (ঘ) চতুর্থ।
উত্তর: (ঘ) চতুর্থ।
৮. কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে, (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে, (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে।
উত্তর: (ক) ১৮০০ খ্রিস্টাব্দে।
৯. আহমদ শাহ আবদালি ছিলেন কোন জাতির?
(ক) মারাঠা, (খ) আফগান, (গ) পারসিক।
উত্তর: (খ) আফগান।
১০. কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?
(ক) উইলিয়ম জোনস, (খ) উইলিয়ম বেন্টিঙ্ক, (গ) ওয়েলেসলি।
উত্তর: (ক) উইলিয়ম জোনস।
১১. স্বাধীন হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
(ক) নিজাম-উল-মুলক, (খ) সাদাৎ খান, (গ) ফাররুখশিয়র, (ঘ) মুর্শিদকুলি খান।
উত্তর: (ক) নিজাম-উল-মুলক।
১২. কোন সন্ধি স্বাক্ষরের ফলে দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন?
(ক) সলবাইয়ের চুক্তি, (খ) বেসিনের সন্ধি, (গ) লাহোরের চুক্তি, (ঘ) আলিনগরের সন্ধি।
উত্তর: (খ) বেসিনের সন্ধি।
১৩. ১৮০০ খ্রিস্টাব্দে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের শিক্ষা দেওয়ার জন্য কলকাতায় যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটির নাম কী?
(ক) হিন্দু কলেজ, (খ) সংস্কৃত কলেজ, (গ) এশিয়াটিক সোসাইটি, (ঘ) ফোর্ট উইলিয়ম কলেজ।
উত্তর: (ঘ) ফোর্ট উইলিয়ম কলেজ।
১৪. ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল কত সালে?
(ক) ১৭৭৬ খ্রিস্টাব্দে, (খ) ১৭৭০ খ্রিস্টাব্দে, (গ) ১৬৭০ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৭৭০ খ্রিস্টাব্দে।
১৫. ‘বোম্বাই প্রেসিডেন্সি'র গোড়াপত্তন কোথায় হয়?
(ক) মাদ্রাজে, (খ) সুরাটে, (গ) কলকাতাতে।
উত্তর: (খ) সুরাটে।
১৬. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে?
(ক) লর্ড কর্নওয়ালিস, (খ) লর্ড ডালহৌসি, (গ) রবার্ট ক্লাইভ, (ঘ) লর্ড ভেরেলেস্ট।
উত্তর: (খ) লর্ড ডালহৌসি।
১৭. চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কত সালে?
(ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে, (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে, (গ) ১৭৭০ খ্রিস্টাব্দে, (ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে।
১৮. বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে?
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে, (খ) ১৮০২ খ্রিস্টাব্দে, (গ) ১৮০৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৮০২ খ্রিস্টাব্দে।
১৯. ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান বাংলার কী ছিলেন?
(ক) দেওয়ান, (খ) ফৌজদার, (গ) নবাব।
উত্তর: (ক) দেওয়ান।
২০. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কার মধ্যে?
(ক) মির জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, (খ) সিরাজ-উদ্ দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, (গ) মির কাশিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে।
উত্তর: (খ) সিরাজ-উদ্ দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে।
২১. কোন যুদ্ধ ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল?
(ক) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, (খ) বন্দিবাসের যুদ্ধ, (গ) প্রথম কর্ণাটকের যুদ্ধ।
উত্তর: (খ) বন্দিবাসের যুদ্ধ।
২২. রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে?
(ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে, (খ) ১৭৭৪ খ্রিস্টাব্দে, (গ) ১৭৭২ খ্রিস্টাব্দে।
উত্তর: (ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে।
২৩. ৭৬-এর মন্বন্তর হয়েছিল কত বঙ্গাব্দে?
(ক) ১১৭৬ বঙ্গাব্দে, (খ) ১২৭৬ বঙ্গাব্দে, (গ) ১৩৭৬ বঙ্গাব্দে।
উত্তর: (ক) ১১৭৬ বঙ্গাব্দে।
২৪. মির কাশিম বাংলার রাজধানী হিসেবে মুরশিদাবাদের বদলে কোন স্থানকে বেছে নিয়েছিলেন?
(ক) কলকাতা, (খ) কাটোয়া, (গ) মুঙ্গের, (ঘ) বর্ধমান।
উত্তর: (গ) মুঙ্গের।
২৫. ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য কী ছিল?
(ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, (খ) সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া, (গ) প্রাচ্য-পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো, (ঘ) প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো।
উত্তর: (খ) সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া।
২৬. সেন্ট জর্জ দুর্গ কোথায় দেখা যায়?
(ক) বাংলা, (খ) মাদ্রাজ, (গ) বোম্বাই, (ঘ) দিল্লি প্রেসিডেন্সি।
উত্তর: (খ) মাদ্রাজ।
২৭. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: লর্ড ওয়েলেসলি।
২৮. ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে?
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে, (খ) ১৭৭১ খ্রিস্টাব্দে, (গ) ১৭৭২ খ্রিস্টাব্দে, (ঘ) ১৭৭৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৭৭২ খ্রিস্টাব্দে।
২৯. ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা কে প্রবর্তন করেন?
(ক) ওয়ারেন হেস্টিংস, (খ) লর্ড কর্নওয়ালিস, (গ) লর্ড ক্লাইভ, (ঘ) লর্ড ডালহৌসি।
উত্তর: (খ) লর্ড কর্নওয়ালিস।
৩০. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে, (খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে, (গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৩১. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে?
(ক) ওয়ারেন হেস্টিংস, (খ) উইলিয়ম কেরি, (গ) স্যার এলিজা ইম্পে, (ঘ) চার্লস উড।
উত্তর: (গ) স্যার এলিজা ইম্পে।
৩২. ভারতের শিক্ষাব্যবস্থায় 'চুঁইয়ে পড়া নীতি'র প্রবক্তা ছিলেন কে?
(ক) টমাস মেকলে, (খ) চার্লস উড, (গ) লর্ড বেন্টিঙ্ক, (ঘ) ডেভিড হেয়ার।
উত্তর: (ক) টমাস মেকলে।
৩৩. কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় কোন আইনের মাধ্যমে?
(ক) পিটের ভারত শাসন আইন, (খ) রেগুলেটিং অ্যাক্ট, (গ) চার্টার অ্যাক্ট, (ঘ) সিভিল সার্ভিস অ্যাক্ট।
উত্তর: (খ) রেগুলেটিং অ্যাক্ট।
৩৪. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে?
(ক) ১৭৭১ খ্রিস্টাব্দে, (খ) ১৭৭৫ খ্রিস্টাব্দে, (গ) ১৭৭৭ খ্রিস্টাব্দে, (ঘ) ১৭৮১ খ্রিস্টাব্দে।
উত্তর: (ঘ) ১৭৮১ খ্রিস্টাব্দে।
৩৫. "A Code of Gentoo Law"-এর রচয়িতা ছিলেন কে?
(ক) নাথানিয়েল হালেদ, (খ) উইলিয়ম জোনস, (গ) জন অ্যান্ড্রুজ, (ঘ) উইলিয়ম কেরি।
উত্তর: (ক) নাথানিয়েল হালেদ।
৩৬. ১৭১৭ খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ কাকে দেওয়া হয়?
(ক) মুর্শিদকুলি খান, (খ) সাদাৎ খান, (গ) আলিবর্দি খান।
উত্তর: (ক) মুর্শিদকুলি খান।
৩৭. ১৭২২ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে?
(ক) নিজাম-উল-মুলক, (খ) সাদাৎ খান, (গ) সফদর জং।
উত্তর: (খ) সাদাৎ খান।
৩৮. কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় কত সালে?
(ক) ১৮২৩ খ্রিস্টাব্দে, (খ) ১৮২১ খ্রিস্টাব্দে, (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।
৩৯. কলকাতায় একটি সুপ্রিম কোর্ট তৈরি করা হয় কত সালে?
(ক) ১৭৭৪, (খ) ১৭৮৪, (গ) ১৭৭২।
উত্তর: (ক) ১৭৭৪।
৪০. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে?
(ক) উইলিয়ম কেরি, (খ) লর্ড বেন্টিঙ্ক, (গ) জেমস্ মিল।
উত্তর: (ক) উইলিয়ম কেরি।
৪১. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে?
(ক) লর্ড ক্যানিং, (খ) লর্ড কর্নওয়ালিস, (গ) লর্ড ডালহৌসি।
উত্তর: (খ) লর্ড কর্নওয়ালিস।
৪২. মহীশূর রাজ্যের পতন ঘটে কত সালে?
(ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে, (খ) ১৭৯৪ খ্রিস্টাব্দে, (গ) ১৭৯৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৭৯৯ খ্রিস্টাব্দে।
৪৩. সলবাই-এর সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে?
(ক) ১৭৮১ খ্রিস্টাব্দে, (খ) ১৭৮২ খ্রিস্টাব্দে, (গ) ১৭৮৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৭৮২ খ্রিস্টাব্দে।
৪৪. সাদাৎ খান ছিলেন কোন অঞ্চলের দায়িত্বে?
(ক) বাংলার, (খ) অযোধ্যার, (গ) হায়দরাবাদের।
উত্তর: (খ) অযোধ্যার।
৪৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কত সালে?
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে, (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে, (গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।
৪৬. মাদ্রাজকে নিয়ে গঠিত হয় কোন প্রেসিডেন্সি?
(ক) বাংলা প্রেসিডেন্সি, (খ) মাদ্রাজ প্রেসিডেন্সি, (গ) বোম্বাই প্রেসিডেন্সি।
উত্তর: (খ) মাদ্রাজ প্রেসিডেন্সি।
৪৭. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে?
(ক) লর্ড ওয়েলেসলি, (খ) লর্ড ওয়ারেন হেস্টিংস, (গ) লর্ড বেন্টিঙ্ক, (ঘ) লর্ড ক্লাইভ।
উত্তর: (খ) লর্ড ওয়ারেন হেস্টিংস।
৪৮. মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে কোন ব্যবস্থা গড়ে উঠেছিল?
(ক) ব্রিটিশ ব্যবস্থা, (খ) প্রেসিডেন্সি ব্যবস্থা, (গ) বাংলা প্রেসিডেন্সি ব্যবস্থা, (ঘ) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা।
উত্তর: (খ) প্রেসিডেন্সি ব্যবস্থা।
৪৯. 'History of British' নামে ভারতের ইতিহাস লেখেন কে?
(ক) জেমস মিল, (খ) জোসেফ ডুপ্লে, (গ) হেনরি সিঙ্গলটন।
উত্তর: (ক) জেমস মিল।
৫০. 'রাজাবলি' নামে একটি ইতিহাস বই লেখেন কে?
(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তর: (ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
৫১. ‘মন্বন্তর' প্রবন্ধটি কার লেখা?
(ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়, (খ) চিত্ত প্রসাদ ভট্টাচার্য, (গ) অক্ষয় কুমার মৈত্র।
উত্তর: (গ) অক্ষয় কুমার মৈত্র।
৫২. 'A Grammar of the Bengal Language' বইটি লেখেন কে?
(ক) জোনাথন ডানকান, (খ) চার্লস উইলকিনস, (গ) নাথানিয়েল ব্রাসি হালেদ।
উত্তর: (খ) চার্লস উইলকিনস।
৫৩. বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে, (খ) ১৭৫৬ খ্রিস্টাব্দে, (গ) ১৭৬৪ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৭৬৪ খ্রিস্টাব্দে।
৫৪. ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়?
(ক) কলকাতা, (খ) দিল্লি, (গ) মুম্বাই।
উত্তর: (ক) কলকাতা।
৫৫. সিপাহি বিদ্রোহ হয়েছিল কত সালে?
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে, (খ) ১৬৫৭ খ্রিস্টাব্দে, (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. আলিনগরের সন্ধি কবে হয়েছিল?
উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি আলিনগরের সন্ধি হয়েছিল।
২. বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৭৫৮ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি বন্দিবাসের যুদ্ধ হয়েছিল।
৬. আলিনগরের সন্ধি কবে হয়েছিল?
উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি আলিনগরের সন্ধি হয়েছিল।
৭. বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৭৫৮ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি বন্দিবাসের যুদ্ধ হয়েছিল।
৮. সাদাৎ আলি খান কে ছিলেন?
উত্তর: সাদাৎ আলি খান ছিলেন অযোধ্যার নবাব, যিনি ১৭৯৮ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন।
৯. স্বাধীন হায়দরাবাদ রাজ্যটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: স্বাধীন হায়দরাবাদ রাজ্যটি ১৭২৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
১০. কোন্ আর্মেনিয় বণিকের সঙ্গে নবাব সিরাজ উদ-দৌলার সম্পর্ক ছিল?
উত্তর: নবাব সিরাজ উদ-দৌলার সম্পর্ক ছিল আর্মেনিয় বণিক খোজা ওয়াহিদ আহের সঙ্গে।
১১. মীর কাশিম কে ছিলেন?
উত্তর: মীর কাশিম ছিলেন বাংলার নবাব, যিনি ১৭৬০ থেকে ১৭৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন।
১২. বক্সারের যুদ্ধকালে বাংলার সিংহাসনে কে ছিলেন?
উত্তর: বক্সারের যুদ্ধকালে (১৭৬৪ খ্রিস্টাব্দ) বাংলার সিংহাসনে ছিলেন নবাব মীর কাশিম।
১৩. ১৭৯৯ খ্রিস্টাব্দে কোন্ স্বাধীন সুলতানির অবসান ঘটে?
উত্তর: ১৭৯৯ খ্রিস্টাব্দে টিপু সুলতানের শাসিত স্বাধীন মহীশূর সুলতানির অবসান ঘটে।
১৪. কোন্ সন্ধিতে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে?
উত্তর: বেসিনের সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৫. ‘স্বত্ববিলোপ নীতিতে’ দখলীকৃত প্রথম রাজ্য কোনটি?
উত্তর: ‘স্বত্ববিলোপ নীতিতে’ দখলীকৃত প্রথম রাজ্য ছিল সাতারা।
১৬. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর: বক্সারের যুদ্ধ ১৭৬৪ খ্রিস্টাব্দে হয়েছিল।
১৭. ‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রয়োগ করেন?
উত্তর: ‘স্বত্ববিলোপ নীতি’ প্রয়োগ করেন লর্ড ডলহৌসি।
১৮. অধীনতামূলক মিত্রতার নীতিতে প্রথম কে স্বাক্ষর করেন?
উত্তর: অধীনতামূলক মিত্রতার নীতিতে প্রথম স্বাক্ষর করেন হায়দরাবাদের নিজাম।
১৯. কলকাতায় কবে হিন্দু কলেজ তৈরি হয়?
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়।
২০. কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার কত খ্রিস্টাব্দে পায়?
উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়।
২১. সম্রাট ঔরঙ্গজেব কাকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন?
উত্তর: সম্রাট ঔরঙ্গজেব তুলি কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন।
২২. কোন বড়োলাট ‘স্বত্ববিলোপ নীতি’ প্রয়োগ করেছিলেন?
উত্তর: লর্ড ডালহৌসি ‘স্বত্ববিলোপ নীতি’ প্রয়োগ করেছিলেন।
২৩. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।
২৪. লর্ড বেন্টিঙ্ক ঠগি দস্যুদের দমনের দায়িত্ব কার ওপর দিয়েছিলেন?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক ঠগি দস্যুদের দমনের দায়িত্ব কর্নেল স্লিম্যান-এর ওপর দিয়েছিলেন।
২৫. কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়?
উত্তর: ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়।
২৬. ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন?
উত্তর: ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান।
২৭. কে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন?
উত্তর: হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম উল মুলক।
২৮. 'বর্গীর হাঙ্গামা' প্রবন্ধটি কে রচনা করেন?
উত্তর: 'বর্গীর হাঙ্গামা' প্রবন্ধটি রচনা করেন সুকুমার সেন।
২৯. কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান হয়?
উত্তর: ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান হয়।
৩০. চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস।
৩১. কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস।
৩২. কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে?
উত্তর: মুর্শিদ কুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে।
৩৩. ইংরেজ কোম্পানি কার কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
উত্তর: ইংরেজ কোম্পানি মোগল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।
৩৪. ‘রেগুলেটিং অ্যাক্ট’ কত খ্রিস্টাব্দে পাশ হয়?
উত্তর: ১৭৭৩ খ্রিস্টাব্দে ‘রেগুলেটিং অ্যাক্ট’ পাশ হয়।
৩৫. কত খ্রিস্টাব্দে বাংলার ‘দ্বৈত শাসন’ ব্যবস্থার অবসান ঘটে?
উত্তর: ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার ‘দ্বৈত শাসন’ ব্যবস্থার অবসান ঘটে।
৩৬. কলকাতা দখল করে নবাব সিরাজ উদ-দৌলা তার কী নাম দিয়েছিলেন?
উত্তর: কলকাতা দখল করে নবাব সিরাজ উদ-দৌলা এর নাম পরিবর্তন করে আলিনগর রেখেছিলেন।
৩৭. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর: ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল।
৩৮. ‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রয়োগ করেন?
উত্তর: ‘স্বত্ববিলোপ নীতি’ প্রয়োগ করেন লর্ড ডালহৌসি।
৩৯. মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে কোন ব্যবস্থা তৈরি হয়েছিল?
উত্তর: মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল।
৪০. ভারতীয়দের মধ্যে থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদে নিয়োগ কোন গভর্নর জেনারেলের সময় শুরু হয়?
উত্তর: লর্ড কর্নওয়ালিসের সময় ভারতীয়দের মধ্যে থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদে নিয়োগ শুরু হয়।
৪১. ১৭৯৩ খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য কোন ব্যবস্থা চালু করা হয়?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানী ব্যবস্থা চালু করা হয়।
৪২. ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি কে জরিপ করেন?
উত্তর: ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল।
৪৩. কার উদ্যোগে 'জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন' (১৮৩০) কলকাতায় তৈরি হয়েছিল?
উত্তর: আলেকজান্ডার ডাফের উদ্যোগে ১৮৩০ খ্রিস্টাব্দে কলকাতায় 'জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন' তৈরি হয়েছিল।
৪৪. বাংলার দেওয়ান পদে মুর্শিদকুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন কোন সম্রাট?
উত্তর: সম্রাট ফারুক শিয়ার বাংলার দেওয়ান পদে মুর্শিদকুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন।
৪৫. মুঘল কর্তৃত্বকে স্বীকার করেও কে বাংলা, বিহার ও উড়িষ্যায় কার্যত একটি স্বশাসিত প্রশাসন চালাতেন?
উত্তর: মুর্শিদকুলি খান মুঘল কর্তৃত্বকে স্বীকার করেও বাংলা, বিহার ও উড়িষ্যায় কার্যত একটি স্বশাসিত প্রশাসন চালাতেন।
৪৬. নাদির শাহ কত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য আক্রমণ করেছিলেন?
উত্তর: নাদির শাহ ১৭৩৯ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য আক্রমণ করেছিলেন।
৪৭. আলিবর্দির উত্তরাধিকারী হিসেবে বাংলায় কে ক্ষমতা লাভ করেছিলেন?
উত্তর: আলিবর্দির উত্তরাধিকারী হিসেবে বাংলায় ক্ষমতা লাভ করেছিলেন সিরাজ-উদ-দৌলা।
৪৮. আলিনগরের সন্ধি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল?
উত্তর: আলিনগরের সন্ধি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজ-উদ-দৌলার মধ্যে সম্পাদিত হয়েছিল।
৪৯. অধীনতামূলক মিত্রতা নীতিতে কে প্রথম স্বাক্ষর করেন?
উত্তর: অধীনতামূলক মিত্রতা নীতিতে প্রথম স্বাক্ষর করেন হায়দরাবাদের নিজাম।
৫০. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন?
উত্তর: বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস।
৫১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে?
উত্তর: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।
৫২. দ্বৈত শাসনব্যবস্থার অবসান কে ঘটান?
উত্তর: দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস।
৫৩. কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে?
উত্তর: ১৭২২ খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে।
৫৪. 'জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: 'জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন' প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ।
৫৫. কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
উত্তর: কলকাতায় হিন্দু কলেজ ১৮১৭ খ্রিস্টাব্দে স্থাপিত হয়।
৫৬. মুর্শিদাবাদের পরিবর্তে মির কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর: মির কাশিম মুর্শিদাবাদের পরিবর্তে রাজধানী স্থানান্তর করে মুঙ্গেরে।
৫৭. কত খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?
উত্তর: ১৭৭০ খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল।
৫৮. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: বেসিনের সন্ধি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়া বাজিরাও দ্বিতীয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
৫৯. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা।
৬০. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
৬১. সম্রাট ঔরঙ্গজেব কাকে বাংলার দেওয়ান নিযুক্ত করেছিলেন?
উত্তর: সম্রাট ঔরঙ্গজেব বাংলার দেওয়ান হিসেবে মুর্শিদকুলি খানকে নিযুক্ত করেছিলেন।
৬২. উত্তর ও মধ্য ভারতে ঠগি দস্যুদের কে দমন করেছিলেন?
উত্তর: উত্তর ও মধ্য ভারতে ঠগি দস্যুদের দমন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৬৩. কে কলকাতার নাম 'আলিনগর' রেখেছিলেন?
উত্তর: নবাব সিরাজ-উদ-দৌলা কলকাতার নাম 'আলিনগর' রেখেছিলেন।
৬৪. কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে?
উত্তর: ১৮৬১ খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে।
৬৫. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।
৬৬. কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়?
উত্তর: ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়।
৬৭. বাংলায় কে দ্বৈতশাসন প্রবর্তন করেন?
উত্তর: বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ।
৬৮. বাংলার নদীপথগুলি কে জরিপ করেন?
উত্তর: বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল।
৬৯. কে মোগল সম্রাটের কাছ থেকে 'জগৎ শেঠ' বা 'জগতের শেঠ' উপাধি পান?
উত্তর: মোগল সম্রাটের কাছ থেকে 'জগৎ শেঠ' উপাধি পান ফতেহ চাঁদ।
৭০. বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান।
<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>