📚অষ্টম শ্রেণির ইতিহাস সাজেশন(উত্তরসহ): তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ:১০০% কমন আসবেই📚
✍️সঠিক উত্তরটি নির্বাচন করো(প্রশ্নের মান-১):
1. ১৭৯৩ খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন –
(a) লর্ড ওয়েলেসলি (b) লর্ড কর্নওয়ালিশ (c) ওয়ারেন হেস্টিংস (d) লর্ড মিন্টো।
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিশ।
2. ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন –
(a) আলেকজান্ডার ডাফ (b) ডেভিড হেয়ার (c) জোনাথন ডানকান (d) উইলিয়ম জোনস।
উত্তর: (d) উইলিয়ম জোনস।
3. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন –
(a) শিশির কুমার ঘোষ (b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (c) নবগোপাল মিত্র (d) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
উত্তর: (c) নবগোপাল মিত্র।
4. বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজসংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন –
(a) আত্মারাম পান্ডুরং (b) বিষ্ণুশাস্ত্রী পণ্ডিত (c) বীরেশলিঙ্গম পাণ্ডুলু (d) জ্যোতিরাও ফুলে।
উত্তর: (a) আত্মারাম পান্ডুরং।
(a) লর্ড ওয়েলেসলি (b) লর্ড কর্নওয়ালিশ (c) ওয়ারেন হেস্টিংস (d) লর্ড মিন্টো।
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিশ।
2. ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন –
(a) আলেকজান্ডার ডাফ (b) ডেভিড হেয়ার (c) জোনাথন ডানকান (d) উইলিয়ম জোনস।
উত্তর: (d) উইলিয়ম জোনস।
3. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন –
(a) শিশির কুমার ঘোষ (b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (c) নবগোপাল মিত্র (d) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
উত্তর: (c) নবগোপাল মিত্র।
4. বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজসংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন –
(a) আত্মারাম পান্ডুরং (b) বিষ্ণুশাস্ত্রী পণ্ডিত (c) বীরেশলিঙ্গম পাণ্ডুলু (d) জ্যোতিরাও ফুলে।
উত্তর: (a) আত্মারাম পান্ডুরং।
5. ১৮৫৭ খ্রিস্টাব্দের মে মাসে কোন্ সেনাছাউনির সিপাহিরা বিদ্রোহ ঘোষণা করে?
(a) লখনউ-এর (b) ব্যারাকপুর-এর (c) মিরাট-এর (d) দমদম-এর।
উত্তর: (c) মিরাট-এর।
6. ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হল –
(a) বঙ্গভাষা প্রকাশিকা সভা (b) জমিদার সভা (c) ভারত সভা (d) প্রার্থনা সভা।
উত্তর: (a) বঙ্গভাষা প্রকাশিকা সভা।
7. মহাত্মা গান্ধি ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন –
(a) বিহারের চম্পারনে (b) গুজরাটের খেড়ায় (c) গুজরাটের ডান্ডিতে (d) গুজরাটের আমেদাবাদে।
উত্তর: (a) বিহারের চম্পারনে।
8. ভগৎ সিং-এর ফাঁসি হয় –
(a) লাহোর ষড়যন্ত্র মামলায় (b) আলিপুর বোমার মামলায় (c) কাকোরি ষড়যন্ত্র মামলায় (d) মিরাট ষড়যন্ত্র মামলায়।
উত্তর: (a) লাহোর ষড়যন্ত্র মামলায়।
9. ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন –
(a) মহম্মদ আলি জিন্নাহ্ (b) মৌলানা আবুল কালাম আজাদ (c) স্যার সৈয়দ আহমদ খান (d) এ কে ফজলুল হক।
উত্তর: (c) স্যার সৈয়দ আহমদ খান।
10. ইন্ডিয়ান লিগ-এর প্রতিষ্ঠাতা ছিলেন –
(a) অ্যালান অক্টোভিয়ান হিউম (b) আনন্দমোহন বসু (c) কর্নেল অলকট (d) শিশির কুমার ঘোষ।
উত্তর: (b) আনন্দমোহন বসু।
11. সুভাষচন্দ্র বসু কোন্ ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন?
(a) মহম্মদ ইউসুফ (b) মহম্মদ জিয়াউদ্দিন (c) মহম্মদ শাহনওয়াজ (d) মহম্মদ ইকবাল।
উত্তর: (b) মহম্মদ জিয়াউদ্দিন।
12. ১৯৪৫ খ্রিস্টাব্দে মুসলিম লিগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয়, তাতে সভাপতিত্ব করেন –
(a) লর্ড লিনলিথগো (b) লর্ড ওয়াভেল (c) লর্ড উইলিংডন (d) লর্ড মাউন্টব্যাটেন।
উত্তর: (b) লর্ড ওয়াভেল।
13. ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় –
(a) বিধানসভা (b) লোকসভা (c) রাজ্যসভা (d) বিধান পরিষদ।
উত্তর: (c) রাজ্যসভা।
14. ভারতের সংসদীয় শাসনব্যবস্থায় সাংবিধানিক প্রধান হলেন –
(a) মুখ্যমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) রাজ্যপাল (d) প্রধানমন্ত্রী।
উত্তর: (b) রাষ্ট্রপতি।
15. ভারতীয় সংবিধানের নির্দেশমূলকনীতিগুলি নেওয়া হয়েছে –
(a) ইংল্যান্ডের থেকে (b) আয়ারল্যান্ডের থেকে (c) মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে (d) নেদারল্যান্ডের থেকে।
উত্তর: (b) আয়ারল্যান্ডের থেকে।
(a) লখনউ-এর (b) ব্যারাকপুর-এর (c) মিরাট-এর (d) দমদম-এর।
উত্তর: (c) মিরাট-এর।
6. ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হল –
(a) বঙ্গভাষা প্রকাশিকা সভা (b) জমিদার সভা (c) ভারত সভা (d) প্রার্থনা সভা।
উত্তর: (a) বঙ্গভাষা প্রকাশিকা সভা।
7. মহাত্মা গান্ধি ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন –
(a) বিহারের চম্পারনে (b) গুজরাটের খেড়ায় (c) গুজরাটের ডান্ডিতে (d) গুজরাটের আমেদাবাদে।
উত্তর: (a) বিহারের চম্পারনে।
8. ভগৎ সিং-এর ফাঁসি হয় –
(a) লাহোর ষড়যন্ত্র মামলায় (b) আলিপুর বোমার মামলায় (c) কাকোরি ষড়যন্ত্র মামলায় (d) মিরাট ষড়যন্ত্র মামলায়।
উত্তর: (a) লাহোর ষড়যন্ত্র মামলায়।
9. ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন –
(a) মহম্মদ আলি জিন্নাহ্ (b) মৌলানা আবুল কালাম আজাদ (c) স্যার সৈয়দ আহমদ খান (d) এ কে ফজলুল হক।
উত্তর: (c) স্যার সৈয়দ আহমদ খান।
10. ইন্ডিয়ান লিগ-এর প্রতিষ্ঠাতা ছিলেন –
(a) অ্যালান অক্টোভিয়ান হিউম (b) আনন্দমোহন বসু (c) কর্নেল অলকট (d) শিশির কুমার ঘোষ।
উত্তর: (b) আনন্দমোহন বসু।
11. সুভাষচন্দ্র বসু কোন্ ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন?
(a) মহম্মদ ইউসুফ (b) মহম্মদ জিয়াউদ্দিন (c) মহম্মদ শাহনওয়াজ (d) মহম্মদ ইকবাল।
উত্তর: (b) মহম্মদ জিয়াউদ্দিন।
12. ১৯৪৫ খ্রিস্টাব্দে মুসলিম লিগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয়, তাতে সভাপতিত্ব করেন –
(a) লর্ড লিনলিথগো (b) লর্ড ওয়াভেল (c) লর্ড উইলিংডন (d) লর্ড মাউন্টব্যাটেন।
উত্তর: (b) লর্ড ওয়াভেল।
13. ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় –
(a) বিধানসভা (b) লোকসভা (c) রাজ্যসভা (d) বিধান পরিষদ।
উত্তর: (c) রাজ্যসভা।
14. ভারতের সংসদীয় শাসনব্যবস্থায় সাংবিধানিক প্রধান হলেন –
(a) মুখ্যমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) রাজ্যপাল (d) প্রধানমন্ত্রী।
উত্তর: (b) রাষ্ট্রপতি।
15. ভারতীয় সংবিধানের নির্দেশমূলকনীতিগুলি নেওয়া হয়েছে –
(a) ইংল্যান্ডের থেকে (b) আয়ারল্যান্ডের থেকে (c) মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে (d) নেদারল্যান্ডের থেকে।
উত্তর: (b) আয়ারল্যান্ডের থেকে।
16. আইন করে সতীদাহপ্রথা নিষিদ্ধ করেছিলেন –
(a) লর্ড ডালহৌসি (b) রাজা রামমোহন রায় (c) লর্ড বেন্টিঙ্ক (d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তর: (c) লর্ড বেন্টিঙ্ক।
17. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন –
(a) দয়ানন্দ সরস্বতী (b) জ্যোতিরাও ফুলে (c) বীরেশলিঙ্গম পাণ্ডুলু (d) রাজা রামমোহন রায়।
উত্তর: (b) জ্যোতিরাও ফুলে।
18. এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন –
(a) বিদ্যাসাগর (b) ওয়ারেন হেস্টিংস (c) জোনাথন ডানকান (d) উইলিয়াম কেরি।
উত্তর: (a) বিদ্যাসাগর।
19. নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়েছিল কংগ্রেসের –
(a) কলকাতা অধিবেশনে (b) বোম্বাই অধিবেশনে (c) লখনউ অধিবেশনে (d) সুরাট অধিবেশনে।
উত্তর: (d) সুরাট অধিবেশনে।
20. ১৯০৫ খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছিল –
(a) ৫ অক্টোবর (b) ১৬ অক্টোবর (c) ১৬ নভেম্বর (d) ১০ অক্টোবর।
উত্তর: (b) ১৬ অক্টোবর।
21. ‘বিপ্লববাদের জনক' বলা হয় –
(a) মাস্টারদা সূর্য সেনকে (b) ভগৎ সিংকে (c) বাসুদেব বলবন্ত ফাদকেকে (d) বাল গঙ্গাধর তিলককে।
উত্তর: (a) মাস্টারদা সূর্য সেনকে।
22. মন্টেগু-চেমসফোর্ড ভারত শাসন আইন পাস হয়েছিল –
(a) ১৯১৯ খ্রি (b) ১৯১৫ খ্রি (c) ১৯১৮ খ্রি (d) ১৯১৭ খ্রি।
উত্তর: (a) ১৯১৯ খ্রি।
23. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ১৯১৯ সালের –
(a) ১২ মার্চ (b) ১৬ মার্চ (c) ১৩ এপ্রিল (d) ১৮ এপ্রিল।
উত্তর: (c) ১৩ এপ্রিল।
24. ভগৎ সিং-এর ফাঁসি হয়েছিল –
(a) লাহোর ষড়যন্ত্র মামলায় (b) কাকোরি ষড়যন্ত্র মামলায় (c) আলিপুর বোমার মামলায় (d) মিরাট ষড়যন্ত্র মামলায়।
উত্তর: (a) লাহোর ষড়যন্ত্র মামলায়।
25. মুসলিম লিগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন –
(a) চৌধুরি রহমৎ আলি (b) ফজলুল হক (c) খাজা আবদুল রহিম (d) মহম্মদ আলি জিন্নাহ্।
উত্তর: (a) চৌধুরি রহমৎ আলি ।
26. কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন –
(a) মুজফ্ফর আহমেদ (b) এ কে ফজলুল হক (c) মানবেন্দ্রনাথ রায় (d) বিধানচন্দ্র রায়।
উত্তর: (b) এ কে ফজলুল হক ।
27. ভারতের স্বাধীনতা আইন পাস হয় –
(a) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ জুলাই (b) ১৯০৭ খ্রিস্টাব্দের ৩ জুন (c) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই (d) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ জুলাই।
উত্তর: (a) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই।
28. ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন –
(a) জওহরলাল নেহরু (b) ড. বি আর আম্বেদকর (c) ড. রাজেন্দ্র প্রসাদ (d) সর্দার বল্লভভাই প্যাটেল।
উত্তর: (c) ড. রাজেন্দ্র প্রসাদ।
29. কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় –
(a) বিধানসভা (b) লোকসভা (c) বিধান পরিষদ (d) রাজ্যসভা।
উত্তর: (d) রাজ্যসভা।
30. গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে ওপরের স্তরে রয়েছে –
(a) গ্রাম পঞ্চায়েত (b) পঞ্চায়েত সমিতি (c) পৌরসভা (d) জেলা পরিষদ।
উত্তর: (d) জেলা পরিষদ।
(a) লর্ড ডালহৌসি (b) রাজা রামমোহন রায় (c) লর্ড বেন্টিঙ্ক (d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উত্তর: (c) লর্ড বেন্টিঙ্ক।
17. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন –
(a) দয়ানন্দ সরস্বতী (b) জ্যোতিরাও ফুলে (c) বীরেশলিঙ্গম পাণ্ডুলু (d) রাজা রামমোহন রায়।
উত্তর: (b) জ্যোতিরাও ফুলে।
18. এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন –
(a) বিদ্যাসাগর (b) ওয়ারেন হেস্টিংস (c) জোনাথন ডানকান (d) উইলিয়াম কেরি।
উত্তর: (a) বিদ্যাসাগর।
19. নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়েছিল কংগ্রেসের –
(a) কলকাতা অধিবেশনে (b) বোম্বাই অধিবেশনে (c) লখনউ অধিবেশনে (d) সুরাট অধিবেশনে।
উত্তর: (d) সুরাট অধিবেশনে।
20. ১৯০৫ খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছিল –
(a) ৫ অক্টোবর (b) ১৬ অক্টোবর (c) ১৬ নভেম্বর (d) ১০ অক্টোবর।
উত্তর: (b) ১৬ অক্টোবর।
21. ‘বিপ্লববাদের জনক' বলা হয় –
(a) মাস্টারদা সূর্য সেনকে (b) ভগৎ সিংকে (c) বাসুদেব বলবন্ত ফাদকেকে (d) বাল গঙ্গাধর তিলককে।
উত্তর: (a) মাস্টারদা সূর্য সেনকে।
22. মন্টেগু-চেমসফোর্ড ভারত শাসন আইন পাস হয়েছিল –
(a) ১৯১৯ খ্রি (b) ১৯১৫ খ্রি (c) ১৯১৮ খ্রি (d) ১৯১৭ খ্রি।
উত্তর: (a) ১৯১৯ খ্রি।
23. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ১৯১৯ সালের –
(a) ১২ মার্চ (b) ১৬ মার্চ (c) ১৩ এপ্রিল (d) ১৮ এপ্রিল।
উত্তর: (c) ১৩ এপ্রিল।
24. ভগৎ সিং-এর ফাঁসি হয়েছিল –
(a) লাহোর ষড়যন্ত্র মামলায় (b) কাকোরি ষড়যন্ত্র মামলায় (c) আলিপুর বোমার মামলায় (d) মিরাট ষড়যন্ত্র মামলায়।
উত্তর: (a) লাহোর ষড়যন্ত্র মামলায়।
25. মুসলিম লিগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন –
(a) চৌধুরি রহমৎ আলি (b) ফজলুল হক (c) খাজা আবদুল রহিম (d) মহম্মদ আলি জিন্নাহ্।
উত্তর: (a) চৌধুরি রহমৎ আলি ।
26. কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন –
(a) মুজফ্ফর আহমেদ (b) এ কে ফজলুল হক (c) মানবেন্দ্রনাথ রায় (d) বিধানচন্দ্র রায়।
উত্তর: (b) এ কে ফজলুল হক ।
27. ভারতের স্বাধীনতা আইন পাস হয় –
(a) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ জুলাই (b) ১৯০৭ খ্রিস্টাব্দের ৩ জুন (c) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই (d) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ জুলাই।
উত্তর: (a) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই।
28. ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন –
(a) জওহরলাল নেহরু (b) ড. বি আর আম্বেদকর (c) ড. রাজেন্দ্র প্রসাদ (d) সর্দার বল্লভভাই প্যাটেল।
উত্তর: (c) ড. রাজেন্দ্র প্রসাদ।
29. কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় –
(a) বিধানসভা (b) লোকসভা (c) বিধান পরিষদ (d) রাজ্যসভা।
উত্তর: (d) রাজ্যসভা।
30. গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে ওপরের স্তরে রয়েছে –
(a) গ্রাম পঞ্চায়েত (b) পঞ্চায়েত সমিতি (c) পৌরসভা (d) জেলা পরিষদ।
উত্তর: (d) জেলা পরিষদ।
31. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল –
(a) ১৭৭০ খ্রিস্টাব্দে (b) ১৭৭২ খ্রিস্টাব্দে (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে (d) ১৭৬৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (d) ১৭৬৫ খ্রিস্টাব্দে।
32. কোম্পানির আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়েছিল –
(a) লার্ড ওয়ারেন হেস্টিংসের আমলে (b) লর্ড কর্নওয়ালিশের আমলে (c) লর্ড বেন্টিঙ্কের আমলে (d) লর্ড ক্যানিং-এর আমলে।
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিশের আমলে।
33. ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলায় নদীপথগুলি জরিপ করেন –
(a) এলিজা ইম্পে (b) জেমস রেনেল (c) মেকলে (d) চার্লস উড।
উত্তর: (b) জেমস রেনেল।
34. 'বেঙ্গল গেজেট' নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন –
(a) মার্শম্যান (b) জেমস অগাস্টাস হিকি (c) উইলিয়াম কেরি (d) ডিরোজিও।
উত্তর: (b) জেমস অগাস্টাস হিকি।
35. প্রভাইস হিসেবে নিযুক্ত হন –
(a) লর্ড বেন্টিঙ্ক (b) লর্ড ডালহৌসি (c) লর্ড ক্যানিং (d) লর্ড লিটন।
উত্তর: (c) লর্ড ক্যানিং।
36. জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল –
(a) বোম্বাইতে (b) মাদ্রাজে (c) দিল্লিতে (d) কলকাতায়।
উত্তর: (a) বোম্বাইতে।
37. জ্যোতিরাও ফুলের বারো গঠিত হয়েছিল –
(a) আত্মীয় সভা (b) সত্যশোধক সমাজ (c) হিন্দু মেলা (d) আর্য সমাজ।
উত্তর: (b) সত্যশোধক সমাজ।
38. বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল –
(a) যুগান্তর (b) হিন্দু প্যাট্রিয়ট (c) সোমপ্রকাশ (d) অমৃতবাজার পত্রিকা।
উত্তর: (a) যুগান্তর।
39. সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন –
(a) সৈয়দ আহমদ খান (b) খান আবদুল গফফর খান (c) মহম্মদ আলি জিন্নাহ্ (d) শওকত আলি।
উত্তর: (b) খান আবদুল গফফর খান।
40. বিবৃত্তির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি লেখো:
বিবৃতি: গান্ধি খিলাফৎ আন্দোলনকে সমর্থন করেছিলেন –
(a) ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য।
(b) তুরস্কের সুলতানের প্রতি সহানুভূতি দেখানোর জন্য।
(c) মুসলমান সমাজের উন্নতির দাবি জোরদার করার জন্য।
(d) হিন্দু সমাজের উন্নতির জন্য।
উত্তর: (a) ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য।
(a) ১৭৭০ খ্রিস্টাব্দে (b) ১৭৭২ খ্রিস্টাব্দে (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে (d) ১৭৬৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (d) ১৭৬৫ খ্রিস্টাব্দে।
32. কোম্পানির আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়েছিল –
(a) লার্ড ওয়ারেন হেস্টিংসের আমলে (b) লর্ড কর্নওয়ালিশের আমলে (c) লর্ড বেন্টিঙ্কের আমলে (d) লর্ড ক্যানিং-এর আমলে।
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিশের আমলে।
33. ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলায় নদীপথগুলি জরিপ করেন –
(a) এলিজা ইম্পে (b) জেমস রেনেল (c) মেকলে (d) চার্লস উড।
উত্তর: (b) জেমস রেনেল।
34. 'বেঙ্গল গেজেট' নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন –
(a) মার্শম্যান (b) জেমস অগাস্টাস হিকি (c) উইলিয়াম কেরি (d) ডিরোজিও।
উত্তর: (b) জেমস অগাস্টাস হিকি।
35. প্রভাইস হিসেবে নিযুক্ত হন –
(a) লর্ড বেন্টিঙ্ক (b) লর্ড ডালহৌসি (c) লর্ড ক্যানিং (d) লর্ড লিটন।
উত্তর: (c) লর্ড ক্যানিং।
36. জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল –
(a) বোম্বাইতে (b) মাদ্রাজে (c) দিল্লিতে (d) কলকাতায়।
উত্তর: (a) বোম্বাইতে।
37. জ্যোতিরাও ফুলের বারো গঠিত হয়েছিল –
(a) আত্মীয় সভা (b) সত্যশোধক সমাজ (c) হিন্দু মেলা (d) আর্য সমাজ।
উত্তর: (b) সত্যশোধক সমাজ।
38. বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল –
(a) যুগান্তর (b) হিন্দু প্যাট্রিয়ট (c) সোমপ্রকাশ (d) অমৃতবাজার পত্রিকা।
উত্তর: (a) যুগান্তর।
39. সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন –
(a) সৈয়দ আহমদ খান (b) খান আবদুল গফফর খান (c) মহম্মদ আলি জিন্নাহ্ (d) শওকত আলি।
উত্তর: (b) খান আবদুল গফফর খান।
40. বিবৃত্তির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি লেখো:
বিবৃতি: গান্ধি খিলাফৎ আন্দোলনকে সমর্থন করেছিলেন –
(a) ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য।
(b) তুরস্কের সুলতানের প্রতি সহানুভূতি দেখানোর জন্য।
(c) মুসলমান সমাজের উন্নতির দাবি জোরদার করার জন্য।
(d) হিন্দু সমাজের উন্নতির জন্য।
উত্তর: (a) ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য।
41. রেগুলেটিং অ্যাক্ট পাস হয় –
(a) ১৭৭২ খ্রিস্টাব্দে (b) ১৭৭৩ খ্রিস্টাব্দে (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে (d) ১৭৮৪ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৭৭৩ খ্রিস্টাব্দে।
42. ঠগি দস্যুদের দমন করেছিলেন –
(a) ওয়ারেন হেস্টিংস (b) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক (c) কর্নওয়ালিশ (d) ডালহৌসি।
উত্তর: (b) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক।
43. জেমস রেনেল ছিলেন ভারতের –
(a) বিচারপতি (b) জরিপ বিভাগের প্রধান (c) গভর্নর জেনারেল (d) জনশিক্ষা কমিটির সভাপতি।
উত্তর: (b) জরিপ বিভাগের প্রধান।
44. শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন –
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর (b) কেশবচন্দ্র সেন (c) স্বামী বিবেকানন্দ (d) রাজা রামমোহন রায়।
উত্তর: (c) স্বামী বিবেকানন্দ।
45. হাজি শরিয়তউল্লা ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন –
(a) মিরাটে (b) ব্যারাকপুরে (c) বারাসাতে (d) ফরিদপুরে।
উত্তর: (d) ফরিদপুরে।
46. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –
(a) লর্ড ডালহৌসি (b) রবার্ট ক্লাইভ (c) লর্ড বেন্টিঙ্ক (d) লর্ড ক্যানিং।
উত্তর: (d) লর্ড ক্যানিং।
47. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল –
(a) মাদ্রাজে (b) কলকাতায় (c) দিল্লিতে (d) বোম্বাইতে।
উত্তর: (d) বোম্বাইতে।
48. বঙ্গভঙ্গ রদ করা হয় –
(a) ১৯০৬ খ্রিস্টাব্দে (b) ১৯০৯ খ্রিস্টাব্দে (c) ১৯১১ খ্রিস্টাব্দে (d) ১৯০৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৯১১ খ্রিস্টাব্দে।
49. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন –
(a) ভগৎ সিং (b) মাস্টারদা সূর্য সেন (c) বিনয় বসু (d) বাদল গুপ্ত।
উত্তর: (b) মাস্টারদা সূর্য সেন।
50. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় –
(a) সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে (b) মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে (c) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে (d) মহাত্মা গান্ধির নেতৃত্বে।
উত্তর: (a) সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে।
51. মুসলিম লিগ গঠিত হয় –
(a) ঢাকায় (b) যশোরে (c) খুলনায় (d) কলকাতায়।
উত্তর: (a) ঢাকায়।
52. বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন –
(a) এ কে ফজলুল হক (b) মহম্মদ আলি জিন্নাহ্ (c) স্যার সিকন্দর হায়াৎ খান (d) শওকত আলি।
উত্তর: (a) এ কে ফজলুল হক।
53. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন –
(a) ড. রাজেন্দ্র প্রসাদ (b) ড. বি আর আম্বেদকর (c) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ (d) জওহরলাল নেহরু।
উত্তর: (b) ড. বি আর আম্বেদকর।
54. যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলে –
(a) খেতমজুর (b) ভূমিহীন চাষি (c) পাট্টাদার (d) বর্গাদার।
উত্তর: (d) বর্গাদার।
(a) ১৭৭২ খ্রিস্টাব্দে (b) ১৭৭৩ খ্রিস্টাব্দে (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে (d) ১৭৮৪ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৭৭৩ খ্রিস্টাব্দে।
42. ঠগি দস্যুদের দমন করেছিলেন –
(a) ওয়ারেন হেস্টিংস (b) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক (c) কর্নওয়ালিশ (d) ডালহৌসি।
উত্তর: (b) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক।
43. জেমস রেনেল ছিলেন ভারতের –
(a) বিচারপতি (b) জরিপ বিভাগের প্রধান (c) গভর্নর জেনারেল (d) জনশিক্ষা কমিটির সভাপতি।
উত্তর: (b) জরিপ বিভাগের প্রধান।
44. শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন –
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর (b) কেশবচন্দ্র সেন (c) স্বামী বিবেকানন্দ (d) রাজা রামমোহন রায়।
উত্তর: (c) স্বামী বিবেকানন্দ।
45. হাজি শরিয়তউল্লা ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন –
(a) মিরাটে (b) ব্যারাকপুরে (c) বারাসাতে (d) ফরিদপুরে।
উত্তর: (d) ফরিদপুরে।
46. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –
(a) লর্ড ডালহৌসি (b) রবার্ট ক্লাইভ (c) লর্ড বেন্টিঙ্ক (d) লর্ড ক্যানিং।
উত্তর: (d) লর্ড ক্যানিং।
47. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল –
(a) মাদ্রাজে (b) কলকাতায় (c) দিল্লিতে (d) বোম্বাইতে।
উত্তর: (d) বোম্বাইতে।
48. বঙ্গভঙ্গ রদ করা হয় –
(a) ১৯০৬ খ্রিস্টাব্দে (b) ১৯০৯ খ্রিস্টাব্দে (c) ১৯১১ খ্রিস্টাব্দে (d) ১৯০৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৯১১ খ্রিস্টাব্দে।
49. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন –
(a) ভগৎ সিং (b) মাস্টারদা সূর্য সেন (c) বিনয় বসু (d) বাদল গুপ্ত।
উত্তর: (b) মাস্টারদা সূর্য সেন।
50. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় –
(a) সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে (b) মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে (c) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে (d) মহাত্মা গান্ধির নেতৃত্বে।
উত্তর: (a) সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে।
51. মুসলিম লিগ গঠিত হয় –
(a) ঢাকায় (b) যশোরে (c) খুলনায় (d) কলকাতায়।
উত্তর: (a) ঢাকায়।
52. বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন –
(a) এ কে ফজলুল হক (b) মহম্মদ আলি জিন্নাহ্ (c) স্যার সিকন্দর হায়াৎ খান (d) শওকত আলি।
উত্তর: (a) এ কে ফজলুল হক।
53. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন –
(a) ড. রাজেন্দ্র প্রসাদ (b) ড. বি আর আম্বেদকর (c) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ (d) জওহরলাল নেহরু।
উত্তর: (b) ড. বি আর আম্বেদকর।
54. যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলে –
(a) খেতমজুর (b) ভূমিহীন চাষি (c) পাট্টাদার (d) বর্গাদার।
উত্তর: (d) বর্গাদার।
55. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন –
(a) লর্ড ওয়েলেসলি (b) লর্ড ওয়ারেন হেস্টিংস (c) লর্ড বেন্টিঙ্ক (d) লর্ড ক্লাইভ।
উত্তর: (b) লর্ড ওয়ারেন হেস্টিংস।
56. উইলিয়ম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন –
(a) এশিয়াটিক সোসাইটি (b) কলকাতা মাদ্রাসা (c) সংস্কৃত কলেজ (d) ফোর্ট উইলিয়ম কলেজ।
উত্তর: (a) এশিয়াটিক সোসাইটি।
57. বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন –
(a) চার্লস উড (b) এলিজা ইম্পে (c) উইলিয়ম জোনস (d) জেমস রেনেল।
উত্তর: (d) জেমস রেনেল।
58. সতীদাহ রদ আইন পাস করেন –
(a) লর্ড ক্যানিং (b) উইলিয়ম বেন্টিঙ্ক (c) লর্ড ডালহৌসি (d) লর্ড আমহার্স্ট।
উত্তর: (b) উইলিয়ম বেন্টিঙ্ক।
59. 'হুল' শব্দের অর্থ হল –
(a) মহাজন (b) জমিদার (c) বিদ্রোহ (d) বহিরাগত।
উত্তর: (c) বিদ্রোহ।
60. ‘নীলদর্পণ' নাটকটি লেখেন –
(a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) কালিদাস (c) দীনবন্ধু মিত্র (d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তর: (c) দীনবন্ধু মিত্র।
61. ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন –
(a) গান্ধিজি (b) নেতাজি (c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (d) হিউম।
উত্তর: (c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
62. বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন –
(a) লর্ড কার্জন (b) লর্ড রিপন (c) লর্ড লিটন (d) সি পি ইলবার্ট।
উত্তর: (a) লর্ড কার্জন।
63. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় –
(a) বিপুল সামন্তের নেতৃত্বে (b) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে (c) দীনবন্ধু মিত্রের নেতৃত্বে (d) হরিচরণ দাসের নেতৃত্বে।
উত্তর: (b) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে।
64. ১৯২৪ খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন –
(a) সুভাষচন্দ্র বসু (b) আবুল কালাম আজাদ (c) চিত্তরঞ্জন দাশ (d) রাসবিহারী বসু।
উত্তর: (c) চিত্তরঞ্জন দাশ।
65. আলিগির আন্দোলনের নেতৃত্ব দেন –
(a) স্যার সৈয়দ আহমদ খান (b) আবুল কালাম আজাদ (c) শওকত ওসমানি (d) মহম্মদ আলি জিন্নাহ্।
উত্তর: (a) স্যার সৈয়দ আহমদ খান।
66. ‘পাকিস্তান’ রাষ্ট্রের কথা প্রথম বলেন –
(a) চৌধুরি রহমৎ আলি (b) মহাত্মা গান্ধি (c) জওহরলাল নেহরু (d) ফজলুল হক।
উত্তর: (a) চৌধুরি রহমৎ আলি।
67. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন –
(a) জওহরলাল নেহরু (b) বি আর আম্বেদকর (c) রাজেন্দ্র প্রসাদ (d) মহাত্মা গান্ধি।
উত্তর: (b) বি আর আম্বেদকর।
68. আধুনিক ভারতের সবথেকে বড়ো কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল –
(a) তেভাগায় (b) তেলেঙ্গানায় (c) জনগাঁওয়ে (d) মহারাষ্ট্রে।
উত্তর: (a) তেভাগায়।
(a) লর্ড ওয়েলেসলি (b) লর্ড ওয়ারেন হেস্টিংস (c) লর্ড বেন্টিঙ্ক (d) লর্ড ক্লাইভ।
উত্তর: (b) লর্ড ওয়ারেন হেস্টিংস।
56. উইলিয়ম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন –
(a) এশিয়াটিক সোসাইটি (b) কলকাতা মাদ্রাসা (c) সংস্কৃত কলেজ (d) ফোর্ট উইলিয়ম কলেজ।
উত্তর: (a) এশিয়াটিক সোসাইটি।
57. বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন –
(a) চার্লস উড (b) এলিজা ইম্পে (c) উইলিয়ম জোনস (d) জেমস রেনেল।
উত্তর: (d) জেমস রেনেল।
58. সতীদাহ রদ আইন পাস করেন –
(a) লর্ড ক্যানিং (b) উইলিয়ম বেন্টিঙ্ক (c) লর্ড ডালহৌসি (d) লর্ড আমহার্স্ট।
উত্তর: (b) উইলিয়ম বেন্টিঙ্ক।
59. 'হুল' শব্দের অর্থ হল –
(a) মহাজন (b) জমিদার (c) বিদ্রোহ (d) বহিরাগত।
উত্তর: (c) বিদ্রোহ।
60. ‘নীলদর্পণ' নাটকটি লেখেন –
(a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) কালিদাস (c) দীনবন্ধু মিত্র (d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তর: (c) দীনবন্ধু মিত্র।
61. ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন –
(a) গান্ধিজি (b) নেতাজি (c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (d) হিউম।
উত্তর: (c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
62. বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন –
(a) লর্ড কার্জন (b) লর্ড রিপন (c) লর্ড লিটন (d) সি পি ইলবার্ট।
উত্তর: (a) লর্ড কার্জন।
63. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় –
(a) বিপুল সামন্তের নেতৃত্বে (b) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে (c) দীনবন্ধু মিত্রের নেতৃত্বে (d) হরিচরণ দাসের নেতৃত্বে।
উত্তর: (b) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে।
64. ১৯২৪ খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন –
(a) সুভাষচন্দ্র বসু (b) আবুল কালাম আজাদ (c) চিত্তরঞ্জন দাশ (d) রাসবিহারী বসু।
উত্তর: (c) চিত্তরঞ্জন দাশ।
65. আলিগির আন্দোলনের নেতৃত্ব দেন –
(a) স্যার সৈয়দ আহমদ খান (b) আবুল কালাম আজাদ (c) শওকত ওসমানি (d) মহম্মদ আলি জিন্নাহ্।
উত্তর: (a) স্যার সৈয়দ আহমদ খান।
66. ‘পাকিস্তান’ রাষ্ট্রের কথা প্রথম বলেন –
(a) চৌধুরি রহমৎ আলি (b) মহাত্মা গান্ধি (c) জওহরলাল নেহরু (d) ফজলুল হক।
উত্তর: (a) চৌধুরি রহমৎ আলি।
67. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন –
(a) জওহরলাল নেহরু (b) বি আর আম্বেদকর (c) রাজেন্দ্র প্রসাদ (d) মহাত্মা গান্ধি।
উত্তর: (b) বি আর আম্বেদকর।
68. আধুনিক ভারতের সবথেকে বড়ো কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল –
(a) তেভাগায় (b) তেলেঙ্গানায় (c) জনগাঁওয়ে (d) মহারাষ্ট্রে।
উত্তর: (a) তেভাগায়।
69. বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন –
(a) রবার্ট ক্লাইভ (b) ওয়ারেন হেস্টিংস (c) কর্নওয়ালিশ (d) উইলিয়ম বেন্টিঙ্ক।
উত্তর: (b) ওয়ারেন হেস্টিংস।
70. ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন –
(a) লর্ড কর্নওয়ালিশ (b) লর্ড ওয়ারেন হেস্টিংস (c) লর্ড ডালহৌসি (d) লর্ড ওয়েলেসলি।
উত্তর: (a) লর্ড কর্নওয়ালিশ।
71. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮১৩ খ্রিস্টাব্দে (b) ১৮১৭ খ্রিস্টাব্দে (c) ১৮২৩ খ্রিস্টাব্দে (d) ১৮২৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৮১৭ খ্রিস্টাব্দে।
72. বোম্বাইয়ের প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন –
(a) রামমোহন রায় (b) আত্মারাম পান্ডুরং (c) ডিরোজিও (d) বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
উত্তর: (b) আত্মারাম পান্ডুরং।
73. শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন –
(a) শ্রীরামকৃষ্ণ পরমহংস (b) জ্যোতিরাও ফুলে (c) স্বামী বিবেকানন্দ (d) মহাদেব গোবিন্দ রানাডে।
উত্তর: (c) স্বামী বিবেকানন্দ।
74. 'নীলদর্পণ' নাটকের রচয়িতা হলেন –
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (b) রবীন্দ্রনাথ ঠাকুর (c) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (d) দীনবন্ধু মিত্র।
উত্তর: (d) দীনবন্ধু মিত্র।
75. ভারত সভা প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮৭৫ খ্রিস্টাব্দে (b) ১৮৭৬ খ্রিস্টাব্দে (c) ১৮৮৩ খ্রিস্টাব্দে (d) ১৮৮৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
76. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন –
(a) উমেশচন্দ্র ব্যানার্জি (b) সতীশচন্দ্র বসু (c) অরবিন্দ ঘোষ (d) বাঘা যতীন।
উত্তর: (c) অরবিন্দ ঘোষ।
77. যে ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইটহুড' উপাধি ত্যাগ করেছিলেন সেটি হল –
(a) রাওলাট আইন (b) চৌরিচৌরার ঘটনা (c) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড (d) ভগৎ সিং-এর ফাঁসি।
উত্তর: (c) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।
78. গান্ধিজি 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' ডাক দেন –
(a) চম্পারন সত্যাগ্রহে (b) অসহযোগ আন্দোলনে (c) আইন অমান্য আন্দোলনে (d) ভারত ছাড়ো আন্দোলনে।
উত্তর: (d) ভারত ছাড়ো আন্দোলনে।
79. মুসলিম লিগের জন্ম হয় –
(a) লাহোরে (b) আলিগড়ে (c) ঢাকায় (d) বোম্বাইতে।
উত্তর: (c) ঢাকায়।
80. অবিভক্ত ভারত বিভাজিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের –
(a) ১৩ আগস্ট (b) ১৪ আগস্ট (c) ১৫ আগস্ট (d) ১৬ আগস্ট।
উত্তর: (c) ১৫ আগস্ট।
81. ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষকে বলা হয় –
(a) রাজ্যসভা (b) বিধানসভা (c) লোকসভা (d) বিধান পরিষদ।
উত্তর: (c) লোকসভা।
82. যে অধিকারটি মৌলিক অধিকার নয় সেটি হল –
(a) সম্পত্তির অধিকার (b) সাম্যের অধিকার (c) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (d) স্বাধীনতার অধিকার।
উত্তর: (a) সম্পত্তির অধিকার।
(a) রবার্ট ক্লাইভ (b) ওয়ারেন হেস্টিংস (c) কর্নওয়ালিশ (d) উইলিয়ম বেন্টিঙ্ক।
উত্তর: (b) ওয়ারেন হেস্টিংস।
70. ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন –
(a) লর্ড কর্নওয়ালিশ (b) লর্ড ওয়ারেন হেস্টিংস (c) লর্ড ডালহৌসি (d) লর্ড ওয়েলেসলি।
উত্তর: (a) লর্ড কর্নওয়ালিশ।
71. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮১৩ খ্রিস্টাব্দে (b) ১৮১৭ খ্রিস্টাব্দে (c) ১৮২৩ খ্রিস্টাব্দে (d) ১৮২৯ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৮১৭ খ্রিস্টাব্দে।
72. বোম্বাইয়ের প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন –
(a) রামমোহন রায় (b) আত্মারাম পান্ডুরং (c) ডিরোজিও (d) বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
উত্তর: (b) আত্মারাম পান্ডুরং।
73. শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন –
(a) শ্রীরামকৃষ্ণ পরমহংস (b) জ্যোতিরাও ফুলে (c) স্বামী বিবেকানন্দ (d) মহাদেব গোবিন্দ রানাডে।
উত্তর: (c) স্বামী বিবেকানন্দ।
74. 'নীলদর্পণ' নাটকের রচয়িতা হলেন –
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (b) রবীন্দ্রনাথ ঠাকুর (c) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (d) দীনবন্ধু মিত্র।
উত্তর: (d) দীনবন্ধু মিত্র।
75. ভারত সভা প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮৭৫ খ্রিস্টাব্দে (b) ১৮৭৬ খ্রিস্টাব্দে (c) ১৮৮৩ খ্রিস্টাব্দে (d) ১৮৮৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
76. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন –
(a) উমেশচন্দ্র ব্যানার্জি (b) সতীশচন্দ্র বসু (c) অরবিন্দ ঘোষ (d) বাঘা যতীন।
উত্তর: (c) অরবিন্দ ঘোষ।
77. যে ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইটহুড' উপাধি ত্যাগ করেছিলেন সেটি হল –
(a) রাওলাট আইন (b) চৌরিচৌরার ঘটনা (c) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড (d) ভগৎ সিং-এর ফাঁসি।
উত্তর: (c) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।
78. গান্ধিজি 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' ডাক দেন –
(a) চম্পারন সত্যাগ্রহে (b) অসহযোগ আন্দোলনে (c) আইন অমান্য আন্দোলনে (d) ভারত ছাড়ো আন্দোলনে।
উত্তর: (d) ভারত ছাড়ো আন্দোলনে।
79. মুসলিম লিগের জন্ম হয় –
(a) লাহোরে (b) আলিগড়ে (c) ঢাকায় (d) বোম্বাইতে।
উত্তর: (c) ঢাকায়।
80. অবিভক্ত ভারত বিভাজিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের –
(a) ১৩ আগস্ট (b) ১৪ আগস্ট (c) ১৫ আগস্ট (d) ১৬ আগস্ট।
উত্তর: (c) ১৫ আগস্ট।
81. ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষকে বলা হয় –
(a) রাজ্যসভা (b) বিধানসভা (c) লোকসভা (d) বিধান পরিষদ।
উত্তর: (c) লোকসভা।
82. যে অধিকারটি মৌলিক অধিকার নয় সেটি হল –
(a) সম্পত্তির অধিকার (b) সাম্যের অধিকার (c) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (d) স্বাধীনতার অধিকার।
উত্তর: (a) সম্পত্তির অধিকার।
83. ‘ইন্ডিয়ান পেনালকোড' কার আমলে রচিত হয়?
(a) উইলিয়ম বেন্টিঙ্ক (b) ওয়ারেন হেস্টিংস (c) লর্ড কর্নওয়ালিশ (d) লর্ড ওয়েলেসলি।
উত্তর: (a) উইলিয়ম বেন্টিঙ্ক।
84. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় –
(a) ১৭৭২ খ্রি (b) ১৭৮১ খ্রি (c) ১৭৮৩ খ্রি (d) ১৮৮১ খ্রি।
উত্তর: (a) ১৭৭২ খ্রি।
85. অসামরিক শাসনব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল –
(a) সিপাহি (b) আমলাতন্ত্র (c) কাউন্সিল (d) বোর্ড অফ কাউন্সিল।
উত্তর: (b) আমলাতন্ত্র।
86. জ্যোতিরাও ফুলে নীচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন –
(a) ব্রাত্ম সমাজ (b) আর্য সমাজ (c) সত্যশোধক সমাজ (d) প্রার্থনা সমাজ।
উত্তর: (c) সত্যশোধক সমাজ।
87. শুদ্ধি প্রথার প্রবর্তক ছিলেন –
(a) আত্মারাম পান্ডুরং (b) স্বামী দয়ানন্দ সরস্বতী (c) রামমোহন রায় (d) দেবেন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: (b) স্বামী দয়ানন্দ সরস্বতী।
88. ‘ওয়াহাবি' শব্দের অর্থ হল –
(a) শত্রুদের দেশ (b) বিদ্রোহ (c) বিপ্লব (d) নবজাগরণ।
উত্তর: (d) নবজাগরণ।
89. ‘লোকমান্য’ রূপে পরিচিত ছিলেন –
(a) বিপিনচন্দ্র পাল (b) লালা লাজপত রায় (c) অরবিন্দ ঘোষ (d) বাল গঙ্গাধর তিলক।
উত্তর: (d) বাল গঙ্গাধর তিলক।
90. পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন –
(a) রাসবিহারী বসু (b) নরেন্দ্রনাথ ভট্টাচার্য (c) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (d) কানাইলাল ভট্টাচার্য।
উত্তর: (b) নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
91. গান্ধিজি ভারতে প্রথম সত্যাগ্রহ পরিচালনা করেন –
(a) গুজরাটের আমেদাবাদে (b) বিহারের চম্পারনে (c) গুজরাটের খেড়ায় (d) উত্তরপ্রদেশের চৌরিচৌরায়।
উত্তর: (b) বিহারের চম্পারনে।
92. ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন –
(a) জওহরলাল নেহরু (b) মৌলানা আবুল কালাম আজাদ (c) পট্টভি সীতারামাইয়া (d) পোত্তি শ্রীরামালু।
উত্তর: (a) জওহরলাল নেহরু।
93. প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন –
(a) সুরাবর্দি (b) ফজলুল হক (c) আগা খান (d) সিকন্দর হায়াৎ খান।
উত্তর: (b) ফজলুল হক।
94. প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন –
(a) লিয়াকত আলি (b) মহম্মদ আলি জিন্নাহ্ (c) ফজলুল হক (d) আগা খান।
উত্তর: (b) মহম্মদ আলি জিন্নাহ্।
95. রাজ্যসভায় সভাপতিত্ব করেন –
(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) রাজ্যপাল (d) স্পিকার।
উত্তর: (b) উপরাষ্ট্রপতি।
(a) উইলিয়ম বেন্টিঙ্ক (b) ওয়ারেন হেস্টিংস (c) লর্ড কর্নওয়ালিশ (d) লর্ড ওয়েলেসলি।
উত্তর: (a) উইলিয়ম বেন্টিঙ্ক।
84. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় –
(a) ১৭৭২ খ্রি (b) ১৭৮১ খ্রি (c) ১৭৮৩ খ্রি (d) ১৮৮১ খ্রি।
উত্তর: (a) ১৭৭২ খ্রি।
85. অসামরিক শাসনব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল –
(a) সিপাহি (b) আমলাতন্ত্র (c) কাউন্সিল (d) বোর্ড অফ কাউন্সিল।
উত্তর: (b) আমলাতন্ত্র।
86. জ্যোতিরাও ফুলে নীচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন –
(a) ব্রাত্ম সমাজ (b) আর্য সমাজ (c) সত্যশোধক সমাজ (d) প্রার্থনা সমাজ।
উত্তর: (c) সত্যশোধক সমাজ।
87. শুদ্ধি প্রথার প্রবর্তক ছিলেন –
(a) আত্মারাম পান্ডুরং (b) স্বামী দয়ানন্দ সরস্বতী (c) রামমোহন রায় (d) দেবেন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: (b) স্বামী দয়ানন্দ সরস্বতী।
88. ‘ওয়াহাবি' শব্দের অর্থ হল –
(a) শত্রুদের দেশ (b) বিদ্রোহ (c) বিপ্লব (d) নবজাগরণ।
উত্তর: (d) নবজাগরণ।
89. ‘লোকমান্য’ রূপে পরিচিত ছিলেন –
(a) বিপিনচন্দ্র পাল (b) লালা লাজপত রায় (c) অরবিন্দ ঘোষ (d) বাল গঙ্গাধর তিলক।
উত্তর: (d) বাল গঙ্গাধর তিলক।
90. পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন –
(a) রাসবিহারী বসু (b) নরেন্দ্রনাথ ভট্টাচার্য (c) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (d) কানাইলাল ভট্টাচার্য।
উত্তর: (b) নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
91. গান্ধিজি ভারতে প্রথম সত্যাগ্রহ পরিচালনা করেন –
(a) গুজরাটের আমেদাবাদে (b) বিহারের চম্পারনে (c) গুজরাটের খেড়ায় (d) উত্তরপ্রদেশের চৌরিচৌরায়।
উত্তর: (b) বিহারের চম্পারনে।
92. ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন –
(a) জওহরলাল নেহরু (b) মৌলানা আবুল কালাম আজাদ (c) পট্টভি সীতারামাইয়া (d) পোত্তি শ্রীরামালু।
উত্তর: (a) জওহরলাল নেহরু।
93. প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন –
(a) সুরাবর্দি (b) ফজলুল হক (c) আগা খান (d) সিকন্দর হায়াৎ খান।
উত্তর: (b) ফজলুল হক।
94. প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন –
(a) লিয়াকত আলি (b) মহম্মদ আলি জিন্নাহ্ (c) ফজলুল হক (d) আগা খান।
উত্তর: (b) মহম্মদ আলি জিন্নাহ্।
95. রাজ্যসভায় সভাপতিত্ব করেন –
(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) রাজ্যপাল (d) স্পিকার।
উত্তর: (b) উপরাষ্ট্রপতি।
96. জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল –
(a) বোম্বাইয়ে (b) গোয়ায় (c) মাদ্রাজে।
উত্তর: (a) বোম্বাইয়ে।
97. বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন –
(a) লর্ড ডাফরিন (b) লর্ড মিন্টো (c) লর্ড কার্জন।
উত্তর: (c) লর্ড কার্জন।
98. ‘অহিংসা সত্যাগ্রহ' ভারতে আনেন –
(a) নেতাজি (b) গান্ধিজি (c) জওহরলাল নেহরু।
উত্তর: (b) গান্ধিজি।
99. চৌরিচৌরার ঘটনা ঘটে –
(a) মিরাটে (b) পুনায় (c) গোরক্ষপুরে।
উত্তর: (c) গোরক্ষপুরে।
100. A Code of Gentoo Laws-এর রচয়িতা হলেন –
(a) নাথানিয়েল ব্রাসি হালেদ (b) উইলিয়াম জোনস (c) উইলিয়াম কেরি।
উত্তর: (a) নাথানিয়েল ব্রাসি হালেদ।
(a) বোম্বাইয়ে (b) গোয়ায় (c) মাদ্রাজে।
উত্তর: (a) বোম্বাইয়ে।
97. বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন –
(a) লর্ড ডাফরিন (b) লর্ড মিন্টো (c) লর্ড কার্জন।
উত্তর: (c) লর্ড কার্জন।
98. ‘অহিংসা সত্যাগ্রহ' ভারতে আনেন –
(a) নেতাজি (b) গান্ধিজি (c) জওহরলাল নেহরু।
উত্তর: (b) গান্ধিজি।
99. চৌরিচৌরার ঘটনা ঘটে –
(a) মিরাটে (b) পুনায় (c) গোরক্ষপুরে।
উত্তর: (c) গোরক্ষপুরে।
100. A Code of Gentoo Laws-এর রচয়িতা হলেন –
(a) নাথানিয়েল ব্রাসি হালেদ (b) উইলিয়াম জোনস (c) উইলিয়াম কেরি।
উত্তর: (a) নাথানিয়েল ব্রাসি হালেদ।
101. কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮০০ খ্রিস্টাব্দে (b) ১৮১৭ খ্রিস্টাব্দে (c) ১৮২৩ খ্রিস্টাব্দে (d) ১৮৩৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১৮০০ খ্রিস্টাব্দে।
102. কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
(a) উইলিয়ম কেরি (b) উইলিয়াম জোনস (c) রাজা রামমোহন রায় (d) লর্ড আমহার্স্ট।
উত্তর: (b) উইলিয়াম জোনস।
103. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল –
(a) ১৭৮৪ খ্রিস্টাব্দে (b) ১৮০০ খ্রিস্টাব্দে (c) ১৮১৭ খ্রিস্টাব্দে (d) ১৮২৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৮১৭ খ্রিস্টাব্দে।
104. ‘বেঙ্গল গেজেট' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন –
(a) মার্শম্যান (b) জেমস অগাস্টাস হিকি (c) লর্ড বেন্টিঙ্ক (d) রামমোহন রায়।
উত্তর: (b) জেমস অগাস্টাস হিকি।
105. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন –
(a) রামমোহন রায় (b) স্বামী দয়ানন্দ সরস্বতী (c) রাজনারায়ণ বসু (d) কেশবচন্দ্র সেন।
উত্তর: (a) রামমোহন রায়।
106. স্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন –
(a) ১৮৬৩ খ্রি (b) ১৮৭৫ খ্রি (c) ১৮৯৩ খ্রি (d) ১৮৯৯ খ্রি।
উত্তর: (b) ১৮৭৫ খ্রি।
107. ইন্ডিয়ান লিগ (১৮৭৫ খ্রি) প্রতিষ্ঠা করেন –
(a) নবগোপাল মিত্র (b) শিশির কুমার ঘোষ (c) আনন্দমোহন বসু (d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
উত্তর: (b) শিশির কুমার ঘোষ।
(a) ১৮০০ খ্রিস্টাব্দে (b) ১৮১৭ খ্রিস্টাব্দে (c) ১৮২৩ খ্রিস্টাব্দে (d) ১৮৩৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (a) ১৮০০ খ্রিস্টাব্দে।
102. কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
(a) উইলিয়ম কেরি (b) উইলিয়াম জোনস (c) রাজা রামমোহন রায় (d) লর্ড আমহার্স্ট।
উত্তর: (b) উইলিয়াম জোনস।
103. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল –
(a) ১৭৮৪ খ্রিস্টাব্দে (b) ১৮০০ খ্রিস্টাব্দে (c) ১৮১৭ খ্রিস্টাব্দে (d) ১৮২৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (c) ১৮১৭ খ্রিস্টাব্দে।
104. ‘বেঙ্গল গেজেট' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন –
(a) মার্শম্যান (b) জেমস অগাস্টাস হিকি (c) লর্ড বেন্টিঙ্ক (d) রামমোহন রায়।
উত্তর: (b) জেমস অগাস্টাস হিকি।
105. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন –
(a) রামমোহন রায় (b) স্বামী দয়ানন্দ সরস্বতী (c) রাজনারায়ণ বসু (d) কেশবচন্দ্র সেন।
উত্তর: (a) রামমোহন রায়।
106. স্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন –
(a) ১৮৬৩ খ্রি (b) ১৮৭৫ খ্রি (c) ১৮৯৩ খ্রি (d) ১৮৯৯ খ্রি।
উত্তর: (b) ১৮৭৫ খ্রি।
107. ইন্ডিয়ান লিগ (১৮৭৫ খ্রি) প্রতিষ্ঠা করেন –
(a) নবগোপাল মিত্র (b) শিশির কুমার ঘোষ (c) আনন্দমোহন বসু (d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
উত্তর: (b) শিশির কুমার ঘোষ।
108. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন –
(a) অরবিন্দ ঘোষ (b) রবীন্দ্রনাথ ঠাকুর (c) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (d) সতীশচন্দ্র বসু।
উত্তর: (c) আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
109. দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধি ভারতে ফেরেন –
(a) ১৯১৪ খ্রিস্টাব্দে (b) ১৯১৫ খ্রিস্টাব্দে (c) ১৯২০ খ্রিস্টাব্দে (d) ১৯২৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৯১৫ খ্রিস্টাব্দে।
110. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় –
(a) গান্ধিজির উদ্যোগে (b) সতীশচন্দ্র সামন্ত-এর উদ্যোগে (c) চিত্তরঞ্জন দাশের উদ্যোগে (d) মোতিলাল নেহরুর উদ্যোগে।
উত্তর: (b) সতীশচন্দ্র সামন্ত-এর উদ্যোগে।
111. ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন –
(a) ১৯৩১ খ্রিস্টাব্দে (b) ১৯৩২ খ্রিস্টাব্দে (c) ১৯৩৫ খ্রিস্টাব্দে (d) ১৯৩৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৯৩২ খ্রিস্টাব্দে।
112. লর্ড ওয়াভেলের সভাপতিত্বে মুসলিম লিগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয়েছিল –
(a) ১৯৪০ খ্রিস্টাব্দে (b) ১৯৪২ খ্রিস্টাব্দে (c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে।
উত্তর: (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে।
113. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন –
(a) বি আর আম্বেদকর (b) ড. রাজেন্দ্র প্রসাদ (c) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ (d) জওহরলাল নেহরু।
উত্তর: (b) ড. রাজেন্দ্র প্রসাদ।
114. ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে –
(a) ৫টি (b) ৬টি (c) ৭টি (d) ৮টি।
উত্তর: (b) ৬টি।
(a) অরবিন্দ ঘোষ (b) রবীন্দ্রনাথ ঠাকুর (c) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (d) সতীশচন্দ্র বসু।
উত্তর: (c) আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
109. দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধি ভারতে ফেরেন –
(a) ১৯১৪ খ্রিস্টাব্দে (b) ১৯১৫ খ্রিস্টাব্দে (c) ১৯২০ খ্রিস্টাব্দে (d) ১৯২৩ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৯১৫ খ্রিস্টাব্দে।
110. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় –
(a) গান্ধিজির উদ্যোগে (b) সতীশচন্দ্র সামন্ত-এর উদ্যোগে (c) চিত্তরঞ্জন দাশের উদ্যোগে (d) মোতিলাল নেহরুর উদ্যোগে।
উত্তর: (b) সতীশচন্দ্র সামন্ত-এর উদ্যোগে।
111. ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন –
(a) ১৯৩১ খ্রিস্টাব্দে (b) ১৯৩২ খ্রিস্টাব্দে (c) ১৯৩৫ খ্রিস্টাব্দে (d) ১৯৩৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (b) ১৯৩২ খ্রিস্টাব্দে।
112. লর্ড ওয়াভেলের সভাপতিত্বে মুসলিম লিগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয়েছিল –
(a) ১৯৪০ খ্রিস্টাব্দে (b) ১৯৪২ খ্রিস্টাব্দে (c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে।
উত্তর: (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে।
113. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন –
(a) বি আর আম্বেদকর (b) ড. রাজেন্দ্র প্রসাদ (c) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ (d) জওহরলাল নেহরু।
উত্তর: (b) ড. রাজেন্দ্র প্রসাদ।
114. ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে –
(a) ৫টি (b) ৬টি (c) ৭টি (d) ৮টি।
উত্তর: (b) ৬টি।
115. কাউন্সিল অভ এডুকেশন প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮০০ খ্রি (b) ১৮৪০ খ্রি (c) ১৮৪৩ খ্রি (d) ১৮৪৪ খ্রি।
উত্তর: (b) ১৮৪০ খ্রি।
116. ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় –
(a) সিপাহি বিদ্রোহ (b) দারোগা ব্যবস্থা (c) ফৌজদারি ব্যবস্থা (d) সিভিল সার্ভিস।
উত্তর: (b) দারোগা ব্যবস্থা।
117. সিন্ধুপ্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে –
(a) ১৮৩০ খ্রি (b) ১৮৩৮ খ্রি (c) ১৮৪০ খ্রি (d) ১৮৪৩ খ্রি।
উত্তর: (d) ১৮৪৩ খ্রি।
118. কাউন্সিল অভ এডুকেশন প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮০০ খ্রি, (b) ১৮৪০ খ্রি, (c) ১৮৪৩ খ্রি, (d) ১৮৪৪ খ্রি।
উত্তর: (b) ১৮৪০ খ্রি।
119. ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় –
(a) সিপাহি বিদ্রোহ, (b) দারোগা ব্যবস্থা, (c) ফৌজদারি ব্যবস্থা, (d) সিভিল সার্ভিস।
উত্তর: (b) দারোগা ব্যবস্থা।
120. সিন্ধুপ্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে –
(a) ১৮৩০ খ্রি, (b) ১৮৩৮ খ্রি, (c) ১৮৪০ খ্রি, (d) ১৮৪৩ খ্রি।
উত্তর: (d) ১৮৪৩ খ্রি।
121. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন –
(a) রামমোহন রায়, (b) স্বামী দয়ানন্দ সরস্বতী, (c) জ্যোতিরাও ফুলে, (d) বিষ্ণুশাস্ত্রী।
উত্তর: (c) জ্যোতিরাও ফুলে।
122. ১৮৫৭-এর মহাবিদ্রোহের সময় এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর দেওয়া-নেওয়ার মাধ্যম ছিল –
(a) চিঠি, (b) রুটি, (c) সংবাদপত্র, (d) টেলিগ্রাফ।
উত্তর: (b) রুটি।
123. আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮৭০ খ্রি, (b) ১৮৭৫ খ্রি, (c) ১৮৮০ খ্রি, (d) ১৮৮৫ খ্রি।
উত্তর: (b) ১৮৭৫ খ্রি।
124. কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিল –
(a) দিল্লি, (b) বাংলা, (c) বোম্বাই, (d) মাদ্রাজ থেকে।
উত্তর: (c) বোম্বাই।
125. ১৯০৫ খ্রিস্টাব্দে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় –
(a) ১৯ জুলাই, (b) ১৫ জুলাই, (c) ১৬ সেপ্টেম্বর, (d) ১৬ অক্টোবর।
উত্তর: (c) ১৬ সেপ্টেম্বর।
126. খিলাফৎ কমিটি গঠিত হয় –
(a) ১৯১৮ খ্রি, (b) ১৯১৯ খ্রি, (c) ১৯২০ খ্রি, (d) ১৯২১ খ্রি।
উত্তর: (c) ১৯২০ খ্রি।
127. তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন –
(a) সুভাষচন্দ্র বসু, (b) সতীশচন্দ্র সামন্ত, (c) অনিল বসু, (d) বিনয় বসু।
উত্তর: (a) সুভাষচন্দ্র বসু।
128. স্যার সৈয়দ আহমদের মৃত্যু হয় –
(a) ১৮৯০ খ্রি, (b) ১৮৯৭ খ্রি, (c) ১৮৯৮ খ্রি, (d) ১৯০০ খ্রি।
উত্তর: (a) ১৮৯০ খ্রি।
129. সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করেন –
(a) লর্ড কার্জন, (b) লর্ড ডালহৌসি, (c) র্যামসে ম্যাকডোনাল্ড, (d) লর্ড আরউইন।
উত্তর: (c) র্যামসে ম্যাকডোনাল্ড।
130. কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় –
(a) লোকসভা, (b) বিধানসভা, (c) বিধান পরিষদ, (d) রাজ্যসভা।
উত্তর: (d) রাজ্যসভা।
131. ভারতে পৌরশাসন ব্যবস্থা তৈরি করেন –
(a) লর্ড লিটন, (b) লর্ড রিপন, (c) লর্ড ডালহৌসি, (d) লর্ড কার্জন।
উত্তর: (b) লর্ড রিপন।
(a) ১৮০০ খ্রি (b) ১৮৪০ খ্রি (c) ১৮৪৩ খ্রি (d) ১৮৪৪ খ্রি।
উত্তর: (b) ১৮৪০ খ্রি।
116. ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় –
(a) সিপাহি বিদ্রোহ (b) দারোগা ব্যবস্থা (c) ফৌজদারি ব্যবস্থা (d) সিভিল সার্ভিস।
উত্তর: (b) দারোগা ব্যবস্থা।
117. সিন্ধুপ্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে –
(a) ১৮৩০ খ্রি (b) ১৮৩৮ খ্রি (c) ১৮৪০ খ্রি (d) ১৮৪৩ খ্রি।
উত্তর: (d) ১৮৪৩ খ্রি।
118. কাউন্সিল অভ এডুকেশন প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮০০ খ্রি, (b) ১৮৪০ খ্রি, (c) ১৮৪৩ খ্রি, (d) ১৮৪৪ খ্রি।
উত্তর: (b) ১৮৪০ খ্রি।
119. ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় –
(a) সিপাহি বিদ্রোহ, (b) দারোগা ব্যবস্থা, (c) ফৌজদারি ব্যবস্থা, (d) সিভিল সার্ভিস।
উত্তর: (b) দারোগা ব্যবস্থা।
120. সিন্ধুপ্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা গড়ে ওঠে –
(a) ১৮৩০ খ্রি, (b) ১৮৩৮ খ্রি, (c) ১৮৪০ খ্রি, (d) ১৮৪৩ খ্রি।
উত্তর: (d) ১৮৪৩ খ্রি।
121. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন –
(a) রামমোহন রায়, (b) স্বামী দয়ানন্দ সরস্বতী, (c) জ্যোতিরাও ফুলে, (d) বিষ্ণুশাস্ত্রী।
উত্তর: (c) জ্যোতিরাও ফুলে।
122. ১৮৫৭-এর মহাবিদ্রোহের সময় এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর দেওয়া-নেওয়ার মাধ্যম ছিল –
(a) চিঠি, (b) রুটি, (c) সংবাদপত্র, (d) টেলিগ্রাফ।
উত্তর: (b) রুটি।
123. আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় –
(a) ১৮৭০ খ্রি, (b) ১৮৭৫ খ্রি, (c) ১৮৮০ খ্রি, (d) ১৮৮৫ খ্রি।
উত্তর: (b) ১৮৭৫ খ্রি।
124. কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিল –
(a) দিল্লি, (b) বাংলা, (c) বোম্বাই, (d) মাদ্রাজ থেকে।
উত্তর: (c) বোম্বাই।
125. ১৯০৫ খ্রিস্টাব্দে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় –
(a) ১৯ জুলাই, (b) ১৫ জুলাই, (c) ১৬ সেপ্টেম্বর, (d) ১৬ অক্টোবর।
উত্তর: (c) ১৬ সেপ্টেম্বর।
126. খিলাফৎ কমিটি গঠিত হয় –
(a) ১৯১৮ খ্রি, (b) ১৯১৯ খ্রি, (c) ১৯২০ খ্রি, (d) ১৯২১ খ্রি।
উত্তর: (c) ১৯২০ খ্রি।
127. তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন –
(a) সুভাষচন্দ্র বসু, (b) সতীশচন্দ্র সামন্ত, (c) অনিল বসু, (d) বিনয় বসু।
উত্তর: (a) সুভাষচন্দ্র বসু।
128. স্যার সৈয়দ আহমদের মৃত্যু হয় –
(a) ১৮৯০ খ্রি, (b) ১৮৯৭ খ্রি, (c) ১৮৯৮ খ্রি, (d) ১৯০০ খ্রি।
উত্তর: (a) ১৮৯০ খ্রি।
129. সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করেন –
(a) লর্ড কার্জন, (b) লর্ড ডালহৌসি, (c) র্যামসে ম্যাকডোনাল্ড, (d) লর্ড আরউইন।
উত্তর: (c) র্যামসে ম্যাকডোনাল্ড।
130. কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় –
(a) লোকসভা, (b) বিধানসভা, (c) বিধান পরিষদ, (d) রাজ্যসভা।
উত্তর: (d) রাজ্যসভা।
131. ভারতে পৌরশাসন ব্যবস্থা তৈরি করেন –
(a) লর্ড লিটন, (b) লর্ড রিপন, (c) লর্ড ডালহৌসি, (d) লর্ড কার্জন।
উত্তর: (b) লর্ড রিপন।
✍️একটি বাক্যে উত্তর দাও(প্রশ্নের মান-১):
1. গান্ধিজির নেতৃত্বে কংগ্রেস কবে পূর্ণ স্বরাজের ডাক দেয়?
উত্তর: গান্ধিজির নেতৃত্বে কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজের ডাক দেয়।
2. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তর: ক্রিপস মিশন ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতে আসে।
3. ইউনিয়নিস্ট পার্টি গঠন করেন কে?
উত্তর: ইউনিয়নিস্ট পার্টি স্যার সিএন অনন্দের নেতৃত্বে গঠন করা হয়।
4. কার সভাপতিত্বে সিমলা বৈঠক হয়?
উত্তর: সিমলা বৈঠক লর্ড ওয়াভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
5. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ।
6. আপ্পিকো আন্দোলন কোথায় হয়?
উত্তর: আপ্পিকো আন্দোলন কর্নাটক রাজ্যে অনুষ্ঠিত হয়।
উত্তর: গান্ধিজির নেতৃত্বে কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজের ডাক দেয়।
2. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তর: ক্রিপস মিশন ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতে আসে।
3. ইউনিয়নিস্ট পার্টি গঠন করেন কে?
উত্তর: ইউনিয়নিস্ট পার্টি স্যার সিএন অনন্দের নেতৃত্বে গঠন করা হয়।
4. কার সভাপতিত্বে সিমলা বৈঠক হয়?
উত্তর: সিমলা বৈঠক লর্ড ওয়াভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
5. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ।
6. আপ্পিকো আন্দোলন কোথায় হয়?
উত্তর: আপ্পিকো আন্দোলন কর্নাটক রাজ্যে অনুষ্ঠিত হয়।
7. 'খলিফা' শব্দের অর্থ কী?
উত্তর: 'খলিফা' শব্দের অর্থ হল মুসলিম সমাজের ধর্মীয় ও রাজনৈতিক নেতা।
8. কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেন।
9. কত সালে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়?
উত্তর: সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ১৯৩২ খ্রিস্টাব্দে ঘোষিত হয়।
10. ভগৎ সিং-এর বিখ্যাত স্লোগান কী ছিল?
উত্তর: ভগৎ সিং-এর বিখ্যাত স্লোগান ছিল "ইনকিলাব জিন্দাবাদ।"
11. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তর: ক্রিপস মিশন ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতে আসে।
12. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন?
উত্তর: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন সূর্য সেন।
13. খুদা ই-খিদমদগার কথাটির অর্থ কী?
উত্তর: 'খুদা ই-খিদমদগার' কথাটির অর্থ হল "ঈশ্বরই আমাদের সেবক।"
14. কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল?
উত্তর: সাইমন কমিশন ব্রিটিশ সরকারের নেতৃত্বে গঠিত হয়েছিল।
15. গান্ধিজির কাছে চরকা কীসের প্রতীক ছিল?
উত্তর: গান্ধিজির কাছে চরকা স্বাধীনতা এবং আত্মনির্ভরতার প্রতীক ছিল।
16. কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
উত্তর: 'খলিফা' শব্দের অর্থ হল মুসলিম সমাজের ধর্মীয় ও রাজনৈতিক নেতা।
8. কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেন।
9. কত সালে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়?
উত্তর: সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ১৯৩২ খ্রিস্টাব্দে ঘোষিত হয়।
10. ভগৎ সিং-এর বিখ্যাত স্লোগান কী ছিল?
উত্তর: ভগৎ সিং-এর বিখ্যাত স্লোগান ছিল "ইনকিলাব জিন্দাবাদ।"
11. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তর: ক্রিপস মিশন ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতে আসে।
12. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন?
উত্তর: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন সূর্য সেন।
13. খুদা ই-খিদমদগার কথাটির অর্থ কী?
উত্তর: 'খুদা ই-খিদমদগার' কথাটির অর্থ হল "ঈশ্বরই আমাদের সেবক।"
14. কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল?
উত্তর: সাইমন কমিশন ব্রিটিশ সরকারের নেতৃত্বে গঠিত হয়েছিল।
15. গান্ধিজির কাছে চরকা কীসের প্রতীক ছিল?
উত্তর: গান্ধিজির কাছে চরকা স্বাধীনতা এবং আত্মনির্ভরতার প্রতীক ছিল।
16. কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
17. বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন?
উত্তর: বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিশ।
18. ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উত্তর: ব্রাহ্ম সমাজ ১৮২৮ খ্রিস্টাব্দে গড়ে ওঠে।
19. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অরবিন্দ ঘোষ।
20. কোন্ জাহাজে প্রথম নৌ-বিদ্রোহ শুরু হয়েছিল?
উত্তর: প্রথম নৌ-বিদ্রোহ শুরু হয়েছিল মুম্বাইয়ের তলোয়ার জাহাজে।
21. কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক।
22. পশ্চিমবঙ্গে কোন্ কোন্ জেলায় জেলা পরিষদ নেই?
উত্তর: পশ্চিমবঙ্গে কলকাতা এবং দার্জিলিং এ জেলা পরিষদ নেই।
23. ভারতীয় সংবিধানে কটি মৌলিক অধিকারের উল্লেখ আছে?
উত্তর: ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকারের উল্লেখ আছে।
উত্তর: বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিশ।
18. ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উত্তর: ব্রাহ্ম সমাজ ১৮২৮ খ্রিস্টাব্দে গড়ে ওঠে।
19. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অরবিন্দ ঘোষ।
20. কোন্ জাহাজে প্রথম নৌ-বিদ্রোহ শুরু হয়েছিল?
উত্তর: প্রথম নৌ-বিদ্রোহ শুরু হয়েছিল মুম্বাইয়ের তলোয়ার জাহাজে।
21. কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক।
22. পশ্চিমবঙ্গে কোন্ কোন্ জেলায় জেলা পরিষদ নেই?
উত্তর: পশ্চিমবঙ্গে কলকাতা এবং দার্জিলিং এ জেলা পরিষদ নেই।
23. ভারতীয় সংবিধানে কটি মৌলিক অধিকারের উল্লেখ আছে?
উত্তর: ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকারের উল্লেখ আছে।
24. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তর: এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস, ১৭৮৪ খ্রিস্টাব্দে।
25. কোন্ দেশের সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন?
উত্তর: তুরস্কের সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন।
26. সিঙ্গুর গণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর: সিঙ্গুর গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর: এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস, ১৭৮৪ খ্রিস্টাব্দে।
25. কোন্ দেশের সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন?
উত্তর: তুরস্কের সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন।
26. সিঙ্গুর গণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর: সিঙ্গুর গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
27. সেন্ট জর্জ দূর্গ প্রেসিডেন্সি কোন্ প্রেসিডেন্সিকে বলা হত?
উত্তর: সেন্ট জর্জ দূর্গ প্রেসিডেন্সিকে বাংলা প্রেসিডেন্সি বলা হত।
28. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ১৭৯৩ খ্রিস্টাব্দে।
29. কার আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু করা হয়েছিল?
উত্তর: লর্ড কর্নওয়ালিশের আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু করা হয়েছিল।
30. বেমানান শব্দটি খুঁজে বের করো: রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী।
উত্তর: কেশবচন্দ্র সেন।
31. ঠিক / ভুল লেখো: কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
উত্তর: ভুল।
32. হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন?
উত্তর: হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র।
33. ‘নীলদর্পণ' নাটকটি কার রচিত?
উত্তর: ‘নীলদর্পণ' নাটকটি দীনবন্ধু মিত্রের রচিত।
34. বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেছিলেন?
উত্তর: বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন।
35. কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।
36. কোন্ জাহাজে নৌ-বিদ্রোহের (১৯৪৬) সূচনা হয়েছিল?
উত্তর: নৌ-বিদ্রোহের সূচনা হয়েছিল মুম্বাইয়ের তলোয়ার জাহাজে।
37. মুসলিম সমাজের আধুনিকীকরণের সূচনা করেন কে?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সমাজের আধুনিকীকরণের সূচনা করেন।
38. মুসলিম লিগের কোন্ অধিবেশনে ‘পাকিস্তান প্রস্তাব' তোলা হয়েছিল?
উত্তর: ১৯৪০ সালের লাহোর অধিবেশনে ‘পাকিস্তান প্রস্তাব' তোলা হয়েছিল।
39. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষতা'র অর্থ লেখো।
উত্তর: ধর্মনিরপেক্ষতা অর্থ হচ্ছে রাষ্ট্র সকল ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল এবং কোনো ধর্মকে বিশেষ সুবিধা প্রদান করবে না।
40. সংবিধান রচনায় খসড়া কমিটির সভাপতিত্ব করেন কে?
উত্তর: সংবিধান রচনায় খসড়া কমিটির সভাপতিত্ব করেন ড. বি আর আম্বেদকর।
উত্তর: সেন্ট জর্জ দূর্গ প্রেসিডেন্সিকে বাংলা প্রেসিডেন্সি বলা হত।
28. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ১৭৯৩ খ্রিস্টাব্দে।
29. কার আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু করা হয়েছিল?
উত্তর: লর্ড কর্নওয়ালিশের আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু করা হয়েছিল।
30. বেমানান শব্দটি খুঁজে বের করো: রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী।
উত্তর: কেশবচন্দ্র সেন।
31. ঠিক / ভুল লেখো: কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
উত্তর: ভুল।
32. হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন?
উত্তর: হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র।
33. ‘নীলদর্পণ' নাটকটি কার রচিত?
উত্তর: ‘নীলদর্পণ' নাটকটি দীনবন্ধু মিত্রের রচিত।
34. বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেছিলেন?
উত্তর: বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন।
35. কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।
36. কোন্ জাহাজে নৌ-বিদ্রোহের (১৯৪৬) সূচনা হয়েছিল?
উত্তর: নৌ-বিদ্রোহের সূচনা হয়েছিল মুম্বাইয়ের তলোয়ার জাহাজে।
37. মুসলিম সমাজের আধুনিকীকরণের সূচনা করেন কে?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সমাজের আধুনিকীকরণের সূচনা করেন।
38. মুসলিম লিগের কোন্ অধিবেশনে ‘পাকিস্তান প্রস্তাব' তোলা হয়েছিল?
উত্তর: ১৯৪০ সালের লাহোর অধিবেশনে ‘পাকিস্তান প্রস্তাব' তোলা হয়েছিল।
39. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষতা'র অর্থ লেখো।
উত্তর: ধর্মনিরপেক্ষতা অর্থ হচ্ছে রাষ্ট্র সকল ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল এবং কোনো ধর্মকে বিশেষ সুবিধা প্রদান করবে না।
40. সংবিধান রচনায় খসড়া কমিটির সভাপতিত্ব করেন কে?
উত্তর: সংবিধান রচনায় খসড়া কমিটির সভাপতিত্ব করেন ড. বি আর আম্বেদকর।
41. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়।
42. ফরাজি কথার অর্থ কী?
উত্তর: ফরাজি কথার অর্থ হলো "অবাধ্যতা" বা "অভিযোগ"।
43. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন রুদ্রনাথ মুখোপাধ্যায়।
44. অভিনব ভারত-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অভিনব ভারত-এর প্রতিষ্ঠাতা ছিলেন বিপিন চন্দ্র পাল।
45. রাওলাট আইন কবে পাস হয়?
উত্তর: রাওলাট আইন ১৯১৯ সালে পাস হয়।
46. 'কাইজার-ই-হিন্দ' কার উপাধি?
উত্তর: 'কাইজার-ই-হিন্দ' উপাধি পেয়েছিলেন মহাত্মা গান্ধী।
47. 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' উক্তিটি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
উত্তর: 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' উক্তিটি আন্দোলন ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত।
48. তাইহোকু বিমান দুর্ঘটনাটি কবে ঘটে?
উত্তর: তাইহোকু বিমান দুর্ঘটনাটি ঘটে ১৯৫০ সালের ২৭ ফেব্রুয়ারি।
49. আদমশুমারি কী?
উত্তর: আদমশুমারি হলো জনসংখ্যার গাণিতিক গণনা এবং সেই অনুযায়ী তথ্য সংগ্রহের প্রক্রিয়া।
50. 'Now or Never' গ্রন্থটি কার লেখা?
উত্তর: 'Now or Never' গ্রন্থটি লেখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা।
51. 'শের-ই-বঙ্গাল' কাকে বলা হত?
উত্তর: 'শের-ই-বঙ্গাল' বলা হত বিখ্যাত নেতা সূর্যসেনকে।
52. ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
53. পৌরসভার সদস্যদের কী বলা হয়?
উত্তর: পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর।
উত্তর: আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়।
42. ফরাজি কথার অর্থ কী?
উত্তর: ফরাজি কথার অর্থ হলো "অবাধ্যতা" বা "অভিযোগ"।
43. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন রুদ্রনাথ মুখোপাধ্যায়।
44. অভিনব ভারত-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অভিনব ভারত-এর প্রতিষ্ঠাতা ছিলেন বিপিন চন্দ্র পাল।
45. রাওলাট আইন কবে পাস হয়?
উত্তর: রাওলাট আইন ১৯১৯ সালে পাস হয়।
46. 'কাইজার-ই-হিন্দ' কার উপাধি?
উত্তর: 'কাইজার-ই-হিন্দ' উপাধি পেয়েছিলেন মহাত্মা গান্ধী।
47. 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' উক্তিটি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?
উত্তর: 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' উক্তিটি আন্দোলন ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত।
48. তাইহোকু বিমান দুর্ঘটনাটি কবে ঘটে?
উত্তর: তাইহোকু বিমান দুর্ঘটনাটি ঘটে ১৯৫০ সালের ২৭ ফেব্রুয়ারি।
49. আদমশুমারি কী?
উত্তর: আদমশুমারি হলো জনসংখ্যার গাণিতিক গণনা এবং সেই অনুযায়ী তথ্য সংগ্রহের প্রক্রিয়া।
50. 'Now or Never' গ্রন্থটি কার লেখা?
উত্তর: 'Now or Never' গ্রন্থটি লেখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা।
51. 'শের-ই-বঙ্গাল' কাকে বলা হত?
উত্তর: 'শের-ই-বঙ্গাল' বলা হত বিখ্যাত নেতা সূর্যসেনকে।
52. ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
53. পৌরসভার সদস্যদের কী বলা হয়?
উত্তর: পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর।
54. কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
উত্তর: কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল ইংরেজি শিক্ষা প্রচারের জন্য এবং স্থানীয় ভাষার সংস্কৃতি ও সাহিত্য সমৃদ্ধ করার উদ্দেশ্যে।
55. মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তর: মোপালা বিদ্রোহ কেরালার মালাবার অঞ্চলে হয়েছিল।
56. মহাবিদ্রোহের সময় সিপাহিরা কাকে ‘ভারতের সম্রাট' হিসেবে ঘোষণা করেন?
উত্তর: মহাবিদ্রোহের সময় সিপাহিরা বেহরুদ্দিন জাফরকে 'ভারতের সম্রাট' হিসেবে ঘোষণা করেন।
57. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়?
উত্তর: ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়।
58. অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: অলিন্দ যুদ্ধ ১৮১৪ সালে হয়েছিল।
59. কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফারসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৮৩৫ সালে সরকারি ভাষা হিসেবে ফারসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়।
60. কংগ্রেস-খিলাফৎ স্বরাজ্য দল, কারা তৈরি করেন?
উত্তর: কংগ্রেস-খিলাফৎ স্বরাজ্য দল তৈরি করেন মহাত্মা গান্ধী এবং মুসলিম নেতারা।
61. ত্রিপুরি কংগ্রেসে গান্ধি মনোনীত প্রার্থী কে ছিলেন?
উত্তর: ত্রিপুরি কংগ্রেসে গান্ধি মনোনীত প্রার্থী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
62. পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ২০১১ সালে।
63. নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল?
উত্তর: নাগরিকদের মৌলিক কর্তব্য ১৯৭৬ সালে সংবিধানের ৪২তম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
উত্তর: কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল ইংরেজি শিক্ষা প্রচারের জন্য এবং স্থানীয় ভাষার সংস্কৃতি ও সাহিত্য সমৃদ্ধ করার উদ্দেশ্যে।
55. মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তর: মোপালা বিদ্রোহ কেরালার মালাবার অঞ্চলে হয়েছিল।
56. মহাবিদ্রোহের সময় সিপাহিরা কাকে ‘ভারতের সম্রাট' হিসেবে ঘোষণা করেন?
উত্তর: মহাবিদ্রোহের সময় সিপাহিরা বেহরুদ্দিন জাফরকে 'ভারতের সম্রাট' হিসেবে ঘোষণা করেন।
57. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়?
উত্তর: ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়।
58. অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: অলিন্দ যুদ্ধ ১৮১৪ সালে হয়েছিল।
59. কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফারসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: ১৮৩৫ সালে সরকারি ভাষা হিসেবে ফারসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়।
60. কংগ্রেস-খিলাফৎ স্বরাজ্য দল, কারা তৈরি করেন?
উত্তর: কংগ্রেস-খিলাফৎ স্বরাজ্য দল তৈরি করেন মহাত্মা গান্ধী এবং মুসলিম নেতারা।
61. ত্রিপুরি কংগ্রেসে গান্ধি মনোনীত প্রার্থী কে ছিলেন?
উত্তর: ত্রিপুরি কংগ্রেসে গান্ধি মনোনীত প্রার্থী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
62. পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে?
উত্তর: পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ২০১১ সালে।
63. নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল?
উত্তর: নাগরিকদের মৌলিক কর্তব্য ১৯৭৬ সালে সংবিধানের ৪২তম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।