✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও (প্রশ্নের মান-১):
📝1. কোনটির আত্তীকরণ মূল দেখা যায়?
(a) মটর (b) পানিফল (c) আকাশমনি (d) শালুক।
✅ Answer: (d) শালুক।
📝2. কোনটি স্বল্পমাত্রিক মৌল ?
(a) P (b) Ca (c) Mo (d) Mg।
✅ Answer: (a) P।
📝3. নিষ্ক্রিয় পরিবহণের বৈশিষ্ট্য হল –
(a) বিপাকীয় শক্তির প্রয়োজন হয় (b) বাহক অবশ্য প্রয়োজন (c) পরিবহণ পদার্থের গাঢ়ত্বের নতিমাত্রার অনুকূলে ঘটে (d) বিপাকীয় শক্তির প্রয়োজন হতে পারে বা নাও হতে পারে।
✅ Answer: (c) পরিবহণ পদার্থের গাঢ়ত্বের নতিমাত্রার অনুকূলে ঘটে।
📝4. দেহতল ও ত্বকের সাহায্যে শ্বসন সম্পন্ন করে –
(a) কেঁচো (b) হাইড্রা (c) অ্যামিবা (d) সবগুলি।
✅ Answer: (d) সবগুলি।
📝5. কোনটি পাকস্থলীর অংশ নয়?
(a) হৃদপ্রান্ত (b) সিকাম (c) পাইলোরাস (d) ফান্ডাস।
✅ Answer: (b) সিকাম।
📝6. গাছের মূল থেকে পাওয়া যায় এমন একটি উপক্ষার হল –
(a) মরফিন (b) ডাটুরিন (c) রেসারপিন (d) নিকোটিন।
✅ Answer: (c) রেসারপিন।
(a) লিউকোপ্লাস্ট (b) ক্রোমোপ্লাস্ট (c) ক্লোরোপ্লাস্ট (d) অ্যামাইলোপস।
✅ Answer: (c) ক্লোরোপ্লাস্ট।
📝7. কখন বাষ্পমোচন বাড়ে ?
(a) আলো কমলে (b) বায়ুপ্রবাহ বাড়লে (c) স্টোমাটার সংখ্যা কমলে (d) বাতাসের জলীয় বাষ্প বাড়লে।
✅ Answer: (b) বায়ুপ্রবাহ বাড়লে।
📝8. যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটির জন্য অর্ধভেদ্য পর্দার প্রয়োজন, সেটি হল –
(a) ব্যাপন (b) অভিস্রবণ (c) শোষণ (d) পরিবহণ।
✅ Answer: (b) অভিস্রবণ।
📝9. কোনটি শ্বসনবস্তু নয় ?
(a) প্রোটিন (b) ভিটামিন (c) শর্করা (d) ফ্যাট।
✅ Answer: (b) ভিটামিন।
📝10. স্বর্ণলতা কী ধরনের উদ্ভিদ?
(a) স্বভোজী (b) মৃতজীবী (c) মিথোজীবী (d) পরজীবী।
✅ Answer: (d) পরজীবী।
📝11. মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টি হল –
(a) পরিপাক (b) আত্তীকরণ (c) খাদ্যগ্রহণ (d) শোষণ।
✅ Answer: (b) আত্তীকরণ।
(a) স্লেইডেন। (b) রবার্টসন। (c) ড্যানিয়েল। (d) স্মিট।
✅ Answer: (b) রবার্টসন।
📝13. কোনপ্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে?
(a) পেশিকলা। (b) স্নায়ুকলা। (c) আবরণী কলা। (d) যোগকলা।
✅ Answer: (b) স্নায়ুকলা।
📝14. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে –
(a) সুষুম্নাকাণ্ড। (b) মস্তিষ্ক। (c) ফুসফুস। (d) ডিম্বাশয়।
✅ Answer: (a) সুষুম্নাকাণ্ড।
📝15. ট্রাকিয়া কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ ?
(a) কেঁচো। (b) অ্যামিবা। (c) ফড়িং। (d) বাদুড়।
✅ Answer: (c) ফড়িং।
📝16. সালোকসংশ্লেষের অন্ধকার দশা ঘটে –
(a) দিনের বেলায়। (b) দিন ও রাতে। (c) অন্ধকারে। (d) রাত্রে।
✅ Answer: (a) দিনের বেলায়।
(a) ক্লোরোফিল। (b) SO₂। (c) CO₂। (d) H₂O।
✅ Answer: (d) H₂O।
📝18. গবলেট কোশ কোথায় থাকে ?
(a) আন্ত্রিক গ্রন্থিতে। (b) যকৃৎ-এ। (c) পাকস্থলীতে। (d) অগ্ন্যাশয়-এ।
✅ Answer: (a) আন্ত্রিক গ্রন্থিতে।
📝19. ক্লোরোসিস হয় কোন্ মৌলের অভাবে?
(a) Mg। (b) Fe। (c) Mn। (d) সবগুলি।
✅ Answer: (d) সবগুলি।
📝20. প্রদত্ত কোনটি শ্বেত রক্তকণিকা নয়?
(a) লিম্ফোসাইট। (b) থ্রম্বোসাইট। (c) মনোসাইট। (d) বেসোফিল।
✅ Answer: (b) থ্রম্বোসাইট।
📝21. একটি দানাবিহীন শ্বেতকণিকা হল –
(a) ইওসিনোফিল। (b) বেসোফিল। (c) লিম্ফোসাইট। (d) নিউট্রোফিল।
✅ Answer: (c) লিম্ফোসাইট।
📝22. দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে প্রোটিন প্লাজমায় পাওয়া যায় তাদের বলা হয় –
(a) অ্যান্টিজেন। (b) ইমিউনোগ্লোবিন। (c) টক্সয়েড। (d) ইন্টারফেরন।
✅ Answer: (b) ইমিউনোগ্লোবিন।
📝23. AIDS রোগটি –
(a) ব্যাকটেরিয়া ঘটিত। (b) ভাইরাস ঘটিত। (c) প্রোটোজোয়া ঘটিত। (d) রাসায়নিক পদার্থ ঘটিত।
✅ Answer: (b) ভাইরাস ঘটিত।
📝24. অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল –
(a) প্রোটিন। (b) গ্লাইকোপ্রোটিন। (c) কার্বোহাইড্রেট। (d) লিপিড।
✅ Answer: (a) প্রোটিন।
📝25. অ্যাসকরবিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম?
(a) ভিটামিন-D। (b) ভিটামিন-C। (c) ভিটামিন-E। (d) ভিটামিন-A।
✅ Answer: (b) ভিটামিন-C।
📝26. ফ্লেমকোশ কার রেচন অঙ্গ ?
(a) কেঁচো। (b) আরশোলা। (c) ফিতাকৃমি। (d) অ্যামিবা।
✅ Answer: (c) ফিতাকৃমি।
✅ Answer: (c) NADP।
📝28. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল –
(a) PGAld। (b) PGA। (c) NADP। (d) RUBP।
✅ Answer: (b) PGA।
📝29. রসের উৎস্রোতের জন্য দায়ী প্রক্রিয়াটি হল –
(a) মূলজ চাপ। (b) সমসংযোগ বল। (c) প্রস্বেদন টান। (d) সবকটি।
✅ Answer: (d) সবকটি।
📝30. উদ্ভিদের কাণ্ডে অবস্থিত বায়বীয় অংশের বিদীর্ণ স্থানকে বলে –
(a) স্টোমাটা। (b) লেন্টিসেল। (c) নিউম্যাটোফোর। (d) কিউটিকল।
✅ Answer: (b) লেন্টিসেল।
📝31. ক্রেবসচক্রে উৎপন্ন ৫-কার্বনযুক্ত জৈব অ্যাসিড হল –
(a) সাকসিনিক অ্যাসিড। (b) অক্সালোসাকসিনিক অ্যাসিড। (c) a এবং b উভয়েই। (d) কোনোটিই নয়।
✅ Answer: (d) কোনোটিই নয়।
📝32. স্পিরাকলের সাহায্যে শ্বাসবায়ুর আদানপ্রদান ঘটায় –
(a) কেঁচো। (b) ফিতাকৃমি। (c) মাছি। (d) পায়রা।
✅ Answer: (c) মাছি।
✅ Answer: (c) 38 অণু।
📝34. মিথোজীবীয় পুষ্টি দেখা যায় –
(a) রাস্নায়। (b) র্যাফ্লেসিয়ায়। (c) মিউকরে। (d) ড্রসেরায়।
✅ Answer: (c) মিউকরে।
📝35. দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে –
(a) পেপসিন। (b) ট্রিপসিন। (c) রেনিন। (d) কাইমোট্রিপসিন।
✅ Answer: (c) রেনিন।
📝36. অস্থিসন্ধিতে উপস্থিত তরলটি হল –
(a) CSF। (b) SVF। (c) Lymph। (d) Plasma।
✅ Answer: (b) SVF।
📝37. হিমোলিম্ফে অবস্থিত কোশটি হল –
(a) লিম্ফোসাইট। (b) হিমোসাইট। (c) এরিথ্রোসাইট। (d) মনোসাইট।
✅ Answer: (b) হিমোসাইট।
📝38. একটি N₂ বিহীন রেচন পদার্থ হল –
(a) ট্যানিন। (b) নিকোটিন। (c) অ্যাট্রোপিন। (d) কুইনাইন।
✅ Answer: (a) ট্যানিন।
📝39. ফ্লেমকোশ কার রেচন অঙ্গ? –
(a) কেঁচো। (b) প্ল্যানেরিয়া। (c) শামুক। (d) আরশোলা।
✅ Answer: (c) শামুক।
📝40. গবলেট কোশ অবস্থিত –
(a) যকৃতে। (b) অগ্ন্যাশয়ে। (c) পাকস্থলীতে। (d) ক্ষুদ্রান্ত্রে।
✅ Answer: (d) ক্ষুদ্রান্ত্রে।
📝41. সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদটি হল –
(a) বিজ্ঞানী বার্নেসের। (b) বিজ্ঞানী কার্টিসের। (c) বিজ্ঞানী দ্য ভ্রিসের। (d) বিজ্ঞানী কেলভিনের।
✅ Answer: (b) বিজ্ঞানী কার্টিসের।
(a) শ্বাসনালির দ্বারা। (b) অতিরিক্ত ফুসফুস দ্বারা। (c) দেহতল ও ত্বকের দ্বারা। (d) ফুলকার দ্বারা।
✅ Answer: (c) দেহতল ও ত্বকের দ্বারা।
📝43. কোন্ উদ্ভিদে পরজীবী পুষ্টি দেখা যায়? –
(a) স্বর্ণলতা। (b) শ্বেতচন্দন। (c) র্যাফ্লেসিয়া। (d) সবকটিতেই।
✅ Answer: (d) সবকটিতেই।
📝44. উদ্ভিদে মধ্য ল্যামেলা গঠনে অবশ্য প্রয়োজনীয় উপাদান –
(a) Zn। (b) Ca। (c) Mg। (d) Mn।
✅ Answer: (b) Ca।
📝45. রক্তে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে তাকে বলে –
(a) পলিসাইথিমিয়া। (b) লিউকোসাইথিমিয়া। (c) লিউকোপিনিয়া। (d) অলিগোসাইথিমিয়া।
✅ Answer: (d) অলিগোসাইথিমিয়া।
(a) যকৃৎ। (b) পাকস্থলী। (c) লালাগ্রন্থি। (d) অগ্ন্যাশয়।
✅ Answer: (a) যকৃৎ।
📝50. মানব হৃৎপিণ্ডে একমুখী রক্তপ্রবাহে সাহায্য করে –
(a) ধমনি। (b) শিরা। (c) অলিন্দ। (d) কপাটিকা।
✅ Answer: (d) কপাটিকা।
📝51. কেঁচোর রেচন অঙ্গটি হল –
(a) নেফ্রিডিয়া। (b) ফ্লেমকোশ। (c) ম্যালপিজিয়ান নালিকা। (d) সংকোচনশীল গহ্বর।
✅ Answer: (a) নেফ্রিডিয়া।
📝52. কোহল সন্ধানে উৎপন্ন শক্তির পরিমাণ হল –
(a) 25 kcal। (b) 50 kcal। (c) 25 cal। (d) 50 cal।
✅ Answer: (a) 25 kcal।
📝53. ট্যানিন পাওয়া যায় –
(a) কফি গাছের বীজে। (b) চা গাছের পাতায়। (c) শাল গাছের ছালে। (d) ধুতুরা গাছের ফলে।
✅ Answer: (c) শাল গাছের ছালে।
📝54. রক্তবাহের রক্তে তঞ্চনরোধক পদার্থটি হল –
(a) Na-সাইট্রেট। (b) হেপারিন। (c) অনুচক্রিকা। (d) প্রোথ্রম্বিনেজ।
✅ Answer: (b) হেপারিন।
📝55. ফটোলাইসিস বিক্রিয়াটি কোন্ বিজ্ঞানী আবিষ্কার করেন?
(a) কেলভিন। (b) হাক্সলে। (c) ব্ল্যাকম্যান। (d) রোবিন হিল।
✅ Answer: (d) রোবিন হিল।
📝56. নাইট্রোজেনবিহীন সালোকসংশ্লেষীয় রঞ্জকটি হল –
(a) ক্লোরোফিল। (b) জ্যান্থোফিল। (c) ক্যারোটিন। (d) b ও c উভয়ই।
✅ Answer: (d) b ও c উভয়ই।
📝57. নীচের কোনটি সক্রিয় পরিবহণের বৈশিষ্ট্য নয় ? –
(a) নির্দিষ্ট বাহক নির্ভর। (b) বিপাকীয় শক্তির প্রয়োজন। (c) ঘনত্বের নতিমাত্রার অভিমুখে পরিবহণ ঘটে। (d) শ্বসন নির্ভর প্রক্রিয়া।
✅ Answer: (c) ঘনত্বের নতিমাত্রার অভিমুখে পরিবহণ ঘটে।
📝58. পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে –
(a) অরনিথিন চক্র। (b) কোরি চক্র। (c) কেলভিন চক্র। (d) গ্লাইঅক্সালেট চক্র।
✅ Answer: (b) কোরি চক্র।
📝59. প্রদত্ত কোনটি একটি স্বপুষ্পক মৃতজীবী উদ্ভিদ? –
(a) শ্বেতচন্দন। (b) মনোট্রোপা। (c) সূর্যশিশির। (d) স্বর্ণলতা।
✅ Answer: (b) মনোট্রোপা।
📝60. মানুষের Wisdom teeth গুলি কোন্ প্রকারের দাঁত ? –
(a) কৃন্তক (incisor)। (b) ছেদক (canine)। (c) পুরপেষক (premolar)। (d) পেষক (molar)।
✅ Answer: (d) পেষক (molar)।
✅ Answer: (c) H₂O।
📝62. মানবদেহে নেফ্রনের সংখ্যা –
(a) ১০ লক্ষ (b) ২০ লক্ষ (c) ১০ হাজার (d) ৩০ হাজার
✅ Answer: (b) ২০ লক্ষ।
📝63. মুক্ত সংবহন দেখা যায় না কোন্ প্রাণীতে? –
(a) কেঁচো (b) আরশোলা (c) চিংড়ি (d) কোনোটিই নয়
✅ Answer: (a) কেঁচো।
📝64. মুখগহ্বরে কোন্ শ্রেণির খাদ্যের পরিপাক হয় না? –
(a) প্রোটিন (b) কার্বোহাইড্রেট (c) ফ্যাট (d) প্রোটিন ও ফ্যাট
✅ Answer: (d) প্রোটিন ও ফ্যাট।
📝65. কোটি স্বল্পমাত্রিক মৌল –
(a) C (b) N (c) S (d) Mo
✅ Answer: (d) Mo।
📝66. প্রোটিন পরিপাককারী উৎসেচক হল –
(a) টায়ালিন (b) সুক্রেজ (c) মলটেজ (d) পেপসিন
✅ Answer: (d) পেপসিন।
📝67. একটি পতঙ্গভুক উদ্ভিদ হল –
(a) অ্যাগারিকাস (b) চন্দন (c) কলশপত্রী (d) কচুরিপানা
✅ Answer: (c) কলশপত্রী।
📝68. একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ –
(a) মাছের পটকা (b) প্লাস্টিক পর্দা (c) কোশপ্রাচীর (d) কাপড়ের পর্দা
✅ Answer: (c) কোশপ্রাচীর।
📝69. নেফ্রিডিয়া রেচন অঙ্গ থাকে –
(a) ফিতাকৃমিতে (b) ফড়িং-এ (c) জোঁকে (d) মাছিতে
✅ Answer: (c) জোঁকে।
📝70. সালোকসংশ্লেষে যে গ্যাস শোষিত হয় সেটি হল –
(a) O₂ (b) CO₂ (c) N₂ (d) Cl₂
✅ Answer: (b) CO₂।
📝71. বায়ুপ্রবাহ বেশি হলে বাষ্পমোচন –
(a) বাড়ে (b) কমে (c) অপরিবর্তিত থাকে (d) থেমে যায়
✅ Answer: (a) বাড়ে।
📝72. রক্ততঞ্চনে সাহায্য করে –
(a) RBC (b) WBC (c) রক্তরস (d) অনুচক্রিকা
✅ Answer: (d) অনুচক্রিকা।
📝73. উদ্ভিদ দেহে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী একটি অপরিহার্য মৌলিক উপাদান হল –
(a) Na (b) K (c) Mg (d) Ca
✅ Answer: (b) K।
📝74. আরশোলার উদরে অবস্থিত স্পিরাকেল-এর সংখ্যা –
(a) 8 (b) 16 (c) 4 (d) 21
✅ Answer: (a) 8।
📝75. হলোফাইটিক পুষ্টি করে –
(a) উদ্ভিদ (b) প্রাণী (c) ছত্রাক (d) ব্যাকটেরিয়া
✅ Answer: (a) উদ্ভিদ।
📝76. সাইনোভিয়াল তরল নিম্নলিখিত কোনটিতে অবস্থান করে? –
(a) অস্থিসন্ধি (b) ফেরাসিক ডাক্ট (c) নিউরোসিল (d) সবকটি ভুল
✅ Answer: (a) অস্থিসন্ধি।
📝77. বৃক্কীয় নালিকার কোশগুলির দ্বারা কোন্ নতুন পদার্থটি তৈরি হয়ে বৃক্কীয় নালিকার তরলে মেশে? –
(a) গ্লুকোজ (b) অ্যামাইনো অ্যাসিড (c) হিপপিউরিক অ্যাসিড (d) জল
✅ Answer: (c) হিপপিউরিক অ্যাসিড।
✅ Answer: (c) Mg।
📝79. একটি সজীব অর্ধভেদ্য পর্দার উদাহরণ হল –
(a) ফিলটার পেপার (b) পার্চমেন্ট পর্দা (c) কোশপর্দা (d) কোশপ্রাচীর
✅ Answer: (c) কোশপর্দা।
📝80. একটি প্রোটিন ভাঙকারী উৎসেচক হল –
(a) অ্যামাইলেজ (b) লাইপেজ (c) সুক্রেজ (d) ট্রিপসিন
✅ Answer: (d) ট্রিপসিন।
📝81. জলজ পরিবেশে উপযোগী শ্বাসঅঙ্গ হল –
(a) ফুলকা (b) ফুসফুস (c) শ্বাসনালি (d) বই ফুসফুস
✅ Answer: (a) ফুলকা।
📝82. একটি নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ হল –
(a) রেজিন (b) কুইনাইন (c) ল্যাটেক্স (d) গঁদ
✅ Answer: (d) গঁদ।
📝83. সালোকসংশ্লেষে কোন্ গ্যাস ব্যবহৃত হয়? –
(a) O₂ (b) NO₂ (c) CO₂ (d) H₂
✅ Answer: (c) CO₂।
📝84. ক্লোরোফিলে বর্তমান ধাতব মৌলটি হল –
(a) Mn (b) Fe (c) Na (d) Mg
✅ Answer: (d) Mg।
📝85. কোন্ বিভাগের রক্তকে ‘সার্বিক দাতা’ বলা হয়? –(a) AB (b) O (c) B (d) A
✅ Answer: (b) O।
📝86. কোন্ প্রাণীর দেহে ফ্লেমকোশ দেখা যায়? –
(a) অ্যামিবা (b) ফিতাকৃমি (c) কেঁচো (d) হাইড্রা
✅ Answer: (b) ফিতাকৃমি।
📝87. উদ্ভিদের জল পরিবহণ কার মাধ্যমে ঘটে? –
(a) জাইলেম (b) ফ্লোয়েম (c) উভয় (d) কোনোটিই নয়
✅ Answer: (a) জাইলেম।
📝88. ট্রাকিয়া কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ? –
(a) ইউগ্লিনা (b) কেঁচো (c) পায়রা (d) ফড়িং
✅ Answer: (d) ফড়িং।
📝89. ভিটামিন C কোন্ রোগটি প্রতিরোধ করে? –
(a) স্কার্ভি (b) রিকেট (c) রক্তক্ষরণ (d) বন্ধ্যাত্ব
✅ Answer: (a) স্কার্ভি।
📝90. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হল –
(a) জল (b) কার্বন ডাইঅক্সাইড (c) ক্লোরোফিল (d) সূর্যালোক
✅ Answer: (a) জল।
📝91. ধূমপান থেকে কোন্ রোগ হয়? –
(a) উদরাময় (b) যকৃৎ প্রদাহ (c) লাং ক্যানসার (d) কনজাংটিভাইটিস
✅ Answer: (c) লাং ক্যানসার।
📝92. কাদের মিথোজীবীয় পুষ্টি লক্ষ করা যায়? –
(a) কলশপত্রী (b) লাইকেন (c) শ্বেতচন্দন (d) অ্যাগারিকাস
✅ Answer: (b) লাইকেন।
📝93. মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণের মিশ্রণকে বলে – (a) স্যাপ (b) রসের উৎস্রোত (c) খাদ্যরস (d) কোনোটিই নয়
✅ Answer: (a) স্যাপ।
📝94. একটি মাইক্রো এলিমেন্ট হল –
(a) Ca (b) Na (c) Fe (d) Si
✅ Answer: (c) Fe।
📝95. সিবাম একপ্রকার –
(a) উপক্ষার (b) রেচন পদার্থ (c) বর্জ্য পদার্থ (d) তরুক্ষীর
✅ Answer: (b) রেচন পদার্থ।
📝96. ফটোফসফোরাইলেশনে উৎপন্ন হয় –
(a) RuBP (b) PGA (c) PGAld (d) ATP
✅ Answer: (d) ATP।
📝97. বাষ্পমোচনে সাহায্য করে –
(a) পত্ররন্ধ্র (b) শ্বাসমূল ছিদ্র (c) কিউটিকল (d) লেন্টিসেল
✅ Answer: (a) পত্ররন্ধ্র।
📝98. দুধে উপস্থিত প্রধান শর্করা হল –
(a) গ্লুকোজ (b) ল্যাকটোজ (c) মালটোজ (d) ফ্রুক্টোজ
✅ Answer: (b) ল্যাকটোজ।
📝99. পরিপাকতন্ত্রে পিত্তরস কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়?
(a) যকৃৎ (b) অগ্ন্যাশয় (c) পাকস্থলী (d) ক্ষুদ্রান্ত্র
✅ Answer: (a) যকৃৎ।
📝100. ট্রাইকোম দেখা যায় –
(a) মূলে (b) কাণ্ডে (c) পাতায় (d) বীজে
✅ Answer: (c) পাতায়।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও (প্রশ্নের মান-১):
📝 1. সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায়টির নাম লেখো।
✅ উত্তর: গ্লাইকোলাইসিস।
📝 2. ক্লোরোফিলের মধ্যে উপস্থিত ধাতব উপাদানটি লেখো।
✅ উত্তর: ম্যাগনেশিয়াম (Mg)।
📝 3. সালোকসংশ্লেষ একপ্রকার কী বিপাক?
✅ উত্তর: সালোকসংশ্লেষ একপ্রকার উপচিতি বিপাক।
📝 4. হলোজোয়িক এবং হলোফাইটিক পুষ্টির সাধারণ পর্যায়টির নাম কী?
✅ উত্তর: গ্রহণ (Ingestion)।
📝 5. বিষমপৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র পাতার কোথায় থাকে?
✅ উত্তর: পাতার নিম্নপৃষ্ঠে (abaxial surface)।
📝 6. গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ কী?
✅ উত্তর: পাইরুভিক অ্যাসিড।
📝 7. জলের আলোক বিশ্লেষণের ফলে O₂ উৎপন্ন হয়। (সত্য / মিথ্যা)
✅ উত্তর: সত্য।
📝 8. ফুসফুসীয় ধমনিতে কোন প্রকার রক্ত থাকে?
✅ উত্তর: বিশুদ্ধবায়ুবিহীন রক্ত (deoxygenated blood)।
📝 9. কোন গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায়?
✅ উত্তর: দারুচিনি গাছের ক্ষেত্রে।
📝 10. ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। (সত্য / মিথ্যা)
✅ উত্তর: মিথ্যা।
📝 11. কপাটিকা থাকে কোন্ রক্তবাহে?
✅ উত্তর: শিরায় (Vein)।
📝 12. পাকস্থলীতে শ্বেতসার বিশ্লেষিত হয় না। (সত্য/মিথ্যা)
✅ উত্তর: সত্য।
📝 13. একটি সুষম খাদ্যের উদাহরণ দাও।
✅ উত্তর: দুধ একটি সুষম খাদ্যের উদাহরণ।
📝 14. বায়ুর আর্দ্রতা বাড়লে বাষ্পমোচনের হারের কীরূপ পরিবর্তন হবে?
✅ উত্তর: বাষ্পমোচনের হার হ্রাস পায়।
📝 15. PGA-এর পুরো নাম কী?
✅ উত্তর: ফস্ফোগ্লিসারিক অ্যাসিড (Phosphoglyceric Acid)।
✅ উত্তর: সাইট্রিক অ্যাসিড।
📝 17. বায়ুর আর্দ্রতা কম হলে বাষ্পমোচনের হারের কীরূপ পরিবর্তন হয়?
✅ উত্তর: বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়।
📝 18. ফুসফুসের আবরণকে কী বলে?
✅ উত্তর: প্লুরা (Pleura)।
📝 19. কী কারণে চিংড়ির রক্ত নীলাভ হয়?
✅ উত্তর: চিংড়ির রক্তে হিমোসায়ানিন নামক তাম্রযুক্ত শ্বাসরস থাকে, যা অক্সিজেনের সংস্পর্শে নীল রং ধারণ করে।
📝 20. রেসারপিন কোথা থেকে সংগ্রহ করা হয়?
✅ উত্তর: সার্পগন্ধা উদ্ভিদ থেকে।
📝 21. রক্ততঞ্চন প্রক্রিয়ায় কোন্ ধাতব মৌলটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে?
✅ উত্তর: ক্যালসিয়াম (Calcium)।
📝 22. হিমোসিল কী?
✅ উত্তর: হিমোসিল হলো আর্থপোড ও মলাস্কা প্রাণীদের দেহ গহ্বর, যেখানে রক্ত খোলাভাবে প্রবাহিত হয়।
📝 23. একটি আংশিক পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও।
✅ উত্তর: বন্দা (Vanda) একটি আংশিক পরজীবী উদ্ভিদ।
📝 24. প্রোটিনের অভাবে শিশুরা কোন্ রোগে আক্রান্ত হয়?
✅ উত্তর: মারাসমাস ও কোয়াশিওকর।
📝 25. মানবদেহের দুটি শ্বাসপেশির নাম লেখো।
✅ উত্তর: ডায়াফ্রাগম এবং আন্তঃপাঁজর পেশি (Intercostal muscles)।
📝 26. অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে এমন দুটি মাছের নাম লেখো।
✅ উত্তর: শোল এবং কই মাছ।
📝 27. RuBP-র পুরো নাম কী?
✅ উত্তর: রাইবুলোজ ১,৫-বাইফসফেট (Ribulose 1,5-bisphosphate)।
✅ উত্তর: কার্বন (CO₂ রূপে)।
📝 29. উদ্ভিদের মূলের কোন্ অংশে মূলজ চাপ দেখা যায়?
✅ উত্তর: মূলের পরিপক্ব অঞ্চল (Mature region) বা ভাসকুলার সিলিন্ডারে।
📝 30. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বনযুক্ত জৈব যৌগের নাম কী?
✅ উত্তর: গ্লুকোজ।
📝 31. প্রবাহী বায়ুর পরিমাণ কত?
✅ উত্তর: প্রায় 500 মিলিলিটার।
📝 32. প্রধান শ্বসন বস্তুর নাম কী?
✅ উত্তর: গ্লুকোজ।
📝 33. COPD-এর পুরো কথাটি কী?
✅ উত্তর: Chronic Obstructive Pulmonary Disease।
📝 34. মূত্র নির্গমনে সাহায্যকারী পেশির নাম কী?
✅ উত্তর: ডিট্রুসর পেশি (Detrusor muscle)।
📝 35. CT-এর সময়কাল কত?
✅ উত্তর: সাধারণত 10 থেকে 30 মিনিট।
📝 36. Reserve Pacemaker কাকে বলে?
✅ উত্তর: AV Node (Atrioventricular Node)।
📝 37. বজানাসের অঙ্গ কোথায় দেখা যায়?
✅ উত্তর: গুবরেপোকায়।
📝 38. ক্ষারীয় মাধ্যমে ক্রিয়াশীল একটি উৎসেচকের নাম লেখো।
✅ উত্তর: ট্রিপসিন (Trypsin)।
📝 39. কোন্ মৌলের অভাবে পত্রকুঞ্জন ঘটে?
✅ উত্তর: ক্যালসিয়াম (Ca)।
📝 40. টরপেডো মাছে শ্বসনজনিত তাপশক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
✅ উত্তর: বিদ্যুৎ শক্তিতে।
📝 41. ক্লোরোফিল উৎপাদনের জন্যে কোন্ কোন্ মৌল দায়ী?
✅ উত্তর: নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম ও লোহা।
📝 42. একটি এককোশী গ্রন্থির নাম লেখো।
✅ উত্তর: গোব্লেট কোষ (Goblet cell)।
📝 43. মহিলাদের ক্ষেত্রে দৈনিক শক্তি চাহিদা কত?
✅ উত্তর: প্রায় 1900–2200 কিলোক্যালরি।
📝 44. রক্তে গ্লুকোজ / সুক্রোজের স্বাভাবিক মাত্রা কত?
✅ উত্তর: গ্লুকোজ – 70 থেকে 110 mg/dL (খালি পেটে)।
📝 45. মূত্রের বর্ণ হলুদ কেন?
✅ উত্তর: ইউরোক্রোম (Urochrome) নামক রঞ্জকের কারণে।
📝 46. পয়ঃস্বিনি বা ল্যাকটিয়াল কী?
✅ উত্তর: এটি একটি লসিকা নালী যা ক্ষুদ্রান্ত্র থেকে চর্বি শোষণ করে।
📝 47. ভিটামিন-D-এর অভাবে কী রোগ হয়?
✅ উত্তর: রিকেটস (Rickets)।
📝 48. একটি শ্বাসপেশির নাম লেখো।
✅ উত্তর: ডায়াফ্রাগম।
📝 49. CSF-এর পুরো নাম লেখো।
✅ উত্তর: Cerebrospinal Fluid।
📝 50. অধিক O₂ যুক্ত রক্ত পরিবহণ করে কোন্ শিরা?
✅ উত্তর: ফুসফুস শিরা (Pulmonary vein)।
📝 51. ফুসফুসের আবরণীকে কী বলে?
✅ উত্তর: প্লুরা (Pleura)।
📝 52. প্রাণীদেহের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো।
✅ উত্তর: ইউরিয়া।
📝 53. ক্রেবসচক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম কী?
✅ উত্তর: সাইট্রিক অ্যাসিড।
📝 54. একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো।
✅ উত্তর: কাসকাটা (Cuscuta)।
📝 55. মাকড়সার শ্বাসঅঙ্গের নাম কী?
✅ উত্তর: বুক লাং (Book lung)।
📝 56. প্ল্যানেরিয়ার রেচন অঙ্গের নাম কী?
✅ উত্তর: শিখর কোষ বা ফ্লেম সেল (Flame cell)।
📝 57. প্লাসমোলিসিস হতে গেলে কোশকে কোন প্রকার দ্রবণে রাখতে হবে?
✅ উত্তর: হাইপারটনিক দ্রবণে।
✅ উত্তর: ঘাস জাতীয় উদ্ভিদের পত্ররন্ধ্রের পার্শ্বে।
📝 59. SA নোড কোথায় অবস্থিত?
✅ উত্তর: ডান অলিন্দের দেওয়ালে, ইনফেরিয়র ভেনা কাভার কাছে।
📝 60. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ কত?
✅ উত্তর: 120/80 mmHg।
📝 61. শ্বসনে সাহায্যকারী পেশি দুটির নাম কী?
✅ উত্তর: ডায়াফ্রাগম ও আন্তঃপাঁজর পেশি (Intercostal muscles)।
📝 62. নিউম্যাটোফোর কোন্ কোন্ উদ্ভিদে দেখা যায়?
✅ উত্তর: গরান ও সুন্দরী প্রভৃতি জোয়ারভাটা অঞ্চলের উদ্ভিদে।
📝 63. প্রান্তীয় শ্বসনে কী কী উৎপন্ন হয়?
✅ উত্তর: কার্বন ডাই-অক্সাইড, জল ও শক্তি (ATP)।
📝 64. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর হাইড্রোজেনের উৎস কী?
✅ উত্তর: জলের (H₂O) আলোক বিশ্লেষণ।
📝 65. PGAld-এর পুরো নাম লেখো।
✅ উত্তর: Phosphoglyceraldehyde (PGAld)।
📝 66. শ্বেতচন্দন হল একটি আংশিক পরজীবী উদ্ভিদ। (ঠিক না ভুল লেখো)
✅ উত্তর: ঠিক।
📝 67. পালমোনারি কপাটিকা কোথায় অবস্থিত?
✅ উত্তর: ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে।
📝 68. হেপাটোপ্যানক্রিয়েটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়?
✅ উত্তর: ডিওডিনামের (Duodenum) ভেতর।
📝 69. বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কী?
✅ উত্তর: সিকাম (Caecum)।
📝 70. শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে কী রোগ হয়?
✅ উত্তর: লিউকেমিয়া।
📝 71. কে ‘সিস্টেমা ন্যাচুরি’ লেখেন?
✅ উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
📝 72. ক্লোরোপ্লাস্টে অবস্থিত মুখ্য রঙ্গক কোনটি?
✅ উত্তর: ক্লোরোফিল-এ।
📝 73. পতঙ্গের ক্ষেত্রে রক্তপূর্ণ সিলোমকে কি বলে?
✅ উত্তর: হিমোসিল।
📝 74. শ্বাসমূলযুক্ত দুটি উদ্ভিদের নাম লেখো।
✅ উত্তর: গরান ও সুন্দরী।
📝 75. পরাশ্রয়ী উদ্ভিদরা কীভাবে জল শোষণ করে?
✅ উত্তর: পরাশ্রয়ী উদ্ভিদরা হস্টোরিয়া (haustoria) নামক শোষক মূল দিয়ে জল শোষণ করে।
📝 76. পাথরকুচি উদ্ভিদে কী ধরনের বাষ্পমোচন দেখা যায়?
✅ উত্তর: স্তোমীয় বাষ্পমোচন (stomatal transpiration)।
📝 77. চোখের ভিতর কী কী প্রকার তরল থাকে?
✅ উত্তর: অ্যাকোয়াস হিউমার (Aqueous humor) ও ভিট্রিয়াস হিউমার (Vitreous humor)।
📝 78. ক্রেটিনিজমের কারণ কী?
✅ উত্তর: থাইরক্সিন হরমোনের ঘাটতি।
📝 79. সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত একটি পদার্থের নাম লেখো।
✅ উত্তর: সিবাম (Sebum)।
📝 80. ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরায় প্রবেশে বাধা দেয় কোন্ কপাটিকা?
✅ উত্তর: কোন কপাটিকা বাধা দেয় না, নিম্ন মহাশিরা রক্ত ডান অলিন্দে আনে।
📝 81. রিজার্ভ পেসমেকার কাকে বলে?
✅ উত্তর: AV নোড (Atrioventricular Node)।
📝 82. ফ্যাটের সরলতম অংশ কার মাধ্যমে শোষিত হয়?
✅ উত্তর: ল্যাকটিয়াল বা পয়ঃস্বিনির মাধ্যমে।
📝 83. ফুসফুসের বায়ুথলিতে কোন্ রক্তবাহ জালক সৃষ্টি করে?
✅ উত্তর: ফুসফুসীয় শিরা ও ধমনি শাখা তৈরি করে।
📝 84. সম্পূরক কোশ কোথায় দেখা যায়?
✅ উত্তর: ঘাস জাতীয় উদ্ভিদের পাতায়।
📝 85. কোন্ উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ ঘটে?
✅ উত্তর: টিনোস্পোরা বা গুলঞ্চ।
✅ উত্তর: ডায়াফ্রাগম ও আন্তঃপাঁজর পেশি (Intercostal muscles)।
📝 87. TCA চক্রে উৎপন্ন প্রথম জৈবযৌগ কোনটি?
✅ উত্তর: সাইট্রিক অ্যাসিড।
📝 88. অ্যালার্জি প্রতিরোধ করে কোন্ শ্বেতকণিকা?
✅ উত্তর: ব্যাসোফিল ও ইোসিনোফিল।
📝 89. OPV কোন্ রোগে ব্যবহৃত হয়?
✅ উত্তর: পোলিও রোগ প্রতিরোধে।
📝 90. RUBISCO-এর সম্পূর্ণ নাম কী?
✅ উত্তর: Ribulose-1,5-bisphosphate Carboxylase Oxygenase।
📝 91. মানবদেহের প্রধান রেচন পদার্থ কোনটি? এটি কোথায় উৎপন্ন হয়?
✅ উত্তর: ইউরিয়া, এটি যকৃতে (Liver) উৎপন্ন হয়।
📝 92. একটি সক্রিয় পরিবহণের উদাহরণ দাও।
✅ উত্তর: সোডিয়াম-পটাসিয়াম পাম্প (Na⁺/K⁺ pump)।
📝 93. মানুষের দন্ত সংকেত লেখো।
✅ উত্তর: × 2 = 32 টি দাঁত।
📝 94. H₂O ⟶ Cu⁺ + H⁺ + OH⁻ – এই বিক্রিয়ার নাম কী?
✅ উত্তর: জলীয় দ্রবণে আংশিক আয়নীয় বিভাজন বা জলীয় আয়নিক বিচ্ছেদ।
📝 95. MMR-এর সম্পূর্ণ নাম কী?
✅ উত্তর: Measles, Mumps, and Rubella Vaccine।
✅ উত্তর: কার্বন ডাই-অক্সাইড (CO₂)।
📝 97. সালোকসংশ্লেষ কোন ধরণের বিপাক?
✅ উত্তর: নির্মাণমূলক বিপাক (Anabolic metabolism)।
📝 98. ক্রোমোজোম সৃষ্টি হয় কোথা থেকে?
✅ উত্তর: নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমাটিন থেকে।
📝 99. প্রাণীদেহে ভারসাম্য বজায় রাখে কে?
✅ উত্তর: হোমিওস্ট্যাসিস।
📝 100. উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কোন কলার প্রধান কাজ?
✅ উত্তর: কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কলার।
📝 101. কোন্ কোশ অঙ্গাণু প্রাণীকোশ বিভাজনকালে বেম গঠন করে?
✅ উত্তর: সেন্ট্রিয়োল।
📝 102. মাইটোকনড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কী বলে?
✅ উত্তর: ক্রিস্টি (Cristae)।
📝 103. কোন্ অঙ্গ টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে?
✅ উত্তর: অণ্ডকোষ (Testis)।
📝 104. কোন্ অঙ্গ পিত্তরস ক্ষরণ করে?
✅ উত্তর: যকৃৎ (Liver)।
📝 105. কোন্ বিজ্ঞানী সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন?
✅ উত্তর: মেলভিন ক্যালভিন।
📝 106. একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোকসংশ্লেষ ঘটে।
✅ উত্তর: গুলঞ্চ (Tinospora)।
📝 107. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম লেখো।
✅ উত্তর: ইউগ্লিনা (Euglena)।
📝 108. ফুসফুসের আবরণীকে কী বলে?
✅ উত্তর: প্লুরা (Pleura)।
📝 109. শ্বসনে মোট কত অণু ATP উৎপন্ন হয়?
✅ উত্তর: এক অণু গ্লুকোজ থেকে সর্বাধিক 38 ATP অণু।
📝 110. শ্বাসমূল কোন্ উদ্ভিদের শ্বাসঅঙ্গ?
✅ উত্তর: গরান, সুন্দরী প্রভৃতি ম্যাংগ্রোভ উদ্ভিদ।
✅ উত্তর: সাব-স্টোমেটাল চেম্বার (Sub-stomatal chamber)।
📝 112. ক্রেবস চক্রটি কোন কোশীয় অঙ্গাণুর মধ্যে ঘটে?
✅ উত্তর: মাইটোকনড্রিয়া।
📝 113. কত বছর বয়স পর্যন্ত স্থায়ী দাঁত ওঠা শেষ হয়?
✅ উত্তর: সাধারণত ১২ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত।
📝 114. ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়ামে অবস্থিত কার মাধ্যমে শোষণ ক্রিয়া ঘটে?
✅ উত্তর: অঙ্গুলির মতো বৃদ্ধি ভিলি (Villi) ও মাইক্রোভিলির মাধ্যমে।
📝 115. মূত্র কাকে বলে?
✅ উত্তর: রক্ত ছেঁকে দেহের অতিরিক্ত জল, ইউরিয়া, লবণ ইত্যাদি অপসারণের ফলে উৎপন্ন তরল বর্জ্য পদার্থকে মূত্র বলে।
📝 116. রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন?
✅ উত্তর: হেপারিন নামক একটি প্রাকৃতিক অজমক পদার্থ রক্তে থাকে, যা জমাট বাঁধা রোধ করে।
📝 117. স্যাংগুইনিভোরি কাদের বলা হয়?
✅ উত্তর: যেসব প্রাণী অন্যের রক্ত পান করে তাদের স্যাংগুইনিভোর বলা হয়, যেমন: জোঁক, মশা।
📝 118. কোশীয় শ্বসন বলতে কী বোঝো?
✅ উত্তর: কোশের অভ্যন্তরে খাদ্য অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কোশীয় শ্বসন বলে।
📝 119. বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ বলজনিত মতবাদ-এর প্রবক্তা কারা?
✅ উত্তর: ডিক্সন ও জলি (Dixon and Joly)।
<<<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>