✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. কর্কটক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ –
(ক) 90°, (খ) 0°, (গ) 20°30'।
উত্তর: (গ) 20°30'।
২. ‘পৃথিবী গোলাকার'-একথা প্রথম বলেন –
(ক) আর্যভট্ট, (খ) কোপারনিকাস, (গ) পিথাগোরাস।
উত্তর: (গ) পিথাগোরাস।
৩. সূর্যের উত্তরায়ণ শুরু হয় –
(ক) 22 ডিসেম্বর, (খ) 21 মার্চ, (গ) 21 জুন।
উত্তর: (ক) 22 ডিসেম্বর।
৪. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ ঘণ্টায় প্রায় –
(ক) 1670 কিমি, (খ) 1712 কিমি, (গ) 0 কিমি।
উত্তর: (ক) 1670 কিমি।
৫. শ্রমশক্তি হল একটি –
(ক) সাংস্কৃতিক সম্পদ, (খ) মানব সম্পদ, (গ) জৈব সম্পদ।
উত্তর: (খ) মানব সম্পদ।
৬. পিট কয়লায় কার্বনের পরিমাণ –
(ক) 50%-45%-এর কম, (খ) 35%-এর কম, (গ) 60%-এর বেশি।
উত্তর: (ক) 50%-45%-এর কম।
৭. শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত –
(ক) গুজরাট রাজ্যে, (খ) অন্ধ্রপ্রদেশ রাজ্যে, (গ) কর্ণাটক রাজ্যে।
উত্তর: (খ) অন্ধ্রপ্রদেশ রাজ্যে।
৮. ভারতের প্রাচীনতম তৈলখনি –
(ক) বোম্বে হাই, (খ) আঙ্কালেশ্বর, (গ) ডিগবয়।
উত্তর: (গ) ডিগবয়।
৯. সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় লাগে –
(ক) বৃহস্পতি গ্রহের, (খ) নেপচুন গ্রহের, (গ) শনি গ্রহের, (ঘ) প্লুটো গ্রহের।
উত্তর: (ঘ) প্লুটো গ্রহের।
১০. দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম রাত্রি হয় –
(ক) 21 মার্চ, (খ) 23 সেপ্টেম্বর, (গ) 22 ডিসেম্বর, (ঘ) 21 জুন।
উত্তর: (ঘ) 21 জুন।
১১. অন্তর্জাত প্রক্রিয়ার একটি প্রকাশ হল –
(ক) গিরিজনি প্রক্রিয়া, (খ) আবহবিকার, (গ) ক্ষয়, (ঘ) বহন।
উত্তর: (ক) গিরিজনি প্রক্রিয়া।
১২. চিনের মালভূমি একটি –
(ক) শিল্ড মালভূমি, (খ) ব্যবচ্ছিন্ন মালভূমি, (গ) লাভা মালভূমি, (ঘ) পর্বতবেষ্টিত মালভূমি।
উত্তর: (ঘ) পর্বতবেষ্টিত মালভূমি।
১৩. উয়তার পরিবর্তন অধিক কার্যকরী –
(ক) শেল শিলাতে, (খ) বেলেপাথর শিলাতে, (গ) চুনাপাথর শিলাতে, (ঘ) গ্রানাইট শিলাতে।
উত্তর: (গ) চুনাপাথর শিলাতে।
১৪. লবণের কেলাস গঠন হয় –
(ক) অধিক উতার কারণে, (খ) অধিক শীতলতার কারণে, (গ) মধ্যম উয়তার কারণে, (ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) অধিক উতার কারণে।
১৫. একটি খরাপ্রবণ জেলার নাম হল –
(ক) বীরভূম, (খ) নদিয়া, (গ) বর্ধমান, (ঘ) বাঁকুড়া।
উত্তর: (ঘ) বাঁকুড়া।
১৬. ক্রান্তীয় ঘূর্ণিঝড় ভারতের পূর্ব উপকূলবর্তী এলাকায় কী নামে পরিচিত? –
(ক) টাইফুন, (খ) সাইক্লোন, (গ) টর্নেডো, (ঘ) হ্যারিকেন।
উত্তর: (খ) সাইক্লোন।
১৭. 15° পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় দুপুর 1টা হলে, 15° পশ্চিম দ্রাঘিমার সময় হবে?
(ক) সকাল 11টা, (খ) দুপুর ২টা, (গ) সকাল 10টা।
উত্তর: (ক) সকাল 11টা।
১৮. সৌরজগতের একটি অন্তর্ভাগের গ্রহের নাম হল –
(ক) শুক্র, (খ) শনি, (গ) ইউরেনাস।
উত্তর: (ক) শুক্র।
১৯. এরাটোথেনিসের হিসেবে পৃথিবীর পরিধির মাপ –
(ক) 46,000 স্টেডিয়া, (খ) 40,000 স্টেডিয়া, (গ) 36,000 কিমি।
উত্তর: (খ) 40,000 স্টেডিয়া।
২০. বায়ু ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে –
(ক) পরিক্রমণের জন্য, (খ) অভিকর্ষজ বলের জন্য, (গ) কোরিওলিস বলের জন্য।
উত্তর: (গ) কোরিওলিস বলের জন্য।
২১. প্রদত্ত কোন্ শহরটির আবর্তন বেগ সবচেয়ে বেশি?
(ক) কলকাতা, (খ) চেন্নাই, (গ) দিল্লি।
উত্তর: (খ) চেন্নাই।
২২. উৎকৃষ্ট লৌহ আকরিক হল –
(ক) অ্যানথ্রাসাইট, (খ) হেমাটাইট, (গ) ম্যাগনেটাইট।
উত্তর: (খ) হেমাটাইট।
২৩. পৃথিবীর মেরুবাস
(ক) 12,800 কিমি, (খ) 12,714 কিমি, (গ) 12,757 কিমি।
উত্তর: (খ) 12,714 কিমি।
২৪. মহাবিষুব বলা হয় –
(ক) 23 সেপ্টেম্বর, (খ) 23 ডিসেম্বর, (গ) 21 মার্চ, (ঘ) 21 জুন তারিখকে।
উত্তর: (ক) 23 সেপ্টেম্বর।
২৫. একটি বস্তুগত সম্পদ হল –
(ক) জল, (খ) শিক্ষা, (গ) বিজ্ঞান।
উত্তর: (ক) জল।
২৬. দুটি ক্রান্তীয়রেখার অক্ষাংশগত ব্যবধান –
(ক) 23½°, (খ) 37', (গ) 47°, (ঘ) 57°।
উত্তর: (ক) 23½°।
২৭. কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান –
(ক) 6 ঘণ্টা, (খ) 12 ঘণ্টা, (গ) 28 ঘণ্টা।
উত্তর: (খ) 12 ঘণ্টা।
২৮. সূর্যের উত্তরায়ণ শুরু হয় -
(ক) 21 জুন, (খ) 23 সেপ্টেম্বর, (গ) 22 ডিসেম্বর, (ঘ) 21 মার্চ-এর পর থেকে।
উত্তর: (ক) 21 জুন।
২৯. কোন্ শব্দটি পৃথিবীর আকৃতির ক্ষেত্রে সঠিক?
(ক) গোলাকার, (খ) উপবৃত্তাকার, (গ) জিয়য়েড।
উত্তর: (গ) জিয়য়েড।
৩০. ভারতের কোন্ রাজ্যে প্রথম সূর্যোদয় হয়?
(ক) বিহার, (খ) সিকিম, (গ) অরুণাচলপ্রদেশ।
উত্তর: (গ) অরুণাচলপ্রদেশ।
৩১. পশ্চিমবঙ্গের NTPC পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র হল –
(ক) ব্যান্ডেল, (খ) দুর্গাপুর, (গ) ফারাক্কা।
উত্তর: (গ) ফারাক্কা।
৩২. গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য –
(ক) 5 ঘণ্টা, (খ) 5 ঘণ্টা 33 মিনিট, (গ) 5 ঘণ্টা 30 মিনিট।
উত্তর: (গ) 5 ঘণ্টা 30 মিনিট।
৩৩. ডিগবয় তৈলখনিটি কোন্ রাজ্যে অবস্থিত?
(ক) আসাম, (খ) রাজস্থান, (গ) পশ্চিমবঙ্গ।
উত্তর: (ক) আসাম।
৩৪. কোরিওলিস বলের পরিমাণ সবচেয়ে কম –
(ক) মেরু অঞ্চলে, (খ) নিরক্ষীয় অঞ্চলে, (গ) কর্কটক্রান্তি অঞ্চলে, (ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) নিরক্ষীয় অঞ্চলে।
৩৫. পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে –
(ক) সুমেরুবৃত্তের কেন্দ্র, (খ) কুমেরুবৃত্তের কেন্দ্র, (গ) নিরক্ষরেখার কেন্দ্র, (ঘ) কর্কটক্রান্তি রেখার কেন্দ্র।
উত্তর: (গ) নিরক্ষরেখার কেন্দ্র।
৩৬. ‘সম্পদের প্রকৃত জননী' হল –
(ক) প্রকৃতি, (খ) মানুষের জ্ঞান, (গ) চাহিদা, (ঘ) উদ্ভিদ।
উত্তর: (ক) প্রকৃতি।
৩৭. বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ তা হল –
(ক) জাতীয়, (খ) ব্যক্তিগত, (গ) সামাজিক, (ঘ) সর্বজনীন সম্পদ।
উত্তর: (ঘ) সর্বজনীন সম্পদ।
৩৮. হিমাচল প্রদেশের মণিকরণে যে শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে তা হল –
(ক) সৌরশক্তি, (খ) বায়ুশক্তি, (গ) ভূতাপশক্তি, (ঘ) জলবিদ্যুৎ শক্তি।
উত্তর: (গ) ভূতাপশক্তি।
৩৯. পৃথিবীপৃষ্ঠে অঙ্কিত কাল্পনিক রেখাগুলির মধ্যে যাদের দৈর্ঘ্য সমান তা হল -
(ক) সরলরেখা, (খ) দ্রাঘিমারেখা, (গ) বক্ররেখা, (ঘ) অক্ষরেখা।
উত্তর: (খ) দ্রাঘিমারেখা।
৪০. ক্রায়োলাইট একটি –
(ক) সহজলভ্য সম্পদ, (খ) অদ্বিতীয় সম্পদ, (গ) সর্বত্রপ্রাপ্য সম্পদ, (ঘ) দুষ্প্রাপ্য সম্পদ।
উত্তর: (ঘ) দুষ্প্রাপ্য সম্পদ।
৪১. কোরিওলিস বলের ধারণা প্রথম পাওয়া যায় –
(ক) 1825 সালে, (খ) 1845 সালে, (গ) 1835 সালে, (ঘ) 1855 সালে।
উত্তর: (গ) 1835 সালে।
৪২. মেরুবিন্দুতে দুটি দ্রাঘিমার রৈখিক দূরত্ব –
(ক) 11.2 কিমি, (খ) 1.1 কিমি, (গ) 0 কিমি, (ঘ) 0.25 কিমি।
উত্তর: (গ) 0 কিমি।
৪৩. পারমাণবিক বিদ্যুৎশক্তি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান –
(ক) তৃতীয়, (খ) পঞ্চম, (গ) চতুর্থ, (ঘ) ষষ্ঠ।
উত্তর: (খ) পঞ্চম।
৪৪. ‘পৃথিবী গোলকের মতো গোল’-কথাটি প্রথম বলেছেন –
(ক) থ্যালেস, (খ) গ্যালিলিয়ো, (গ) হেক্যাটিয়াশ, (ঘ) পিথাগোরাস।
উত্তর: (ঘ) পিথাগোরাস।
৪৫. পৃথিবীর পরিক্রমণের বেগ বেশি থাকে –
(ক) অনুসূর, (খ) অপসূর, (গ) বিষুব, (ঘ) সব অবস্থানে।
উত্তর: (ক) অনুসূর।
৪৬. 77°30' পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা –
(ক) 88°30' পূর্ব, (খ) 77°30' পূর্ব, (গ) 102°30' পূর্ব, (ঘ) 103°30' পূর্ব।
উত্তর: (গ) 102°30' পূর্ব।
৪৭. তামিলনাড়ুর ‘মুপাণ্ডল' একটি বিখ্যাত –
(ক) ভূ-তাপবিদ্যুৎ কেন্দ্র, (খ) সৌরবিদ্যুৎ কেন্দ্র, (গ) বায়ুবিদ্যুৎ কেন্দ্র, (ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
উত্তর: (গ) বায়ুবিদ্যুৎ কেন্দ্র।
৪৮. কুলীন গ্রহগুলির মধ্যে গড় ঘনত্ব সবচেয়ে কম –
(ক) মঙ্গল-এর, (খ) বৃহস্পতি-এর, (গ) শনি-এর, (ঘ) ইউরেনাস-এর।
উত্তর: (গ) শনি-এর।
৪৯. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস –
(ক) 12714 কিমি, (খ) 12757 কিমি, (গ) 12730 কিমি, (ঘ) 12700 কিমি।
উত্তর: (খ) 12757 কিমি।
৫০. মহাবিষুবের তারিখটি হল –
(ক) 21 জুন, (খ) 22 ডিসেম্বর, (গ) 21 মার্চ, (ঘ) 23 সেপ্টেম্বর।
উত্তর: (গ) 21 মার্চ।
৫১. পৃথিবীর আবর্তন গতির প্রমাণ –
(ক) বেডফোর্ড লেভেল পরীক্ষা, (খ) ফুকোর পরীক্ষা, (গ) সূর্যের আপাত বার্ষিক পর্যবেক্ষণ, (ঘ) অন্যান্য গ্রহের পরিক্রমণ।
উত্তর: (খ) ফুকোর পরীক্ষা।
৫২. O° দ্রাঘিমায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে –
(ক) 0°, (খ) 180°, (গ) 60° প, (ঘ) 60° পূ।
উত্তর: (খ) 180°।
৫৩. ভারতের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা –
(ক) NHPC, (খ) NTPC, (গ) BARC, (ঘ) CILI।
উত্তর: (খ) NTPC।
৫৪. তালচের কয়লাখনিটি অবস্থিত –
(ক) পশ্চিমবঙ্গে, (খ) ঝাড়খণ্ডে, (গ) ওড়িশায়, (ঘ) ছত্তিশগড়ে।
উত্তর: (গ) ওড়িশায়।
৫৫. পৃথিবীর উপরিতলের বক্রতা সর্বত্র সমান নয়। অর্থাৎ
(ক) মেরু অঞ্চলে বক্রতা সর্বাধিক, (খ) নিরক্ষীয় অঞ্চলে বক্রতা সর্বাধিক, (গ) উভয় অঞ্চলে বক্রতা সমান, (ঘ) সবগুলিই প্রযোজ্য।
উত্তর: (ক) মেরু অঞ্চলে বক্রতা সর্বাধিক।
৫৬. সৌরজগতে সর্বাপেক্ষা কম পৃষ্ঠীয় ক্ষেত্রফলবিশিষ্ট গ্রহটি হল –
(ক) শনি, (খ) শুক্র, (গ) বুধ, (ঘ) মঙ্গল।
উত্তর: (গ) বুধ।
৫৭. এরাটোসথেনিস নির্ণীত সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহর দুটির মধ্যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য –
(ক) 9°12', (খ) 12°7', (গ) 7°21', (ঘ) 7°12'।
উত্তর: (ঘ) 7°12'।
৫৮. সুমেরু বৃত্তে পৃথিবীর আবর্তনের গতিবেগ হল –
(ক) 1670 কিমি/ঘণ্টা, (খ) 830 কিমি/ঘণ্টা, (গ) 1540 কিমি/ঘণ্টা, (ঘ) 1530 কিমি/ঘণ্টা।
উত্তর: (খ) 830 কিমি/ঘণ্টা।
৫৯. পৃথিবীর মেরুব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য হল –
(ক) 33 কিমি, (খ) 43 কিমি, (গ) 53 কিমি, (ঘ) 63 কিমি।
উত্তর: (খ) 43 কিমি।
৬০. মহাবিষুব বলা হয় যে তারিখটিকে, তা হল –
(ক) 21 মার্চ, (খ) 22 ডিসেম্বর, (গ) 23 সেপ্টেম্বর, (ঘ) 21 জুন।
উত্তর: (ক) 21 মার্চ।
৬১. পৃথিবীতে 1° অন্তর অঙ্কিত মোট অক্ষরেখার সংখ্যা হল –
(ক) 178 টি, (খ) 179 টি, (গ) 180 টি, (ঘ) 181 টি।
উত্তর: (গ) 180 টি।
৬২. একটি অপুনর্ভব সম্পদ হল –
(ক) বনভূমি, (খ) সমুদ্রের মাছ, (গ) আকরিক লোহা, (ঘ) কোনোটিই নয়।
উত্তর: (গ) আকরিক লোহা।
৬৩. ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল –
(ক) তারাপুর, (খ) নারোরা, (গ) কাকরাপাড়া, (ঘ) কালপক্কম।
উত্তর: (ঘ) কালপক্কম।
৬৪. পৃথিবীর গড় পরিধি ধরা হয় –
(ক) 30 হাজার কিমি, (খ) 40 হাজার কিমি, (গ) 50 হাজার কিমি, (ঘ) 60 হাজার কিমি।
উত্তর: (খ) 40 হাজার কিমি।
৬৫. মঙ্গলের বায়ুমণ্ডলের প্রধান গ্যাস হল –
(ক) অক্সিজেন, (খ) হাইড্রোজেন, (গ) কার্বন ডাইঅক্সাইড, (ঘ) মিথেন।
উত্তর: (গ) কার্বন ডাইঅক্সাইড।
৬৬. GPS পদ্ধতির প্রধান ব্যাবহারিক ক্ষেত্র হল –
(ক) মহাকাশ গবেষণা, (খ) আয়তন নির্ণয়, (গ) উচ্চতা নির্ণয়, (ঘ) অবস্থান নির্ণয়।
উত্তর: (ঘ) অবস্থান নির্ণয়।
৬৭. সূর্যের উত্তরায়ণ শুরু হয় –
(ক) 21 জুন, (খ) 23 সেপ্টেম্বর, (গ) 22 ডিসেম্বর, (ঘ) 21 মার্চ-এর পর থেকে।
উত্তর: (ক) 21 জুন।
৬৮. বসন্ত বিষুব বলে -
(ক) 21 মার্চকে, (খ) 21 সেপ্টেম্বরকে, (গ) 22 ডিসেম্বরকে।
উত্তর: (ক) 21 মার্চকে।
৬৯. NTPC সংস্থাটি –
(ক) জলবিদ্যুৎ, (খ) পারমাণবিক বিদ্যুৎ, (গ) তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত।
উত্তর: (গ) তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত।
৭০. ভারতের বৃহত্তম কয়লাখনি হল –
(ক) ধানবাদ, (খ) বোকারো, (গ) ঝরিয়া, (ঘ) গিরিডি।
উত্তর: (গ) ঝরিয়া।
৭১. 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –
(ক) চেকপ্রজাতন্ত্রে, (খ) রিও-ডি-জেনিরোতে, (গ) লন্ডনে।
উত্তর: (খ) রিও-ডি-জেনিরোতে।
৭২. অসমের নুনমাটি একটি –
(ক) তৈলখনি, (খ) লৌহখনি, (গ) তৈল শোধনাগার, (ঘ) কোনোটিই নয়।
উত্তর: (গ) তৈল শোধনাগার।
৭৩. বাদামি কয়লা হল –
(ক) কাঠ, (খ) জলবিদ্যুৎ, (গ) হেমাটাইট, (ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ঘ) কোনোটিই নয়। (বাদামি কয়লা একটি নিম্নমানের কয়লা।)
৭৪. খ্রিস্টপূর্ব 350 বছর আগে কে প্রথম ঘোষণা করেন যে, পৃথিবী গোলাকার?
(ক) কেপলার, (খ) আর্যভট্ট, (গ) টলেমি, (ঘ) গ্যালিলিও।
উত্তর: (গ) টলেমি।
৭৫. GPS-এ স্যাটেলাইটগুলির একবার পৃথিবীর চারদিকে ঘুরে আসতে সময় লাগে –
(ক) 24 ঘণ্টা, (খ) 48 ঘণ্টা, (গ) 12 ঘণ্টা, (ঘ) 6 ঘণ্টা।
উত্তর: (গ) 12 ঘণ্টা।
৭৬. প্রথম সৌরজগতের একটি মডেল প্রস্তুত করেন –
(ক) ক্যালিপপাস, (খ) ইউডোক্সাস, (গ) অ্যারিস্টটল, (ঘ) প্লেটো।
উত্তর: (খ) ইউডোক্সাস।
৭৭. একটি লৌহ সংকর ধাতুর নাম –
(ক) ম্যাঙ্গানিজ, (খ) তামা, (গ) সিসা, (ঘ) দস্তা।
উত্তর: (ক) ম্যাঙ্গানিজ। (ইস্পাত তৈরি করতে এটি ব্যবহৃত হয়।)
৭৮. গ্রহগুলির মধ্যে সবথেকে বেশি পরিক্রমণ সময় নেয় –
(ক) পৃথিবী, (খ) বৃহস্পতি, (গ) মঙ্গল, (ঘ) নেপচুন।
উত্তর: (ঘ) নেপচুন।
৭৯. ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওজোন স্তর হল –
(ক) জাতীয় সম্পদ, (খ) বহুজাতিক সম্পদ, (গ) আন্তর্জাতিক সম্পদ, (ঘ) অদ্বিতীয় সম্পদ।
উত্তর: (গ) আন্তর্জাতিক সম্পদ।
৮০. ভারতের কোন্ রাজ্যে আগে সূর্যোদয় হয়?
(ক) রাজস্থান, (খ) বিহার, (গ) হিমাচলপ্রদেশ, (ঘ) অরুণাচলপ্রদেশ।
উত্তর: (ঘ) অরুণাচলপ্রদেশ।
৮১. খবরের কাগজ পড়ার পর ওই খবরের কাগজ ব্যবহার করে ঠোঙা বানালে, তোমার এই কাজটিকে বলা হয় –
(ক) সম্পদের অপচয় রোধ, (খ) সম্পদের পরিবর্ত ব্যবহার, (গ) সম্পদের পুনর্ব্যবহার, (ঘ) সম্পদের অপব্যবহার।
উত্তর: (গ) সম্পদের পুনর্ব্যবহার।
৮২. ভারতের প্রাচীনতম তৈলখনি –
(ক) বোম্বে হাই, (খ) নাহারকাটিয়া, (গ) সানন্দ, (ঘ) ডিগবয়।
উত্তর: (ঘ) ডিগবয়।
৮৩. সৌরজগতের উন্নতম গ্রহটি হল –
(ক) বুধ, (খ) শুক্র, (গ) মঙ্গল।
উত্তর: (খ) শুক্র।
৮৪. পৃথিবীর কোন্ অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি ?
(ক) নিরক্ষীয় অঞ্চলে, (খ) মেরু অঞ্চলে, (গ) ক্রান্তীয় অঞ্চলে।
উত্তর: (খ) মেরু অঞ্চলে।
৮৫. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস –
(ক) 12,714 কিমি, (খ) 12,734 কিমি, (গ) 12,757 কিমি।
উত্তর: (গ) 12,757 কিমি।
৮৬. 21 জুন দিনটিকে বলে –
(ক) মহাবিষুব, (খ) কর্কটসংক্রান্তি, (গ) মকরসংক্রান্তি।
উত্তর: (খ) কর্কটসংক্রান্তি।
৮৭. ক্রায়োলাইট একপ্রকার –
(ক) সম্ভাব্য সম্পদ, (খ) দুষ্প্রাপ্য সম্পদ, (গ) অদ্বিতীয় সম্পদ।
উত্তর: (খ) দুষ্প্রাপ্য সম্পদ।
৮৮. ভারতের বৃহত্তম খনিজ তৈল শোধনাগার –
(ক) জামনগর, (খ) ডিগবয়, (গ) কয়ালি-তে অবস্থিত।
উত্তর: (ক) জামনগর।
৮৯. আকরিক লোহা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে –
(ক) ছত্তিশগড়, (খ) ঝাড়খণ্ড, (গ) ওড়িশা রাজ্য।
উত্তর: (গ) ওড়িশা রাজ্য।
৯০. কয়লার মধ্যে কার্বনের উপস্থিতির ভিত্তিতে কোন্ কয়লা উন্নতমানের ?
(ক) অ্যানথ্রাসাইট, (খ) বিটুমিনাস, (গ) লিগনাইট।
উত্তর: (ক) অ্যানথ্রাসাইট।
৯১. কর্কটসংক্রান্তির পর থেকে জলবিষুবের আগের দিন পর্যন্ত সূর্য অবস্থান করে –
(ক) উত্তর গোলার্ধে, (খ) দক্ষিণ গোলার্ধে, (গ) নিরক্ষরেখায়, (ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) উত্তর গোলার্ধে।
৯২. পৃথিবীর আবর্তনজনিত গতিবিক্ষেপ শক্তি আবিষ্কার করেন –
(ক) গ্যালিলিয়ো, (খ) ফেরেল, (গ) কোরিওলিস, (ঘ) কেপলার।
উত্তর: (গ) কোরিওলিস।
৯৩. পৃথিবীর নিরক্ষীয় পরিধি –
(ক) 40,076 কিমি, (খ) 40,008 কিমি, (গ) 12,714 কিমি, (ঘ) 6,371 কিমি।
উত্তর: (ক) 40,076 কিমি।
৯৪. ঢোলকা তৈলখনিটি অবস্থিত –
(ক) গুজরাট রাজ্যে, (খ) মহারাষ্ট্র রাজ্যে, (গ) অসম রাজ্যে, (ঘ) রাজস্থান রাজ্যে।
উত্তর: (ক) গুজরাট রাজ্যে।
৯৫. আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী ইউনিয়ন (IAU) প্লুটোকে ‘বামন গ্রহ' আখ্যা দিয়েছেন –
(ক) 2006 সালে, (খ) 2005 সালে, (গ) 2007 সালে।
উত্তর: (ক) 2006 সালে।
৯৬. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস –
(ক) 12757 কিলোমিটার, (খ) 12714 কিলোমিটার, (গ) 12730 কিলোমিটার।
উত্তর: (ক) 12757 কিলোমিটার।
৯৭. উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয় –
(ক) 3 জানুয়ারি, (খ) 4 জুলাই, (গ) 21 জুন।
উত্তর: (গ) 21 জুন।
৯৮. সবচেয়ে ধীর গতিতে আবর্তন করে –
(ক) শুক্র গ্রহ, (খ) মঙ্গল গ্রহ, (গ) শনি গ্রহ।
উত্তর: (ক) শুক্র গ্রহ।
৯৯. শল্কমোচন মূলত দেখা যায় –
(ক) ব্যাসল্ট শিলায়, (খ) গ্রানাইট শিলায়, (গ) চুনাপাথরে।
উত্তর: (খ) গ্রানাইট শিলায়।
১০০. শিলায় মরিচা পড়ার প্রক্রিয়াটি হল –
(ক) জারণ, (খ) জলযোজন, (গ) অঙ্গার যোজন।
উত্তর: (ক) জারণ।
১০১. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয় –
(ক) রেগোলিথ, (খ) বক্সাইট, (গ) চারনোজেম।
উত্তর: (ক) রেগোলিথ।
১০২. বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের ওপরের খনিজ পদার্থগুলির নীচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে –
(ক) এলুভিয়েশন, (খ) ইলুভিয়েশন, (গ) হিউমিফিকেশন, (ঘ) ক্যালশিফিকেশন।
উত্তর: (খ) ইলুভিয়েশন।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. নিরক্ষরেখার অক্ষাংশের মান কত?
উত্তর: 0°।
২. পৃথিবীপৃষ্ঠীয় বায়ুর চাপ কত মিলিবার?
উত্তর: 1013.25 মিলিবার।
৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রকৃত কত সময় লাগে?
উত্তর: 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড।
৪. দু'টি জোয়ারভাটার মধ্যে সময়ের ব্যবধান কত?
উত্তর: 12 ঘন্টা 25 মিনিট।
৫. সৌরজগতের কোন্ দুটি গ্রহের আবর্তন পূর্ব থেকে পশ্চিমে ?
উত্তর: শুক্র ও ইউরেনাস।
৬. পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবথেকে বেশি ও কেন ?
উত্তর: নিরক্ষরেখায় সবথেকে বেশি, কারণ ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে গতি বেশি হয়।
৭. পৃথিবীর পরিধির পরিমাপ কত ?
উত্তর: প্রায় ৪০,০৭৫ কিলোমিটার।
৮. GPS-এর পুরো কথাটি কী ?
উত্তর: Global Positioning System।
৯. ‘সাগরসম্রাট' ও ‘সাগরবিকাশ' কী? এর মাধ্যমে কী করা হয় ?
উত্তর: ‘সাগরসম্রাট’ হল এক সমুদ্রতেল খননকারী জাহাজ এবং ‘সাগরবিকাশ’ হল গবেষণা জাহাজ। এগুলির মাধ্যমে সমুদ্রের তেল ও গ্যাসের অনুসন্ধান করা হয়।
১০. খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো।
উত্তর: পেট্রোল ও ডিজেল।
১১. একটি অবস্তুগত সম্পদের উদাহরণ দাও।
উত্তর: জ্ঞান বা মেধাস্বত্ব।
১২. ভারতের বৃহত্তম লিগনাইট খনিটির নাম লেখো।
উত্তর: নেভেলি (তামিলনাড়ু)।
১৩. GNSS Network কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত?
উত্তর: স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সঙ্গে।
১৪. অনুসূর অবস্থানে পৃথিবী সূর্য থেকে গড় দূরত্ব অপেক্ষা কত কিমি কাছে সরে আসে?
উত্তর: প্রায় ৫০ লক্ষ কিলোমিটার।
১৫. মহারাষ্ট্রের কোন স্থান ভূ-তাপশক্তি উৎপাদনের জন্য বিখ্যাত?
উত্তর: মাণ্ডা।
১৬. কয়লা পুড়িয়ে কি তৈরি করা হয় যা লৌহ-ইস্পাত শিল্পে ও অন্যান্য ধাতু শিল্পে ব্যবহার করা হয়?
উত্তর: কোক।
১৭. পশ্চিমবঙ্গে গঙ্গানদীর তীরে অবস্থিত ফারাক্কায় কোন শক্তিকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর: তাপবিদ্যুৎ কেন্দ্র।
১৮. কোরিওলিস্ বলের মান কোথায় সবথেকে বেশি ?
উত্তর: মেরু অঞ্চলে।
১৯. কলকাতা ও লন্ডন শহরের মধ্যে কোথায় পৃথিবীর আবর্তন বেগ বেশি ?
উত্তর: কলকাতায়।
২০. সম্পদের ধারণায় ‘সৃষ্টিকারী’ ও ‘ভোগকারী' রূপ ছাড়াও মানুষ আর কোন্ কোন্ ভূমিকা পালন করে ?
উত্তর: ব্যবস্থাপক ও সংরক্ষক।
২১. ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কয়লাখনিগুলি কোন্ নদী অববাহিকায় অবস্থিত ?
উত্তর: দামোদর নদী অববাহিকায়।
২২. ভারতের অধিকাংশ কয়লা কোন্ যুগে সৃষ্টি হয় ?
উত্তর: গণ্ডোয়ানা যুগে।
২৩. ভারতের কোন্ রাজ্যে নবগঠিত 'কুডান কুলাম' পরমাণু শক্তি কেন্দ্রটি অবস্থিত ?
উত্তর: তামিলনাড়ু।
২৪. ছায়াবৃত্ত পৃথিবীর কোন্ কোন্ অক্ষরেখাগুলিকে বছরে দুবার সমদ্বিখণ্ডিত করে ?
উত্তর: নিরক্ষরেখা।
২৫. সূর্যের উত্তরায়ণের মধ্যভাগে কোন্ বিষুব ঘটে ?
উত্তর: গ্রীষ্মকালীন বিষুব।
২৬. আবর্তনের ফলে কোন শক্তির কারণে পৃথিবীর নিরক্ষীয় তল সামান্য স্ফীত হয়েছে?
উত্তর: কেন্দ্রীফুগাল শক্তি।
২৭. ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল কোনটি?
উত্তর: ঝরিয়া অঞ্চল (ঝাড়খণ্ড)।
২৮. পৃথিবীর অক্ষরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা কতকোণে হেলে অবস্থান করে?
উত্তর: ২৩.৫° কোণে।
২৯. ভূপৃষ্ঠ ও আকাশের আপাত মিলনস্থলকে কী বলে?
উত্তর: দিগন্ত।
৩০. প্রাচীন গ্রিকরা পৃথিবীর আকার কীরূপ বলে মনে করতেন ?
উত্তর: গোলাকার।
৩১. সূর্যের আপাত বার্ষিক গতির পথ কী নামে পরিচিত ?
উত্তর: ক্রান্তিবৃত্ত।
৩২. গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ি কী নামে পরিচিত?
উত্তর: ক্রোনোমিটার।
৩৩. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় ?
উত্তর: জামনগর, গুজরাট।
৩৪. ভারতের দুটি ভূতাপ শক্তি কেন্দ্রের নাম লেখো।
উত্তর:
প্রথমত, পার্বতীপুর ভূতাপ শক্তি কেন্দ্র (হিমাচলপ্রদেশ)।
দ্বিতীয়ত, পান্ডরো ভূতাপ শক্তি কেন্দ্র (মহারাষ্ট্র)।
৩৫. পৃথিবীর পরিক্রমণের বেগ কত?
উত্তর: প্রায় ১,০৭,০০০ কিমি প্রতি ঘণ্টা।
৩৬. শারদ বিষুব কোন্ তারিখটিকে বলা হয়?
উত্তর: ২৩ সেপ্টেম্বর।
৩৭. সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে মঙ্গলগ্রহের কত সময় লাগে ?
উত্তর: প্রায় ৬৮৭ দিন।
৩৮. একটি পুনর্ভব সম্পদের উদাহরণ দাও।
উত্তর: সৌর শক্তি।
৩৯. পশ্চিম ভারতের একটি ভূ-তাপ শক্তি উৎপাদন কেন্দ্রের নাম লেখো।
উত্তর: মনিকরণ ভূ-তাপ শক্তি কেন্দ্র (হিমাচলপ্রদেশ)।
৪০. ভারতের GPS ব্যবস্থার নাম কী?
উত্তর: NAVIC (Navigation with Indian Constellation)।
৪১. পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর: ২৩.৫ ডিগ্রি।
৪২. সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: অ্যাডাম স্মিথ।
৪৩. ভারতের প্রাচীনতম তৈলখনিটি কী?
উত্তর: ডিগবয় তৈলখনি (অসম)।
৪৪. লোহা উত্তোলনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর: ওড়িশা।
৪৫. ONGC-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: দেহরাদূন, উত্তরাখণ্ড।
৪৬. নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন?
উত্তর: কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্যের কিরণ প্রায় সারা বছর সরাসরি পড়ে এবং দিনের দৈর্ঘ্যও প্রায় সমান থাকে।
৪৭. 15° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিটের?
উত্তর: ৬০ মিনিট।
৪৮. তোমার বিদ্যালয় কী ধরনের সম্পদ?
উত্তর: সামাজিক সম্পদ।
৪৯. GPS-এর পুরো নাম লেখো।
উত্তর: Global Positioning System।
৫০. মুম্বাই (73°E)-এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
উত্তর: ১০৭° পশ্চিম দ্রাঘিমা।
৫১. কয়লার দুটো উপজাত দ্রব্যের নাম লেখো।
উত্তর: কোক ও টার।
৫২. কোন্ যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়?
উত্তর: সেক্সট্যান্ট।
৫৩. 1878 সালটি কি অধিবর্ষ ছিল?
উত্তর: না, এটি অধিবর্ষ ছিল না।
৫৪. অনুসূর অবস্থানে ভারতে কোন্ ঋতু দেখা যায়?
উত্তর: শীত ঋতু।
৫৫. সর্বোচ্চ দ্রাঘিমারে খার মান কত?
উত্তর: ১৮০°।
৫৬. পৃথিবীর নিম্নতম স্থানটি কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে (ম্যারিয়ানা খাত)।
৫৭. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?
উত্তর: বৃহস্পতি।
৫৮. কোন দেশটিতে গেলে মেরুপ্রভা দেখা যায়?
উত্তর: নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, কানাডা ইত্যাদি।
৫৯. কোন শিল্প ‘আধুনিক শিল্পদানব' নামে পরিচিত?
উত্তর: লৌহ-ইস্পাত শিল্প।
৬০. 180° দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত ডিগ্রি?
উত্তর: ০°।
৬১. সাদা কয়লা কী?
উত্তর: জলবিদ্যুৎ।
৬২. ভিলাই লৌহখনি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: ছত্তিশগড়।
৬৩. দক্ষিণ ভারত কোন শক্তি উৎপাদনে অগ্রগণ্য?
উত্তর: পরমাণু শক্তি উৎপাদন।
৬৪. পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের সীমারেখাকে কী বলে?
উত্তর: ছায়া বৃত্ত।
৬৫. DGPS-এর পুরো নাম কী ?
উত্তর: Differential Global Positioning System।
৬৬. পৃথিবীর পরিক্রমণ বেগ কত?
উত্তর: প্রায় ১,০৭,০০০ কিমি প্রতি ঘণ্টা।
<<<<<<<<<<<<<<🌹 সমাপ্ত 🌹>>>>>>>>>>>>