✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. প্রতি ৩৩ মিটার গভীরতায় তাপমাত্রা বৃদ্ধি পায় প্রায়—
(ক) 10° সেন্টিগ্রেড (খ) 1° সেন্টিগ্রেড (গ) 6.4° সেন্টিগ্রেড।
উত্তর: (খ) 1° সেন্টিগ্রেড।
২. সিয়াল ও সিমার মধ্যবর্তী বিযুক্তিরেখার নাম—
(ক) কনরাড বিযুক্তিরেখা (খ) মোহো বিযুক্তিরেখা (গ) গুটেনবার্গ বিযুক্তিরেখা।
উত্তর: (ক) কনরাড বিযুক্তিরেখা।
৩. ‘Journey to the Centre of the Earth’ বইটির লেখকের নাম—
(ক) আগাথা ক্রিস্টি (খ) জুল ভার্ন (গ) মুলকরাজ আনন্দ।
উত্তর: (খ) জুল ভার্ন।
৪. ভূমিকম্পের যে তরঙ্গ ভূ-অভ্যন্তরের কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে; সেটি হল—
(ক) L তরঙ্গ (খ) S তরঙ্গ (গ) P তরঙ্গ।
উত্তর: (গ) P তরঙ্গ।
৫. ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র—
(ক) 2.6 g/cm³ (খ) 3.3 g/cm³ (গ) 5.5 g/cm³।
উত্তর: (ক) 2.6 g/cm³।
৬. অ্যাস্থেনোস্ফিয়ার অবস্থিত—
(ক) শিলামণ্ডলে (খ) গুরুমণ্ডলে (গ) কেন্দ্রমণ্ডলে।
উত্তর: (খ) গুরুমণ্ডলে।
৭. সান-আম্ব্রিজ চ্যুতি অবস্থিত—
(ক) ট্রান্সফর্ম (খ) অভিসারী (গ) প্রতিসারী পাত-সীমান্তে।
উত্তর: (ক) ট্রান্সফর্ম পাত-সীমান্তে।
৮. জাপানের ফুজিয়ামা হল—
(ক) সুপ্ত (খ) মৃত (গ) জীবন্ত আগ্নেয়গিরি।
উত্তর: (ক) সুপ্ত আগ্নেয়গিরি।
৯. 1992 খ্রিস্টাব্দের আর্থ সামিট (Earth Summit) সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
(ক) রিও-ডি-জেনিরো (খ) লন্ডন (গ) দিল্লি।
উত্তর: (ক) রিও-ডি-জেনিরো।
১০. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তিরেখাটি হল—
(ক) মোহোরোভিসিক বিযুক্তি (খ) গুটেনবার্গ বিযুক্তি (গ) কনরাড বিযুক্তি।
উত্তর: (খ) গুটেনবার্গ বিযুক্তি।
১১. ভিসুভিয়াস একটি—
(ক) সক্রিয় আগ্নেয়গিরি (খ) মৃত আগ্নেয়গিরি (গ) সুপ্ত আগ্নেয়গিরি।
উত্তর: (ক) সক্রিয় আগ্নেয়গিরি।
১২. প্রতিসারী পাত সীমানা বরাবর গঠিত হয়—
(ক) ভঙ্গিল পর্বত (খ) বৃত্তচাপীয় দ্বীপমালা (গ) মধ্য-সামুদ্রিক শৈলশিরা।
উত্তর: (গ) মধ্য-সামুদ্রিক শৈলশিরা।
১৩. ভারত ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য গঠন করা হয়েছে—
(ক) ASEAN (খ) SAARC (গ) OPEC।
উত্তর: (খ) SAARC।
১৪. ভুটান যে শিল্পে বেশ উন্নত তা হল—
(ক) কাগজ শিল্প (খ) বস্ত্রশিল্প (গ) চামড়া শিল্প।
উত্তর: (ক) কাগজ শিল্প।
১৫. পৃথিবীর গড় ঘনত্ব—
(ক) 2.6 গ্রাম/ঘনসেমি (খ) 3.3 গ্রাম/ঘনসেমি (গ) 5.5 গ্রাম/ঘনসেমি।
উত্তর: (গ) 5.5 গ্রাম/ঘনসেমি।
১৬. ‘Asthenosphere' শব্দটি—
(ক) জার্মান (খ) গ্রিক (গ) ইংরেজি ভাষার অন্তর্গত।
উত্তর: (খ) গ্রিক।
১৭. একটি সুপ্ত আগ্নেয়গিরি হল—
(ক) ফুজিয়ামা (খ) ব্যারেন (গ) স্ট্রম্বলি।
উত্তর: (ক) ফুজিয়ামা।
১৮. কংগ্লোমারেট হল—
(ক) আগ্নেয় শিলার উদাহরণ (খ) পাললিক শিলার উদাহরণ (গ) রূপান্তরিত শিলার উদাহরণ।
উত্তর: (খ) পাললিক শিলার উদাহরণ।
১৯. রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল—
(ক) গ্রানাইট (খ) শেল (গ) ব্যাসল্ট শিলা।
উত্তর: (গ) ব্যাসল্ট শিলা।
২০. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলা হয়—
(ক) লাভা (খ) ম্যাগমা (গ) লাইবোক্লাস্ট।
উত্তর: (খ) ম্যাগমা।
২১. মারিয়ানা খাত অবস্থিত—
(ক) প্রশান্ত মহাসাগরে (খ) ভারত মহাসাগরে (গ) আটলান্টিক মহাসাগরে।
উত্তর: (ক) প্রশান্ত মহাসাগরে।
২২. রিখটার স্কেলের সর্বোচ্চ মান—
(ক) 0 (খ) 10 (গ) 20।
উত্তর: (খ) 10।
২৩. পৃথিবীর ব্যাসার্ধ—
(ক) 6370 কিমি (খ) 7360 কিমি (গ) 6730 কিমি।
উত্তর: (ক) 6370 কিমি।
২৪. ভূমিকম্পের তীব্রতার মাত্রা পরিমাপ করা হয়—
(ক) রিখটার স্কেলে (খ) ফেরেল স্কেলে (গ) বয়েল স্কেলে।
উত্তর: (ক) রিখটার স্কেলে।
২৫. গ্রানাইট হল—
(ক) আগ্নেয় শিলা (খ) পাললিক শিলা (গ) রূপান্তরিত শিলা।
উত্তর: (ক) আগ্নেয় শিলা।
২৬. মেরু বায়ু—
(ক) উষ্ণ (খ) শীতল (গ) নাতিশীতোষ্ণ।
উত্তর: (খ) শীতল।
২৭. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল—
(ক) আয়ন বায়ু (খ) মৌসুমি বায়ু (গ) মেরু বায়ু।
উত্তর: (খ) মৌসুমি বায়ু।
২৮. কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা—
(ক) 5000°C (খ) 3000°C (গ) 2000°C।
উত্তর: (ক) 5000°C।
২৯. পেগমাটাইট একটি—
(ক) আগ্নেয় শিলা (খ) পাললিক শিলা (গ) রূপান্তরিত শিলা।
উত্তর: (ক) আগ্নেয় শিলা।
৩০. কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা—
(ক) 5000°C (খ) 3000°C (গ) 2000°C।
উত্তর: (ক) 5000°C।
৩১. পেগমাটাইট একটি—
(ক) আগ্নেয় শিলা (খ) পাললিক শিলা (গ) রূপান্তরিত শিলা।
উত্তর: (ক) আগ্নেয় শিলা।
৩২. পৃথিবীর ব্যাসার্ধ—
(ক) 6370 কিমি (খ) 7360 কিমি (গ) 6730 কিমি।
উত্তর: (ক) 6370 কিমি।
৩৩. ভূমিকম্পের তীব্রতার মাত্রা পরিমাপ করা হয়—
(ক) রিখটার স্কেলে (খ) ফেরেল স্কেলে (গ) বয়েল স্কেলে।
উত্তর: (ক) রিখটার স্কেলে।
৩৪. গ্রানাইট একটি—
(ক) আগ্নেয় শিলা (খ) পাললিক শিলা (গ) রূপান্তরিত শিলা।
উত্তর: (ক) আগ্নেয় শিলা।
৩৫. মেরু বায়ু—
(ক) উয় (খ) শীতল (গ) নাতিশীতোয়।
উত্তর: (খ) শীতল।
৩৬. ভূত্বকের নীচে আছে—
(ক) কেন্দ্রমণ্ডল (খ) গুরুমণ্ডল (গ) শিলামণ্ডল।
উত্তর: (খ) গুরুমণ্ডল।
৩৭. সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে—
(ক) কনরাড বিযুক্তিরেখা (খ) গুটেনবার্গ বিযুক্তিরেখা (গ) লেহম্যান বিযুক্তিরেখা।
উত্তর: (ক) কনরাড বিযুক্তিরেখা।
৩৮. মায়ানমারের দীর্ঘতম নদীটির নাম—
(ক) সিতাং (খ) ইরাবতী (গ) চিন্দুইন।
উত্তর: (খ) ইরাবতী।
৩৯. জাপানের ফুজিয়ামা—
(ক) সুপ্ত আগ্নেয়গিরি (খ) সক্রিয় আগ্নেয়গিরি (গ) মৃত আগ্নেয়গিরি।
উত্তর: (ক) সুপ্ত আগ্নেয়গিরি।
৪০. SAARC-এর সদর দপ্তর অবস্থিত—
(ক) কাঠমাণ্ডুতে (খ) ঢাকাতে (গ) নিউ দিল্লিতে।
উত্তর: (ক) কাঠমাণ্ডুতে।
৪১. কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হল—
(ক) জল (খ) অ্যালুমিনিয়াম (গ) লৌহ।
উত্তর: (গ) লৌহ।
৪২. মারে নদীর উপনদী হল—
(ক) গঙ্গা (খ) ডার্লিং (গ) লুনি।
উত্তর: (খ) ডার্লিং।
৪৩. পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ হল—
(ক) সিলিকা ও ম্যাগনেশিয়াম (খ) লোহা ও নিকেল (গ) লোহা ও ম্যাগনেশিয়াম।
উত্তর: (ক) সিলিকা ও ম্যাগনেশিয়াম।
৪৪. সামগ্রিকভাবে মারে-ডার্লিং নদী অববাহিকার জলবায়ু হল—
(ক) ক্রান্তীয় (খ) নাতিশীতোয় (গ) নিরক্ষীয়।
উত্তর: (খ) নাতিশীতোয়।
৪৫. সিয়াল ও সিমা স্তরের সংযোগস্থলকে বলে—
(ক) মোহো বিযুক্তি রেখা (খ) কনরাড বিযুক্তি রেখা (গ) গুটেনবার্গ বিযুক্তি রেখা।
উত্তর: (খ) কনরাড বিযুক্তি রেখা।
৪৬. সান-আন্দ্রিয়াস চ্যুতি হল—
(ক) গঠনকারী (খ) বিনাশকারী (গ) নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ।
উত্তর: (গ) নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ।
৪৭. ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল হল—
(ক) হিমালয় পার্বত্য অঞ্চল (খ) গঙ্গা সমভূমি অঞ্চল (গ) দক্ষিণের মালভূমি অঞ্চল।
উত্তর: (ক) হিমালয় পার্বত্য অঞ্চল।
৪৮. সার্কের (SAARC) সদস্য নয়—
(ক) নেপাল (খ) আফগানিস্তান (গ) মায়ানমার।
উত্তর: (গ) মায়ানমার।
৪৯. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত—
(a) কনরাড (b) গুটেনবার্গ (c) মোহোরোভিসিক (d) লেম্যান বিযুক্তিরেখা।
উত্তর: (c) মোহোরোভিসিক।
৫০. পৃথিবীর অভ্যন্তরে ১° সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ে প্রতি—
(a) ২৩ মিটার (b) ৩৩ মিটার (c) ৪৩ মিটার (d) ৫২ মিটার গভীরতায়।
উত্তর: (b) ৩৩ মিটার।
৫১. মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হল—
(a) সিলিকা ও ম্যাগনেশিয়াম (b) সিলিকা ও অ্যালুমিনিয়াম (c) নিকেল ও লোহা (d) ক্রোমিয়াম ও নিকেল।
উত্তর: (b) সিলিকা ও অ্যালুমিনিয়াম।
৫২. স্ট্রম্বলি আগ্নেয়গিরিটি অবস্থিত—
(a) ইতালিতে (b) জাপানে (c) মায়ানমারে (d) মেক্সিকোতে।
উত্তর: (a) ইতালিতে।
৫৩. ভৌমজলের উৎস হল—
(a) ভূত্বক (b) গুরুমণ্ডল (c) কেন্দ্রমণ্ডল (d) শিলামণ্ডল।
উত্তর: (a) ভূত্বক।
৫৪. সবচেয়ে পুরু স্তরটি হল—
(a) শিলামণ্ডল (b) গুরুমণ্ডল (c) কেন্দ্রমণ্ডল (d) ভূত্বক।
উত্তর: (b) গুরুমণ্ডল।
৫৫. উয় প্রস্রবণের জল গরম হয়—
(a) ভূতাপ শক্তির জন্য (b) সূর্যালোকের থেকে তাপ গ্রহণ করে (c) সরাসরি লাভার সংস্পর্শে এসে।
উত্তর: (a) ভূতাপ শক্তির জন্য।
৫৬. মহাসাগরীয় ভূত্বক হল—
(a) সিয়াল (b) সিমা (c) ক্লোফেসিমা (d) নিফেসিমা।
উত্তর: (b) সিমা।
৫৭. বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা হল—
(a) অর্ধকঠিন (b) তরল (c) কঠিন (d) গ্যাসীয়।
উত্তর: (b) তরল।
৫৮. প্রতি ৩৩ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে—
(a) 1°C (b) 2°C (c) 3°C (d) 4°C।
উত্তর: (a) 1°C।
৫৯. ভূঅভ্যন্তরে ১ কিমি গভীরতায় শিলাস্তরের তাপমাত্রা হবে প্রায়—
(a) 10°C (b) 20°C (c) 30°C (d) 45°C।
উত্তর: (c) 30°C।
৬০. ভূত্বকের সর্বাধিক অংশ জুড়ে আছে—
(a) অক্সিজেন, সিলিকন (b) সিলিকন, ম্যাগনেশিয়াম (c) লোহা, নিকেল (d) অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম।
উত্তর: (a) অক্সিজেন, সিলিকন।
৬১. ক্লোফেসিমা ও নিফেসিমার মাঝের বিযুক্তিরেখা হল—
(a) রেপিত্তি (b) কনরাড (c) গুটেনবার্গ (d) লেম্যান বিযুক্তিরেখা।
উত্তর: (a) রেপিত্তি।
৬২. পৃথিবীর ব্যাসার্ধ হল—
(a) 6,720 কিমি (b) 6,370 কিমি (c) 6,470 কিমি।
উত্তর: (b) 6,370 কিমি।
৬৩. পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা—
(a) 15°C (b) 12°C (c) 10°C।
উত্তর: (a) 15°C।
৬৪. পৃথিবীর আনুমানিক বয়স—
(a) 480 কোটি বছর (b) 450 কোটি বছর (c) 460 কোটি বছর।
উত্তর: (c) 460 কোটি বছর।
৬৫. পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা হল—
(ক) 17°C (খ) 27°C (গ) 15°C।
উত্তর: (গ) 15°C।
৬৬. পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়—
(ক) 500 কোটি বছর আগে (খ) 460 কোটি বছর আগে (গ) 370 কোটি বছর আগে।
উত্তর: (খ) 460 কোটি বছর আগে।
৬৭. তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না—
(ক) P তরঙ্গ (খ) S তরঙ্গ (গ) L তরঙ্গ।
উত্তর: (খ) S তরঙ্গ।
৬৮. ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে—
(ক) CO₂ (খ) O₂ (গ) H₂।
উত্তর: (খ) O₂।
৬৯. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে—
(ক) গুটেনবার্গ বিযুক্তিরেখা (খ) মোহো বিযুক্তিরেখা (গ) কনরাড বিযুক্তিরেখা।
উত্তর: (ক) গুটেনবার্গ বিযুক্তিরেখা।
৭০. কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটি মাধ্যমের মধ্যে দিয়ে যায়—
(ক) L-তরঙ্গ (খ) S-তরঙ্গ (গ) P-তরঙ্গ।
উত্তর: (গ) P-তরঙ্গ।
৭১. S তরঙ্গ প্রবাহিত হতে পারে যে মাধ্যমের মধ্য দিয়ে, তা হল—
(ক) কঠিন (খ) গ্যাসীয় (গ) তরল।
উত্তর: (ক) কঠিন।
৭২. ক্লোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তিরেখা হল—
(ক) লেম্যান (খ) রেপিত্তি (গ) কনরাড।
উত্তর: (খ) রেপিত্তি।
৭৩. পৃথিবীর মোট আয়তনের বেশিরভাগ অংশ হল—
(ক) গুরুমণ্ডল (খ) কেন্দ্রমণ্ডল (গ) ভূত্বক।
উত্তর: (ক) গুরুমণ্ডল।
৭৪. পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা ১°C বৃদ্ধি পায় যে গভীরতায়, তা হল—
(ক) ২৩ কিমি (খ) ৩৩ কিমি (গ) ৪৩ কিমি (ঘ) ৫৩ কিমি।
উত্তর: (খ) ৩৩ কিমি।
৭৫. শিলামণ্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের স্তরটি হল—
(ক) অ্যাথেনোস্ফিয়ার (খ) ক্রোফেসিমা (গ) নিফেসিমা (ঘ) সিমা।
উত্তর: (ক) অ্যাথেনোস্ফিয়ার।
৭৬. যে-কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে—
(ক) P-তরঙ্গ (খ) S-তরঙ্গ (গ) L-তরঙ্গ (ঘ) সবকটিই।
উত্তর: (ক) P-তরঙ্গ।
৭৭. পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ আছে—
(ক) মুরশিদাবাদ (খ) বক্রেশ্বর (গ) শিলিগুড়ি।
উত্তর: (খ) বক্রেশ্বর।
৭৮. গুরুমণ্ডলের অন্তর্গত দুটি স্তরের মধ্যে ওপরের স্তরটি হল—
(ক) ক্লোফেসিমা (খ) নিফেসিমা (গ) রেপিত্তি বিযুক্তিরেখা।
উত্তর: (ক) ক্লোফেসিমা।
৭৯. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে—
(ক) লেম্যান বিযুক্তিরেখা (খ) রেপিত্তি বিযুক্তিরেখা (গ) গুটেনবার্গ বিযুক্তিরেখা।
উত্তর: (গ) গুটেনবার্গ বিযুক্তিরেখা।
৮০. নিফে স্তরের গড় তাপমাত্রা হল প্রায়—
(ক) 5000°C (খ) 4900°C (গ) 5200°C (ঘ) 5500°C।
উত্তর: (ক) 5000°C।
৮১. পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে—
(ক) অন্তঃকেন্দ্রমণ্ডল (খ) বহিঃকেন্দ্রমণ্ডল (গ) অ্যাথেনোস্ফিয়ার (ঘ) শিলামণ্ডল-এ।
উত্তর: (খ) বহিঃকেন্দ্রমণ্ডল।
৮২. পৃথিবীর গড় ব্যাসার্ধ হল—
(ক) 6,300 কিমি (খ) 6,370 কিমি (গ) 6,730 কিমি (ঘ) 6,750 কিমি।
উত্তর: (খ) 6,370 কিমি।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. ভারতের রাজ্যভিত্তিক দুটি উষ্ণ প্রস্রবণ (Hot Spring)-এর উদাহরণ দাও।
উত্তর:
👉 পশ্চিমবঙ্গে বক্রেশ্বর এবং হিমাচল প্রদেশে মানিকরণ উয় প্রস্রবণের উদাহরণ।
২. SAARC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর:
👉 SAARC-এর সদর দপ্তর নেপালের কাঠমাণ্ডুতে অবস্থিত।
👉 এর প্রথম অধিবেশন ১৯৮৫ সালে অনুষ্ঠিত হয়।
৩. বাংলাদেশের চট্টগ্রাম শহর কোন্ নদীর তীরে অবস্থিত? পাকিস্তানের বৃহত্তম শহরের নাম কী?
উত্তর:
👉 চট্টগ্রাম শহর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
👉 পাকিস্তানের বৃহত্তম শহরের নাম করাচি।
৪. ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? তেলেঙ্গানার রাজধানীর নাম কী?
উত্তর:
👉 ভারত ও শ্রীলঙ্কা পাল্ক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।
👉 তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ।
৫. ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কী? মায়ানমারের রাজধানীর নাম কী?
উত্তর:
👉 ভুটানের উচ্চতম শৃঙ্গ গাঙ্কার পূয়েনসুম।
👉 মায়ানমারের রাজধানীর নাম নেপিদো।
৬. Hot Spot বা তপ্তবিন্দু কী? একটি ট্রান্সফর্ম পাত সীমানার উদাহরণ দাও।
উত্তর:
👉 ভূত্বকের এমন একটি অঞ্চল যেখানে গরম ম্যাগমা ধীরে ধীরে উঠে এসে আগ্নেয়গিরি তৈরি করে, সেটি Hot Spot বা তপ্তবিন্দু।
👉 সান-আন্দ্রিয়াস চ্যুতি একটি ট্রান্সফর্ম পাত সীমানার উদাহরণ।
৭. 'প্লেট' শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেন্টিমিটার হারে পশ্চিমে সরে যাচ্ছে?
উত্তর:
👉 'প্লেট' শব্দটি প্রথম ক্যানেডিয়ান ভূতাত্ত্বিক জে. টি. উইলসন প্রয়োগ করেন।
👉 প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে ৭-১১ সেন্টিমিটার হারে পশ্চিমে সরে যাচ্ছে।
৮. মহীসারণ তত্ত্ব-এর ধারণা কে দেন? ভারতের আরাবল্লী পর্বত কত বছর আগে সৃষ্টি হয়?
উত্তর:
👉 মহীসারণ তত্ত্ব-এর ধারণা ডানা ওয়েজার দেন।
👉 ভারতের আরাবল্লী পর্বত প্রায় ২৫০ কোটি বছর আগে সৃষ্টি হয়।
৯. 'NIFE'-এর গড় তাপমাত্রা কত? একটি ‘গঠনকারী পাত সীমানা'-এর উদাহরণ দাও।
উত্তর:
👉 'NIFE'-এর গড় তাপমাত্রা ৫০০০°C।
👉 মধ্য-আটলান্টিক রিজ (Mid-Atlantic Ridge) একটি গঠনকারী পাত সীমানার উদাহরণ।
১০. কত সালে ঝাড়খণ্ড রাজ্যটির সৃষ্টি হয়? ১৯৭০ সালে গারো, খাসি ও জয়ন্তিয়া পার্বত্য জেলা নিয়ে গড়ে ওঠা রাজ্যটির নাম মেঘালয় নামকরণ কোন্ ভূগোলবিদ করেন?
উত্তর:
👉 ঝাড়খণ্ড রাজ্যটি ২০০০ সালে সৃষ্টি হয়।
👉 মেঘালয় নামকরণ করেন ভূগোলবিদ ডঃ সপন কুমার দত্ত।
১১. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কত?
উত্তর: পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ ৩,৪৮০ কিমি।
১২. ক্যারেজ প্রথা পাকিস্তানের কোথায় দেখা যায়?
উত্তর: ক্যারেজ প্রথা পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে দেখা যায়।
১৩. জাংথা কোন্ দেশের প্রধান ভাষা?
উত্তর: ভুটান দেশের প্রধান ভাষা জাংথা।
১৪. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত?
উত্তর: ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় ৬,৩৭০ কিমি।
১৫. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে প্রধান কটি স্তরে ভাগ করা হয়েছে?
উত্তর: ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা হয়েছে— ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।
১৬. মহাদেশীয় ভূত্বকের আরেক নাম কী?
উত্তর: মহাদেশীয় ভূত্বকের আরেক নাম 'সিয়াল'।
১৭. 'কেন্দ্রমণ্ডল' কোন্ কোন্ উপাদান দ্বারা গঠিত?
উত্তর: কেন্দ্রমণ্ডল মূলত লোহা (Fe) ও নিকেল (Ni) দ্বারা গঠিত, যা 'নিফে' নামে পরিচিত।
১৮. 'মহীসঞ্চরণ তত্ত্ব' অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কী?
উত্তর: 'মহীসঞ্চরণ তত্ত্ব' অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম 'প্যাঞ্জিয়া'।
১৯. পশ্চিমবঙ্গের কোথায় উয় প্রস্রবণ আছে?
উত্তর: পশ্চিমবঙ্গের বক্রেশ্বর এবং রাজগীর এলাকায় উয় প্রস্রবণ রয়েছে।
২০. অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে কোন্ বিযুক্তিরেখা?
উত্তর: অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে লেম্যান বিযুক্তিরেখা রয়েছে।
২১. ‘মহীসরণ তত্ত্ব'-এর প্রবক্তা কে?
উত্তর: ‘মহীসরণ তত্ত্ব’-এর প্রবক্তা আলফ্রেড ওয়েগেনার।
২২. সান-আন্দ্রিয়াস ফল্ট-এর ওপর অবস্থিত একটি শহরের নাম লেখো।
উত্তর: সান-আন্দ্রিয়াস ফল্ট-এর ওপর অবস্থিত একটি শহর হল লস অ্যাঞ্জেলেস।
২৩. অ্যাম্ফিবোলাইট কোন্ শিলার রূপান্তরিত রূপ?
উত্তর: অ্যাম্ফিবোলাইট মূলত ব্যাসাল্ট বা গ্যাব্রো শিলার রূপান্তরিত রূপ।
২৪. কোন্ শিলাকে অস্তরীভূত শিলা বলে?
উত্তর: যে শিলা প্রচণ্ড তাপ ও চাপের কারণে পরিবর্তিত হয়ে নতুন শিলায় রূপান্তরিত হয়, তাকে অস্তরীভূত বা রূপান্তরিত শিলা বলে।
২৫. উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল ডেনালি (মাউন্ট ম্যাককিনলি)।
২৬. কোন্ শহরকে 'পৃথিবীর কসাইখানা' বলা হয়?
উত্তর: শিকাগো শহরকে 'পৃথিবীর কসাইখানা' বলা হয়।
২৭. ITCZ-এর অপর নাম কী?
উত্তর: ITCZ-এর অপর নাম হল নিরক্ষীয় নিম্ন চাপ বলয় (Equatorial Low-Pressure Belt)।
২৮. ভূমিকম্পের কোন্ তরঙ্গে ক্ষয়ক্ষতি বেশি হয়?
উত্তর: ভূমিকম্পের L-তরঙ্গে (Love waves) ক্ষয়ক্ষতি বেশি হয়।
২৯. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তিরেখা আছে?
উত্তর: গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে গুটেনবার্গ বিযুক্তিরেখা আছে।
৩০. পৃথিবীর গভীরতম সোনার খনি কোন্ দেশে আছে?
উত্তর: পৃথিবীর গভীরতম সোনার খনি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, যার নাম এমপোনেং খনি।
৩১. মার্বেল কোন্ শিলার রূপান্তরিত রূপ?
উত্তর: মার্বেল চুনাপাথরের (Limestone) রূপান্তরিত রূপ।
৩২. SAARC-এর পুরো কথাটি কী?
উত্তর: SAARC-এর পুরো কথা হলো South Asian Association for Regional Cooperation (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)।
অথবা,
ব্যাসল্ট-এর রূপান্তরিত রূপটি কী?
উত্তর: ব্যাসল্টের রূপান্তরিত রূপ হলো সায়নাইট ও গ্রিনস্টোন।
৩৩. জম্মু ও কাশ্মীর এবং সিকিম রাজ্য দুটির মধ্যে মিল কোথায়?
উত্তর: জম্মু ও কাশ্মীর এবং সিকিম উভয় রাজ্যই হিমালয় পর্বতমালার অংশ এবং প্রচণ্ড ঠান্ডা জলবায়ু বিদ্যমান।
অথবা,
টোপ্যাজ-এর মোহস্কেলে কাঠিন্যের মান কত?
উত্তর: টোপ্যাজ-এর মোহস্কেলে কাঠিন্যের মান ৮।
৩৪. ‘মহীসঞ্চরণ তত্ত্ব' কে আবিষ্কার করেন?
উত্তর: ‘মহীসঞ্চরণ তত্ত্ব' আবিষ্কার করেন আলফ্রেড ওয়েগেনার।
৩৫. লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য কোথায়?
উত্তর: লাভা ও ম্যাগমার প্রধান পার্থক্য হলো –
- ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত গলিত শিলা, যা ভূপৃষ্ঠের নিচে থাকে।
- লাভা হলো সেই ম্যাগমা, যা আগ্নেয়গিরির মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হয়।
৩৬. মারে ডার্লিং নদী অববাহিকার তৃণভূমির নাম কী?
উত্তর: মারে ডার্লিং নদী অববাহিকার তৃণভূমির নাম ডাউনস তৃণভূমি (Downs Grassland)।
৩৭. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উত্তর: পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া।
৩৮. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট কোসciuszko (Mount Kosciuszko), যার উচ্চতা ২,২২৮ মিটার।
৩৯. 'শৈত্যপ্রবাহ' কী?
উত্তর: অস্বাভাবিক ঠান্ডা বাতাসের প্রবাহ।
৪০. রবিনসন ডিপের উষ্ণতা কত?
উত্তর: প্রায় ৩৩০°C।
৪১. মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত?
উত্তর: গ্রানাইট শিলা।
৪২. ‘অ্যান্ডেসাইট ম্যাগমা’ কাকে বলে?
উত্তর: মধ্যমাত্রার সিলিকা সমৃদ্ধ ম্যাগমা।
৪৩. ওশিয়ানিয়া মহাদেশের অক্ষাংশগত মোট বিস্তৃতি কত?
উত্তর: ৮৫° উত্তর থেকে ৫৫° দক্ষিণ।
৪৪. ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
উত্তর: আগ্নেয় পর্বত।
৪৫. সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি?
উত্তর: অলিম্পাস মন্স (মঙ্গল গ্রহ)।
৪৬. ভূমিকম্পের কটি তরঙ্গ ও কী কী?
উত্তর: তিনটি—P তরঙ্গ, S তরঙ্গ, এবং L তরঙ্গ।
৪৭. 'Black Soil' কী?
উত্তর: উর্বর, কালো রঙের মাটি যা তুলা চাষে উপযোগী।
৪৮. কাদাপাথর কীরূপ শিলা?
উত্তর: পাললিক শিলা।
৪৯. কোন শিলার প্রবেশ্যতা বেশি?
উত্তর: বালুকাপাথর।
৫০. ‘জিপসাম' কোন্ শিল্পে ব্যবহৃত হয়?
উত্তর: সিমেন্ট ও প্লাস্টার শিল্পে।
৫১. পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ গুরুমণ্ডল?
উত্তর: প্রায় ৮৩%।
৫২. শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা
উত্তর: কৃষি।
৫৩. দর্শনীয় স্থান পোখরা উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর: নেপালে।
৫৪. কোন দেশকে ‘বজ্রপাতের দেশ' বলা হয়?
উত্তর: ভুটান।
৫৫. ‘দারুচিনির দ্বীপ’ কোন্ দেশকে বলে?
উত্তর: শ্রীলঙ্কা।
৫৬. ‘নেপাইদাউ’ কোন্ দেশের রাজধানী?
উত্তর: মায়ানমার।
৫৭. জাংথা কী?
উত্তর: ভুটানের প্রধান ভাষা।
৫৮. ভুটানের প্রধান ভাষা কী?
উত্তর: জাংথা।
৫৯. মায়ানমারের প্রধান নদী কোনটি?
উত্তর: ইরাবতী নদী।
৬০. শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কী?
উত্তর: পুড্রুতালাগালা।
৬১. ভুটানের প্রধান ভাষা কী?
উত্তর: জাংথা।
৬২. SAARC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: কাঠমান্ডু, নেপাল।
৬৩. কোন পণ্য উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে?
উত্তর: গ্রাফাইট।
৬৪. শ্রীলঙ্কার প্রধান ফসল হল কী?
উত্তর: চা।
৬৫. পাকিস্তানের প্রধান জলসেচ ব্যবস্থা কী?
উত্তর: ক্যানাল বা খাল সেচ ব্যবস্থা।
৬৬. বাংলাদেশের প্রধান শিল্প হল কী?
উত্তর: তাঁত শিল্প।
৬৭. ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?
উত্তর: পক প্রণালী।
৬৮. মায়ানমারের রাজধানীর নাম কী?
উত্তর: নেপাইদাউ।
৬৯. শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কী?
উত্তর: কৃষিকাজ।
৭০. দর্শনীয় স্থান পোখরা উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর: নেপালে।
৭১. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে?
উত্তর: গুটেনবার্গ বিযুক্তিরেখা।
৭২. ‘প্লেট' বা ‘পাত' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: আলফ্রেড ওয়েগেনার।
৭৩. ভারতের কোন প্রতিবেশী দেশকে 'বজ্রপাতের দেশ' বলা হয়?
উত্তর: ভুটান।
৭৪. কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরের স্তরটির নাম কী?
উত্তর: গুরুমণ্ডল।
৭৫. মারে-ডার্লিং নদী অববাহিকার প্রধান কৃষিজ ফসল কী?
উত্তর: গম।
৭৬. কোন শহরকে ‘রুপোর শহর’ বলা হয়?
উত্তর: পটোসি, বলিভিয়া।
৭৭. কোন শিলাকে প্রাথমিক শিলা বলে?
উত্তর: আগ্নেয় শিলা।
৭৮. কত গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে?
উত্তর: প্রতি ৩৩ মিটার গভীরতায়।
৭৯. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে?
উত্তর: রিখটার স্কেল ও মার্কালি স্কেল।
৮০. ভুটানকে কোন দেশ বলা হয়?
উত্তর: বজ্রপাতের দেশ।
৮১. রক সল্ট কী ধরনের শিলা?
উত্তর: অসংঘটিত পাললিক শিলা।
৮২. শুধুমাত্র কোথায় পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়?
উত্তর: স্তরিত পাললিক শিলায়।
৮৩. শ্রীলঙ্কার রাজধানী কী?
উত্তর: শ্রী জয়বর্ধনপুর কোটে।
৮৪. ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলা হয়?
উত্তর: লাভা।
৮৫. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সংযোগস্থলে কোন বিযুক্তিরেখা কল্পিত হয়েছে?
উত্তর: গুটেনবার্গ বিযুক্তিরেখা।
৮৬. পৃথিবীর কেন্দ্রের গড় উষ্ণতা কত?
উত্তর: প্রায় ৫২০০°C।
৮৭. পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরিগুলি কোথায় অবস্থিত?
উত্তর: মহাসাগরে।
৮৮. ‘ওল্ড ফেথফুল গিজার’ কোন দেশে অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৮৯. কোন শিলায় জীবাশ্ম দেখা যায়?
উত্তর: পাললিক শিলায়।
৯০. পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি কোনটি?
উত্তর: ক্রাকাতোয়া।
৯১. কেন্দ্রমণ্ডলের অপর নাম কী?
উত্তর: নিফে স্তর।
৯২. ফিলাইট রূপান্তরিত হয়ে কীতে পরিণত হয়?
উত্তর: সিস্ট।
৯৩. অত্যন্ত পাতলা লাভার নাম কী?
উত্তর: ব্যাসল্টিক লাভা।
৯৪. শিলার প্রবেশ্যতা বেশি হলে জলধারণ ক্ষমতা কেমন হয়?
উত্তর: কম হয়।
৯৫. পশ্চিমবঙ্গের কোথায় উয় প্রস্রবণ আছে?
উত্তর: বক্রেশ্বর।
৯৬. সান আন্দ্রিস চ্যুতির প্রায় ওপরেই অবস্থিত শহরটির নাম কী?
উত্তর: সান ফ্রান্সিসকো।
৯৭. 'ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ' হল কোন আগ্নেয়গিরি?
উত্তর: স্ট্রম্বোলি।
৯৮. ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে কী বলে?
উত্তর: উপকেন্দ্র।
৯৯. ভুটানের প্রধান ভাষা কী?
উত্তর: জংখা।
১০০. 'প্লেট' শব্দটি প্রথম প্রয়োগ করেন কে?
উত্তর: ম্যাকেঞ্জি ও পার্কার।
১০১. কোন পাত সীমান্তে ভূত্বক সৃষ্টি হয় না?
উত্তর: রূপান্তর (Transform) পাত সীমান্তে।
১০২. কোন বিযুক্তিরেখা SIAL ও SIMA-এর মধ্যে অবস্থান করছে?
উত্তর: কনরাড বিযুক্তিরেখা।
১০৩. কত শতাংশ আগ্নেয়গিরি Hotspot-এর ওপরে অবস্থিত?
উত্তর: প্রায় ৫ শতাংশ।
১০৪. ভূপৃষ্ঠের কম্পনের পরিমাণ পরিমাপের উপকরণ কী?
উত্তর: সিসমোগ্রাফ।
১০৫. ভোপালের গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল?
উত্তর: মিথাইল আইসোসায়ানেট (MIC)।
১০৬. মারিয়ানা খাত কোন পাত সীমানায় অবস্থিত?
উত্তর: অভিসারী (Convergent) পাত সীমানায়।
১০৭. পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: ভারত ও শ্রীলঙ্কা।
১০৮. গৌণ তরঙ্গের অস্তিত্ব ভূপৃষ্ঠ থেকে কত কিমি গভীরতায় পরিলক্ষিত হয় না?
উত্তর: প্রায় ২৯০০ কিমি গভীরতায় (গুটেনবার্গ বিযুক্তিরেখার পর)।
১০৯. গুটেনবার্গ বিযুক্তিরেখা কোথায় অবস্থিত?
উত্তর: গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সংযোগস্থলে (প্রায় ২৯০০ কিমি গভীরে)।
<<<<<<<<<<<<<🌹 সমাপ্ত 🌹>>>>>>>>>>>>>