✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নগুলির উত্তর দাও):
1. ‘বিন্যাসবিধির জনক’ বলা হয় –
(a) প্লিনি দ্য এডলার, (b) অ্যারিস্টটল, (c) থিওফ্রাসটাস, (d) ক্যারোলাস লিনিয়াস।
উত্তর: (d) ক্যারোলাস লিনিয়াস।
2. শামুক জাতীয় প্রাণী –
(a) অঙ্গুরীমাল, (b) কণ্টকত্বকী, (c) কম্বোজ, (d) পরিফেরা।
উত্তর: (b) কণ্টকত্বকী।
3. কোন্ ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? –
(a) রেটিনল, (b) ক্যালসিফেরল, (c) টোকোফেরল, (d) ফাইলোকুইনন।
উত্তর: (a) রেটিনল।
4. একটি তীব্র অ্যাসিড –
(a) ম্যালিক অ্যাসিড, (b) নাইট্রিক অ্যাসিড, (c) কার্বলিক অ্যাসিড, (d) অ্যাসেটিক অ্যাসিড।
উত্তর: (b) নাইট্রিক অ্যাসিড।
5. র্যামনোজ-এর সংকেত হল –
(a) C6H12O5, (b) C6H12O10, (c) C6H12O6, (d) C12H22O11।
উত্তর: (b) C6H12O10।
6. 4.1 kcal তাপশক্তি উৎপন্ন হয় জারণে। –
(a) শর্করা, (b) প্রোটিন, (c) ফ্যাট, (d) ভিটামিন।
উত্তর: (a) শর্করা।
7. টিট্যানি রোগ হয় ভিটামিনের অভাবে। –
(a) ভিটামিন-C, (b) ভিটামিন-D, (c) ভিটামিন-E, (d) ভিটামিন-X।
উত্তর: (b) ভিটামিন-D।
8.প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন্ অঙ্গাণু?
(a) লাইসোজোম, (b) রাইবোজোম, (c) গলগি বস্তু, (d) সেন্ট্রিওল।
উত্তর: (b) রাইবোজোম।
9. উৎসেচকে কোন্ জৈব অণু থাকে ?
(a) প্রোটিন, (b) শর্করা, (c) ফ্যাট, (d) ভিটামিন।
উত্তর: (a) প্রোটিন।
10. দেহের আত্মঘাতী থলি হল -
(a) রাইবোজোম, (b) লাইসোজোম, (c) সেন্ট্রিওল, (d) ভ্যাকুওল।
উত্তর: (b) লাইসোজোম।
11. সাইটোলজিতে যে বিষয়ে পড়াশোনা করতে হয় তা হল -
(a) দেহ গঠন, (b) সামাজিক আচরণ, (c) কোশ, (d) প্রাণীদেহের পুষ্টি।
উত্তর: (c) কোশ।
12. কোটি লিনিয়াস রচনা করেন ?
(a) সিস্টেমা ন্যাচুরি, (b) হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, (c) স্পিসিস প্ল্যান্টেরাম, (d) ডি প্ল্যানটিস।
উত্তর: (a) সিস্টেমা ন্যাচুরি।
13. জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা -
(a) লিনিয়াস, (b) হুইটেকার, (c) ওপারিন ও হ্যালডেন, (d) মিলার ও উরে।
উত্তর: (c) ওপারিন ও হ্যালডেন।
14. DNA-এর শর্করাটি হল -
(a) ট্রায়োজ, (b) পেন্টোজ, (c) হেক্সোজ, (d) হেপ্টোজ।
উত্তর: (b) পেন্টোজ।
15. ভিটামিনের কাজ প্রতিহত করে যে জৈব অণু তা হল -
(a) সিউডোভিটামিন, (b) অ্যান্টিভিটামিন, (c) প্রোভিটামিন, (d) সায়ানোকোবালামিন।
উত্তর: (b) অ্যান্টিভিটামিন।
16. ‘জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকাশের প্রণনা' –
(a) লিনিয়াস, (b) হুইটেকার, (c) ওপারিন ও হ্যালডেন, (d) মিলার ও উরে।
উত্তর: (c) ওপারিন ও হ্যালডেন।
17. জাইলেম-এর সজীব উপাদানটি হল –
(a) ট্রাকিড, (b) ট্রাকিয়া, (c) জাইলেম প্যারেনকাইমা, (d) জাইলেম তত্ত্ব।
উত্তর: (c) জাইলেম প্যারেনকাইমা।
18. মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হল –
(a) ব্যাকটেরিয়া, (b) সায়ানোব্যাকটেরিয়া, (c) প্রোটিস্টা, (d) ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া।
উত্তর: (d) ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া।
19. ক্রিস্টি নামক গঠনটি দেখা যায় –
(a) রাইবোজোমে, (b) মেসোজোমে, (c) প্লাসটিডে, (d) মাইটোকনড্রিয়াতে।
উত্তর: (d) মাইটোকনড্রিয়াতে।
20. একটি যোগকলা হল –
(a) স্নায়বিক কলা, (b) ত্বক কলা, (c) তরুণাস্থি কলা, (d) সিনসাইটিয়াম কলা।
উত্তর: (c) তরুণাস্থি কলা।
21. ‘জীববিদ্যার জনক’ হলেন –
(a) ডারউইন, (b) ল্যামার্ক, (c) অ্যারিস্টট্ল, (d) ওপারিন।
উত্তর: (c) অ্যারিস্টট্ল।
22. হিমোসিল দেখা যায় –
(a) আর্থ্রোপোডা পর্বে, (b) পরিফেরা পর্বে, (c) প্ল্যাটিহেলমিনথেস পর্বে, (d) নিডারিয়া পর্বে।
উত্তর: (a) আর্থ্রোপোডা পর্বে।
23. অ্যাসিমেট্রন-এর অবস্থান হল –
(a) ভার্টিব্রাটা, (b) হেমিকর্ডাটা, (c) সেফালোকর্ডাটা, (d) ইউরোকর্ডাটা।
উত্তর: (b) হেমিকর্ডাটা।
24. কোনটি সঠিক ? –
(a) Lebeo rohita, (b) Labeo Rohita, (c) Labeo rohita, (d) Lebeo Rohita।
উত্তর: (c) Labeo rohita।
25. ওপরের জীবগুলিকে বিবর্তনের ক্রমানুসারে সাজালে হয় –
(ক) ভাইরাস, (খ) ব্যাকটেরিয়া, (গ) মাইকোপ্লাজমা, (ঘ) বহুকোশী জীব।
(a) ক-খ-গ-ঘ, (b) গ-ক-খ-ঘ, (c) ক-গ-খ-ঘ, (d) খ-গ-ক-ঘ।
উত্তর: (c) ক-গ-খ-ঘ।
26. DNA-তে কী ধরনের শর্করা থাকে?
(a) রাইবোজ শর্করা, (b) ডি-অক্সিরাইবোজ শর্করা, (c) হেক্সোজ শর্করা, (d) প্রদত্ত সবগুলিই।
উত্তর: (b) ডি-অক্সিরাইবোজ শর্করা।
27. শুক্রাণুর পুচ্ছ গঠনে কোন্ কোশীয় অঙ্গাণু সাহায্য করে?
(a) গলগি বডি, (b) রাইবোজোম, (c) লাইসোজোম, (d) সেন্ট্রোজোম।
উত্তর: (d) সেন্ট্রোজোম।
28. রেটিনার রড কোশ গঠনে সাহায্য করে –
(a) ভিটামিন-B কমপ্লেক্স, (b) ভিটামিন-C কমপ্লেক্স, (c) ভিটামিন-A, (d) ভিটামিন-D।
উত্তর: (c) ভিটামিন-A।
29. কার্বোহাইড্রেটে H ও O-এর অনুপাত হল –
(a) 2:3, (b) 3:1, (c) 2:1, (d) 1:4।
উত্তর: (c) 2:1।
30. লিপিড অণু গঠনে প্রাথমিক কার্যকরী বন্ধনীটি হল -
(a) হাইড্রোজেন বন্ধনী, (b) এস্টার বন্ধনী, (c) পেপটাইড বন্ধনী, (d) সালফাইড বন্ধনী।
উত্তর: (b) এস্টার বন্ধনী।
31. কোন্ কোশটি নিউক্লিয়াসবিহীন?
(a) ফ্লোয়েম প্যারেনকাইমা, (b) জাইলেম প্যারেনকাইমা, (c) সঙ্গীকোশ, (d) সীভনল।
উত্তর: (d) সীভনল।
32. অগ্ন্যাশয়ের B কোশ থেকে কোন্ হরমোন ক্ষরিত হয়?
(a) গ্লুকাগন, (b) থাইরক্সিন, (c) ইনসুলিন, (d) অ্যাড্রেনালিন।
উত্তর: (c) ইনসুলিন।
33. প্রতিটি সেন্ট্রিওলে ত্রয়ী অনুনালিকার সংখ্যা কত?
(a) 3, (b) 6, (c) 9, (d) 12।
উত্তর: (c) 9।
34. আড়াআড়ি থাকা অবসারণী ছিদ্র দেখা যায় কোন্ প্রাণীগোষ্ঠীতে ?
(a) মোলাস্কা, (b) আর্থ্রোপোডা, (c) অ্যাম্ফিবিয়া, (d) রেপটিলিয়া।
উত্তর: (b) আর্থ্রোপোডা।
35. একটি উপনিবেশ স্থাপনকারী শৈবাল হল –
(a) ভলভক্স, (b) স্পাইরোগাইরা, (c) ক্ল্যামাইডোমোনাস, (d) ইউলোথ্রিক্স।
উত্তর: (a) ভলভক্স।
36. একজন ক্ষুধার্ত মানুষের দেহে কোন্ সজ্জিত পদার্থের ভাঙন ঘটে?
(a) ফ্যাট, (b) গ্লুকোজ, (c) গ্লাইকোজেন, (d) প্রোটিন।
উত্তর: (c) গ্লাইকোজেন।
37. জলে দ্রবণীয় ভিটামিন হল
(a) ভিটামিন-A, (b) ভিটামিন-C, (c) ভিটামিন-D, (d) ভিটামিন-K।
উত্তর: (b) ভিটামিন-C।
38. প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী অঙ্গাণুটি হল –
(a) মাইটোকনড্রিয়া, (b) গলগিবডি, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।
উত্তর: (d) রাইবোজোম।
39. সর্বনিম্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি হল –
(a) গণ, (b) গোত্র, (c) বর্গ, (d) প্রজাতি।
উত্তর: (d) প্রজাতি।
40. ফ্লেমকোশকে রেচন অঙ্গ হিসেবে ব্যবহার করে –
(a) টিনিয়া সোলিয়াম, (b) ফেরিটিমা পসথুমা, (c) হাইড্রা ভালগারিস, (d) অক্টোপাস ভালগারিস।
উত্তর: (b) ফেরিটিমা পসথুমা।
41. কোশের পিনোসাইটোসিস কাজে সাহায্য করে –
(a) কোশপ্রাচীর, (b) মাইটোকনড্রিয়া, (c) কোশপর্দা, (d) নিউক্লিয়াস।
উত্তর: (c) কোশপর্দা।
42. ছদ্ম সিলোম উপস্থিত কোন্ পর্বের প্রাণীতে?
(a) নিডারিয়ার, (b) নিমাটোডার, (c) অ্যানিলিডার, (d) মোলাস্কার।
উত্তর: (b) নিমাটোডার।
43. জীবদেহের কোন্ ধর্মের জন্য দেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যায় ?
(a) বিপাক, (b) প্রজননে সক্ষমতা, (c) প্রোটোপ্লাজমীয় সংগঠন, (d) বৃদ্ধি।
উত্তর: (d) বৃদ্ধি।
44. বিজ্ঞানের নিম্নলিখিত কোন্ শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয় ?
(a) মাইক্রোবায়োলজি, (b) বোটানি, (c) জুলজি, (d) ইকোলজি।
উত্তর: (b) বোটানি।
45. DNA ও RNA অণুতে উপস্থিত শর্করাটির প্রকৃতি হল
(a) অ্যালডোজ, (b) কিটোজ, (c) পেন্টোজ, (d) টেট্রোজ।
উত্তর: (c) পেন্টোজ।
46. ছদ্ম সিলোম উপস্থিত কোন্ পর্বের বা শ্রেণির ?
(a) নিডারিয়া, (b) নিমাটোডা, (c) অ্যানিলিডা, (d) মোলাস্কা।
উত্তর: (b) নিমাটোডা।
47. ‘পেলেগ্রা প্রিভেনটিভ ফ্যাক্টর' বলা হয় –
(a) ভিটামিন-B1 কে, (b) ভিটামিন-B2 কে, (c) ভিটামিন-B3 কে, (d) ভিটামিন-B12 কে।
উত্তর: (c) ভিটামিন-B3 কে।
48. ‘প্রজাতি' শব্দটি প্রথম কে বলেন?
(a) জন রয়, (b) ক্যারোলাস লিনিয়াস, (c) অ্যারিস্টটল, (d) এ পি ডি ক্যানডোলে।
উত্তর: (b) ক্যারোলাস লিনিয়াস।
49. 'Portugese man of war' কোন্ পর্বের অন্তর্ভুক্ত?
(a) নিডারিয়া, (b) টিনোফোরা, (c) পরিফেরা, (d) মোলাস্কা।
উত্তর: (a) নিডারিয়া।
50. গবলেট কোশ কোন্ অঙ্গে দেখা যায় ?
(a) অগ্ন্যাশয়, (b) অস্ত্র, (c) যকৃৎ, (d) পৌষ্টিকতন্ত্র।
উত্তর: (d) পৌষ্টিকতন্ত্র।
51. উদ্ভিদের প্রাথমিক কোশপ্রাচীরে থাকে
(a) সেলুলোজ, (b) হেমিসেলুলোজ, (c) পেকটিন, (d) প্রদত্ত সবগুলি।
উত্তর: (d) প্রদত্ত সবগুলি।
52. প্লীহাকে দেহ থেকে বাদ দিলে কী সমস্যা হবে?
(a) অ্যান্টিবডি উৎপাদন, (b) RBC উৎপাদন, (c) অনুচক্রিকা উৎপাদন, (d) প্লাজমা উৎপাদন।
উত্তর: (a) অ্যান্টিবডি উৎপাদন।
53. যে কোশ অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি দেখা যায় সেটি হল -
(a) রাইবোজোম, (b) মেসোজোম, (c) লাইসোজোম, (d) মাইটোকনড্রিয়া।
উত্তর: (d) মাইটোকনড্রিয়া।
54. DNA-তে অনুপস্থিত নাইট্রোজেন বেসটি হল
(a) থাইমিন, (b) সাইটোসিন, (c) ইউরাসিল, (d) অ্যাডিনিন।
উত্তর: (c) ইউরাসিল।
55. যে কলার কোশগুলি একটি ভিত্তিপর্দার ওপর সজ্জিত তা হল –
(a) ভাজক কলা, (b) আবরণী কলা, (c) যোগকলা, (d) পেশিকলা।
উত্তর: (b) আবরণী কলা।
56. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন এককটি হল –
(a) গণ, (b) গোত্র, (c) বর্গ, (d) প্রজাতি।
উত্তর: (d) প্রজাতি।
57. কোয়ানোসাইট কোশ দেখা যায় -
(a) নিডারিয়াতে, (b) নিমাটোডাতে, (c) অ্যানিলিডাতে, (d) পরিফেরাতে।
উত্তর: (d) পরিফেরাতে।
58. 'Biology' শব্দের প্রবর্তক হলেন –
(a) ডারউইন, (b) অ্যারিস্টট্স, (c) ল্যামার্ক, (d) ওপারিন।
উত্তর: (c) ল্যামার্ক।
59. 'Biodiversity' শব্দটি প্রথম ব্যবহার করেন –
(a) লিনিয়াস, (b) হ্যালড্রেন, (c) ওপারিন, (d) ওয়ালটার রোজেন।
উত্তর: (d) ওয়ালটার রোজেন।
60. যে পর্বের প্রাণীতে অস্টিয়া ও অস্কিউলাম দেখা যায় তা হল –
(a) পরিফেরা, (b) নিডারিয়া, (c) ম্যামেলিয়া, (d) প্রোটোজোয়া।
উত্তর: (a) পরিফেরা।
61. মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে -
(a) মস্তিষ্কে, (b) সুষুম্নাকাণ্ড, (c) অগ্ন্যাশয়, (d) প্লীহা।
উত্তর: (b) সুষুম্নাকাণ্ড।
62. যে অঙ্গাণুতে ক্রিস্টি দেখা যায়, তা হল –
(a) রাইবোজোম, (b) মেসোজোম, (c) প্লাস্টিড, (d) মাইটোকনড্রিয়া।
উত্তর: (d) মাইটোকনড্রিয়া।
63. কম্বপ্লেট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে সেটি হল –
(a) টিনোফোরা, (b) নিডারিয়া, (c) মোলাস্কা, (d) অ্যানিলিডা।
উত্তর: (a) টিনোফোরা।
64. বায়োমেট্রি হল –
(a) জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যার সমন্বয়ে গঠিত, (b) জীববিদ্যা ও পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত, (c) জীববিদ্যা ও পরিসংখ্যান বিদ্যার সমন্বয়ে গঠিত, (d) জীববিদ্যা ও ইলেকট্রনিক-এর সমন্বয়ে গঠিত।
উত্তর: (c) জীববিদ্যা ও পরিসংখ্যান বিদ্যার সমন্বয়ে গঠিত।
65. কলোব্লাস্ট কোশ দেখা যায় –
(a) পরিফেরা পর্বের, (b) নিডারিয়া পর্বের, (c) নিমাটোডা পর্বের, (d) টিনোফোরা পর্বের প্রাণীদের।
উত্তর: (d) টিনোফোরা পর্বের প্রাণীদের।
66. প্রোটিনের গঠনগত একক হল –
(a) গ্লুকোজ, (b) ফ্যাটি অ্যাসিড, (c) নিউক্লিওটাইড, (d) অ্যামাইনো অ্যাসিড।
উত্তর: (d) অ্যামাইনো অ্যাসিড।
67. ‘পেলেগ্রা প্রিভেনটিভ ফ্যাক্টর' বলা হয় –
(a) ভিটামিন B1-কে, (b) ভিটামিন B2-কে, (c) ভিটামিন B6-কে, (d) ভিটামিন B12-কে।
উত্তর: (c) ভিটামিন B6-কে।
68. ‘কোশের শক্তিঘর' বলে –
(a) নিউক্লিয়াসকে, (b) মাইটোকনড্রিয়াকে, (c) রাইবোজোমকে, (d) লাইসোজোমকে।
উত্তর: (b) মাইটোকনড্রিয়াকে।
69. কুফার কোশ দেখা যায় –
(a) অগ্ন্যাশয়ে, (b) যকৃতে, (c) ফুসফুসে, (d) বৃক্কে।
উত্তর: (b) যকৃতে।
70. কোন্ কলার কোশ প্রাচীরে কূপ থাকে ? –
(a) স্ক্লেরেনকাইমা, (b) কোলেনকাইমা, (c) জাইলেম, (d) ফ্লোয়েম।
উত্তর: (a) স্ক্লেরেনকাইমা।
71. জীববিদ্যার যে শাখায় কলা সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলে –
(a) হিস্টোলজি, (b) ম্যালাকোলজি, (c) হিস্টিওলজি, (d) ব্রায়োলজি।
উত্তর: (a) হিস্টোলজি।
72. অস্থিতে প্রাপ্ত একটি কোশের নাম –
(a) ম্যাক্রোফাজ, (b) হিস্টিওসাইট, (c) অস্টিওব্লাস্ট, (d) ফাইব্রোব্লাস্ট।
উত্তর: (c) অস্টিওব্লাস্ট।
73. প্রদত্ত কোটি উদ্ভিদের সজীব কোশ –
(a) সিভনল, (b) ট্রাকিড, (c) ট্রাকিয়া, (d) ফ্লোয়েম তত্ত্ব।
উত্তর: (a) সিভনল।
74. প্রোক্যারিওটিক কোশের কোশ প্রাচীরের রাসায়নিক উপাদান –
(a) সেলুলোজ, (b) লিগনিন, (c) কাইটিন, (d) পেপটাইডোগ্লাইক্যান।
উত্তর: (d) পেপটাইডোগ্লাইক্যান।
75. অনুনালিকা তৈরি হয় যে প্রোটিন দ্বারা তা হল –
(a) হিস্টোন, (b) ফ্লাজেলিন, (c) টিবিউলিন, (d) মায়োসিন।
উত্তর: (c) টিবিউলিন।
76. পেশি সংকোচনে সাহায্যকারী খনিজ মৌল হল –
(a) বোরন, (b) ক্যালশিয়াম, (c) ম্যাঙ্গানিজ, (d) সালফার।
উত্তর: (b) ক্যালশিয়াম।
77. প্রদত্ত কোটি বহুশর্করার উদাহরণ নয় –
(a) গ্লাইকোজেন, (b) সেলুলোজ, (c) ল্যাকটোজ, (d) শ্বেতসার।
উত্তর: (c) ল্যাকটোজ।
78. শ্রেণির (Class) অবস্থান –
(a) রাজ্য ও পর্বের মধ্যে, (b) বর্গ ও গোত্রের মধ্যে, (c) গোত্র ও গণের মধ্যে, (d) পর্ব ও বর্গের মধ্যে।
উত্তর: (d) পর্ব ও বর্গের মধ্যে।
79. প্রদত্ত কোটিকে শুশনি শাক বলা হয় ? –
(a) লাইকোপোডিয়াম, (b) ফিউনেরিয়া, (c) মারসিলিয়া, (d) ল্যামিনেরিয়া।
উত্তর: (c) মারসিলিয়া।
80. নিডোব্লাস্ট দেখা যায় কোন্ প্রাণীটিতে? –
(a) হাইড্রা, (b) গোলকৃমি, (c) তারামাছ, (d) ব্যালানোগ্লসাস।
উত্তর: (a) হাইড্রা।
81. ফুলের বর্ণ গঠনে সাহায্য করে –
(a) অ্যামাইলোপ্লাস্ট, (b) ক্রোমোপ্লাস্ট, (c) লিউকোপ্লাস্ট, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) ক্রোমোপ্লাস্ট।
82. ফ্লেমকোশকে রেচন অঙ্গ হিসেবে ব্যবহার করে –
(a) টিনিয়া সোলিয়াম, (b) ফেরেটিমা পমা, (c) হাইড্রা ভালগারিস, (d) অক্টোপাস ভালগারিস।
উত্তর: (b) ফেরেটিমা পমা।
83. লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড এরা হল –
(a) অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, (b) অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, (c) a ও b উভয়ই, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) অপরিহার্য ফ্যাটি অ্যাসিড।
84. মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন্ শৈবাল ব্যবহার করা হয় ? –
(a) ভলভক্স, (b) ক্ল্যামাইডোমোনাস, (c) কারা, (d) ক্লোরেন্না।
উত্তর: (d) ক্লোরেন্না।
85. ‘জীববিদ্যার জনক' হলেন –
(a) অ্যারিস্টটল, (b) ল্যামার্ক, (c) লিনিয়াস, (d) ওপারিন।
উত্তর: (a) অ্যারিস্টটল।
86. ভিটামিন B1-এর রাসায়নিক নাম –
(a) নিয়াসিন, (b) থিয়ামিন, (c) পাইরিডক্সিন, (d) রাইবোফ্লাবিন।
উত্তর: (b) থিয়ামিন।
87. 'সিস্টেমা ন্যাচুরি' (Systema Naturae) গ্রন্থটির রচয়িতা হলেন -
(a) থিওফ্রেসটাস, (b) অ্যারিস্টটল, (c) জন রে, (d) লিনিয়াস।
উত্তর: (d) লিনিয়াস।
88. মানুষের ত্বকের বাইরের স্তরটি হল –
(a) ডারমিস, (b) এপিডারমিস, (c) হাইপোডারমিস, (d) এক্সোডারমিস।
উত্তর: (b) এপিডারমিস।
89. অ্যামাইনো অ্যাসিড কার একক? –
(a) শর্করা, (b) ফ্যাট, (c) প্রোটিন, (d) নিউক্লিক অ্যাসিড।
উত্তর: (c) প্রোটিন।
90. একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ হল –
(a) ধান, (b) ছোলা, (c) গম, (d) ভুট্টা।
উত্তর: (b) ছোলা।
91. পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল –
(a) জলে, (b) স্থলে, (c) অন্তরীক্ষে, (d) পর্বতে।
উত্তর: (a) জলে।
92. জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগ হল –
(a) শর্করা, (b) প্রোটিন, (c) ঈল, (d) লিপিড।
উত্তর: (c) ঈল।
93. নীচের কোন্ তিনটি একটি বিষয়ের অন্তর্ভুক্ত?
(a) কাইটিন, (b) সেলুলোজ, (c) পেপটাইডোগ্লাইক্যান, (d) কোশপ্রাচীরের উপাদান।
উত্তর: (d) কোশপ্রাচীরের উপাদান।
94. কোন্ বৈশিষ্ট্যটি নিডারিয়ার অন্তর্ভুক্ত নয়?
(a) দেহ ছিদ্রযুক্ত, (b) পলিমরফিজম, (c) মেসোগ্লিয়া।
উত্তর: (a) দেহ ছিদ্রযুক্ত।
95. কোয়াসারভেট হল -
(a) প্রোটিন, ফ্যাট ও শর্করার কোলয়েডীয় দ্রবণ, (b) প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের দ্রবণ, (c) ফ্যাট-এর জলীয় দ্রবণ।
উত্তর: (a) প্রোটিন, ফ্যাট ও শর্করার কোলয়েডীয় দ্রবণ।
96. DNA-তে থাকে –
(a) নিউক্লিয়াস, সেন্ট্রোজোম ও রাইবোজোম, (b) মাইটোকনড্রিয়া, নিউক্লিয়াস ও সেন্ট্রোজোম, (c) নিউক্লিয়াস, প্লাসটিড ও মাইটোকনড্রিয়া।
উত্তর: (c) নিউক্লিয়াস, প্লাসটিড ও মাইটোকনড্রিয়া।
97. সুক্রোজ দ্বি-শর্করাটি গঠিত হয় –
(a) গ্লুকোজ + ফ্রুক্টোজ, (b) গ্লুকোজ + গ্লুকোজ, (c) সুক্রোজ + গ্লুকোজ-এর সাহায্যে।
উত্তর: (a) গ্লুকোজ + ফ্রুক্টোজ।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
1. ‘ট্যাক্সোনমি' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
2. উচ্চফলনশীল ধান : পুসা :: উচ্চফলনশীল গম : ?
উত্তর: সোনালিকা।
3. একটি উভচর উদ্ভিদের নাম লেখো।
উত্তর: রিকসিয়া।
4. প্রাইমরডিয়াল ইউট্রিকল কাকে বলে?
উত্তর: প্রাইমরডিয়াল ইউট্রিকল হল কোশের প্রোটোপ্লাস্টের এক বিশেষ অবস্থা, যা কোশের অন্তঃস্থলে প্রাপ্ত তরল পদার্থের দ্বারা ঘেরা থাকে।
5. মানবদেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থির নাম কী?
উত্তর: প্লিহা।
6. শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাসটিডকে কী বলে?
উত্তর: অ্যামাইলোপ্লাস্ট।
7. IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক উদ্ভিদ হরমোনটি কোন্ অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়?
উত্তর: ট্রিপটোফ্যান।
8. কোন্ শ্রেণির প্রাণীদের দেহে শুষ্ক এপিডারমাল আঁশ দেখা যায়?
উত্তর: সরীসৃপ শ্রেণির প্রাণীদের দেহে শুষ্ক এপিডারমাল আঁশ দেখা যায়।
9. ICZN-এর পুরো নাম কী?
উত্তর: International Code of Zoological Nomenclature।
10. সংবহন কলা যুক্ত অপুষ্পক উদ্ভিদগোষ্ঠী কোনটি?
উত্তর: টেরিডোফাইটা।
11. 'ট্রেস এলিমেন্ট' বলতে মাইক্রোনিউট্রিয়েন্ট বোঝায়। (সত্য/মিথ্যা নির্ণয় করো)।
উত্তর: সত্য।
12. দেহের বিভিন্ন বার্তা মস্তিষ্কে পৌঁছায় কলার মাধ্যমে। (শূন্যস্থান পূরণ করো)
উত্তর: স্নায়ুকলা।
13. ফ্যাট সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কী বলে?
উত্তর: এলাইোপ্লাস্ট।
14. বেরিবেরি রোগ কোন্ ভিটামিনের অভাবে হয়?
উত্তর: ভিটামিন B1 (থিয়ামিন)।
15. উদ্ভিদ কোশে প্রাথমিক প্রাচীর কোন্ উপাদান দিয়ে গঠিত?
উত্তর: সেলুলোজ।
16. ডিম্বাশয় থেকে কোন্ দুটি হরমোন নিঃসরণ হয়?
উত্তর: ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।
17. মহাকাশ বিজ্ঞানে ব্যবহৃত শৈবালটির নাম কী?
উত্তর: ক্লোরেলা।
18. আয়োডিনের অভাবে কী রোগ হয়?
উত্তর: গলগণ্ড।
19. মাইটোকনড্রিয়ার বহিঃপর্দার গায়ে অবস্থিত দানাকে কী বলে?
উত্তর: রাইবোজোম।
20. সবুজ প্লাসটিডদের কী বলে?
উত্তর: ক্লোরোপ্লাস্ট।
21. ‘হট ডাইলিউট সুপ’ কথাটির প্রবক্তা কে?
উত্তর: অপারিন।
22. কোন্ পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির হয়?
উত্তর: আর্থ্রোপোডা।
23. ঠিক না ভুল লেখো : তারামাছের দেহ কণ্টকময় ত্বক দিয়ে আবৃত থাকে।
উত্তর: ঠিক।
24. ঠিক না ভুল লেখো : দ্বিপদ নামকরণে দুটি পদের একটি হল বর্গ এবং অপরটি হল প্রজাতি।
উত্তর: ভুল (দুটি পদের একটি হল গণ এবং অপরটি হল প্রজাতি)।
25. স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত?
উত্তর: উদ্ভিদ রাজ্য (Plant Kingdom)।
26. পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?
উত্তর: এনটোমোলজি (Entomology)।
27. কোয়াসারভেট কী?
উত্তর: প্রোটিন, ফ্যাট ও শর্করার কোলয়েডীয় দ্রবণ।
28. 'সিস্টেমা ন্যাচুরি' কার লেখা?
উত্তর: লিনিয়াস।
29. প্লাজমোডেসমাটা কী?
উত্তর: কোশ প্রাচীরের মধ্যে থাকা অতি সূক্ষ্ম নালী যার মাধ্যমে কোশের মধ্যে পদার্থের আদান-প্রদান হয়।
30. কোন্ পর্বের প্রাণীদের দেহে স্টোমোকর্ড দেখা যায়?
উত্তর: হেমি কর্ডাটা (Hemichordata)।
31. টিবিউলিন প্রোটিন থাকে কোন্ অঙ্গাণুতে?
উত্তর: মাইক্রোটিউবিউল (Microtubules)।
32. নিমাটোসিস্ট কী?
উত্তর: নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে থাকা দংশন ও আত্মরক্ষার জন্য ব্যবহৃত কোশ।
33. কোন্ স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে?
উত্তর: বাদুড়।
34. এলাইয়োপ্লাস্ট-এর কাজ কী?
উত্তর: ফ্যাট সঞ্চয় করা।
35. হিমোগ্লোবিন সৃষ্টির জন্য কোন্ মৌলের প্রয়োজন?
উত্তর: লৌহ (Iron)।
৩৬. অবিরাম বা অবিছিন্ন প্রকরণের একটি উদাহরণ দাও।
উত্তর: মানুষের উচ্চতা।
৩৭. ক্যারোলাস লিনিয়াসের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো।
উত্তর: সিস্টেমা ন্যাচুরি (Systema Naturae)।
৩৮. আমগাছের বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর: ম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera indica)।
৩৯. HCI ক্ষরণকারী পাকস্থলীর কোশের নাম লেখো।
উত্তর: প্যারিয়েটাল কোশ (Parietal cells)।
৪০. প্রোটিনের গঠনগত এককের নাম লেখো।
উত্তর: অ্যামাইনো অ্যাসিড।
৪১. লাইসোজোমের একটি বহিঃকোশীয় পরিপাকের উদাহরণ দাও।
উত্তর: ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে হজম করা।
৪২. 80S-এ 'S' অক্ষরটির অর্থ কী?
উত্তর: সভেডবার্গ ইউনিট (Sedimentation Unit)।
৪৩. পেশিকোশের কোশপর্দার নাম কী?
উত্তর: সারকোলেমা (Sarcolemma)।
৪৪. পেশি সংকোচনশীল একটি প্রোটিনের নাম লেখ।
উত্তর: অ্যাকটিন (Actin) বা মায়োসিন (Myosin)।
৪৫. বিন্যাসবিধির জনক কাকে বলা হয়?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
৪৬. টিনিয়া সোলিয়ামে ছদ্মসিলোম থাকে। (ঠিক না ভুল লেখো)
উত্তর: ভুল। (টিনিয়া সোলিয়াম একটি প্ল্যাটিহেলমিনথিস পর্বের পরজীবী যা এসিলোমেট বা দেহগহ্বরহীন)।
৪৭. ফানজিদের কোশপ্রাচীর-এর উপাদান কী?
উত্তর: কাইটিন (Chitin)।
৪৮. বাদুড় কোন্ শ্রেণির অন্তর্গত প্রাণী?
উত্তর: স্তন্যপায়ী (Mammalia)।
৪৯. লিনিয়ান হায়ারার্কিতে কটি ধাপ ছিল?
উত্তর: সাতটি ধাপ (রাজ্য, পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, গণ, প্রজাতি)।
৫০. প্রোবোসিস, কলার ও ট্রাংক দেখা যায় যে পর্বটিতে সেই পর্বের নাম লেখো।
উত্তর: হেমি কর্ডাটা (Hemichordata)।
৫১. গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে?
উত্তর: তিনটি (৩) হাইড্রোজেন বন্ধনে।
৫২. কোন্ কোশ অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে?
উত্তর: সেন্ট্রিয়োল (Centriole)।
৫৩. কোন্ খনিজ মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়?
উত্তর: আয়োডিন।
৫৪. যোগকলা মিউকাস, হরমোন, উৎসেচক ক্ষরণ করে। (ঠিক না ভুল লেখো)
উত্তর: ঠিক।
৫৫. প্রাইমরডিয়াল ইউট্রিকল কাকে বলে?
উত্তর: কোশপ্রাচীর ও কোশঝিল্লীর মধ্যে কোশরস সঞ্চিত কোশাংশকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলা হয়।
৫৬. টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়?
উত্তর: শুক্রাশয় (Testes)।
৫৭. সবচেয়ে বড়ো লসিকাগ্রন্থির নাম লেখো।
উত্তর: প্লিহা (Spleen)।
৫৮. হট ডাইল্যুট সুপ (Hot dilute soup) কথাটির প্রবক্তা কে?
উত্তর: এ. আই. অপারিন (A. I. Oparin)।
৫৯. কোন্ ভিটামিন রক্ততনে সাহায্য করে?
উত্তর: ভিটামিন K।
৬০. ভিত্তিপর্দা কোন্ কলায় দেখা যায়?
উত্তর: আবরণ কলা (Epithelial Tissue)।
৬১. একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো।
উত্তর: লাইসিন (Lysine)।
৬২. মহাকাশযানে কোন্ শৈবাল রাখা হয়?
উত্তর: ক্লোরেল্লা (Chlorella)।
৬৩. জীবজগতের কোন্ রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না?
উত্তর: মনেরা (Monera)।
৬৪. এক গ্রাম ফ্যাট দহনে কত শক্তি পাওয়া যায়?
উত্তর: প্রায় ৯ ক্যালরি শক্তি।
৬৫. উদ্ভিদবিদ্যার জনকের নাম কী?
উত্তর: থিওফ্রেসটাস (Theophrastus)।
৬৬. মানবদেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থির নাম কী?
উত্তর: প্লিহা (Spleen)।
৬৭. ‘ট্যাক্সোনমি' শব্দটি প্রথম কে বলেন?
উত্তর: অ্যাগাসিজ (Agassiz)।
৬৮. একটি অবিজারিত শর্করার নাম লেখো।
উত্তর: গ্লুকোজ (Glucose)।
৬৯. রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম লেখো।
উত্তর: ভিটামিন K।
৭০. কোয়ানোসাইট দেখা যায় এমন একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর: Sycon (একটি স্পঞ্জের প্রকার)।
৭১. প্রাইমরডিয়াল ইউট্রিকল কী?
উত্তর: কোশের সাইটোপ্লাজম যখন কোশ প্রাচীর থেকে সঙ্কুচিত হয়ে কেন্দ্রীভূত অবস্থায় থাকে, তখন তাকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।
৭২. সালোকসংশ্লেষ কোন ধরণের বিপাক ক্রিয়া?
উত্তর: গঠনমূলক বিপাক ক্রিয়া (Anabolic process)।
৭৩. কোয়াসারভেট মডেল কে নাম দেন?
উত্তর: এ. আই. ওপারিন (A.I. Oparin)।
৭৪. বায়োনিক্স কী ?
উত্তর: জীবজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে প্রযুক্তিগত যন্ত্রপাতি তৈরি করার বিজ্ঞান।
৭৫. একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ দাও।
উত্তর: ল্যাম্প্রি (Lamprey)।
৭৬. হিমোগ্লোবিনের হিম অংশ গঠনে সাহায্য করে Ca। (সত্য না মিথ্যা লেখো)
উত্তর: মিথ্যা। (হিমোগ্লোবিনের হিম অংশ গঠনে Fe বা লোহা প্রয়োজন)।
৭৭. ‘অ্যাক্রোজোম' গঠনে সাহায্যকারী কোশ অঙ্গাণুটির নাম কী?
উত্তর: গলগি বডি (Golgi body)।
৭৮. কুফার কোশ কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তর: যকৃতে (Liver)।
৭৯. কোন্ কলায় চর্বি কোশ থাকে?
উত্তর: সংযোজক কলা (Connective tissue)।
৮০. কোশপর্দার উৎপত্তি কোথা থেকে হয়?
উত্তর: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic Reticulum)।
৮১. বিটা ক্যারোটিন থেকে কোন ভিটামিন মানবদেহে সংশ্লেষিত হয়?
উত্তর: ভিটামিন A।
৮২. কোন্ কোশ বিভাজনে অক্ষম?
উত্তর: স্নায়ু কোশ (Nerve cell)।
৮৩. অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের দুটি উদাহরণ দাও।
উত্তর: লিনোলেয়িক অ্যাসিড , লিনোলেনিক অ্যাসিড।
৮৪. কোন্ ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উত্তর: ভিটামিন C।
৮৫. RNA-তে কোন্ N₂ ঘটিত বেস থাকে না যা DNA-তে থাকে?
উত্তর: থাইমিন (Thymine)।
৮৬. ‘আত্মঘাতী থলি' কাকে বলে?
উত্তর: লাইসোজোম (Lysosome)।
৮৭. দ্বিপদ নামকরন পদ্ধতির প্রবক্তা কে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস (Carolus Linnaeus)।
৮৮. লিউকোপ্লাসটিড কোথায় দেখা যায়?
উত্তর: উদ্ভিদের মুল ও কান্ডের পরিপোষী কলায় (Storage tissues of roots and stems)।
৮৯. প্রোভিটামিন কাকে বলে?
উত্তর: ভিটামিনের সেই পূর্ববর্তী যৌগকে প্রোভিটামিন বলা হয় যা শরীরে ভিটামিনে পরিণত হয়। যেমন, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন A।
৯০. প্লাজমোডেসমাটার কাজ কী?
উত্তর: এটি কোষের মধ্যে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা করে এবং পদার্থের আদান-প্রদান ঘটায়।
৯১. পাঁচ রাজ্য শ্রেণিবিভাগের অন্তর্গত কোন্ জীবগোষ্ঠীর সকলেই পরভোজী ?
উত্তর: ফানজাই (Fungi)।
৯২. এমন একটি উদ্ভিদের নাম লেখো যার স্থানিক ও অস্থানিক উভয় মূলই দেখা যায়।
উত্তর: অর্কিড (Orchid)।
৯৩. লিনিয়ান হায়ারার্কিতে কয়টি ধাপ আছে?
উত্তর: সাতটি (রাজ্য, পর্ব, শ্রেণি, বর্গ, পরিবার, গণ, প্রজাতি)।
৯৪. দুধে কোন্ শর্করা উপস্থিত থাকে?
উত্তর: ল্যাকটোজ (Lactose)।
৯৫. কোন্ খনিজের অভাবে রিকেট রোগ হয়?
উত্তর: ক্যালসিয়াম বা ভিটামিন D-এর অভাবে।
৯৬. কোশের অটোলাইসিসের সঙ্গে জড়িত অঙ্গাণুটির নাম কী?
উত্তর: লাইসোজোম (Lysosome)।
৯৭. ব্যাকটেরিয়ার কোন গঠন শ্বসনে অংশ নেয়?
উত্তর: মেসোজোম (Mesosome)।
৯৮. কোন্ দেহাঙ্গ এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে?
উত্তর: বৃক্ক বা কিডনি (Kidney)।
৯৯. পরিবেশের সজীব ও নির্জীব বস্তুর সঙ্গে ব্যবহার সংক্রান্ত অধ্যয়নকে বলে।
উত্তর: ইকোলজি (Ecology)।
১০০. 'Zone of Exclusion' কাকে বলে?
উত্তর: এমন এলাকা যেখানে কোনো প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব নয়।
১০১. PPLO কোন্ রাজ্যের অন্তর্গত?
উত্তর: মোনেরা (Monera)।
১০২. ব্যক্তবীজী উদ্ভিদের সস্য হ্যাপ্লয়েড প্রকৃতির। (সত্য বা মিথ্যা লেখো)
উত্তর: মিথ্যা।
১০৩. কোন্ পর্বের প্রাণীদের ছদ্ম সিলোম দেখা যায়?
উত্তর: নেমাটোডা (Nematoda)।
১০৪. মাইক্রোফাইলাম ও মেগাফাইলাম কী?
উত্তর: উদ্ভিদের পাতা গঠনের দুটি ধরণ। মাইক্রোফাইলাম: সরু ও একক ধমনীযুক্ত পাতা। মেগাফাইলাম: প্রশস্ত ও অনেক ধমনীর শাখাযুক্ত পাতা।
১০৫. একটি উন্নত জাতের অধিক দুগ্ধপ্রদায়ী গাভির উদাহরণ দাও।
উত্তর: হলস্টেইন ফ্রিজিয়ান (Holstein Friesian)।
১০৬. জীবের জন্ম, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যু ইত্যাদি পর্যায়ক্রমিক ঘটনাগুলিকে কি বলে?
উত্তর: জীবনচক্র (Life cycle)।
১০৭. মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল প্রোটোবায়োন্ট। (সত্য বা মিথ্যা লেখো)
উত্তর: সত্য।
১০৮. রবার্ট হুকের লেখা বইটির নাম কী?
উত্তর: মাইক্রোগ্রাফিয়া (Micrographia)।
১০৯. HCI থেকে উৎপন্ন শমিত লবণ কোনটি?
উত্তর: সোডিয়াম ক্লোরাইড (NaCl)।
১১০. থাইরক্সিন হরমোনের উপাদান গঠন করে কোন্ খনিজ?
উত্তর: আয়োডিন (Iodine)।
১১১. কোশ পর্দার ফ্লুইড মোজেইক মডেল কারা প্রবর্তন করেন?
উত্তর: সিঙ্গার ও নিকলসন (Singer and Nicolson)।
১১২. রাতকানা রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে?
উত্তর: ভিটামিন A-এর অভাবে।
১১৩. লিভারওয়ার্ট কী?
উত্তর: ব্রায়োফাইটা পর্বের একটি অমাক্ষিক উদ্ভিদ।
১১৪. অমিলটি খুঁজে বের করো : প্যারেনকাইমা, জাইলেম, কোলেনকাইমা, ক্লোরেনকাইমা।
উত্তর: জাইলেম (বাকি তিনটি কোশজাতীয় কলা, জাইলেম পরিবহন কলা)।
১১৫. ভুল বা ঠিক লেখো : লিনিয়ান হায়ারার্কির 10টি ধাপ।
উত্তর: ভুল (লিনিয়ান হায়ারার্কিতে ৭টি ধাপ থাকে)।
১১৬. কোশপর্দা দ্বারা প্রাণীকোশের তরল খাদ্য গ্রহণের নাম লেখো।
উত্তর: পিনোসাইটোসিস (Pinocytosis)।
১১৭. আপেল খেলে কচ্কচ্ করে কোন্ কলার জন্য?
উত্তর: কোলেনকাইমা (Collenchyma)।
১১৮. মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থিটির নাম কী?
উত্তর: থাইমাস (Thymus)।
১১৯. কোন গোষ্ঠীর উদ্ভিদেরা উভচর?
উত্তর: ব্রায়োফাইটা (Bryophyta)।
১২০. ছত্রাকের দেহে সঞ্চিত খাদ্যবস্তুটি কী?
উত্তর: গ্লাইকোজেন (Glycogen)।
১২১. নোটোকর্ড বিহীন একটি প্রাণী পর্বের নাম লেখো।
উত্তর: আর্থ্রোপোডা (Arthropoda)।
১২২. ক্যানসার রোগ সংক্রান্ত বিদ্যাকে কী বলে?
উত্তর: অনকোলজি (Oncology)।
১২৩. অস্থিতে অবস্থিত একটি কোশের নাম লেখো।
উত্তর: অস্টিওসাইট (Osteocyte)।
১২৪. প্রোটিনের গঠনগত একক কী?
উত্তর: অ্যামাইনো অ্যাসিড (Amino Acid)।
১২৫. পাঁচরাজ্য শ্রেণিবিন্যাসের প্রবক্তা কে?
উত্তর: আর. এইচ. হুইটেকার (R. H. Whittaker)।
১২৬. লিনিয়ান হায়ারার্কির সর্বোচ্চ ধাপের নাম লেখো।
উত্তর: রাজ্য (Kingdom)।
১২৭. ভিটামিন-C-এর অভাবে কোন্ রোগ হয়?
উত্তর: স্কার্ভি (Scurvy)।
১২৮. 80S রাইবোজোম কোন্ কোশে থাকে?
উত্তর: ইউক্যারিওটিক কোশে (Eukaryotic Cell)।
১২৯. অ্যান্টিরাকাইটিক ফ্যাক্টর কোনটি?
উত্তর: ভিটামিন-D (Vitamin D)।
১৩০. অস্ট্রিয়া কী?
উত্তর: এটি একটি দেশ, যা ইউরোপের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত।
১৩১. প্রোটোবায়োন্ট কী?
উত্তর: প্রাণের উৎপত্তির প্রাথমিক স্তরে গঠিত সেল-সদৃশ অণুজীবকে প্রোটোবায়োন্ট বলে। এরা স্বতঃস্ফূর্তভাবে গঠিত হয় এবং মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের মিশ্রণ।
১৩২. বায়োনিক্স কী?
উত্তর: জীবজগতে বিদ্যমান গঠন ও কার্যকলাপের ভিত্তিতে কৃত্রিম উপকরণ ও যন্ত্র তৈরি করাকে বায়োনিক্স বলে।
১৩৩. পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগের যে প্রতিষেধক তৈরি করা হয়েছে তার নাম কী?
উত্তর: রেবিস ভ্যাকসিন (Rabies Vaccine)।
১৩৪. লিনিয়াস তাঁর কোন্ গ্রন্থে 4200 প্রাণী প্রজাতির উল্লেখ করেছেন?
উত্তর: সিস্টেমা ন্যাচুরি (Systema Naturae)।
১৩৫. রাজ্য-ফাজির একটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।
উত্তর:
প্রথমত, বৈশিষ্ট্য: এরা পরভোজী এবং কোশপ্রাচীর থাকে না।
দ্বিতীয়ত, উদাহরণ: এমিবা (Amoeba)।
১৩৬. পর্ব-নিমাটোডার একটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।
উত্তর:
প্রথমত, বৈশিষ্ট্য: দেহ গোলাকার ও অসম্পূর্ণ সংবহন তন্ত্রযুক্ত।
দ্বিতীয়ত, উদাহরণ: অ্যাসকারিস (Ascaris)।
১৩৭. অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর:
প্রথমত, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো এমন ফ্যাটি অ্যাসিড যা দেহ নিজে উৎপন্ন করতে পারে না এবং খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়।
দ্বিতীয়ত, উদাহরণ: লিনোলিক অ্যাসিড (Linoleic Acid) ও লিনোলেনিক অ্যাসিড (Linolenic Acid)।
১৩৮. ভিটামিন-K-এর একটি কাজ ও অভাবজনিত রোগ লক্ষণ লেখো।
উত্তর:
প্রথমত, কাজ: রক্ততঞ্চন প্রক্রিয়ায় সহায়তা করা।
দ্বিতীয়ত, অভাবজনিত লক্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণ।
১৩৯. থাইরক্সিনের উপাদান গঠনে কোন্ মৌলিক উপাদানের প্রয়োজন? এই মৌলিক উপাদানের অভাবে কোন্ রোগ হয়?
উত্তর:
প্রথমত, মৌলিক উপাদান: আয়োডিন।
দ্বিতীয়ত, রোগ: গলগণ্ড।
১৪০. Fo-F1 দানা কী?
উত্তর: মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে অবস্থিত ATP সংশ্লেষক এনজাইম কমপ্লেক্স, যা ATP উৎপাদনে সাহায্য করে।
১৪১. শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে কোন্ কোন্ হরমোন ক্ষরিত হয়?
উত্তর:
প্রথমত, শুক্রাশয়: টেস্টোস্টেরন।
দ্বিতীয়ত, ডিম্বাশয়: ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।
১৪২. গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর: Cavia porcellus।
✍️শূন্যস্থান পূরণ করো(প্রশ্নের মান-১):
<<<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>