✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হল। বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে, যখন—
(ক) বস্তুর ওজন > প্লবতা বল, (খ) প্লবতা বল > বস্তুর ওজন, (গ) প্লবতা বল = বস্তুর ওজন, (ঘ) বস্তুর ওজন + বায়ুর চাপ > প্লবতা বল।
উত্তর: (গ) প্লবতা বল = বস্তুর ওজন।
২. গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল—
(ক) এন্ডোপ্লাজমীয় জালিকা, (খ) রাইবোজোম, (গ) কোশপর্দা, (ঘ) লাইসোজোম।
উত্তর: (ক) এন্ডোপ্লাজমীয় জালিকা।
৩. কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন্ ধাতুটি নেওয়া উচিত?—
(ক) দস্তা, (খ) তামা, (গ) লোহা, (ঘ) সোনা।
উত্তর: (ঘ) সোনা।
৪. তুমি চাঁদে গেলে। তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে—
(ক) শূন্য, (খ) 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপের সমান, (গ) 10.3 সেমি উঁচু পারদস্তম্ভের চাপের সমান, (ঘ) স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি।
উত্তর: (খ) 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপের সমান।
৫. দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ সেটি হল—
(ক) বৃক্ক, (খ) হৃৎপিণ্ড, (গ) ফুসফুস, (ঘ) মস্তিষ্ক।
উত্তর: (ক) বৃক্ক।
৬. প্রদত্ত কোন্ পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়?—
(ক) কাঠ, (খ) তামা, (গ) লোহা, (ঘ) গ্রাফাইট।
উত্তর: (ক) কাঠ।
৭. কেজি/লিটার এককে পারদের ঘনত্ব হবে—
(ক) 12.5, (খ) 13.6, (গ) 13.8।
উত্তর: (খ) 13.6।
৮. মহাকর্ষ ধ্রুবকের মান হল—
(ক) N-m²/kg², (খ) N-m²/kg², (গ) N-m²/kg²।
উত্তর: (ক) N-m²/kg²।
৯. কঠিনতম মৌল হল—
(ক) হিরে, (খ) লোহা, (গ) প্ল্যাটিনাম।
উত্তর: (ক) হিরে।
১০. অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয়, তা হল—
(ক) Ca²⁺, (খ) K⁺, (গ) Na⁺।
উত্তর: (ক) Ca²⁺।
১১. লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় থাকে—
(ক) ক্লোরাইড কোশ, (খ) ফ্রেম কোশ, (গ) চর্বি কোশ।
উত্তর: (ক) ক্লোরাইড কোশ।
১২. একটি পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু হল—
(ক) সেন্ট্রোজোম, (খ) লাইসোজোম, (গ) এন্ডোপ্লাজমীয় জালিকা।
উত্তর: (ক) সেন্ট্রোজোম।
১৩. ক্যানসার আক্রান্ত কোশে কোন্ অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়?
(ক) গলগি বস্তু, (খ) লাইসোজোম, (গ) মাইটোকনড্রিয়া।
উত্তর: (খ) লাইসোজোম।
১৪. তরলের প্রবাহের দিক নির্ভর করে—
(ক) বল, (খ) চাপ, (গ) ক্ষমতা-এর পার্থক্যের ওপর।
উত্তর: (খ) চাপ।
১৫. কোন্ কোশ অঙ্গাণুকে কোশের ‘প্রোটিন ফ্যাক্টরি' বলা হয়?
(ক) গলগি বডি, (খ) লাইসোজোম, (গ) রাইবোজোম।
উত্তর: (গ) রাইবোজোম।
১৬. প্রদত্ত কোনটি দ্বি-একক পর্দাবৃত কোশ অঙ্গাণু?
(ক) গলগি বডি, (খ) নিউক্লিয়াস, (গ) রাইবোজোম।
উত্তর: (খ) নিউক্লিয়াস।
১৭. ঘনত্বের SI এককটি হল –
(ক) গ্রাম / ঘনসেমি, (খ) কিলোগ্রাম/ঘনসেমি, (গ) গ্রাম/ঘনমিটার, (ঘ) কিলোগ্রাম/ঘনমিটার।
উত্তর: (ঘ) কিলোগ্রাম/ঘনমিটার।
১৮. ক্যালশিয়াম ক্লোরাইডের সংকেত হল –
(ক) CaCl, (খ) Ca, C, (গ) CaCl₃, (ঘ) CaCl₂।
উত্তর: (ঘ) CaCl₂।
১৯. প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়?
(ক) চিনি, (খ) মোম, (গ) সোডিয়াম ক্লোরাইড, (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড।
উত্তর: (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড।
২০. কোশের শক্তিঘর হল –
(ক) মাইটোকনড্রিয়া, (খ) ক্লোরোপ্লাসটিড, (গ) নিউক্লিয়াস, (ঘ) রাইবোজোম।
উত্তর: (ক) মাইটোকনড্রিয়া।
২১. কোশের প্রোটিন ফ্যাক্টরি হল –
(ক) গলগি বস্তু, (খ) রাইবোজোম, (গ) মাইটোকনড্রিয়া, (ঘ) লাইসোজোম।
উত্তর: (খ) রাইবোজোম।
২২. চাপের SI এককটি হল –
(ক) নিউটন, (খ) নিউটন/মিটার, (গ) নিউটন/বর্গমিটার, (ঘ) ডাইন/বর্গমিটার।
উত্তর: (গ) নিউটন/বর্গমিটার।
২৩. চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের –
(ক) ১/২, (খ) ১/৬, (গ) ১/৪, (ঘ) ১/৮।
উত্তর: (খ) ১/৬।
২৪. কার্বন ডাইসালফাইডে দ্রাব্য একটি পদার্থ হল –
(ক) চিনি, (খ) নুন, (গ) তুঁতের গুঁড়ো, (ঘ) সালফার।
উত্তর: (ঘ) সালফার।
২৫. ক্যালশিয়াম ফসফেটের সংকেত হল –
(ক) Ca₃(PO₄)₂, (খ) Ca₅(PO₄)₃, (গ) CaSO₄, (ঘ) CaPO₄।
উত্তর: (ক) Ca₃(PO₄)₂।
২৬. চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম –
(ক) চর্বিকোশ, (খ) কোন কোশ, (গ) রড কোশ, (ঘ) b ও c উভয়ই।
উত্তর: (গ) রড কোশ।
২৭. বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয় –
(ক) যোগকলা, (খ) আবরণী কলা, (গ) পেশি কলা, (ঘ) স্নায়ুকলা।
উত্তর: (খ) আবরণী কলা।
২৮. পৃথিবীর ভর M, পৃথিবীর ব্যাসার্ধ R, অভিকর্ষজ ত্বরণ g এবং সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক G হলে নীচের কোন্ সম্পর্কটি সঠিক ?
(ক) g = GM/R, (খ) G = gM/R, (গ) g = GM/R², (ঘ) G = gM।
উত্তর: (গ) g = GM/R²।
২৯. তরলের চাপ ক্রিয়া করে –
(ক) শুধু নীচের দিকে, (খ) শুধু পাশের দিকে, (গ) শুধু উপরের দিকে, (ঘ) সবদিকে সমানভাবে।
উত্তর: (ঘ) সবদিকে সমানভাবে।
৩০. প্লবতা বল ক্রিয়া করে –
(ক) নীচের দিকে, (খ) উপরের দিকে, (গ) সবদিকে।
উত্তর: (খ) উপরের দিকে।
৩১. বলের SI একক হল –
(ক) ডাইন, (খ) নিউটন, (গ) পাস্কাল।
উত্তর: (খ) নিউটন।
৩২. খাদ্যলবণের সংকেত –
(ক) KCl, (খ) NaCl, (গ) MgCl₂।
উত্তর: (খ) NaCl।
৩৩. পরমাণুর নিস্তড়িৎ কণা –
(ক) প্রোটন, (খ) নিউট্রন, (গ) ইলেকট্রন।
উত্তর: (গ) ইলেকট্রন।
৩৪. দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি, সেটি হল – (a) বৃক্ক, (b) হৃৎপিণ্ড, (c) ফুসফুস।
উত্তর: (a) বৃক্ক।
৩৫. গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল – (a) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, (b) রাইবোজোম, (c) কোশপর্দা।
উত্তর: (a) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
৩৬. প্রোটিন সংশ্লেষে অংশ নেয় – (a) রাইবোজোম, (b) লাইসোজোম, (c) মাইটোকনড্রিয়া।
উত্তর: (a) রাইবোজোম।
৩৭. 4°C উয়তায় 1 atm চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব –
(a) 1 kg/L, (b) 10 g/cm³, (c) 10 kg/m³, (d) 1 g/cm²।
উত্তর: (a) 1 kg/L।
৩৮. সমভরের দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বের চারগুণ করা হলে, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল –
(a) চারগুণ কমবে, (b) আটগুণ কমবে, (c) চারগুণ বাড়বে, (d) ষোলো গুণ কমবে।
উত্তর: (d) ষোলো গুণ কমবে।
৩৯. প্রদত্ত কোন্ বিক্রিয়াটিতে H2 গ্যাস উৎপন্ন হয় না?
(a) Zn-এর সঙ্গে লঘু H2SO4-এর বিক্রিয়া হলে, (b) তুঁতের জলীয় দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়া হলে, (c) Al-এর সঙ্গে লঘু HCI-এর বিক্রিয়া হলে, (d) লোহিততপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়া হলে।
উত্তর: (b) তুঁতের জলীয় দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়া হলে।
৪০. নিম্নলিখিত কোন্ যৌগে অণুর অস্তিত্ব আছে?
(a) পটাশিয়াম ক্লোরাইড, (b) ক্যালশিয়াম ফ্লুওরাইড, (c) নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, (d) সোডিয়াম ক্লোরাইড।
উত্তর: (c) নাইট্রোজেন ট্রাইক্লোরাইড।
৪১. একটি ক্যাম্বিস বলকে উপর থেকে ছাড়লে তা পৃথিবীর টানে নীচে নেমে আসে, কারণ –
(a) বলটির টানে পৃথিবীতে কোনো ত্বরণ সৃষ্টি হয় না, (b) ক্যাম্বিস বলের টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ পৃথিবীর টানে ক্যাম্বিস বলে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি, (c) পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট ত্বরণ ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি, (d) উভয় ত্বরণই সমমানের।
উত্তর: (c) পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট ত্বরণ ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি।
৪২. গলগি বস্তু গঠনে সাহায্য করে –
(a) মাইটোকনড্রিয়া, (b) কোশপর্দা, (c) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, (d) সেন্ট্রোজোম।
উত্তর: (c) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম।
৪৩. অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে –
(a) লোহিত রক্তকণিকার, (b) শ্বেত রক্তকণিকার, (c) অণুচক্রিকার সংখ্যা বেড়ে যায়।
উত্তর: (a) লোহিত রক্তকণিকার।
৪৪. প্রোটিন সংশ্লেষে অংশ নেয় –
(a) রাইবোজোম, (b) লাইসোজোম, (c) মাইটোকনড্রিয়া।
উত্তর: (a) রাইবোজোম।
৪৫. উদ্ভিদের বর্ধনশীল অংশে থাকে -
(a) স্থায়ী কলা, (b) ভাজক কলা, (c) আবরণী কলা।
উত্তর: (b) ভাজক কলা।
৪৬. ফুলের বহির্গঠন পর্যবেক্ষণের জন্য তুমি কী ব্যবহার করবে? -
(a) যৌগিক মাইক্রোস্কোপ, (b) সরল মাইক্রোস্কোপ, (c) ইলেকট্রন মাইক্রোস্কোপ।
উত্তর: (b) সরল মাইক্রোস্কোপ।
৪৭. SI-তে বলের একক –
(a) ডাইন, (b) পাউন্ডাল, (c) নিউটন, (d) কুলম্ব।
উত্তর: (c) নিউটন।
৪৮. পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম –
(a) প্রোটন, (b) নিউট্রন, (c) ইলেকট্রন, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) নিউট্রন।
৪৯. নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) গ্যাসের বর্ণ হল –
(a) বাদামি, (b) সবুজ, (c) লাল, (d) নীল।
উত্তর: (a) বাদামি।
৫০. জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে –
(a) NaCl, (b) CCl4, (c) C12H22O11, (d) কোনোটিই নয়।
উত্তর: (a) NaCl।
৫১. নির্দিষ্ট আয়তন ও আকার আছে কোন্ পদার্থের ? –
(a) তরল পদার্থ, (b) গ্যাসীয় পদার্থ, (c) কঠিন পদার্থ, (d) কোনোটি নয়।
উত্তর: (c) কঠিন পদার্থ।
৫২. কোনো বস্তুর ভর 10 kg হলে বস্তুটির ওজন হবে (g = 9.8m/s²) –
(a) 98 N, (b) 19.6 N, (c) 10 N, (d) 0.98 N।
উত্তর: (a) 98 N।
৫৩. তড়িদাধান পরিমাপের একক –
(a) কুলম্ব, (b) ভোল্ট, (c) ডাইন, (d) অ্যাম্পিয়ার।
উত্তর: (a) কুলম্ব।
৫৪. CuO যৌগে Cu-এর যোজ্যতা কত ? –
(a) 2, (b) 1, (c) 3, (d) 4।
উত্তর: (a) 2।
৫৫. সালফার দ্রাব্য –
(a) কার্বন ডাইসালফাইডে, (b) জলে, (c) অ্যালকোহলে, (d) কেরোসিনে।
উত্তর: (a) কার্বন ডাইসালফাইডে।
৫৬. নীচের কোন্ অঙ্গাণুটি প্রোক্যারিওটিক কোশে থাকে, যা ইউক্যারিওটিক কোশের মাইটোকনড্রিয়ার ন্যায় কাজ করে ? –
(a) রাইবোজোম, (b) মেসোজোম, (c) নিউক্লিওয়েড, (d) কোনোটিই নয়।
উত্তর: (b) মেসোজোম।
৫৭. ‘প্রোটিন ফ্যাক্টরি' নামে পরিচিত কোন্ কোশীয় অঙ্গাণু? –
(a) সেন্ট্রোজোম, (b) মাইটোকনড্রিয়া, (c) রাইবোজোম, (d) লাইসোজোম।
উত্তর: (c) রাইবোজোম।
৫৮. খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে কী থাকার জন্য কোশীয় তরল বরফের কেলাস হয়ে যায় না? –
(a) ক্লোরাইড কোশ, (b) মায়োগ্লোবিন, (c) অ্যান্টিফ্রিজ প্রোটিন, (d) সবকটিই।
উত্তর: (c) অ্যান্টিফ্রিজ প্রোটিন।
৫৯. ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট বলের জন্য ক্রিয়াশীল চাপ –
(a) বৃদ্ধি পায়, (b) হ্রাস পায়, (c) একই থাকে।
উত্তর: (b) হ্রাস পায়।
৬০. তরল ধাতু হল –
(a) পারদ, (b) ব্রোমিন, (c) জল।
উত্তর: (a) পারদ।
৬১. প্রোটিন তৈরি করতে সাহায্য করে –
(a) রাইবোজোম, (b) লাইসোজোম, (c) সেন্ট্রোজোম, (d) মেসোজোম।
উত্তর: (a) রাইবোজোম।
৬২. নিম্নলিখিত কোটির আকৃতি অনিয়মিত ও পরিবর্তনশীল ? –
(a) লোহিত রক্তকণিকা, (b) শ্বেত রক্তকণিকা, (c) স্নায়ুকোশ, (d) পেশিকোশ।
উত্তর: (b) শ্বেত রক্তকণিকা।
৬৩. যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1, ও তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, নীচের কোনটি ভাসনের শর্ত ? –
(a) W1 > W2, (b) W1 = W2, (c) W1 < W2, (d) W1 + W2 হলেই চলবে।
উত্তর: (c) W1 < W2।
৬৪. তরলের চাপ ক্রিয়া করে –
(a) শুধু নীচের দিকে, (b) শুধু পাশের দিকে, (c) শুধু উপরের দিকে, (d) সবদিকে সমানভাবে।
উত্তর: (d) সবদিকে সমানভাবে।
৬৫. তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের কুপরিবাহী হল –
(a) গ্রাফাইট, (b) হিরে, (c) পারদ, (d) তামা।
উত্তর: (b) হিরে।
৬৬. পরমাণুর অভ্যন্তরে আধানহীন কণা –
(a) প্রোটন, (b) ইলেকট্রন, (c) নিউট্রন, (d) পজিট্রন।
উত্তর: (c) নিউট্রন।
৬৭. প্রোটিন তৈরি করতে সাহায্য করে –
(a) গলগি বস্তু, (b) সাইটোপ্লাজম, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।
উত্তর: (d) রাইবোজোম।
৬৮. দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ সেটি হল –
(a) বৃক্ক, (b) হৃৎপিণ্ড, (c) ফুসফুস, (d) মস্তিষ্ক।
উত্তর: (a) বৃক্ক।
৬৯. 'আত্মঘাতী থলি' বলা হয় –
(a) রাইবোজোমকে, (b) গলগি বস্তুকে, (c) লাইসোজোমকে, (d) মাইটোকনড্রিয়াকে।
উত্তর: (c) লাইসোজোমকে।
৭০. নিউটন/বর্গমিটার এককটি যে ভৌতরাশির একক তা হল –
(a) বল, (b) ঘনত্ব, (c) চাপ, (d) ত্বরণ।
উত্তর: (c) চাপ।
৭১. একটি 3 kg ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে, তা হল –
(a) 9.8 N, (b) 24.9 N, (c) 29.4 dyn, (d) 29.4 N।
উত্তর: (d) 29.4 N।
৭২. কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন্ ধাতুটি নেওয়া উচিত? –
(a) দস্তা, (b) তামা, (c) লোহা, (d) সোনা।
উত্তর: (d) সোনা।
৭৩. প্রদত্ত কোন্ যৌগটিতে অণুর অস্তিত্ব নেই? –
(a) অক্সিজেন, (b) সোডিয়াম ফ্লুওরাইড, (c) অ্যামোনিয়া, (d) জল।
উত্তর: (b) সোডিয়াম ফ্লুওরাইড।
৭৪. ‘আত্মঘাতী থলি’ বলা হয় –
(a) গলগি বস্তুকে, (b) লাইসোজোমকে, (c) রাইবোজোমকে, (d) সেন্ট্রোজোমকে।
উত্তর: (b) লাইসোজোমকে।
৭৫. পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণের তড়িদ্বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় –
(a) H₂, (b) O₂, (c) I₂, (d) K।
উত্তর: (c) I₂।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. ⁶C¹⁴ পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো।
উত্তর: ⁶C¹⁴ পরমাণুর প্রোটন সংখ্যা ৬ এবং নিউট্রন সংখ্যা ৮।
২. জলের ভর 1 kg হলে, তার ওজন কত হবে?
উত্তর: 1 kg জলের ওজন হবে 9.8 N।
৩. খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কীভাবে সাহায্য করে?
উত্তর: অ্যান্টিফ্রিজ প্রোটিন প্রাণীদের কোশীয় তরলে বরফের কেলাস তৈরি হতে বাধা দেয় এবং কোশকে ঠান্ডা পরিবেশে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে।
৪. 14N মৌলটির ভরসংখ্যা কত ?
উত্তর: ১৪।
৫. তুঁতের বর্ণ কীরূপ?
উত্তর: সবুজ।
৬. অভিকর্ষ বল বলতে কী বোঝায় ?
উত্তর: পৃথিবীর টানের ফলে যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে।
৭. বায়ুমণ্ডলের চাপ কোন্ যন্ত্রের দ্বারা মাপা হয়।
উত্তর: ব্যারোমিটার।
৮. রক্তের কোন্ কোশীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে?
উত্তর: শ্বেত রক্তকণিকা।
৯. চোখের রেটিনায় অবস্থিত শঙ্কু আকৃতির কোশের কাজ কী?
উত্তর: রঙ চিনতে সাহায্য করা।
১০. একটি 5 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে?
উত্তর: ৪৯ নিউটন।
১১. Pb, Na, Ag, Al ধাতুগুলিকে তাদের সক্রিয়তার অধঃক্রমে সাজাও।
উত্তর: Na > Al > Pb > Ag।
১২. পারদ ও ফুওরিনের সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখো যেখানে পারদের যোজ্যতা 1।
উত্তর: HgF।
১৩. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে দেখার জন্য কি ব্যবহার করা হয়।
উত্তর: ইলেকট্রন রশ্মি।
১৪. কোথা থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়।
উত্তর: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
১৫. অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে কী সংখ্যায় বেশি হয়।
উত্তর: লোহিত রক্তকণিকা।
১৪. প্রাইমরডিয়াল ইউট্রিকল কী?
উত্তর: কোশের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসকে ঘিরে থাকা আধার।
১৫. ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী থাকায় দেহের কোশীয় তরল বরফে পরিণত হয় না ?
উত্তর: অ্যান্টিফ্রিজ প্রোটিন।
১৬. ক্যাকটাসের কাণ্ডের কোশে উপস্থিত জল সঞ্চয়ী উপাদানের নাম লেখো।
উত্তর: মিউসিলেজ।
১৭. নিউক্লিয়াস ছাড়া কোশের কোন্ অঙ্গাণুতে DNA বর্তমান ?
উত্তর: মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট।
১৮. জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন কত হলে, ঊর্ধ্বমুখী প্লবতা 10 N হবে।
উত্তর: ১০ N।
১৯. 10 N ও 20 N ওজনের দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একই সঙ্গে অবাধে পড়তে দেওয়া হল। কোনটি আগে মাটি স্পর্শ করবে?
উত্তর: উভয়ই একসঙ্গে মাটি স্পর্শ করবে।
২০. দেশলাই কাঠির বারুদে কোন্ ধাতব পদার্থ থাকে?
উত্তর: ফসফরাস।
২১. বেমানান শব্দটি খুঁজে বের করো : সোডিয়াম সালফাইড, হাইড্রোজেন সালফাইড, জিংক ক্লোরাইড, ক্যালশিয়াম ক্লোরাইড।
উত্তর: হাইড্রোজেন সালফাইড।
২২. একটি ধাতু ও একটি অধাতুর নাম ও চিহ্ন লেখো, যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি করে।
উত্তর: সীসা (Pb) ও আর্সেনিক (As)।
২৩. ফ্যাট সঞ্চয়কারী প্লাসটিডকে কি বলে?
উত্তর: এলিওপ্লাস্ট।
২৪. মেরু অঞ্চলের প্রাণীদের দেহে কী প্রকার প্রোটিন থাকে ?
উত্তর: অ্যান্টিফ্রিজ প্রোটিন।
২৫. অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে কী সংখ্যায় বেশি হয়।
উত্তর: লোহিত রক্তকণিকা।
২৬. 1 kg ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান কত ?
উত্তর: 9.8 N।
২৭. কার্বনের কোন্ রূপভেদ তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের কুপরিবাহী ?
উত্তর: হিরে (Diamond)।
২৮. কোন পরিমাপের উপায়কে 'গাউস-এর উপায়' বলা হয়।
উত্তর: চৌম্বকীয় ক্ষেত্রের মাপ নির্ণয়ের উপায়।
২৯. ইনি একজন বিজ্ঞানী। যিনি প্রমাণ করেন পরমাণুতে ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক চার্জযুক্ত একটি কণা থাকে, যেটি হল প্রোটন। বিজ্ঞানীটি কে?
উত্তর: আর্নেস্ট রাদারফোর্ড।
৩০. অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে কী থাকে?
উত্তর: বেশি পরিমাণ হিমোগ্লোবিন।
৩১. কোন্ জীববিজ্ঞানী প্রথম সজীব কোশ পর্যবেক্ষণ করেন ?
উত্তর: অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক।
৩২. SI-তে বল পরিমাপের একক কী?
উত্তর: নিউটন (N)।
৩৩. এক কেজি ভরের বাটখারাকে হাতে ধরে তুললে অনুভূত বলের আসন্ন মান কত হবে?
উত্তর: 9.8 N।
৩৪. পশম দিয়ে কাচদণ্ডকে ঘষলে কাচে কোন্ ধরনের স্থির তড়িৎ সৃষ্টি হয় ?
উত্তর: ধনাত্মক চার্জ।
৩৫. ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হলে উৎপন্ন গ্যাসের গন্ধ কীরূপ হয় ?
উত্তর: পচা ডিমের গন্ধ।
৩৬. হাইড্রোজেনের যে-কোনো দুটি আইসোটোপের নাম ও সংকেত লেখো।
উত্তর: প্রোটিয়াম (¹H) ও ডিউটেরিয়াম (²H)।
৩৭. 1 kg ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান কত ?
উত্তর: 9.8 N।
৩৮. কার্বনের কোন্ রূপভেদ তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের কুপরিবাহী ?
উত্তর: হিরে (Diamond)।
৩৯. কোন পরিমাপের উপায়কে 'গাউস-এর উপায়' বলা হয়?
উত্তর: চৌম্বকীয় ক্ষেত্রের মাপ নির্ণয়ের উপায়।
৪০. ইনি একজন বিজ্ঞানী। যিনি প্রমাণ করেন পরমাণুতে ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক চার্জযুক্ত একটি কণা থাকে, যেটি হল প্রোটন। বিজ্ঞানীটি কে?
উত্তর: আর্নেস্ট রাদারফোর্ড।
৪১. অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে কী থাকে?
উত্তর: বেশি পরিমাণ হিমোগ্লোবিন।
৪২. কোন্ জীববিজ্ঞানী প্রথম সজীব কোশ পর্যবেক্ষণ করেন ?
উত্তর: অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক।
৪৩. SI-তে বল পরিমাপের একক কী?
উত্তর: নিউটন (N)।
৪৪. এক কেজি ভরের বাটখারাকে হাতে ধরে তুললে অনুভূত বলের আসন্ন মান কত হবে?
উত্তর: 9.8 N।
৪৫. পশম দিয়ে কাচদণ্ডকে ঘষলে কাচে কোন্ ধরনের স্থির তড়িৎ সৃষ্টি হয় ?
উত্তর: ধনাত্মক চার্জ।
৪৬. ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হলে উৎপন্ন গ্যাসের গন্ধ কীরূপ হয় ?
উত্তর: পচা ডিমের গন্ধ।
৪৭. হাইড্রোজেনের যে-কোনো দুটি আইসোটোপের নাম ও সংকেত লেখো।
উত্তর: প্রোটিয়াম (¹H) ও ডিউটেরিয়াম (²H)।
৪৮. SI-তে অভিকর্ষজ ত্বরণের এককসহ মান লেখো।
উত্তর: m/s², মান 9.8 m/s²।
৪৯. রাসায়নিক সংকেত লেখো: ফেরিক অক্সাইড, ক্যালশিয়াম হাইড্রক্সাইড।
উত্তর: ফেরিক অক্সাইড (Fe₂O₃), ক্যালশিয়াম হাইড্রক্সাইড (Ca(OH)₂)।
৫০. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি কি কি?
উত্তর: অভিসারী লেন্স ও অপসারী লেন্স।
৫১. দেখতে সাহায্য করে এমন দুটি কোশের নাম লেখো।
উত্তর: শঙ্কু কোশ ও দণ্ড কোশ।
৫২. জলের ঘনত্ব কত ?
উত্তর: 1000 kg/m³।
৫৩. প্রমাণ বায়ুর চাপ কত ?
উত্তর: 1.013 × 10⁵ Pa বা 760 mm Hg।
৫৪. 14N পরমাণুটিতে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা কত ?
উত্তর: ইলেকট্রন সংখ্যা: 7, নিউট্রন সংখ্যা: 7।
৫৫. অ্যামিবার গমনাঙ্গের নাম কি?
উত্তর: ক্ষণপদ (Pseudopodia)।
৫৬. DNA-এর পুরো কথাটি লেখো।
উত্তর: ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (Deoxyribonucleic Acid)।
৫৭. 11 Na23 নিউক্লাইডটিতে নিউট্রন সংখ্যা কত?
উত্তর: 12।
৫৮. সাধারণ উয়তায় ব্রোমিন কি অবস্থায় থাকে?
উত্তর: তরল।
৫৯. বস্তুর ওজন মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ?
উত্তর: স্প্রিং তুলাযন্ত্র।
৬০. পৃথিবীর আকর্ষণ বলের বাইরে পাঠাতে কোনো বস্তুকে কত বেগে ছুঁড়তে হবে?
উত্তর: ন্যূনতম মুক্তিবেগ প্রয়োজন যা প্রায় 11.2 km/s।
৬১. আয়োডিন বাষ্পের বর্ণ কী?
উত্তর: বেগুনি।
৬২. একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে, তাকে কি বলে?
উত্তর: অণু-আয়ন (Polyatomic Ion)।
৬৩. ক্যালশিয়াম ফসফেট ও ফেরাস ক্লোরাইড যৌগের সংকেত লেখ।
উত্তর: Ca₃(PO₄)₂ এবং FeCl₂।
৬৪. DNA ও RNA যুক্ত একটি কোশ অঙ্গাণুর নাম লিখ।
উত্তর: নিউক্লিয়াস।
৬৫. খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে কোন প্রোটিন থাকে যা কোশীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়?
উত্তর: অ্যান্টিফ্রিজ প্রোটিন।
৬৬. প্রাণীদেহে বহিঃকঙ্কাল গঠন করে কোন কলা?
উত্তর: আবরনী কলা (Epidermal Tissue)।
৬৭. কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হল। এতে বস্তুটির কোন্ ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল? সেটির SI একক লেখো।
উত্তর: ঘনত্ব, SI একক: kg/m³।
৬৮. লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপটা চাকতির মতো হওয়ার সুবিধা কী?
উত্তর: অক্সিজেন পরিবহণের পৃষ্ঠতল বৃদ্ধি করা।
৬৯. গন্ধের সাহায্যে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন সালফাইড -এই দুটি গ্যাসকে কীভাবে শনাক্ত করবে?
উত্তর: অ্যামোনিয়া গ্যাসের গন্ধ তীব্র ও ধারালো এবং হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো।
৭০. SI-তে বলের একক কী ?
উত্তর: নিউটন (N)।
৭১. ন্যূনতম কত বেগে কোনো বস্তুকে উপরের দিকে ছোঁড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়?
উত্তর: 11.2 km/s।
৭২. কোনো বস্তুর ভর 5 kg হলে, তার ওজন কত হবে?
উত্তর: 49 N।
৭৩. 1 ডাইন বল বলতে কী বোঝায় ?
উত্তর: 1 g ভরের কোনো বস্তুকে 1 cm/s² ত্বরণ প্রদানকারী বল।
৭৪. লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিংক ধাতুর টুকরো যোগ করলে কোন্ গ্যাস উৎপন্ন হবে?
উত্তর: হাইড্রোজেন (H₂)।
৭৫. সাধারণ অবস্থায় ব্রোমিন, কোন বর্ণের তরল পদার্থ?
উত্তর: লালচে-বাদামি।
৭৬. স্নায়ুকলার অন্যতম প্রধান কাজ কী?
উত্তর: উদ্দীপনা গ্রহণ, বিশ্লেষণ এবং সাড়া প্রদান।
৭৭. বর্ণহীন প্লাসটিড কোনটি?
উত্তর: লিউকোপ্লাস্ট।
৭৮. একজন স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর: 46।
৭৯. ক্রিস্টি কোথায় দেখা যায়?
উত্তর: মাইটোকনড্রিয়াতে।
৮০. জিন কী?
উত্তর: ডিএনএ-এর ক্ষুদ্র অংশ যা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
৮১. ভাজক কলা ও স্থায়ী কলার একটি পার্থক্য লেখো।
উত্তর: ভাজক কলা কোশ বিভাজনের ক্ষমতা রাখে, স্থায়ী কলা তা রাখে না।
৮২. প্রাণীকোশ বিভাজনে কোন্ কোশ অঙ্গাণুটি অংশগ্রহণ করে?
উত্তর: সেন্ট্রিয়োল।
৮৩. সরষের তেল জলের ওপর ভেসে থাকে। তাহলে জল ও সরষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি?
উত্তর: জলের ঘনত্ব বেশি।
৮৪. জলের অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত?
উত্তর: সমযোজী বন্ধন।
৮৫. আমি একপ্রকার রক্তকোশ, দেহে রোগজীবাণু প্রবেশ করলে অ্যামিবার মতো নিজের আকৃতির পরিবর্তন ঘটাই – আমি কে?
উত্তর: শ্বেত রক্তকণিকা (WBC)।
<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>