✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. আঁসিয়া রেজিম-এর অর্থ হল –
(ক) পূর্বতন সমাজ, (খ) বর্তমান সমাজ, (গ) ভবিষ্যৎ সমাজ, (ঘ) ভাবিকাল সমাজ।
উত্তর: (ক) পূর্বতন সমাজ।
২. রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয় –
(ক) 1789-এর 21 জানুয়ারি, (খ) 1789-এর 23 জানুয়ারি, (গ) 1791-এর 23 জানুয়ারি, (ঘ) 1793-এর 21 জানুয়ারি।
উত্তর: (ঘ) 1793-এর 21 জানুয়ারি।
৩. ‘সেপ্টেম্বর হত্যাকাণ্ড' হয়েছিল –
(ক) 1789 খ্রিস্টাব্দে, (খ) 1792 খ্রিস্টাব্দে, (গ) 1793 খ্রিস্টাব্দে, (ঘ) 1794 খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) 1792 খ্রিস্টাব্দে।
৪. 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সে যে শাসনব্যবস্থা প্রবর্তিত হয় তা হল –
(ক) জাতীয় সভার শাসন, (খ) সংবিধানের শাসন, (গ) সন্ত্রাসের শাসন, (ঘ) ডাইরেক্টরির শাসন।
উত্তর: (ঘ) ডাইরেক্টরির শাসন।
৫. নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় –
(ক) শিক্ষা সংস্কারের জন্য, (খ) আইন সংস্কারের জন্য, (গ) ধর্মীয় সংস্কারের জন্য, (ঘ) জনহিতকর সংস্কারের জন্য।
উত্তর: (খ) আইন সংস্কারের জন্য।
৬. ডাইরেক্টরগণ যে নীতি নিয়ে চলতেন তা হল –
(ক) গেরিলা নীতি, (খ) তুলঘুমা নীতি, (গ) রুমি নীতি, (ঘ) বাসকুল নীতি।
উত্তর: (খ) তুলঘুমা নীতি।
৭. ফরাসি রাজতন্ত্রকে ‘রাজনৈতিক কারাগর' বলেছেন –
(ক) ভলতেয়ার, (খ) রুশো, (গ) জর্জ লেফেভর, (ঘ) অ্যাডাম স্মিথ।
উত্তর: (গ) জর্জ লেফেভর।
৮. নেকার ছিলেন –
(ক) ফরাসি সম্রাট, (খ) ফরাসি দার্শনিক, (গ) ফরাসি অর্থমন্ত্রী, (ঘ) ফরাসি সৈনিক।
উত্তর: (গ) ফরাসি অর্থমন্ত্রী।
৯. গ্যাবেল হল –
(ক) লবণ কর, (খ) চার্চকে দেয় কর, (গ) শ্রমকর, (ঘ) উৎপাদন কর।
উত্তর: (ক) লবণ কর।
১০. দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় –
(ক) ষোড়শ লুইকে, (খ) লিওপোল্ডকে, (গ) ব্যারাসকে, (ঘ) নেপোলিয়নকে।
উত্তর: (ঘ) নেপোলিয়নকে।
১১. ডি-আর্জন্ট ছিলেন –
(ক) জ্যাকোবিন নেত্রী, (খ) জিরন্ডিস্ট নেত্রী, (গ) রাজকুমারী, (ঘ) দার্শনিক।
উত্তর: (খ) জিরন্ডিস্ট নেত্রী।
১২. ইউরোপের শক্তি সমবায় গড়ে উঠেছিল –
(ক) 1810 খ্রি, (খ) 1813 খ্রি, (গ) 1814 খ্রি, (ঘ) 1815 খ্রি।
উত্তর: (ঘ) 1815 খ্রি।
১৩. কার্লাড ডিক্রি প্রয়োগ করা হয় –
(ক) ইতালিতে, (খ) জার্মানিতে, (গ) গ্রিসে, (ঘ) রাশিয়ায়।
উত্তর: (খ) জার্মানিতে।
১৪. রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটেছিল –
(ক) 1860 সালে, (খ) 1861 সালে, (গ) 1872 সালে, (ঘ) 1875 সালে।
উত্তর: (খ) 1861 সালে।
১৫. রক্ত ও লৌহ নীতির প্রবর্তক ছিলেন -
(ক) ম্যাৎসিনি, (খ) মেটারনিখ, (গ) বিসমার্ক, (ঘ) নিকোলাস।
উত্তর: (গ) বিসমার্ক।
১৬. মেটারনিখ ব্যবস্থার পতন ঘটেছিল -
(ক) মার্চ, (খ) মে, (গ) ফেব্রুয়ারি, (ঘ) জুলাই-বিপ্লবের পর।
উত্তর: (ঘ) জুলাই-বিপ্লবের পর।
১৭. ‘আমিই রাষ্ট্র’ উক্তিটি করেছিলেন -
(ক) দশম লুই, (খ) চতুর্দশ লুই, (গ) পঞ্চদশ লুই, (ঘ) ষোড়শ লুই।
উত্তর: (খ) চতুর্দশ লুই।
১৮. ফ্রান্সে বেগার শ্রমকরের নাম ছিল -
(ক) গ্যাবেল, (খ) করভি, (গ) টাইথ, (ঘ) ক্যাপিটেশন।
উত্তর: (খ) করভি।
১৯. ‘কাঁদিদ’ গ্রন্থের লেখক -
(ক) রুশো, (খ) ভলতেয়ার, (গ) মন্তেস্কু, (ঘ) হবাখ।
উত্তর: (খ) ভলতেয়ার।
২০. সিস অ্যালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল –
(ক) জার্মানিতে, (খ) ইতালিতে, (গ) স্পেনে, (ঘ) পোর্তুগালে।
উত্তর: (খ) ইতালিতে।
২১. নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল -
(ক) লেনিনগ্রাডের যুদ্ধ, (খ) ওয়াটলুর যুদ্ধ, (গ) লিপজিগের যুদ্ধ, (ঘ) উপদ্বীপের যুদ্ধ।
উত্তর: (খ) ওয়াটলুর যুদ্ধ।
২২. স্বাধীন গ্রিসের প্রথম শাসক কে ছিলেন?
(ক) লেনিন, (খ) ক্যাপোডিস্ট্রিয়াস, (গ) নেপোলিয়ন, (ঘ) মেটারনিখ।
উত্তর: (খ) ক্যাপোডিস্ট্রিয়াস।
২৩. ভলতেয়ার প্রাক্-বিপ্লব ফরাসি দেশকে 'রাজনৈতিক কারাগার' বলে উল্লেখ করেছেন যে গ্রন্থে তা হল –
(ক) কাঁদিদ, (খ) ফিলোজফিক্যাল ডিকশনারি, (গ) পার্সিয়ান লেটারস, (ঘ) ফ্রেন্ড অফ্ ম্যানকাইন্ড।
উত্তর: (ক) কাঁদিদ।
২৪. প্রাক্-বিপ্লব ফ্রান্সে প্রচলিত উৎপাদন করের নাম হল –
(ক) টেইলি, (খ) ভ্যাঁতিয়েম, (গ) ক্যাপিটেশন, (ঘ) বানালিতে।
উত্তর: (গ) ক্যাপিটেশন।
২৫. ফরাসি জনসংখ্যার শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত –
(ক) 63, (খ) 73, (গ) 83, (ঘ) 93।
উত্তর: (ঘ) 93।
২৬. ফ্রান্সে রাজাদের দৈবক্ষমতা বলে ‘স্টেটস জেনারেল'-এর দরজা বন্ধ রেখেছিলেন –
(ক) 175 বছর, (খ) 176 বছর, (গ) 157 বছর, (ঘ) 167 বছর।
উত্তর: (খ) 176 বছর।
২৭. ফরাসি বিপ্লবের জনক বলে পরিচিত –
(ক) মন্তেস্কু, (খ) রুশো, (গ) রোবসপিয়র, (ঘ) নেপোলিয়ন বোনাপার্ট।
উত্তর: (খ) রুশো।
২৮. কোন্ বছর থেকে কনসুলেট শাসন প্রবর্তিত হয়েছিল?
(ক) 1792 খ্রি, (খ) 1795 খ্রি, (গ) 1799 খ্রি, (ঘ) 1802 খ্রি।
উত্তর: (গ) 1799 খ্রি।
২৯. ‘কোড নেপোলিয়ন'-এ কটি ভাগ আছে?
(ক) 6টি, (খ) 1টি, (গ) 4টি, (ঘ) 3টি।
উত্তর: (গ) 4টি।
৩০. নেপোলিয়ন কোন্ যুদ্ধের মাধ্যমে তৃতীয় শক্তিজোটকে ভেঙে দেন?
(ক) অস্টারলিজের যুদ্ধ, (খ) মন্ডোভির যুদ্ধ, (গ) পেনিনসুলার যুদ্ধ, (ঘ) লিপজিগের যুদ্ধ।
উত্তর: (ক) অস্টারলিজের যুদ্ধ।
৩১. ‘স্পেনের ক্ষতই ধ্বংস করেছে’ -
(ক) ফ্রান্স, (খ) নেপোলিয়ন, (গ) ইংল্যান্ড, (ঘ) জাতীয় ঐক্য।
উত্তর: (খ) নেপোলিয়ন।
৩২. ‘চতুর্থ শক্তিজোট’ গঠিত হয়েছিল কোন্ বছর?
(ক) 1811 খ্রি, (খ) 1812 খ্রি, (গ) 1813 খ্রি, (ঘ) 1814 খ্রি।
উত্তর: (গ) 1813 খ্রি।
৩৩. ফ্রান্সের কর কাঠামোয় 'করভি' ছিল -
(ক) ধর্মকর, (খ) শ্রমকর, (গ) লবণ কর, (ঘ) আয়কর।
উত্তর: (খ) শ্রমকর।
৩৪. প্যারিস জাতীয় রক্ষীবাহিনীর নেতৃত্বে ছিলেন -
(ক) মিরাবো, (খ) অ্যাবেসিয়েস, (গ) লাফায়েৎ, (ঘ) ওলার।
উত্তর: (গ) লাফায়েৎ।
৩৫. অভিজাতদের মধ্যে ‘গণ্যমান্যদের পরিষদ' আহ্বান করেছিলেন -
(ক) তুর্গো, (খ) নেকার, (গ) ক্যালোন, (ঘ) ব্রিয়েন।
উত্তর: (গ) ক্যালোন।
৩৬. 'Wealth of Nations' গ্রন্থটি রচনা করেন -
(ক) ভলতেয়ার, (খ) কুইসনে, (গ) রুশো, (ঘ) অ্যাডাম স্মিথ।
উত্তর: (ঘ) অ্যাডাম স্মিথ।
৩৭. রোবসপিয়র ছিলেন -
(ক) জ্যাকোবিন নেতা, (খ) কৃষক নেতা, (গ) জিরন্ডিস্ট নেতা, (ঘ) সাঁকুলো নেতা।
উত্তর: (ক) জ্যাকোবিন নেতা।
৩৮. ‘সিজালপাইন প্রজাতন্ত্র' স্থাপিত হয় -
(ক) উত্তর ইতালিতে, (খ) দক্ষিণ ইতালিতে, (গ) মধ্য ইতালিতে, (ঘ) জার্মানিতে।
উত্তর: (ক) উত্তর ইতালিতে।
৩৯. টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় -
(ক) 1804 খ্রি, (খ) 1805 খ্রি, (গ) 1807 খ্রি, (ঘ) 1810 খ্রি।
উত্তর: (গ) 1807 খ্রি।
৪০. কোন্ যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ? -
(ক) নীলনদের যুদ্ধ, (খ) লিপজিগের যুদ্ধ, (গ) উলমের যুদ্ধ, (ঘ) পিরামিডের যুদ্ধ।
উত্তর: (খ) লিপজিগের যুদ্ধ।
৪১. নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোটে সদস্য দেশের সংখ্যা ছিল -
(ক) 6টি, (খ) 7টি, (গ) 10টি, (ঘ) 13টি।
উত্তর: (খ) 7টি।
৪২. নেপোলিয়নের মৃত্যু হয় -
(ক) কর্সিকা দ্বীপে, (খ) সিসিলি দ্বীপে, (গ) সেন্ট হেলেনা দ্বীপে, (ঘ) এলবা দ্বীপে।
উত্তর: (গ) সেন্ট হেলেনা দ্বীপে।
৪৩. ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করে –
(ক) যাজকরা, (খ) অভিজাতরা, (গ) বুর্জোয়ারা, (ঘ) কৃষকরা।
উত্তর: (গ) বুর্জোয়ারা।
৪৪. ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেন –
(ক) মন্তেস্কু, (খ) ভলতেয়ার, (গ) রুশো, (ঘ) দিদেরোঁ।
উত্তর: (ক) মন্তেস্কু।
৪৫. প্রজাপতি রাজা ছিলেন –
(ক) চতুর্দশ লুই, (খ) পঞ্চদশ লুই, (গ) ষোড়শ লুই, (ঘ) এঁদের কেউ নন।
উত্তর: (খ) পঞ্চদশ লুই।
৪৬. নেপোলিয়নের রাজ্যাভিষেক হয় –
(ক) সেন্ট পল, (খ) স্যালার্নো, (গ) নোটোরডাম, (ঘ) প্যারিসের গির্জায়।
উত্তর: (গ) নোটোরডাম।
৪৭. কনকরডাট ঘোষিত হয় –
(ক) 1800 খ্রিস্টাব্দে, (খ) 1801 খ্রিস্টাব্দে, (গ) 1802 খ্রিস্টাব্দে, (ঘ) 1804 খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) 1801 খ্রিস্টাব্দে।
৪৮. 'Real Politik'-এর প্রবক্তা হলেন –
(ক) প্রথম উইলিয়াম, (খ) ভিক্টর ইমান্যুয়েল, (গ) দ্বিতীয় উইলিয়াম, (ঘ) বিসমার্ক।
উত্তর: (ঘ) বিসমার্ক।
৪৯. ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট অনুষ্ঠিত হয় –
(ক) 1815 খ্রিস্টাব্দে, (খ) 1819 খ্রিস্টাব্দে, (গ) 1848 খ্রিস্টাব্দে, (ঘ) 1852 খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) 1848 খ্রিস্টাব্দে।
৫০. লুই কসুথ ছিলেন –
(ক) গ্রিসের নেতা, (খ) হাঙ্গেরির নেতা, (গ) তুরস্কের নেতা, (ঘ) বেলজিয়ামের নেতা।
উত্তর: (খ) হাঙ্গেরির নেতা।
৫১. বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হত -
(ক) টেইলি, (খ) ভ্যাতিয়েম, (গ) গ্যাবেল, (ঘ) টাইথ।
উত্তর: (ক) টেইলি।
৫২. 'ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র' ঘোষিত হয় 1789 খ্রিস্টাব্দের -
(ক) 26 আগস্ট, (খ) 26 সেপ্টেম্বর, (গ) 15 নভেম্বর, (ঘ) 20 ডিসেম্বর।
উত্তর: (ক) 26 আগস্ট।
৫৩. ফ্রান্সে ফিজিওক্র্যাটরা ছিলেন -
(ক) ঐতিহাসিক, (খ) সাহিত্যিক, (গ) অর্থনীতিবিদ, (ঘ) রাজনীতিবিদ।
উত্তর: (গ) অর্থনীতিবিদ।
৫৪. সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান দ্বারা -
(ক) গির্জার ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটে,
(খ) গির্জার ওপর পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়,
(গ) গির্জার ওপর পোপের কর্তৃত্ব একটু হ্রাস পায়,
(ঘ) গির্জার ওপর থেকে রাষ্ট্রের কর্তৃত্বের অবসান ঘটে।
উত্তর: (ক) গির্জার ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটে।
৫৫. কনসুলেটের সংবিধান'-এর রচয়িতা ছিলেন -
(ক) অ্যাবেসিয়েস, (খ) রজার ডুকোস, (গ) নেপোলিয়ন, (ঘ) ম্যারট।
উত্তর: (ক) অ্যাবেসিয়েস।
৫৬. ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন -
(ক) ডিউক অব ওয়েলিংটন, (খ) রোবসপিয়র, (গ) যোসেফ বোনাপার্ট, (ঘ) দ্বিতীয় ফ্রান্সিস।
উত্তর: (ক) ডিউক অব ওয়েলিংটন।
৫৭. ফ্রান্স ছিল ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' একথা বলেছিলেন -
(ক) দিদেরোঁ, (খ) ভিনসেন্ট স্মিথ, (গ) অ্যাডাম স্মিথ, (ঘ) মন্তেস্কু।
উত্তর: (গ) অ্যাডাম স্মিথ।
৫৮. ফ্রান্সের সাধারণ মানুষ চার্চকে দিত -
(ক) গ্যাবেল, (খ) টাইথ, (গ) তেই, (ঘ) এডস্।
উত্তর: (খ) টাইথ।
৫৯. ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র' ঘোষিত হয় 1789 খ্রিস্টাব্দের -
(ক) 26 নভেম্বর, (খ) 26 সেপ্টেম্বর, (গ) 26 ডিসেম্বর, (ঘ) 25 জুলাই।
উত্তর: (খ) 26 সেপ্টেম্বর।
৬০. নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন -
(ক) 1807 খ্রিস্টাব্দে, (খ) 1822 খ্রিস্টাব্দে, (গ) 1812 খ্রিস্টাব্দে, (ঘ) 1832 খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) 1812 খ্রিস্টাব্দে।
৬১. অর্ডারস্-ইন-কাউন্সিল জারি করে -
(ক) ইংল্যান্ড, (খ) ফ্রান্স, (গ) জাপান, (ঘ) রাশিয়া।
উত্তর: (ক) ইংল্যান্ড।
৬২. নবজাগরণ-এর যুগে যুক্তিবাদ ছাড়াও অপর দার্শনিক ভিত্তি ছিল -
(ক) প্রাচ্যবাদ, (খ) মানবতাবাদ, (গ) স্বৈরাচার, (ঘ) পাশ্চাত্যবাদ।
উত্তর: (খ) মানবতাবাদ।
৬৩. পঞ্চদশ শতকে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি করেছিল -
(ক) ঘোড়ার ব্যবহার, (খ) বিমানের ব্যবহার, (গ) বারুদের ব্যবহার, (ঘ) ডুবোজাহাজের ব্যবহার।
উত্তর: (গ) বারুদের ব্যবহার।
৬৪. পঞ্চদশ শতকে ইউরোপে সমুদ্র অভিযানে সহায়ক হয়েছিল -
(ক) নাবিকদের সাহস, (খ) রাজশক্তির মদত, (গ) দিক নির্ণায়ক কম্পাসের ব্যবহার, (ঘ) ভৌগোলিক আবিষ্কারের নেশা।
উত্তর: (গ) দিক নির্ণায়ক কম্পাসের ব্যবহার।
৬৫. পঞ্চদশ-ষোড়শ শতকে জাতিরাষ্ট্র-এর উদাহরণ হল -
(ক) স্পেন, (খ) প্রাশিয়া, (গ) ইংল্যান্ড, (ঘ) ফ্রান্স।
উত্তর: (ক) স্পেন।
৬৬. জলপথে প্রথম বিশ্ব প্রদক্ষিণ করেন -
(ক) কলম্বাস, (খ) ম্যাগেলান, (গ) কেব্রাল, (ঘ) ভাস্কো-দা-গামা।
উত্তর: (খ) ম্যাগেলান।
৬৭. ‘লেতর দ্য ক্যাশে’ বলতে বোঝায় -
(ক) সম্পত্তির অধিকার, (খ) দণ্ড সমতা, (গ) বিনা বিচারে আটক, (ঘ) ক্ষমা প্রদর্শন।
উত্তর: (গ) বিনা বিচারে আটক।
৬৮. ‘করভি’ হল -
(ক) উৎপাদন কর, (খ) চার্চকে প্রদেয় কর, (গ) শিক্ষা বিষয়ক কর, (ঘ) বিনা মজুরিতে শ্রমদান।
উত্তর: (ঘ) বিনা মজুরিতে শ্রমদান।
৬৯. ‘পার্সিয়ান লেটারস'-এর রচয়িতা -
(ক) মন্তেস্কু, (খ) রুশো, (গ) হবস, (ঘ) কান্ট।
উত্তর: (ক) মন্তেস্কু।
৭০. টিলসিট-এর চুক্তি কাদের মধ্যে হয়েছিল ? -
(ক) ফ্রান্স-স্পেন, (খ) ফ্রান্স-ইংল্যান্ড, (গ) ফ্রান্স-প্রাশিয়া, (ঘ) ফ্রান্স-রাশিয়া।
উত্তর: (ঘ) ফ্রান্স-রাশিয়া।
৭১. সার্ডিনিয়া-পিডমন্টের প্রধানমন্ত্রী ছিলেন -
(ক) বিসমার্ক, (খ) ম্যাৎসিনি, (গ) ক্যাভুর, (ঘ) মেটারনিখ্।
উত্তর: (গ) ক্যাভুর।
৭২. ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয় -
(ক) 1790 খ্রিস্টাব্দে, (খ) 1794 খ্রিস্টাব্দে, (গ) 1792 খ্রিস্টাব্দে, (ঘ) 1795 খ্রিস্টাব্দে।
উত্তর: (ঘ) 1795 খ্রিস্টাব্দে।
৭৩. রোবসপিয়রকে গিলোটিনে হত্যা করা হয় -
(ক) 1789 খ্রিস্টাব্দে, (খ) 1793 খ্রিস্টাব্দে, (গ) 1794 খ্রিস্টাব্দে, (ঘ) 1795 খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) 1794 খ্রিস্টাব্দে।
৭৪. প্যারি কমিউনে নেতৃত্ব দিয়েছিলেন -
(ক) লাফায়েৎ, (খ) মুনিয়ের, (গ) অ্যাবেসিয়েস, (ঘ) বেইলি।
উত্তর: (ঘ) বেইলি।
৭৫. ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার' বলেছেন -
(ক) রুশো, (খ) মন্তেস্কু, (গ) ভলতেয়ার, (ঘ) দিদেরোঁ।
উত্তর: (গ) ভলতেয়ার।
৭৬. ‘আমিই রাষ্ট্র’ একথা বলেছেন -
(ক) চতুর্দশ লুই, (খ) পঞ্চদশ লুই, (গ) ষোড়শ লুই, (ঘ) নেপোলিয়ন বোনাপার্ট।
উত্তর: (ক) চতুর্দশ লুই।
৭৭. মহাদেশীয় অবরোধের পালটা হিসেবে ইংরেজরা জারি করে -
(ক) অর্ডারস্-ইন-কাউন্সিল, (খ) মিলান ডিক্রি, (গ) বার্লিন ডিক্রি, (ঘ) ফন্টেনব্যু ডিক্রি।
উত্তর: (ক) অর্ডারস্-ইন-কাউন্সিল।
৭৮. আইবেরীয় দ্বীপটি অবস্থিত -
(ক) স্পেনে, (খ) ইতালিতে, (গ) জার্মানিতে, (ঘ) রাশিয়াতে।
উত্তর: (ক) স্পেনে।
৭৯. ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে নির্বাসিত করা হয় -
(ক) এলবা দ্বীপে, (খ) ভিয়েনায়, (গ) সেন্ট হেলেনায়, (ঘ) সেন্টফেস-এ।
উত্তর: (গ) সেন্ট হেলেনায়।
৮০. ‘বিপ্লবের সন্তান' বলা হয় -
(ক) রুশোকে, (খ) নেপোলিয়নকে, (গ) রোবসপিয়রকে, (ঘ) অ্যাবেসিয়েসকে।
উত্তর: (খ) নেপোলিয়নকে।
৮১. নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষর করেছিলেন -
(ক) 1807 খ্রিস্টাব্দে, (খ) 1808 খ্রিস্টাব্দে, (গ) 1809 খ্রিস্টাব্দে, (ঘ) 1806 খ্রিস্টাব্দে।
উত্তর: (ক) 1807 খ্রিস্টাব্দে।
৮২. ‘আমিই রাষ্ট্র’– কথাটি বলেছিলেন –
(ক) চতুর্দশ লুই, (খ) পঞ্চদশ লুই, (গ) ষোড়শ লুই, (ঘ) মেরি আতোঁয়ানেৎ।
উত্তর: (ক) চতুর্দশ লুই।
৮৩. ‘Wealth of Nations'-গ্রন্থের লেখক –
(ক) রুশো, (খ) অ্যাডাম স্মিথ, (গ) দিদেরোঁ, (ঘ) মরেলি।
উত্তর: (খ) অ্যাডাম স্মিথ।
৮৪. ‘লেতর দ্য ক্যাশে ছিল একপ্রকার –
(ক) মুদ্রা, (খ) সরকারি চিঠি, (গ) গ্রেপ্তারি পরোয়ানা, (ঘ) কর।
উত্তর: (গ) গ্রেপ্তারি পরোয়ানা।
৮৫. ফরাসি বিপ্লবের সময় (1789 খ্রি) ফ্রান্সের সম্রাট ছিলেন –
(ক) নেপোলিয়ন, (খ) চতুর্দশ লুই, (গ) পঞ্চদশ লুই, (ঘ) ষোড়শ লুই।
উত্তর: (ঘ) ষোড়শ লুই।
৮৬. ফরাসি বিপ্লবের (1789 খ্রি) তিনটি আদর্শ হল –
(ক) সাম্য, মৈত্রী, রাজত্ব, (খ) সাম্য, মৈত্রী, রাজতন্ত্র, (গ) সাম্য, মৈত্রী, স্বাধীনতা, (ঘ) সাম্য, মৈত্রী, যুদ্ধ।
উত্তর: (গ) সাম্য, মৈত্রী, স্বাধীনতা।
৮৭. নেপোলিয়নের জন্মভূমি ‘কর্সিকা’ দ্বীপটি অবস্থিত –
(ক) আটলান্টিক মহাসাগরে, (খ) ভূমধ্যসাগরে, (গ) প্রশান্ত মহাসাগরে, (ঘ) লোহিত সাগরে।
উত্তর: (খ) ভূমধ্যসাগরে।
৮৮. নেপোলিয়ন যে দেশটির বিরুদ্ধে ‘মহাদেশীয় অবরোধ' (Continental System)-জারি করেন, সেটি হল –
(ক) রাশিয়া, (খ) স্পেন, (গ) ইংল্যান্ড, (ঘ) পোর্তুগাল।
উত্তর: (গ) ইংল্যান্ড।
৮৯. নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল –
(ক) পিরামিডের যুদ্ধ, (খ) ওয়াটারলুর যুদ্ধ, (গ) লিপজিগের যুদ্ধ, (ঘ) অস্টারলিজের যুদ্ধ।
উত্তর: (খ) ওয়াটারলুর যুদ্ধ।
৯০. নেপোলিয়নের মৃত্যু হয় –
(ক) এলবা দ্বীপে, (খ) কর্সিকা দ্বীপে, (গ) সেন্ট হেলেনা দ্বীপে, (ঘ) রাশিয়ায়।
উত্তর: (গ) সেন্ট হেলেনা দ্বীপে।
৯১. নেপোলিয়ন পোপ সপ্তম পায়াসের সঙ্গে ‘ধর্মীয় মীমাংসা চুক্তি' (Concordat) স্বাক্ষর করেন –
(ক) 1800 খ্রিস্টাব্দে, (খ) 1801 খ্রিস্টাব্দে, (গ) 1804 খ্রিস্টাব্দে, (ঘ) 1815 খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) 1801 খ্রিস্টাব্দে।
৯২. পতনকালে (1789 খ্রি 14 জুলাই) বাস্তিল দুর্গের গভর্নর ছিলেন
(ক) অ্যাবেসিয়েস, (খ) ডি'ল্যুনি, (গ) ডুমারিজ, (ঘ) ম্যালেট।
উত্তর: (খ) ডি'ল্যুনি।
৯৩. নেপোলিয়ন Bank of France প্রতিষ্ঠা করেন –
(ক) 1801 সালে, (খ) 1800 সালে, (গ) 1802 সালে, (ঘ) 1806 সালে।
উত্তর: (খ) 1800 সালে।
৯৪. 'লাল সন্ত্রাস'-এর অবসান ঘটে
(ক) ব্লুমিয়ার অভ্যুত্থানে, (খ) ভ্লাদিমির ঘটনায়, (গ) থার্মিডোরীয় প্রতিক্রিয়ায়, (ঘ) ষোড়শ লুই-র প্রাণদণ্ডে।
উত্তর: (গ) থার্মিডোরীয় প্রতিক্রিয়ায়।
৯৫. বোরোডিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল
(ক) ইঙ্গ-ফরাসি, (খ) ইঙ্গ-রুশ, (গ) ফ্রাঙ্ক-রুশ, (ঘ) ইতালি-অস্ট্রিয়া-এর মধ্যে।
উত্তর: (গ) ফ্রাঙ্ক-রুশ।
৯৬. প্রথম ফ্রান্সিস তাঁর প্রধানমন্ত্রী রূপে মেটারনিকে নিয়োগ করেন –
(ক) 1815 খ্রি, (খ) 1810 খ্রি, (গ) 1809 খ্রি, (ঘ) 1811 খ্রি।
উত্তর: (গ) 1809 খ্রি।
৯৭. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন ঘটান
(ক) লুই নেপোলিয়ন, (খ) দ্বিতীয় আলেকজান্ডার, (গ) তৃতীয় আলেকজান্ডার, (ঘ) রোবসপিয়র।
উত্তর: (ক) লুই নেপোলিয়ন।
৯৮. 'রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে' – উক্তিটি
(ক) লা মার্টিন, (খ) থিয়ার্স, (গ) রোবসপিয়র।
উত্তর: (গ) রোবসপিয়র।
৯৯. টেনিস কোর্টের শপথনামা হয় 1789 খ্রি –
(ক) 5 জুন, (খ) 20 জুন, (গ) 27 জুন।
উত্তর: (খ) 20 জুন।
১০০. স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন –
(ক) রোবসপিয়র, (খ) নেপোলিয়ন, (গ) টিপু সুলতান।
উত্তর: (ক) রোবসপিয়র।
১০১. রোবসপিয়র ছিলেন একজন –
(ক) জ্যাকোবিন নেতা, (খ) জিরন্ডিস্ট নেতা, (গ) ক্যাথলিক নেতা।
উত্তর: (ক) জ্যাকোবিন নেতা।
১০২. দ্য সিটিজেন গ্রন্থের লেখক –
(ক) সাইমন স্যামা, (খ) চার্লস ফুরিয়র, (গ) রুশো।
উত্তর: (ক) সাইমন স্যামা।
১০৩. সুইস কনফেডারেশন-এর আগের নাম ছিল –
(ক) বাটাভিয়া প্রজাতন্ত্র, (খ) হেলভেটিক প্রজাতন্ত্র, (গ) সিজালপাইন প্রজাতন্ত্র।
উত্তর: (খ) হেলভেটিক প্রজাতন্ত্র।
১০৪. স্পেন দখলের পর নেপোলিয়ন সেখানকার সিংহাসনে বসান –
(ক) জেরোম, (খ) যোসেফ, (গ) ইডজিন।
উত্তর: (খ) যোসেফ।
১০৫. নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হন
(ক) 1804 খ্রিস্টাব্দে, (খ) 1805 খ্রিস্টাব্দে, (গ) 1810 খ্রিস্টাব্দে।
উত্তর: (ক) 1804 খ্রিস্টাব্দে।
১০৬. নেপোলিয়ন ফরাসি বিপ্লবের তিন আদর্শের মধ্যে বাস্তবায়িত করেন –
(ক) সাম্য, (খ) মৈত্রী, (গ) স্বাধীনতা।
উত্তর: (ক) সাম্য।
১০৭. কনসুলেট সংবিধান-এর রচয়িতা
(ক) রজার ডুকোস, (খ) অ্যাবেসিয়েস, (গ) মিরাবো।
উত্তর: (খ) অ্যাবেসিয়েস।
১০৮. ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার' বলেছেন –
(ক) মন্তেস্কু, (খ) রুশো, (গ) ভলতেয়ার।
উত্তর: (গ) ভলতেয়ার।
১০৯. সম্পত্তি হস্তান্তরজনিত কর হল –
(ক) গ্যাবেল, (খ) লএভেন্তি, (গ) টাইথ।
উত্তর: (গ) টাইথ।
১১০. ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয় –
(ক) 1789 খ্রি 9 জুলাই, (খ) 1789 খ্রি 20 জুন, (গ) 1789 খ্রি 5 মে।
উত্তর: (ক) 1789 খ্রি 9 জুলাই।
১১১. ফ্রান্সের জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের শাসক –
(ক) শিবাজি, (খ) টিপু সুলতান, (গ) রানা প্রতাপ।
উত্তর: (খ) টিপু সুলতান।
১১২. নেপোলিয়ন ইতালিতে প্রতিষ্ঠা করেন –
(ক) গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ, (খ) বাটাভিয়া প্রজাতন্ত্র, (গ) সিজালপাইন প্রজাতন্ত্র।
উত্তর: (গ) সিজালপাইন প্রজাতন্ত্র।
১১৩. টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল –
(ক) ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে, (খ) রাশিয়া ও প্রাশিয়ার মধ্যে, (গ) রাশিয়া ও ফ্রান্সের মধ্যে।
উত্তর: (গ) রাশিয়া ও ফ্রান্সের মধ্যে।
১১৪. ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন –
(ক) ডিউক অফ ওয়েলিংটন, (খ) জর্জ মার্শাল, (গ) নেলসন।
উত্তর: (গ) নেলসন।
১১৫. ন্যায্য অধিকারের ভিত্তিতে ফ্রান্সের বুরবোঁ বংশের যে রাজা সিংহাসনে বসেছিলেন তিনি হলেন –
(ক) চতুর্দশ লুই, (খ) ষোড়শ লুই, (গ) অষ্টাদশ লুই।
উত্তর: (গ) অষ্টাদশ লুই।
১১৬. ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন –
(ক) তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, (খ) চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম, (গ) পঞ্চম ফ্রেডারিক উইলিয়াম।
উত্তর: (ক) তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম।
১১৭. লুই কসুথ ছিলেন –
(ক) বোহেমিয়ার, (খ) হাঙ্গেরির, (গ) অস্ট্রিয়া র-জাতীয়তাবাদী নেতা।
উত্তর: (খ) হাঙ্গেরির।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১.সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নেতৃত্ব কে দিয়েছিল?
উত্তর: দান্তোঁ।
২. লেতর ফিলজফিক গ্রন্থটি কার রচনা?
উত্তর: ভলতেয়ার।
৩. দ্রব্যের সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মজুরির হার বেঁধে দেওয়া সংস্কারটি কখন হয়েছিল?
উত্তর: 1793 খ্রি।
৪. কোন্ কোন্ দেশ মিলে তৃতীয় শক্তিজোট গঠন করেছিল?
উত্তর: রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড।
৫. প্রেসবার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর: 1805 খ্রি।
৬. কনসুলেটের শাসনের সময়কাল উল্লেখ করো।
উত্তর: 1799 খ্রি থেকে 1804 খ্রি পর্যন্ত।
৭. কাঁদিদ গ্রন্থের লেখক কে?
উত্তর: ভলতেয়ার।
৮. ফ্রান্সে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন?
উত্তর: দান্তোঁ।
৯. বাস্তিল দুর্গের পতনের কালে কারারক্ষী কে ছিলেন?
উত্তর: ডি'ল্যুনি।
১০. প্রজাপতি রাজা কাকে বলা হত ?
উত্তর: ষোড়শ লুই।
১১. লিজিয়ন অব অনার কী ?
উত্তর: ফ্রান্সের সর্বোচ্চ সামরিক ও অসামরিক সম্মাননা।
১২. ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক কে?
উত্তর: লিও টলস্টয়।
১৩. নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময় রুশ সেনাপতি কে ছিলেন?
উত্তর: কুতুজভ।
১৪. আইবেরীয় উপদ্বীপের বিদ্রোহ কাকে বলে ?
উত্তর: স্পেন ও পোর্তুগালে নেপোলিয়নের বিরুদ্ধে গণবিদ্রোহ।
১৫. 'Man is born free but everywhere he is in chains' - এটি রুশোর কোন্ গ্রন্থের বক্তব্য ?
উত্তর: সোশ্যাল কন্ট্রাক্ট।
১৬. ‘সন্দেহের আইন’ (Law of suspect) কী ?
উত্তর: ফরাসি বিপ্লবের সময় সন্দেহভাজন দেশদ্রোহীদের গ্রেপ্তার ও বিচার করার আইন।
১৭. নেপোলিয়ন একাদিক্রমে উলম্ ও অস্টারলিজের যুদ্ধে ইউরোপের কোন্ দেশকে পরাস্ত করেন ?
উত্তর: অস্ট্রিয়া।
১৮. কোন্ সন্ধির দ্বারা নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে নির্বাসিত হয়েছিলেন?
উত্তর: ফন্টেনব্লোর সন্ধি।
১৯. ‘ন্যায্য অধিকার নীতি'র রূপকার কে ছিলেন?
উত্তর: মেটারনিক।
২০. ‘কার্লাড ডিক্রি’ কখন কার্যকর হয়েছিল ?
উত্তর: ১৮০৬ খ্রিস্টাব্দে।
২১. ‘হেটাইরিয়া ফিলিকে' কথার বাংলা অর্থ কী ?
উত্তর: বন্ধুদের সোসাইটি।
২২. নীলনদের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হয়েছিলেন ?
উত্তর: নেলসন।
২৩. নেপোলিয়ন কবে রাশিয়ায় অভিযান করেন ?
উত্তর: ১৮১২ খ্রিস্টাব্দে।
২৪. ‘পোড়ামাটির নীতি' কোন্ দেশ গ্রহণ করেছিল?
উত্তর: রাশিয়া।
২৫. নেপোলিয়নের প্রতিষ্ঠিত ব্যাংকটির নাম কী ?
উত্তর: ব্যাংক অফ ফ্রান্স।
২৬. কোড নেপোলিয়নের কটি ধারা আছে?
উত্তর: পাঁচটি।
২৭. নেকার কে ছিলেন?
উত্তর: ফ্রান্সের অর্থমন্ত্রী।
২৮. কাঁদিদ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ভলতেয়ার।
২৯. ‘আমার ইচ্ছাই আইন' একথা কে বলতেন ?
উত্তর: চতুর্দশ লুই।
৩০. ফরাসি জাতীয় সভার নাম কী ?
উত্তর: ন্যাশনাল অ্যাসেম্বলি।
৩১. ‘জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস' – উক্তিটি কার?
উত্তর: রুশো।
৩২. 'দ্য পার্সিয়ান লেটারস' কে রচনা করেন?
উত্তর: মন্তেস্কু।
৩৩. ‘টিপু সুলতান’ ফ্রান্সের কোন্ রাজনৈতিক দলের সদস্য ছিলেন?
উত্তর: জ্যাকোবিন দল।
৩৪. প্লেবিয়ান কারা ?
উত্তর: সাধারণ জনগণ।
৩৫. অ্যামিয়েন্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১৮০২ খ্রিস্টাব্দে।
৩৬. নেপোলিয়নের ‘একশত দিবসের রাজত্ব'-এর ঘটনাটি কখন ঘটেছিল?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে।
৩৭. নেপোলিয়ন কোথায় শেষ নিশ্বাস ত্যাগ করেন?
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে।
৩৮. কোড নেপোলিয়নের কয়টি ধারা ছিল?
উত্তর: ২২৮১টি ধারা।
৩৯. উইলিয়াম ফ্রেডারিক কে ছিলেন?
উত্তর: প্রাশিয়ার রাজা।
৪০. সন্ত্রাসের রাজত্ব শুরু হয় কত সাল থেকে?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে।
৪১. কাঁদিদ গ্রন্থটি কার লেখা ?
উত্তর: ভলতেয়ার।
৪২. এমিগ্রি কাদের বলা হত ?
উত্তর: বিপ্লবের ভয়ে দেশত্যাগকারী ফরাসি অভিজাতদের।
৪৩. ‘সাধারণের ইচ্ছা' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: রুশো।
৪৪. বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী কোন্ মাসে রোবসপিয়র মারা যায় ?
উত্তর: থার্মিডোর মাসে।
৪৫. ফ্রান্সে কত সালে প্রথম প্রজাতন্ত্রের পতন হয় ?
উত্তর: ১৮০৪ খ্রিস্টাব্দে।
৪৬. নেপোলিয়ন-এর একটি উপাধি লেখো ।
উত্তর: সম্রাট (Emperor)।
৪৭. অ্যামিয়েন্সের সন্ধি কবে হয় ?
উত্তর: ১৮০২ খ্রিস্টাব্দে।
৪৮. নাগরিক রাজা কাকে বলা হয় ?
উত্তর: লুই ফিলিপ।
৪৯. ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কবে হয় ?
উত্তর: ১৮৫৯ খ্রিস্টাব্দে।
৫০. জাতীয় কর্মশালা কোথায় স্থাপিত হয় ?
উত্তর: প্যারিসে।
৫১. কত বছর পর ষোড়শ লুই ‘State General'-এর অধিবেশন আহ্বান করেন ?
উত্তর: ১৭৫ বছর পর।
৫২. ইনটেনডেন্ট কাদের বলা হত ?
উত্তর: রাজস্ব আদায় ও প্রশাসনিক কর্মকর্তাদের।
৫৩. কোন্ সন্ধি দ্বারা নেপোলিয়নের এলবা দ্বীপে নির্বাসন হয়?
উত্তর: ফন্টেনব্লোর সন্ধি।
৫৪. কোন্ গ্রন্থে নেপোলিয়নের রাশিয়া অভিযানের কাহিনি বর্ণিত রয়েছে ?
উত্তর: ওয়ার অ্যান্ড পিস।
৫৫. নেপোলিয়নের ভ্রাতা জেরোম কোন্ রাজ্যের সিংহাসনে বসেন?
উত্তর: ওয়েস্টফেলিয়া।
৫৬. নেপোলিয়ন কবে মস্কো অভিযান করেন ?
উত্তর: ১৮১২ খ্রিস্টাব্দে।
৫৭. ‘আমিই রাষ্ট্র' কার উক্তি?
উত্তর: চতুর্দশ লুই।
৫৮. মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন?
উত্তর: ষোড়শ লুই-এর রানি।
৫৯. ‘ভ্যাঁতিয়েম’ কী কর?
উত্তর: সম্পত্তি হস্তান্তরজনিত কর।
৬০. অ্যামিয়েন্সের সন্ধির ফলে কোন্ শক্তিজোট ভেঙে যায়?
উত্তর: দ্বিতীয় শক্তিজোট।
৬১. ‘পোড়ামাটি নীতি’ কোন্ রাষ্ট্র গ্রহণ করেছিল?
উত্তর: রাশিয়া।
৬২. 'লিজিয়ন অব অনার' কী?
উত্তর: নেপোলিয়নের দ্বারা প্রবর্তিত সম্মানসূচক পদক।