✍️সঠিক উত্তরটি নির্বাচন করো(প্রশ্নের মান-১):
1. কোনো তরলপূর্ণ পাত্রের তলদেশে তরলের চাপ নির্ভর করে না ? (a) তরলের প্রকৃতির ওপর (b) তরলের আয়তনের ওপর (c) তরলের উচ্চতার ওপর (d) অভিকর্ষজ ত্বরণের ওপর।
উত্তর: (c) তরলের উচ্চতার ওপর।
2. দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60° হলে, সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে – (a) 3 টি (b) 4 টি (c) 5 টি (d) 6 টি।
উত্তর: (b) 4 টি।
3. অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা – (a) 1 (b) 2 (c) 3 (d) 4।
উত্তর: (a) 1।
4. একটি উভধর্মী অক্সাইড হল – (a) CO2 (b) H2O (c) ZnO (d) MgO।
উত্তর: (c) ZnO।
5. প্রদত্ত কোটির তাপনমূল্য সব থেকে বেশি? – (a) কয়লা (b) কেরোসিন (c) পেট্রোল (d) LPG।
উত্তর: (d) LPG।
6. ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে – (a) ক্লোরোপ্লাসটিড (b) ক্রোমোপ্লাসটিড (c) লিউকোপ্লাসটিড (d) কোনোটিই নয়।
উত্তর: (b) ক্রোমোপ্লাসটিড।
7. কোনোরকম কোশীয় গঠন নেই কার? – (a) ব্যাকটেরিয়া (b) ভাইরাস (c) প্রোটিস্টা (d) ছত্রাক। উত্তর: (b) ভাইরাস।
8. ইনসুলিন হরমোন ক্ষরিত হয় – (a) অ্যাড্রিনাল (b) পিটুইটারি (c) অগ্ন্যাশয় (d) থাইরয়েড গ্রন্থি থেকে।
উত্তর: (c) অগ্ন্যাশয়।
9. সারা পৃথিবীর স্থলভাগের কত অংশ বন? – (a) অর্ধেক (b) এক তৃতীয়াংশ (c) এক চতুর্থাংশ (d) দুই তৃতীয়াংশ।
উত্তর: (b) এক তৃতীয়াংশ।
10. লবঙ্গ উদ্ভিদের কোন্ অংশ? – (a) ফল (b) বীজ (c) মুকুল (d) কন্দ।
উত্তর: (c) মুকুল।
11. বল = F, ভর = m, ত্বরণ = a হলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এদের মধ্যে সম্পর্ক হল-
(a) F = m/a (b) F = m + a (c) F = m × a (d) F = ma।
উত্তর: (d) F = ma।
12. SI-তে চাপের একক হল –
(a) N/cm² (b) N/m² (c) Nm⁻¹ (d) N।
উত্তর: (b) N/m²।
13. যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1, এবং তরলে নিমজ্জিত অবস্থায় তার ওপর ক্রিয়াশীল প্লবতা W2 হয় তবে নীচের কোনটি ভাসনের শর্ত?
(a) W1 > W2 (b) W1 = W2 (c) W1 < W2 (d) কেবলমাত্র W1 + W2 হলেই চলবে।
উত্তর: (b) W1 = W2।
14. দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60° হলে তাদের মাঝে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে–
(a) 5 টি (b) 7 টি (c) 7.2 টি (d) 8 টি।
উত্তর: (b) 7 টি।
15. আয়নার থেকে বস্তুর দূরত্ব বাড়ালে বা কমালে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কতগুণ বাড়বে বা কমবে? –
(a) তিনগুণ (b) চারগুণ (c) পাঁচগুণ (d) দ্বিগুণ।
উত্তর: (d) দ্বিগুণ।
16. আইসোবারদের ক্ষেত্রে ভিন্ন মৌলের পরমাণুগুলির-
(a) ভর সমান (b) প্রোটন সংখ্যা সমান (c) ভরসংখ্যা সমান (d) নিউট্রন সংখ্যা সমান।
উত্তর: (c) ভরসংখ্যা সমান।
17. মারকিউরাস ক্লোরাইডের সংকেত হল –
(a) HgCl (b) Hg2Cl2 (c) HgCl2 (d) Hg2C1।
উত্তর: (b) Hg2Cl2।
18. প্রদত্ত কোটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার ? –
(a) অ্যামোনিয়া (b) ইউরিয়া (c) কস্টিক সোডা (d) ইস্পাত।
উত্তর: (d) ইস্পাত।
19. ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে –
(a) O2 (b) H2 (c) CO2 (d) N2।
উত্তর: (c) CO2।
20. ভাইরাস পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্র হল –
(a) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র (b) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র (c) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র (d) যে-কোনো অণুবীক্ষণ যন্ত্র।
উত্তর: (c) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।
21. শৈবালের উদাহরণ হল –
(a) নস্টক (b) স্পাইরোগাইরা (c) অ্যামিবা (d) পেনিসিলিয়াম।
উত্তর: (b) স্পাইরোগাইরা।
22. মুনফেস হওয়ার মূল কারণ হল -
(a) কর্টিসলের অধিক ক্ষরণ (b) অ্যাড্রিনালিনের অধিক ক্ষরণ (c) কর্টিসলের কম ক্ষরণ (d) অ্যাড্রিনালিনের কম ক্ষরণ।
উত্তর: (a) কর্টিসলের অধিক ক্ষরণ।
23. ‘দংশক কোশ’ দেখা যায় - (a) অক্টোপাসে (b) সাগরকলমে (c) সাগরকুসুমে (d) জুপ্ল্যাংকটনে।
উত্তর: (b) সাগরকলমে।
24. কোন্ বক্তব্যটি সঠিক?
বক্তব্য-১ : দারচিনি গাছের কাণ্ডের ছালের বাইরের স্তর শুকিয়ে তৈরি হয় দারচিনি।
বক্তব্য-২ : গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামক যৌগের উপস্থিতি।
(a) বক্তব্য-১ সত্য কিন্তু বক্তব্য-২ মিথ্যা (b) বক্তব্য-১ মিথ্যা কিন্তু বক্তব্য-২ সত্য (c) বক্তব্য-১ এবং বক্তব্য-২ উভয়েই মিথ্যা (d) বক্তব্য-১ এবং বক্তব্য-২ উভয়েই সত্য।
উত্তর: (d) বক্তব্য-১ এবং বক্তব্য-২ উভয়েই সত্য।
25. মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্যবহৃত হয় - (a) আমলকী (b) নিমতেল (c) ঘৃতকুমারী পাতার নির্যাস (d) নয়নতারার পাতা।
উত্তর: (c) ঘৃতকুমারী পাতার নির্যাস।
26. তরলের চাপ P, ঘাত F এবং ক্ষেত্রফল A হলে - (a) P = A/P (b) P = Fx A (c) F = P/A (d) P = A/F।
উত্তর: (c) F = P/A।
27. আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় - (a) 90° (b) 60° (c) 45° (d) 30°।
উত্তর: (b) 60°।
28. অ্যালুমিনিয়াম অক্সাইড হল - (a) আম্লিক (b) ক্ষারকীয় (c) উভধর্মী (d) প্রশম।
উত্তর: (c) উভধর্মী।
29. কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে যে উপাদানটির অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি, তা হল - (a) গ্রাফাইট (b) হিরে (c) গ্যাসকার্বন (d) ফুলারিন।
উত্তর: (a) গ্রাফাইট।
30. Na-পরমাণুতে নিউট্রন সংখ্যা হল - (a) 11 (b) 23 (c) 12 (d) 34।
উত্তর: (c) 12।
31. একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল - (a) রাইবোজোম (b) লাইসোজোম (c) মাইটোকনড্রিয়া (d) গলগি বস্তু।
উত্তর: (a) রাইবোজোম।
32. ডায়ারিয়া হল - (a) ভাইরাসঘটিত রোগ (b) আদ্যপ্রাণীঘটিত রোগ (c) ব্যাকটেরিয়াঘটিত রোগ (d) ছত্রাকঘটিত রোগ।
উত্তর: (c) ব্যাকটেরিয়াঘটিত রোগ।
33. জরুরিকালীন হরমোন হল - (a) থাইরক্সিন (b) ইনসুলিন (c) ইস্ট্রোজেন (d) অ্যাড্রিনালিন।
উত্তর: (d) অ্যাড্রিনালিন।
34. 'কেল্প' হল - (a) সামুদ্রিক মাছ (b) সামুদ্রিক ঝিনুক (c) সামুদ্রিক শ্যাওলা (d) সামুদ্রিক কাঁকড়া।
উত্তর: (c) সামুদ্রিক শ্যাওলা।
35. মিউসিলেজ ও পেকটিন থাকে - (a) বেলে (b) রসুনে (c) পুদিনায় (d) আমলকীতে।
উত্তর: (d) আমলকীতে।
36. বল পরিমাপের সূত্রটি হল - (a) ভর × বেগ (b) ভর x ত্বরণ (c) ভর x সরণ (d) ভর × দ্রুতি।
উত্তর: (b) ভর x ত্বরণ।
37. কোনো আলোকরশ্মি একটি সমতল দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে, প্রতিফলন কোণের মান হবে - (a) 90° (b) 0° (c) 45° (d) 60°।
উত্তর: (b) 0°।
38. ফুলারিনের সংকেত - (a) C10 (b) C40 (c) C60 (d) C20।
উত্তর: (c) C60।
39. অক্সিজেন প্রস্তুত করতে যে অনুঘটকটি ব্যবহার করা হয়, সেটি হল – (a) Mn2O2। (b) MnO2। (c) Mn2O। (d) MnOI।
উত্তর: (b) MnO2।
40. আইসোবারের ক্ষেত্রে যে কথাটি ঠিক, সেটি হল – (a) ভরসংখ্যা সমান। (b) প্রোটন সংখ্যা সমান। (c) নিউট্রন সংখ্যা সমান। (d) পারমাণবিক সংখ্যা সমান।
উত্তর: (a) ভরসংখ্যা সমান।
41. প্রদত্ত কোটি গ্রিনহাউস গ্যাস নয়? – (a) CO2। (b) CH4। (c) N2O। (d) O2।
উত্তর: (d) O2।
42. ‘কোশের শক্তিঘর' নামে পরিচিত যে অঙ্গাণু সেটি হল – (a) গলগি বস্তু। (b) মাইটোকনড্রিয়া। (c) রাইবোজোম। (d) সেন্ট্রোজেন।
উত্তর: (b) মাইটোকনড্রিয়া।
43. আদ্যপ্রাণীঘটিত রোগটি হল – (a) কালাজ্বর। (b) অ্যালার্জি। (c) কলেরা। (d) মাম্পস।
উত্তর: (a) কালাজ্বর।
44. আপদকালীন হরমোন হল – (a) থাইরক্সিন। (b) অ্যাড্রিনালিন। (c) টেস্টোস্টেরন। (d) ইস্ট্রোজেন।
উত্তর: (b) অ্যাড্রিনালিন।
45. নালিপদের সাহায্যে গমন করে – (a) তারামাছ। (b) অক্টোপাস। (c) হাঙর। (d) সাগরকলম।
উত্তর: (a) তারামাছ।
46. ত্রিফলাতে যা থাকে না সেটি হল – (a) আমলকী। (b) নিম। (c) বহেড়া। (d) হরিতকি।
উত্তর: (b) নিম।
47. ভারতে কোন্ প্রাণীকে 'জাতীয় জলজ প্রাণী' বলা হয়? – (a) গঙ্গার কুমির। (b) গঙ্গার শুশুক। (c) ঘড়িয়াল। (d) কচ্ছপ।
উত্তর: (b) গঙ্গার শুশুক।
48. প্রদত্ত কোন্ বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না? – (a) ঘর্ষণ বল। (b) চৌম্বক বল। (c) তড়িৎ আকর্ষণ বল। (d) মহাকর্ষ বল।
উত্তর: (a) ঘর্ষণ বল।
49. সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে – (a) 90°। (b) 60°। (c) 50°। (d) 0°।
উত্তর: (d) 0°।
50. নিউট্রন আবিষ্কার করেন – (a) জে জে থমসন। (b) রাদারফোর্ড। (c) স্যাডউইক। (d) জন ডালটন।
উত্তর: (c) স্যাডউইক।
51. বিস্ফোরক তৈরিতে কোন্ অ্যাসিড প্রয়োজন? – (a) নাইট্রিক অ্যাসিড। (b) সালফিউরিক অ্যাসিড। (c) হাইড্রোক্লোরিক অ্যাসিড। (d) অ্যাসিটিক অ্যাসিড।
উত্তর: (a) নাইট্রিক অ্যাসিড।
52. কার্বনের নিয়তাকার রূপভেদ হল – (a) গ্রাফাইট। (b) গ্যাসকার্বন। (c) কোক। (d) কয়লা।
উত্তর: (a) গ্রাফাইট।
53. থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় – (a) থাইরয়েড গ্রন্থি। (b) প্যারাথাইরয়েড গ্রন্থি। (c) পিটুইটারি গ্রন্থি। (d) অ্যাড্রিনাল গ্রন্থি।
উত্তর: (a) থাইরয়েড গ্রন্থি।
54. গন্ডারের ক্ষেত্রে প্রদত্ত যে তথ্যটি ভুল সেটি হল – (a) লম্বা ঘাসযুক্ত জলাভূমি গন্ডারের বাসস্থান। (b) পরিতোরা অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়। (c) গন্ডারের খঙ্গ কেরাটিন দিয়ে তৈরি। (d) গন্ডারের দৃষ্টিশক্তি প্রবল কিন্তু ঘ্রাণশক্তি দুর্বল।
উত্তর: (b) পরিতোরা অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়।
55. অ্যালিসিন নামক যৌগ পাওয়া যায় - (a) আদাতে, (b) পেঁয়াজে, (c) রসুনে, (d) হলুদে।
উত্তর: (c) রসুনে।
56. একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল - (a) রাইজোবিয়াম, (b) ক্লসট্রিডিয়াম, (c) নাইট্রোব্যাকটর, (d) ই. কোলাই।
উত্তর: (c) নাইট্রোব্যাকটর।
57. পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল - (a) মাইটোকনড্রিয়া, (b) নিউক্লিয়াস, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।
উত্তর: (d) রাইবোজোম।
58. 45° কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখলে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে - (a) 6 টি, (b) ৪ টি, (c) 7 টি, (d) 9 টি।
উত্তর: (b) ৪ টি।
59. প্রদত্ত কোন্ মৌলটি জৈব যৌগ গঠনে অপরিহার্য? - (a) নাইট্রোজেন, (b) অক্সিজেন, (c) হাইড্রোজেন, (d) কার্বন।
উত্তর: (d) কার্বন।
60. প্রদত্ত কোটির ওপর তরলের চাপ নির্ভর করে না? - (a) গভীরতা, (b) ঘনত্ব, (c) উয়তা, (d) কোনোটিই নয়।
উত্তর: (d) কোনোটিই নয়।
61. প্রদত্ত কোন্ উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? - (a) অ্যামোনিয়া, (b) ইউরিয়া, (c) সোডা, (d) ইস্পাত।
উত্তর: (a) অ্যামোনিয়া।
62. 18Ar40 এবং 20Ca40-এর মধ্যে সম্পর্কটি হল - (a) আইসোটোপ, (b) আইসোবার, (c) আইসোটোন, (d) আয়ন।
উত্তর: (b) আইসোবার।
63. প্রদত্ত কোন্ ভাইরাসঘটিত রোগ নয়? - (a) চিকেন পক্স, (b) টাইফয়েড, (c) হেপাটাইটিস, (d) ডেঙ্গু।
উত্তর: (b) টাইফয়েড।
64. পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোন হল - (a) গ্লুকাগন, (b) থাইরক্সিন, (c) ভেসোপ্রেসিন, (d) ইস্ট্রোজেন।
উত্তর: (c) ভেসোপ্রেসিন।
65. দংশক কোশ দেখা যায় - (a) অক্টোপাসে, (b) সাগরকুসুমে, (c) স্কুইডে, (d) সাগরকলমে।
উত্তর: (c) স্কুইডে।
66. ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্য করে - (a) মাইটোকনড্রিয়া, (b) রাইবোজোম, (c) মেসোজোম, (d) নিউক্লিওয়েড।
উত্তর: (c) মেসোজোম।
67. প্রদত্ত কোন্ মশলাটি উদ্ভিদের ফল? - (a) গোলমরিচ, (b) জায়ফল, (c) জোয়ান, (d) মৌরি।
উত্তর: (b) জায়ফল।
68. একটি উপকারী ব্যাকটেরিয়া হল - (a) সালমোনেল্লা, (b) অ্যাজোটোব্যাকটর, (c) স্ট্রেপটোকক্কাস, (d) ভিব্রিও কলেরি।
উত্তর: (b) অ্যাজোটোব্যাকটর।
69. তরলের ঘনত্ব বেড়ে গেলে প্লবক বলের মান - (a) বেড়ে যায়, (b) কমে যায়, (c) একই থাকে, (d) নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।
উত্তর: (a) বেড়ে যায়।
70. শূন্যস্থানের প্রতিসরাঙ্ক হয় - (a) শূন্য, (b) অসীম, (c) 1, (d) 0.5 1।
উত্তর: (b) অসীম।
71. 23Na মৌলটির পরমাণুর নিউট্রন সংখ্যা - (a) 11, (b) 12, (c) 23, (d) 34।
উত্তর: (b) 12।
72. প্রদত্ত কোন্ ধাতুটি লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না? - (a) Zn, (b) Fe, (c) Al, (d) Cu।
উত্তর: (d) Cu।
73. কার্বনের একটি রূপভেদ হল - (a) রম্বিক সালফার, (b) ওজোন, (c) গ্রাফাইট, (d) কার্বন ডাইঅক্সাইড।
উত্তর: (c) গ্রাফাইট।
74. একটি এককোশী প্রাণী হল - (a) মশা, (b) অ্যামিবা, (c) শামুক, (d) কাঁকড়া।
উত্তর: (b) অ্যামিবা।
75. আপদকালীন হরমোন হল - (a) সোমাটোট্রপিক হরমোন, (b) অ্যাড্রিনালিন, (c) ইনসুলিন, (d) ইস্ট্রোজেন।
উত্তর: (b) অ্যাড্রিনালিন।
76. একটি আদ্যপ্রাণীঘটিত রোগের নাম হল - (a) আমাশয়, (b) AIDS, (c) যক্ষ্মা, (d) ক্যানসার।
উত্তর: (b) AIDS।
77. তারামাছ বা স্টারফিশের গমন অঙ্গের নাম হল - (a) চোষক বা সাকার, (b) ফ্ল্যাজেলা, (c) নালিপদ বা টিউব ফিট, (d) সিলিয়া।
উত্তর: (a) চোষক বা সাকার।
78. ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ হল - (a) শাল, (b) সুন্দরী, (c) নারিকেল, (d) আম।
উত্তর: (b) সুন্দরী।
79. বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ হল - (a) 0°, (b) 2.25°, (c) 24.5°, (d) 90°।
উত্তর: (b) 2.25°।
80. কোন্ গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? - (a) জলীয় বাষ্প, (b) ওজোন, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) নাইট্রোজেন।
উত্তর: (d) নাইট্রোজেন।
81. পরীক্ষাগারে O2 তৈরিতে ব্যবহৃত অনুঘটক হল - (a) KMnO4, (b) MnO2, (c) H2SO4, (d) K2Cr2O7।
উত্তর: (b) MnO2।
82. m1 = 1 kg, m2 = 1 kg, d = 1 m হলে মহাকর্ষীয় সূত্রানুযায়ী - (a) F=G, (b) F>G, (c) F#G, (d) F<G হবে।
উত্তর: (a) F=G।
83. পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান - (a) 11.2 km/s, (b) 9.8 m/s², (c) 6.67 m/s², (d) 12.5 cm/s²।
উত্তর: (b) 9.8 m/s²।
84. বল =-----× বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। - (a) বস্তুর ওজন, (b) বস্তুর ভর, (c) বস্তুর আয়তন, (d) বস্তুর ভরবেগ।
উত্তর: (b) বস্তুর ভর।
85. হিরে চকচকে দেখায় আলোর কোন্ ধর্মের জন্য? - (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (d) তাপ প্রতিফলন।
উত্তর: (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
86. শূন্যযোজী মৌল হল - (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) হিলিয়াম, (d) নাইট্রোজেন।
উত্তর: (c) হিলিয়াম।
87. কোটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? - (a) ইস্পাত, (b) কোয়েল, (c) ক্যাডমিয়াম, (d) ম্যাগনেসিয়াম।
উত্তর: (a) ইস্পাত।
88. প্রদত্ত কোটির থেকে শুষ্ক বরফ তৈরি হয়? - (a) নাইট্রোজেন, (b) হেলিয়াম, (c) কার্বন ডাইঅক্সাইড, (d) অক্সিজেন।
উত্তর: (c) কার্বন ডাইঅক্সাইড।
89. উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হয়ে কার্বনঘটিত যৌগ তৈরি হয়। এটিকে বলে - (a) পেট্রোকেমিক্যাল, (b) বায়োফুয়েল, (c) অ্যালকোহল, (d) স্যাকারোজ।
উত্তর: (b) বায়োফুয়েল।
90. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের লেন্সে দ্রষ্টব্য বস্তুকে কত গুণ বড়ো দেখায়? - (a) 1000-2000, (b) 2000-4000, (c) 4000-8000, (d) 8000-16000।
উত্তর: (b) 2000-4000।
91. একটি ভাইরাসঘটিত রোগ হল - (a) ম্যালেরিয়া, (b) ডেঙ্গি, (c) টাইফয়েড, (d) যক্ষা।
উত্তর: (b) ডেঙ্গি।
92. আপদকালীন হরমোন হল - (a) গ্লুকাগন, (b) থাইরক্সিন, (c) অ্যাড্রিনালিন, (d) ইনসুলিন।
উত্তর: (c) অ্যাড্রিনালিন।
93. বনের মাটি ও গাছের পাতা বৃষ্টিপাতের কত অংশ শুষে নেয়? - (a) 20%, (b) 30%, (c) 40%, (d) 50%。
উত্তর: (c) 40%。
94. আদা ও হলুদের উদ্ভিদের কোন্ অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয়? - (a) পাতা, (b) ফুল, (c) মূল, (d) ফল।
উত্তর: (c) মূল।
95. বল প্রয়োগ করা সত্ত্বেও যখন বস্তু স্থির থাকে তখন ঘর্ষণ বলের মান প্রযুক্ত বলের বৃদ্ধির সঙ্গে - (a) বৃদ্ধি পায়, (b) কমে যায়, (c) একই থাকে, (d) নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।
উত্তর: (a) বৃদ্ধি পায়।
96. দুটি সমতল দর্পণ যখন পরস্পরের সঙ্গে 60° কোণে আনত থাকে তখন প্রতিবিম্বের সংখ্যা হয় - (a) 8, (b) 4, (c) 6, (d) 10।
উত্তর: (b) 4।
97. NCl3 যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা - (a) 1, (b) 2, (c) 3, (d) 4।
উত্তর: (c) 3।
98. একটি উভধর্মী অক্সাইড হল - (a) PbO, (b) ZnO, (c) Na2O, (d) CaO।
উত্তর: (b) ZnO।
99. প্রদত্ত কোটি গ্রিনহাউস গ্যাস নয়? - (a) CO2, (b) CH4, (c) N2, (d) H2O।
উত্তর: (c) N2।
100. ফলের রসে থাকা শর্করাকে যে ছত্রাকটি ভেঙে দিতে পারে, সেটি হল - (a) পেনিসিলিয়াম, (b) অ্যাসপারজিলাস, (c) ইস্ট, (d) বেকটেরিয়া।
উত্তর: (c) ইস্ট।
101. কোটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ? - (a) জুওলজিক্যাল পার্ক, (b) জৈবিক সংরক্ষণ, (c) পরমাণু প্যার্ক, (d) স্থায়ী পদ্ধতি।
উত্তর: (a) জুওলজিক্যাল পার্ক।
102. জলাতঙ্ক যে প্রকার অণুজীব দ্বারা ঘটে, সেটি হল - (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) ফাঙ্গাস, (d) প্রোটোজোয়া।
উত্তর: (a) ভাইরাস।
103. ব্যাকটেরিয়া কোশে নিউক্লিয়াসের বদলে যেটি থাকে, সেটি হল - (a) নিউক্লিওটিড, (b) নিউক্লিওয়েড, (c) সাইটোপ্লাজম, (d) রাইবোজোম।
উত্তর: (b) নিউক্লিওয়েড।
104. শুধুমাত্র স্ত্রীদেহে পাওয়া যায় এমন একটি হরমোন হল - (a) টেস্টোস্টেরন, (b) প্রজেস্টেরন, (c) ইনসুলিন, (d) থাইরক্সিন।
উত্তর: (b) প্রজেস্টেরন।
105. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বস্তুর - (a) দূরত্ব, (b) ওজন, (c) দৈর্ঘ্য, (d) প্রস্থ।
উত্তর: (b) ওজন।
106. হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল - (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (d) তাপ প্রতিফলন।
উত্তর: (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
107. কার্বনের নিয়তাকার রূপভেদ হল - (a) ডায়মন্ড, (b) গ্রাফাইট, (c) ফুলারিন, (d) কার্বন ডাইঅক্সাইড।
উত্তর: (c) ফুলারিন।
108. প্রদত্ত যৌগগুলির মধ্যে আম্লিক অক্সাইড হল - (a) CO2, (b) SO2, (c) Na2O, (d) K2O।
উত্তর: (b) SO2।
109. CCl4 যৌগে কার্বনের যোজ্যতা হল - (a) 2, (b) 3, (c) 4, (d) 5।
উত্তর: (c) 4।
110. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু দুটি হল - (a) মাইটোকনড্রিয়া, (b) লাইসোজোম, (c) নিউক্লিয়াস, (d) রাইবোজোম।
উত্তর: (b) লাইসোজোম, (d) রাইবোজোম।
111. কোটি আদ্যপ্রাণীঘটিত রোগ? - (a) কলেরা, (b) ডেঙ্গি, (c) যক্ষ্মা, (d) ভাইরাস।
উত্তর: (a) কলেরা।
112. থাইরক্সিন ক্ষরিত হয় কোন্ গ্রন্থি থেকে? - (a) পিটুইটারি, (b) থাইরয়েড, (c) অ্যাড্রিনাল, (d) প্যনক্রিয়াস।
উত্তর: (b) থাইরয়েড।
113. শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হল - (a) বট, (b) নারকেল, (c) পেয়ারা, (d) মেহগনি।
উত্তর: (a) বট।
114. বহুবর্ষজীবী বীরুৎ জাতীয় গাছের উদাহরণ হল - (a) আম, (b) জাম, (c) নারকেল, (d) সবগুলিই।
উত্তর: (d) সবগুলিই।
115. হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য, তা হল: (a) নিয়মিত প্রতিফলন (b) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (c) বিক্ষিপ্ত প্রতিফলন (d) বিচ্ছুরণ।
উত্তর: (b) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
116. গ্যাসমুখোশে ব্যবহৃত হয়: (a) গ্রাফাইট (b) ফুলারিন (c) ভুসাকালি (d) সক্রিয় চারকোল।
উত্তর: (d) সক্রিয় চারকোল।
117. প্রদত্ত কোন্ জ্বালানির তাপনমূল্য সর্বাধিক? (a) কয়লা (b) পেট্রোল (c) তরল H2 (d) LPG।
উত্তর: (c) তরল H2।
118. পরমাণুতে উপস্থিত আধানহীন কণা: (a) ইলেকট্রন (b) প্রোটন (c) নিউট্রন (d) জুল।
উত্তর: (c) নিউট্রন।
119. SI-তে বল মাপার একক হল: (a) আর্গ (b) ডাইন (c) নিউটন (d) জুল।
উত্তর: (c) নিউট্রন।
120. একটি 3 kg ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হল: (a) 9.8 N (b) 24.9 N (c) 29.4 N (d) 29.4 dyn।
উত্তর: (b) 24.9 N।
121. গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হল: (a) এন্ডোপ্লাজমিক জালিকা (b) রাইবোজোম (c) কোশপর্দা (d) লাইসোজোম।
উত্তর: (a) এন্ডোপ্লাজমিক জালিকা।
122. রৌবেসিন নামক উপক্ষারটি পাওয়া যায়: (a) পুদিনাতে (b) ঘৃতকুমারীতে (c) নিমে (d) নয়নতারায়।
উত্তর: (b) ঘৃতকুমারীতে।
123. ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল: (a) অ্যাড্রিনাল (b) পিটুইটারি (c) অগ্ন্যাশয় (d) থাইরয়েড।
উত্তর: (c) অগ্ন্যাশয়।
124. নীচের কোন্ জোড়ের একটি রোগ ব্যাকটেরিয়াঘটিত এবং অপরটি ভাইরাসঘতিত?
(a) কলেরা ও ম্যালেরিয়া, (b) মাম্পস ও পোলিয়ো, (c) টিটেনাস ও টাইফয়েড, (d) ডিপথেরিয়া ও ডেঙ্গিজ্বর।
উত্তর: (b) মাম্পস ও পোলিয়ো।
125. জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হল –
(a) কলা, (b) কোশ, (c) অঙ্গ, (d) তন্ত্র।
উত্তর: (b) কোশ।
126. প্রদত্তগুলির মধ্যে কোটি ইনসুলিন হরমোনের কাজ নয়?
(a) এটি গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, (b) এটি ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে সাহায্য করে, (c) এটি গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে, (d) এটি রক্তে গ্লুকোজের মাত্র ঠিক রাখে এবং ডায়াবেটিসের সম্ভাবনা কমায়।
উত্তর: (c) এটি গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে।
127. তরলের চাপ ক্রিয়া করে – (a) শুধু নীচের দিকে (b) শুধু পাশের দিকে (c) শুধু উপরের দিকে (d) সবদিকে।
উত্তর: (d) সবদিকে।
128. দুটি সমতল দর্পণ পরপর 30° কোণ করে আছে। এদের মাঝামাঝি জায়গায় একটি বস্তু রাখলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে – (a) 12টি (b) 13টি (c) 11টি (d) 10টি।
উত্তর: (a) 12টি।
129. প্রদত্ত কোটি গ্রিনহাউস গ্যাস নয়? – (a) CO2 (b) CH4 (c) N2O (d) O2।
উত্তর: (d) O2।
130. ম্যাগনেশিয়াম অক্সাইড একটি – (a) প্রশম অক্সাইড (b) ক্ষারকীয় অক্সাইড (c) উভধর্মী অক্সাইড (d) আম্লিক অক্সাইড।
উত্তর: (d) আম্লিক অক্সাইড।
131. 35Cl পরমাণুতে নিউট্রন সংখ্যা – (a) 17 (b) 18 (c) 35 (d) 19।
উত্তর: (b) 18।
132. কোনো বস্তুর ভর = m, ওজন = W এবং অভিকর্ষজ ত্বরণ = g হলে, নীচের কোন্ সম্পর্কটি সঠিক?
(a) m = Wg (b) W = g' (c) W = mg (d) g = W/ml। উত্তর: (c) W = mg।
133. 60° কোণে আপতিত দুটি দর্পণের মাঝখানে একটি বস্তু রাখলে ওই বস্তু দ্বারা দর্পণে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে -
(a) 1টি (b) 4টি (c) 6টি (d) 5টি। উত্তর: (b) 4টি।
134. নিউক্লীয় বল ক্রিয়াশীল হয় –
(a) প্রোটন ও ইলেকট্রনের মধ্যে (b) প্রোটন ও নিউট্রনের মধ্যে (c) নিউট্রন ও ইলেকট্রনের মধ্যে (d) ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে। উত্তর: (b) প্রোটন ও নিউট্রনের মধ্যে।
135. আইসোটোপ নেই এমন একটি মৌল হল
(a) কার্বন (b) অক্সিজেন (c) ক্লোরিন (d) ফুওরিন। উত্তর: (d) ফুওরিন।
136. Na2O2 হল একটি –
(a) ক্ষারকীয় অক্সাইড (b) আম্লিক অক্সাইড (c) প্রশম অক্সাইড (d) পারক্সাইড। উত্তর: (d) পারক্সাইড।
137. বনস্পতি তৈরি করতে কোন্ গ্যাস ব্যবহৃত হয়? –
(a) অক্সিজেন (b) নাইট্রোজেন (c) হাইড্রোজেন (d) হিলিয়াম। উত্তর: (a) অক্সিজেন।
138. প্রোটিন তৈরি করতে সাহায্য করে –
(a) লাইসোজোম (b) রাইবোজোম (c) সাইটোপ্লাজম (d) গলগি বস্তু। উত্তর: (b) রাইবোজোম।
139. কোন্ রোগটি টিকাকরণ দ্বারা প্রতিরোধ করা যায় না? –
(a) কলেরা (b) পোলিয়ো (c) ডায়ারিয়া (d) বসন্ত। উত্তর: (c) ডায়ারিয়া।
140. লোকাল হরমোন কোনটি?
(a) TSH (b) গ্যাস্ট্রিন (c) GTH (d) ACTH।
উত্তর: (b) গ্যাস্ট্রিন।
141. প্রদত্ত কোটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? –
(a) আদা (b) রসুন (c) পুদিনা (d) পেঁয়াজ। উত্তর: (b) রসুন।
142. দুটি আয়নাকে এমনভাবে রাখা হল যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60°। আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা হবে –
(a) 3টি। (b) 4টি। (c) 6টি। (d) ১টি।
উত্তর: (c) 6টি।
143. একটি বস্তুর ভর 1 kg। বস্তুটির ওজন হবে –
(a) 9.8 dyn। (b) 1000 g। (c) 9.8 N। (d) 1N।
উত্তর: (c) 9.8 N।
144. তরলের চাপ ক্রিয়া করে –
(a) শুধু পাশের দিকে। (b) শুধু নীচের দিকে। (c) শুধু উপরের দিকে। (d) সবদিকে সমানভাবে।
উত্তর: (d) সবদিকে সমানভাবে।
145. প্রদত্ত কোটি উভধর্মী অক্সাইড-এর সংকেত ? –
(a) CO2। (b) ZnO। (c) Na2O2। (d) CaO।
উত্তর: (c) Na2O2।
146. প্রদত্ত কোনটির উৎপাদন অক্সিজেনের একটি বৃহৎ শিল্প ব্যবহার? –
(a) অ্যামোনিয়া। (b) ইউরিয়া। (c) সোডা। (d) ইস্পাত।
উত্তর: (d) ইস্পাত।
147. মহাকর্ষ বলের মান দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্বের: (a) সমানুপাতিক (b) বর্গের সমানুপাতিক (c) ব্যস্তানুপাতিক (d) বর্গের ব্যস্তানুপাতিক
উত্তর: (b) বর্গের সমানুপাতিক।
148. আইসোটোপ হল: (a) 1H 32H (b) 2 H He (c) 14C ও 14H (d) H 3 4 He T
উত্তর: (d) H 3 4 He T।
149. পদ্মপাতার ওপর থাকা জলবিন্দু চকচক করার কারণ আলোর: (a) প্রতিফলন (b) প্রতিসরণ (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (d) শোষণ
উত্তর: (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
150. গ্যাসমুখোশে ব্যবহৃত হয়: (a) গ্রাফাইট (b) সক্রিয় চারকোল (c) ফুলারিন (d) হিরে
উত্তর: (b) সক্রিয় চারকোল।
151. গ্রিনহাউস গ্যাস নয়: (a) CO2 (b) O2 (c) CH4 (d) N2O
উত্তর: (b) O2।
152. প্রোটিন তৈরি করতে সাহায্য করে: (a) গলগি বস্তু, (b) সাইটোপ্লাজম, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।
উত্তর: (d) রাইবোজোম।
153. কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায় সেটি হল: (a) দারচিনি, (b) হলুদ, (c) রসুন, (d) আদা।
উত্তর: (b) হলুদ।
154. আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম: (a) ইগলু, (b) পুয়েবলা, (c) তাঁবু, (d) ঝুপরি।
উত্তর: (b) পুয়েবলা।
155. ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল: (a) অগ্ন্যাশয়, (b) থাইরয়েড, (c) অ্যাড্রিনাল, (d) পিটুইটারি।
উত্তর: (a) অগ্ন্যাশয়।
156. ডেঙ্গিজ্বর রোগটি হল: (a) ব্যাকটেরিয়াঘটিত, (b) ভাইরাসঘটিত, (c) ছত্রাকঘটিত, (d) আদ্যপ্রাণীঘটিত।
উত্তর: (b) ভাইরাসঘটিত।
157. প্লবতা সবসময় — (a) ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল (b) নিম্নমুখে ক্রিয়াশীল (c) তির্যকভাবে ক্রিয়াশীল (d) পার্শ্বদিকে ক্রিয়াশীল।
উত্তর: (a) ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল।
158. দুটি আয়নাকে এমনভাবে রাখা হল যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60°। আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে, বস্তুটির মোট প্রতিবিম্বের সংখ্যা হবে – (a) 3টি (b) 4টি (c) 5টি (d) 6টি।
উত্তর: (b) 4টি।
159. প্রদত্ত রাসায়নিকগুলির মধ্যে মূলকটি হল – (a) কার্বন (b) কার্বন মনোক্সাইড (c) কার্বন ডাইঅক্সাইড (d) কার্বনেট।
উত্তর: (a) কার্বন।
160. হাইড্রোজেন গ্যাস শোষণ করে – (a) সোডিয়াম (b) প্যালাডিয়াম (c) ক্যালশিয়াম (d) ম্যাগনেশিয়াম।
উত্তর: (b) প্যালাডিয়াম।
161. বেমানান শব্দটি হল – (a) কোক (b) হীরক (c) গ্রাফাইট (d) ফুলারিন।
উত্তর: (b) হীরক।
162. দ্বি-একক পর্দাবেষ্টিত অঙ্গাণুটি হল – (a) মাইটোকনড্রিয়া (b) লাইসোজোম (c) রাইবোজোম (d) কোনোটিই নয়।
উত্তর: (a) মাইটোকনড্রিয়া।
163. আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল – (a) পেনিসিলিন (b) ক্লোরোমাইসিন (c) স্ট্রেপটোমাইসিন (d) অ্যাম্পিসিলিন।
উত্তর: (a) পেনিসিলিন।
164. প্রদত্ত যেটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, সেটি হল – (a) পিটুইটারি গ্রন্থি (b) লালাগ্রন্থি (c) অ্যাড্রিনাল গ্রন্থি (d) থাইরয়েড গ্রন্থি।
উত্তর: (b) লালাগ্রন্থি।
165. সুন্দরবন হল একটি – (a) অভয়ারণ্য (b) সংরক্ষিত বন (c) বায়োস্ফিয়ার রিজার্ভ (d) বোটানিক্যাল গার্ডেন।
উত্তর: (c) বায়োস্ফিয়ার রিজার্ভ।
166. আদা ও হলুদের মশলা হিসেবে ব্যবহৃত অংশটি হল – (a) কন্দ (b) গাছের ছাল (c) গ্রন্থিকাণ্ড (d) ফল।
উত্তর: (a) কন্দ।
167. বল = F, ভর = m এবং ত্বরণ = a হলে নিউটনের সূত্রানুযায়ী -
(a) F = m/a (b) F = M+a (c) F = m×m (d) F = ma
উত্তর: (d) F = ma
168. দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে -
(a) আপতন কোণের ওপর (b) প্রতিসরণ কোণের ওপর (c) দুই মাধ্যমের প্রকৃতির ওপর (d) বিভেদতালের ওপর
উত্তর: (c) দুই মাধ্যমের প্রকৃতির ওপর।
169. পরমাণুর K-কক্ষে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা –
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
উত্তর: (b) 2
170. ফুলারিনের সংকেত -
(a) C10 (b) C40 (c) C60 (d) C70
উত্তর: (c) C60
171. পরীক্ষাগারে O₂ প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হল -
(a) KMnO₄ (b) MnO₃ (c) H₂SO₄ (d) K₂Cr₂O₇
উত্তর: (a) KMnO₄
172. প্লবতা বলের মান পরিমাপ করা যায় – (a) সাধারণ তুলাযন্ত্র (b) স্প্রিং তুলাযন্ত্র (c) ব্যারোমিটার (d) সবগুলির সাহায্যে ।
উত্তর: (b) স্প্রিং তুলাযন্ত্র।
173. পর্দায় ফেলা যায় – (a) সদ্বিশ্বকে (b) অসবিম্বকে (c) উভয়কে (d) কোনোটিকে নয়
উত্তর: (a) সদ্বিশ্বকে।
174. CO ও N₂-এর মধ্যে সম্পর্ক হল – (a) আইসোটোপ (b) আইসোটোন (c) আইসোবার (d) আইসোইলেকট্রনিক
উত্তর: (d) আইসোইলেকট্রনিক।
175. হাইড্রোলিথ হল – (a) NaH (b) KH (c) AlH₃ (d) CaH₂
উত্তর: (d) CaH₂
176. প্রদত্ত গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক – (a) N₂ (b) CO₂ (c) CO (d) H₂
উত্তর: (c) CO
✍️একটি বাক্যে উত্তর দাও(প্রশ্নের মান-১):
1. যদি পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি³ হয়, তবে 1 লিটার পারদের ভর কত হবে?
উত্তর: যদি পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি³ হয়, তবে ১ লিটার পারদের ভর হবে:
উত্তর: যদি পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি³ হয়, তবে ১ লিটার পারদের ভর হবে:
2. সাবমেরিনে ব্যবহৃত পেরিস্কোপ তৈরিতে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়?
উত্তর: সাবমেরিনে ব্যবহৃত পেরিস্কোপ তৈরিতে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়।
উত্তর: সাবমেরিনে ব্যবহৃত পেরিস্কোপ তৈরিতে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়।
3. কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন?
উত্তর: বিজ্ঞানী স্যার জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।
4. অক্সিজেন শোষণ করে এমন একটি যৌগের নাম লেখো।
উত্তর: অক্সিজেন শোষণ করে এমন একটি যৌগের নাম হলো হিমোগ্লোবিন।
5. গ্যাসমুখোশে কার্বনের কোন রূপ ব্যবহৃত হয়?
উত্তর: গ্যাসমুখোশে কার্বনের সক্রিয় কার্বন (Activated carbon) ব্যবহৃত হয়।
নিচে প্রশ্নসহ আপনার উত্তরগুলো দেওয়া হলো, নম্বর ৬ থেকে শুরু করে:
6. দই-এর মধ্যে কোন্ ব্যাকটেরিয়া থাকে?
উত্তর: দই-এর মধ্যে সাধারণত ল্যাকটোবেসিলাস (Lactobacillus) জাতীয় ব্যাকটেরিয়া থাকে, বিশেষ করে Lactobacillus bulgaricus এবং Streptococcus thermophilus। এই ব্যাকটেরিয়া দই তৈরি করার জন্য দুধের ল্যাকটোজকে দুধের অ্যাসিডে পরিণত করে।
7. অ্যান্টিডায়াবেটিক হরমোন কোন্ হরমোনকে বলা হয়?
উত্তর: অ্যান্টিডায়াবেটিক হরমোনকে ইনসুলিন বলা হয়। এটি প্যানক্রিয়াস দ্বারা তৈরি হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
8. মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে কোন্ গাছ?
উত্তর: মরুভূমির বালিয়াড়ি রক্ষা করতে ক্যাসিউয়ারিনা (Casuarina) এবং বট (Ficus) জাতীয় গাছগুলি বিশেষভাবে কার্যকর।
9. পুয়েবলা কী?
উত্তর: পুয়েবলা হল একটি মেক্সিকান শহর, যা তার ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। এছাড়াও, "পুয়েবলা" শব্দটি অনেক সময় ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাক বা বস্ত্রের সাথে সম্পর্কিত হয়।
10. ডরসাল বার্সা কোন্ প্রাণীর নাসা গহ্বরে থাকে?
উত্তর: ডরসাল বার্সা সাধারণত মাছের (বিশেষ করে কাঁকড়া বা শামুকের) নাসা গহ্বরে থাকে।
11. বসুন্ধরা শিখর সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: বসুন্ধরা শিখর সম্মেলন ২০০৫ সালে অনুষ্ঠিত হয়। এটি ঢাকায় (বাংলাদেশের রাজধানী) অনুষ্ঠিত হয়েছিল।
12. পতঙ্গদের ডানা সংলগ্ন পেশিকোশে কোন্ কোশ অঙ্গাণু বেশি থাকে?
উত্তর: পতঙ্গদের ডানা সংলগ্ন পেশিকোশে মাইটোকন্ড্রিয়া কোশ অঙ্গাণু বেশি থাকে, কারণ এগুলো শক্তি উৎপাদনে সহায়ক।
13. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর: নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়।
14. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও।
উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রংধনু (Rainbow)। আলো যখন বৃষ্টির ফোঁটায় প্রবেশ করে এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে প্রতিফলিত হয়, তখন রংধনু সৃষ্টি হয়।
15. CH₄-এর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত?
উত্তর: CH₄ (মিথেন) অণুর কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা ৪, কারণ কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে চারটি একক বন্ধন তৈরি করে।
16. একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো।
উত্তর: অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃) একটি উভধর্মী অক্সাইড।
17. পেনসিলের শিস তৈরিতে কার্বনের কোন্ রূপভেদ ব্যবহৃত হয়?
উত্তর: পেনসিলের শিস তৈরিতে কার্বনের গ্রাফাইট (Graphite) রূপভেদ ব্যবহৃত হয়।
6. দই-এর মধ্যে কোন্ ব্যাকটেরিয়া থাকে?
উত্তর: দই-এর মধ্যে সাধারণত ল্যাকটোবেসিলাস (Lactobacillus) জাতীয় ব্যাকটেরিয়া থাকে, বিশেষ করে Lactobacillus bulgaricus এবং Streptococcus thermophilus। এই ব্যাকটেরিয়া দই তৈরি করার জন্য দুধের ল্যাকটোজকে দুধের অ্যাসিডে পরিণত করে।
7. অ্যান্টিডায়াবেটিক হরমোন কোন্ হরমোনকে বলা হয়?
উত্তর: অ্যান্টিডায়াবেটিক হরমোনকে ইনসুলিন বলা হয়। এটি প্যানক্রিয়াস দ্বারা তৈরি হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
8. মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে কোন্ গাছ?
উত্তর: মরুভূমির বালিয়াড়ি রক্ষা করতে ক্যাসিউয়ারিনা (Casuarina) এবং বট (Ficus) জাতীয় গাছগুলি বিশেষভাবে কার্যকর।
9. পুয়েবলা কী?
উত্তর: পুয়েবলা হল একটি মেক্সিকান শহর, যা তার ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। এছাড়াও, "পুয়েবলা" শব্দটি অনেক সময় ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাক বা বস্ত্রের সাথে সম্পর্কিত হয়।
10. ডরসাল বার্সা কোন্ প্রাণীর নাসা গহ্বরে থাকে?
উত্তর: ডরসাল বার্সা সাধারণত মাছের (বিশেষ করে কাঁকড়া বা শামুকের) নাসা গহ্বরে থাকে।
11. বসুন্ধরা শিখর সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: বসুন্ধরা শিখর সম্মেলন ২০০৫ সালে অনুষ্ঠিত হয়। এটি ঢাকায় (বাংলাদেশের রাজধানী) অনুষ্ঠিত হয়েছিল।
12. পতঙ্গদের ডানা সংলগ্ন পেশিকোশে কোন্ কোশ অঙ্গাণু বেশি থাকে?
উত্তর: পতঙ্গদের ডানা সংলগ্ন পেশিকোশে মাইটোকন্ড্রিয়া কোশ অঙ্গাণু বেশি থাকে, কারণ এগুলো শক্তি উৎপাদনে সহায়ক।
13. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর: নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়।
14. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও।
উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রংধনু (Rainbow)। আলো যখন বৃষ্টির ফোঁটায় প্রবেশ করে এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে প্রতিফলিত হয়, তখন রংধনু সৃষ্টি হয়।
15. CH₄-এর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত?
উত্তর: CH₄ (মিথেন) অণুর কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা ৪, কারণ কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে চারটি একক বন্ধন তৈরি করে।
16. একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো।
উত্তর: অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃) একটি উভধর্মী অক্সাইড।
17. পেনসিলের শিস তৈরিতে কার্বনের কোন্ রূপভেদ ব্যবহৃত হয়?
উত্তর: পেনসিলের শিস তৈরিতে কার্বনের গ্রাফাইট (Graphite) রূপভেদ ব্যবহৃত হয়।
নিচে প্রশ্নসহ উত্তরগুলো দেওয়া হলো, নম্বর ১৮ থেকে শুরু করে:
18. রক্তে থাকে এমন একটি কোশের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে।
উত্তর: রক্তে থাকে এমন কোশ হলো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট (Leukocyte)। বিশেষ করে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল নামক শ্বেত রক্তকণিকা আকার পরিবর্তন করে অনুপ্রবেশকারী জীবাণু গ্রাস করতে পারে।
19. পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক যৌগটি কোন্ ছত্রাক থেকে পাওয়া যায়?
উত্তর: পেনিসিলিন অ্যান্টিবায়োটিক যৌগটি পেনিসিলিয়াম নোটাটাম (Penicillium notatum) এবং পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম (Penicillium chrysogenum) ছত্রাক থেকে পাওয়া যায়।
20. অক্টোপাসের দেহে মোট বাহুর সংখ্যা কয়টি?
উত্তর: অক্টোপাসের দেহে মোট আটটি বাহু থাকে।
21. কোন্ হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়?
উত্তর: অ্যাড্রিনালিন (Adrenaline) হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। এটি সংকটের মুহূর্তে শরীরকে ত্বরিত প্রতিক্রিয়ায় সহায়তা করে।
22. দারচিনি গাছের কোন্ অংশ থেকে পাওয়া যায়?
উত্তর: দারচিনি গাছের ছাল (Bark) থেকে দারচিনি মশলা পাওয়া যায়।
23. বায়োফুয়েল কী?
উত্তর: বায়োফুয়েল হল এমন একটি জ্বালানি যা জৈব পদার্থ বা জীবিত বা সম্প্রতি জীবিত জৈব পদার্থ থেকে প্রাপ্ত, যেমন উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য। এটি নবায়নযোগ্য শক্তির একটি উৎস যা জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিবেশের জন্য কম ক্ষতিকর।
24. কার্বনের একটি রূপভেদের নাম লেখো।
উত্তর: কার্বনের একটি রূপভেদ হলো ডায়মন্ড (Diamond)।
25. অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম লেখো।
উত্তর: অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থ হলো ফসফরাস (Phosphorus)।
26. একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও।
উত্তর: জিঙ্ক অক্সাইড (ZnO) একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ।
27. LPG-এর মুখ্য উপাদান কী?
উত্তর: LPG (Liquefied Petroleum Gas)-এর মুখ্য উপাদান হলো প্রোপেন (Propane) এবং বিউটেন (Butane)।
28. গ্রাফাইট ও হীরকের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী?
উত্তর: গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। গ্রাফাইটের কার্বন পরমাণুগুলি স্তর দ্বারা গঠিত, যার মধ্যে ইলেকট্রন সহজেই চলাচল করতে পারে।
29. অ্যালুমিনিয়াম অক্সাইড-এর সংকেত লেখো।
উত্তর: অ্যালুমিনিয়াম অক্সাইড-এর সংকেত হলো Al₂O₃।
30. সমতল দর্পণে কী জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয়?
উত্তর: সমতল দর্পণে সোজা (Virtual), সমান, এবং বস্তুর থেকে বিপরীত দিকে প্রতিবিম্ব সৃষ্টি হয়।
31. কোনো বস্তুর ভর, তার ওপর প্রযুক্ত বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর: বস্তুর ভর (m), বল (F), এবং ত্বরণ (a) এর মধ্যে সম্পর্ক নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা প্রকাশিত হয়: ( F = ma)। অর্থাৎ, বলের মান সমান ভর ও ত্বরণের গুণফল।
32. H মৌলটিতে কয়টি নিউট্রন আছে?
উত্তর: H (হাইড্রোজেন) মৌলটিতে কোনো নিউট্রন থাকে না; এটি শুধুমাত্র একটি প্রোটন এবং একটি ইলেকট্রন নিয়ে গঠিত।
33. ঘাত ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর: ঘাত (Impulse) এবং চাপ (Force) এর মধ্যে সম্পর্ক হলো, ঘাত হচ্ছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান এবং বল প্রয়োগের সময়কাল (সময়) এর গুণফল। অর্থাৎ, ঘাত = বল × সময় (Impulse = Force × Time)।
34. ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে পরস্পর কত কোণে রাখতে হবে?
উত্তর: ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে সাধারণত ৬০° কোণে পরস্পরের সাথে রাখা হয়।
35. NaCl ও CCl₄ -এর মধ্যে কোনটি আয়নীয় যৌগ?
উত্তর: NaCl (সোডিয়াম ক্লোরাইড) একটি আয়নীয় যৌগ, কারণ এটি ধাতব এবং অধাতবের মধ্যে গঠিত একটি ইলেক্ট্রোস্ট্যাটিক আকর্ষণ। CCl₄ (কার্বন টেট্রাক্লোরাইড) একটি সমযোজী যৌগ।
36. ক্যালশিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড?
উত্তর: ক্যালশিয়াম অক্সাইড (CaO) একটি মৌলিক অক্সাইড।
37. একটি জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমারের নাম লেখো।
উত্তর: পলিস্টাইরিন (Polystyrene) একটি জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমার।
38. সোডা ওয়াটার কী?
উত্তর: সোডা ওয়াটার হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত পানীয় জল, যা সাধারণত পানীয় হিসেবে ব্যবহৃত হয়।
39. মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর: মানুষের দেহকোশে ৪৬টি ক্রোমোজোম (২৩ জোড়া) থাকে।
40. সুইসাইডাল ব্যাগ কোন্ কোশ অঙ্গাণুকে বলে?
উত্তর: লিসোসোম (Lysosome) কে সুইসাইডাল ব্যাগ বলা হয়, কারণ এটি কোশের নিজস্ব উপাদান এবং বাহ্যিক জীবাণু ভেঙে ফেলতে পারে।
41. পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো।
উত্তর: অক্সিটোসিন (Oxytocin) পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোন।
42. একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।
উত্তর: অগ্ন্যাশয় (Pancreas) একটি মিশ্র গ্রন্থি।
43. ভারতের স্থলভাগের কত শতাংশ স্থানে বন আছে?
উত্তর: ভারতের স্থলভাগের প্রায় ২১.৭১% স্থানে বন আছে (২০১৯ সালের তথ্য অনুযায়ী)।
44. WWF-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: WWF-এর সম্পূর্ণ নাম হলো World Wide Fund ।
45. কোন্ গাছের ফল তরমুজের মতো দেখতে হয়?
উত্তর: কুকুমিস মেলো (Cucumis melo) বা কাঁকরোল গাছের ফল তরমুজের মতো দেখতে হয়।
46. কোন্ গাছের মূলে রৌবেসিন উপক্ষার থাকে?
উত্তর: ইমেটা (Ipecac) গাছের মূলে রৌবেসিন (Emetine) উপক্ষার থাকে।
47. সমুদ্রের গভীরে বায়োলুমিনিসেন্ট জীবদের দেহে কোন্ দুটি পদার্থের উপস্থিতি আলোকশক্তি তৈরি করে?
উত্তর: সমুদ্রের গভীরে বায়োলুমিনিসেন্ট জীবদের দেহে লুসিফেরিন এবং লুসিফেরেজ পদার্থের উপস্থিতি আলোকশক্তি তৈরি করে।
48. ইস্ট ও মিউকরের মধ্যে সাদৃশ্য কোথায়?
উত্তর: ইস্ট ও মিউকরের মধ্যে সাদৃশ্য হলো উভয়ই ফাঙ্গাস এবং কোষীয় স্তরে বিভাজন ঘটিয়ে প্রজনন করে।
49. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর: একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নাইট্রোসোমোনাস।
50. কোন্ বিজ্ঞানীর নামানুসারে একটি খাদ্যসংরক্ষণ পদ্ধতির নামকরণ করা হয়েছে? এই পদ্ধতিটির নাম কী?
উত্তর: লুই পাস্তুরের নামানুসারে খাদ্যসংরক্ষণ পদ্ধতির নাম হলো পাস্তুরাইজেশন।
51. IUCN-এর পুরো নাম কী?
উত্তর: IUCN-এর পুরো নাম হলো International Union for Conservation of Nature.
52. সংকট কোণের মান ৪০° হলে, প্রতিসরণ কোণের মান কত হবে?
উত্তর: সংকট কোণের মান ৪০° হলে, প্রতিসরণ কোণের মান ৫০° হবে (সীমা কোণের সূত্র অনুযায়ী)।
53. আলোর প্রতিসরণ ঘটার কারণ লেখো।
উত্তর: আলোর প্রতিসরণ ঘটে আলোর গতির পরিবর্তনের কারণে যখন তা একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে প্রবেশ করে।
54. ঘাত-এর SI এককটি লেখো।
উত্তর: ঘাতের SI একক হলো নিউটন সেকেন্ড (N·s)।
55. সোডা ওয়াটার কী?
উত্তর: সোডা ওয়াটার হলো পানীয় জল যেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয়েছে।
56. একটি আম্লিক এবং একটি তরল বিজারক দ্রব্যের নাম লেখো।
উত্তর: একটি আম্লিক দ্রব্য হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং একটি তরল বিজারক দ্রব্য হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl) দ্রবণ।
57. কার্বোজেন-এর সংযুক্তি এবং একটি ব্যবহার লেখো।
উত্তর: কার্বোজেন হলো কার্বন ডাই অক্সাইড (CO₂) এবং হাইড্রোজেন (H₂) গ্যাসের মিশ্রণ, যা সাধারণত জলে দ্রবীভূত করা হয় এবং এটি পানীয় গ্যাস হিসাবে ব্যবহৃত হয়।
58. শূন্যস্থান পূরণ করো: বায়ুমণ্ডলীয় চাপ ______ জলস্তম্ভের চাপের সমান।
উত্তর: বায়ুমণ্ডলীয় চাপ ১০১৩ হেক্টোপ্যাস্কাল (hPa) জলস্তম্ভের চাপের সমান।
59. পরম প্রতিসরাঙ্ক কাকে বলে?
উত্তর: পরম প্রতিসরাঙ্ক হলো কোনো মাধ্যমের জন্য সর্বাধিক সম্ভাব্য প্রতিসরণ কোণের মান।
60. একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও।
উত্তর: একটি আয়নীয় যৌগের উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)।
61. কোন্ দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে?
উত্তর: জল দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে।
62. 'আত্মঘাতী থলি' কাকে বলে?
উত্তর: 'আত্মঘাতী থলি' বলা হয় লিসোসোম-কে।
63. কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া (NH₃)-এর বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়।
64. দই তৈরিতে কোন্ ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে?
উত্তর: দই তৈরিতে ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus) ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে।
65. শরীরে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন্ হরমোন?
উত্তর: শরীরে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় গ্রোথ হরমোন (Growth Hormone)।
66. ‘ঠান্ডা আলো' কোথায় দেখা যায়?
উত্তর: ‘ঠান্ডা আলো' সাধারণত ফ্লুরোসেন্ট ল্যাম্প বা এলইডি লাইটে দেখা যায়।
67. রৌবেসিন উপক্ষার কোন্ গাছ থেকে পাওয়া যায়?
উত্তর: রৌবেসিন উপক্ষার ইমেটা (Ipecac) গাছ থেকে পাওয়া যায়।
68. নিউটনের গতিসূত্র অনুযায়ী বল তিনগুণ করলে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে?
উত্তর: নিউটনের গতিসূত্র অনুযায়ী বল তিনগুণ করলে ত্বরণও তিনগুণ বৃদ্ধি পাবে।
69. সমুদ্রের জল ও নদীর জলের মধ্যে কার প্লবতা বেশি?
উত্তর: সমুদ্রের জলের প্লবতা নদীর জলের চেয়ে বেশি।
70. একটি মোমবাতির শিখা থেকে 1.5 m দূরত্বে একটি দর্পণ রাখা আছে। শিখা ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত?
উত্তর: শিখা ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব ৩ m হবে (১.৫ m + ১.৫ m)।
71. প্রতিবিম্বের সংখ্যা 7 হলে দুটি দর্পণের মধ্যবর্তী কোণ কত হবে?
উত্তর: প্রতিবিম্বের সংখ্যা 7 হলে দুটি দর্পণের মধ্যবর্তী কোণ 51.43° হবে।
72. একটি জৈব পলিমারের নাম লেখো।
উত্তর: একটি জৈব পলিমারের নাম হলো পলিথিন (Polyethylene)।
73. অন্তর্ভূত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের অপেক্ষা ভারী না হালকা?
উত্তর: অন্তর্ভূত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের অপেক্ষা ভারী।
74. নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। অথবা, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কোন্ কণা?
উত্তর: নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হলো হাইড্রোজেন (H), এবং পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কণা হলো ইলেকট্রন।
75. একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে ওজন করায় পাঠ হল 2.5 কিগ্রা। এক্ষেত্রে অভিকর্ষ বলের মান কত নিউটন?
উত্তর: অভিকর্ষ বলের মান 24.5 নিউটন (2.5 কিগ্রা × 9.8 মিটার/সেকেন্ড²)।
76. কচুপাতার ওপর জলের ফোঁটাকে চকচকে দেখায়। আলোর কোন্ ঘটনা এর জন্য দায়ী?
উত্তর: কচুপাতার ওপর জলের ফোঁটাকে চকচকে দেখানোর জন্য আলোর প্রতিসরণ ঘটছে।
77. CH4 যৌগটি সমযোজী না তড়িৎযোজী?
উত্তর: CH4 যৌগটি সমযোজী।
78. পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো।
উত্তর: পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড (H₂S)।
79. কার্বনের কোন্ রূপভেদটি গ্যাসমুখোশ তৈরিতে ব্যবহার করা হয়?
উত্তর: কার্বনের অ্যাক্টিভ কার্বন গ্যাসমুখোশ তৈরিতে ব্যবহার করা হয়।
80. WHO-এর পুরো নাম কী?
উত্তর: WHO-এর পুরো নাম হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।
81. Canopy কী?
উত্তর: Canopy হলো একটি বনভূমির উপরে প্রাপ্তিশ্রেণীতে পাতা ও শাখার সমাহার, যা নিচের স্তরের জীবজগৎকে রক্ষা করে।
82. নাইট্রিফিকেশন কাকে বলে?
উত্তর: নাইট্রিফিকেশন হলো এক প্রক্রিয়া যার মাধ্যমে নাইট্রোজেন-containing যৌগগুলি নাইট্রাইট এবং নাইট্রেট আকারে রূপান্তরিত হয়।
83. একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণুর নাম লেখো।
উত্তর: একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণুর নাম হলো রিবোসোম।
84. নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো।
উত্তর: নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম হলো নয়নতারা ফুলের তেল এবং নয়নতারা ফুলের রস।
85. নিউটনের প্রথম সূত্রটি লেখো।
উত্তর: একটি বস্তু স্থির বা সমতলে চলমান অবস্থায় থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল তার ওপর কাজ করে।
86. দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে?
উত্তর: দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে।
87. হাইড্রোজেনের তিনটি আইসোটোপ-এর নাম লেখো।
উত্তর: হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।
88. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির একটি উপায় লেখ।
উত্তর: গাছপালা রোপণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়।
89. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কী?
উত্তর: স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট হলো গুহার ছাদ ও মাটিতে তৈরি হওয়া খনিজ সঞ্চয়।
90. কোন্ হরমোনকে ‘জরুরিকালীন’ হরমোন বলে?
উত্তর: অ্যাড্রেনালিনকে ‘জরুরিকালীন’ হরমোন বলে।
91. কোন্ অঙ্গাণুকে ‘আত্মঘাতী থলি’ বলে?
উত্তর: লাইসোজোমকে ‘আত্মঘাতী থলি’ বলা হয়।
92. ভাইরাস কথার অর্থ কী?
উত্তর: ভাইরাসের অর্থ হলো "অত্যন্ত ক্ষুদ্র জীবাণু"।
93. লুই পাস্তুর কোন্ রোগের টিকা আবিষ্কার করেন?
উত্তর: লুই পাস্তুর রেবিস রোগের (Rabies) টিকা আবিষ্কার করেন।
94. গোলমরিচ কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: গোলমরিচ হলো একটি টেরেস্তা (Climbing) জাতীয় উদ্ভিদ।
95. কোন্ অঙ্গাণুকে ‘আত্মঘাতী থলি' বলা হয়?
উত্তর: লাইসোসোমকে ‘আত্মঘাতী থলি’ বলা হয়।
96. একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর: নোস্টক (Nostoc) একটি মিথোজীবী ব্যাকটেরিয়া।
97. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম লেখো।
উত্তর: থাইরক্সিন (T4) হল থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন।
98. মরুভূমির উট একসঙ্গে কত গ্যালন জল পান করতে পারে?
উত্তর: মরুভূমির উট একসঙ্গে 25 গ্যালন জল পান করতে পারে।
99. গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগের নাম লেখো।
উত্তর: পিপেরিন (Piperine) হল গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগ।
100. নিউক্লিয়াসের চারটি অংশের নাম লেখো।
উত্তর: নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজমা।
101. একটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো।
উত্তর: পেনিসিলিন (Penicillin) একটি অ্যান্টিবায়োটিক।
102. কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলে?
উত্তর: পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয়।
103. মরুভূমির সবথেকে বিষাক্ত সাপটির নাম লেখো।
উত্তর: মাম্বা ভিপার (Mamba) হল মরুভূমির সবথেকে বিষাক্ত সাপ।
104. রসুনে উপস্থিত জীবাণুনাশক যৌগটির নাম লেখো।
উত্তর: অ্যালিসিন (Allicin) হল রসুনে উপস্থিত জীবাণুনাশক যৌগ।
18. রক্তে থাকে এমন একটি কোশের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে।
উত্তর: রক্তে থাকে এমন কোশ হলো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট (Leukocyte)। বিশেষ করে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল নামক শ্বেত রক্তকণিকা আকার পরিবর্তন করে অনুপ্রবেশকারী জীবাণু গ্রাস করতে পারে।
19. পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক যৌগটি কোন্ ছত্রাক থেকে পাওয়া যায়?
উত্তর: পেনিসিলিন অ্যান্টিবায়োটিক যৌগটি পেনিসিলিয়াম নোটাটাম (Penicillium notatum) এবং পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম (Penicillium chrysogenum) ছত্রাক থেকে পাওয়া যায়।
20. অক্টোপাসের দেহে মোট বাহুর সংখ্যা কয়টি?
উত্তর: অক্টোপাসের দেহে মোট আটটি বাহু থাকে।
21. কোন্ হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়?
উত্তর: অ্যাড্রিনালিন (Adrenaline) হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। এটি সংকটের মুহূর্তে শরীরকে ত্বরিত প্রতিক্রিয়ায় সহায়তা করে।
22. দারচিনি গাছের কোন্ অংশ থেকে পাওয়া যায়?
উত্তর: দারচিনি গাছের ছাল (Bark) থেকে দারচিনি মশলা পাওয়া যায়।
23. বায়োফুয়েল কী?
উত্তর: বায়োফুয়েল হল এমন একটি জ্বালানি যা জৈব পদার্থ বা জীবিত বা সম্প্রতি জীবিত জৈব পদার্থ থেকে প্রাপ্ত, যেমন উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য। এটি নবায়নযোগ্য শক্তির একটি উৎস যা জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিবেশের জন্য কম ক্ষতিকর।
24. কার্বনের একটি রূপভেদের নাম লেখো।
উত্তর: কার্বনের একটি রূপভেদ হলো ডায়মন্ড (Diamond)।
25. অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম লেখো।
উত্তর: অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থ হলো ফসফরাস (Phosphorus)।
26. একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও।
উত্তর: জিঙ্ক অক্সাইড (ZnO) একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ।
27. LPG-এর মুখ্য উপাদান কী?
উত্তর: LPG (Liquefied Petroleum Gas)-এর মুখ্য উপাদান হলো প্রোপেন (Propane) এবং বিউটেন (Butane)।
28. গ্রাফাইট ও হীরকের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী?
উত্তর: গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। গ্রাফাইটের কার্বন পরমাণুগুলি স্তর দ্বারা গঠিত, যার মধ্যে ইলেকট্রন সহজেই চলাচল করতে পারে।
29. অ্যালুমিনিয়াম অক্সাইড-এর সংকেত লেখো।
উত্তর: অ্যালুমিনিয়াম অক্সাইড-এর সংকেত হলো Al₂O₃।
30. সমতল দর্পণে কী জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয়?
উত্তর: সমতল দর্পণে সোজা (Virtual), সমান, এবং বস্তুর থেকে বিপরীত দিকে প্রতিবিম্ব সৃষ্টি হয়।
31. কোনো বস্তুর ভর, তার ওপর প্রযুক্ত বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর: বস্তুর ভর (m), বল (F), এবং ত্বরণ (a) এর মধ্যে সম্পর্ক নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা প্রকাশিত হয়: ( F = ma)। অর্থাৎ, বলের মান সমান ভর ও ত্বরণের গুণফল।
32. H মৌলটিতে কয়টি নিউট্রন আছে?
উত্তর: H (হাইড্রোজেন) মৌলটিতে কোনো নিউট্রন থাকে না; এটি শুধুমাত্র একটি প্রোটন এবং একটি ইলেকট্রন নিয়ে গঠিত।
33. ঘাত ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর: ঘাত (Impulse) এবং চাপ (Force) এর মধ্যে সম্পর্ক হলো, ঘাত হচ্ছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান এবং বল প্রয়োগের সময়কাল (সময়) এর গুণফল। অর্থাৎ, ঘাত = বল × সময় (Impulse = Force × Time)।
34. ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে পরস্পর কত কোণে রাখতে হবে?
উত্তর: ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলিকে সাধারণত ৬০° কোণে পরস্পরের সাথে রাখা হয়।
35. NaCl ও CCl₄ -এর মধ্যে কোনটি আয়নীয় যৌগ?
উত্তর: NaCl (সোডিয়াম ক্লোরাইড) একটি আয়নীয় যৌগ, কারণ এটি ধাতব এবং অধাতবের মধ্যে গঠিত একটি ইলেক্ট্রোস্ট্যাটিক আকর্ষণ। CCl₄ (কার্বন টেট্রাক্লোরাইড) একটি সমযোজী যৌগ।
36. ক্যালশিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড?
উত্তর: ক্যালশিয়াম অক্সাইড (CaO) একটি মৌলিক অক্সাইড।
37. একটি জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমারের নাম লেখো।
উত্তর: পলিস্টাইরিন (Polystyrene) একটি জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমার।
38. সোডা ওয়াটার কী?
উত্তর: সোডা ওয়াটার হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত পানীয় জল, যা সাধারণত পানীয় হিসেবে ব্যবহৃত হয়।
39. মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর: মানুষের দেহকোশে ৪৬টি ক্রোমোজোম (২৩ জোড়া) থাকে।
40. সুইসাইডাল ব্যাগ কোন্ কোশ অঙ্গাণুকে বলে?
উত্তর: লিসোসোম (Lysosome) কে সুইসাইডাল ব্যাগ বলা হয়, কারণ এটি কোশের নিজস্ব উপাদান এবং বাহ্যিক জীবাণু ভেঙে ফেলতে পারে।
41. পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো।
উত্তর: অক্সিটোসিন (Oxytocin) পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোন।
42. একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।
উত্তর: অগ্ন্যাশয় (Pancreas) একটি মিশ্র গ্রন্থি।
43. ভারতের স্থলভাগের কত শতাংশ স্থানে বন আছে?
উত্তর: ভারতের স্থলভাগের প্রায় ২১.৭১% স্থানে বন আছে (২০১৯ সালের তথ্য অনুযায়ী)।
44. WWF-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর: WWF-এর সম্পূর্ণ নাম হলো World Wide Fund ।
45. কোন্ গাছের ফল তরমুজের মতো দেখতে হয়?
উত্তর: কুকুমিস মেলো (Cucumis melo) বা কাঁকরোল গাছের ফল তরমুজের মতো দেখতে হয়।
46. কোন্ গাছের মূলে রৌবেসিন উপক্ষার থাকে?
উত্তর: ইমেটা (Ipecac) গাছের মূলে রৌবেসিন (Emetine) উপক্ষার থাকে।
47. সমুদ্রের গভীরে বায়োলুমিনিসেন্ট জীবদের দেহে কোন্ দুটি পদার্থের উপস্থিতি আলোকশক্তি তৈরি করে?
উত্তর: সমুদ্রের গভীরে বায়োলুমিনিসেন্ট জীবদের দেহে লুসিফেরিন এবং লুসিফেরেজ পদার্থের উপস্থিতি আলোকশক্তি তৈরি করে।
48. ইস্ট ও মিউকরের মধ্যে সাদৃশ্য কোথায়?
উত্তর: ইস্ট ও মিউকরের মধ্যে সাদৃশ্য হলো উভয়ই ফাঙ্গাস এবং কোষীয় স্তরে বিভাজন ঘটিয়ে প্রজনন করে।
49. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর: একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নাইট্রোসোমোনাস।
50. কোন্ বিজ্ঞানীর নামানুসারে একটি খাদ্যসংরক্ষণ পদ্ধতির নামকরণ করা হয়েছে? এই পদ্ধতিটির নাম কী?
উত্তর: লুই পাস্তুরের নামানুসারে খাদ্যসংরক্ষণ পদ্ধতির নাম হলো পাস্তুরাইজেশন।
51. IUCN-এর পুরো নাম কী?
উত্তর: IUCN-এর পুরো নাম হলো International Union for Conservation of Nature.
52. সংকট কোণের মান ৪০° হলে, প্রতিসরণ কোণের মান কত হবে?
উত্তর: সংকট কোণের মান ৪০° হলে, প্রতিসরণ কোণের মান ৫০° হবে (সীমা কোণের সূত্র অনুযায়ী)।
53. আলোর প্রতিসরণ ঘটার কারণ লেখো।
উত্তর: আলোর প্রতিসরণ ঘটে আলোর গতির পরিবর্তনের কারণে যখন তা একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে প্রবেশ করে।
54. ঘাত-এর SI এককটি লেখো।
উত্তর: ঘাতের SI একক হলো নিউটন সেকেন্ড (N·s)।
55. সোডা ওয়াটার কী?
উত্তর: সোডা ওয়াটার হলো পানীয় জল যেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয়েছে।
56. একটি আম্লিক এবং একটি তরল বিজারক দ্রব্যের নাম লেখো।
উত্তর: একটি আম্লিক দ্রব্য হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং একটি তরল বিজারক দ্রব্য হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl) দ্রবণ।
57. কার্বোজেন-এর সংযুক্তি এবং একটি ব্যবহার লেখো।
উত্তর: কার্বোজেন হলো কার্বন ডাই অক্সাইড (CO₂) এবং হাইড্রোজেন (H₂) গ্যাসের মিশ্রণ, যা সাধারণত জলে দ্রবীভূত করা হয় এবং এটি পানীয় গ্যাস হিসাবে ব্যবহৃত হয়।
58. শূন্যস্থান পূরণ করো: বায়ুমণ্ডলীয় চাপ ______ জলস্তম্ভের চাপের সমান।
উত্তর: বায়ুমণ্ডলীয় চাপ ১০১৩ হেক্টোপ্যাস্কাল (hPa) জলস্তম্ভের চাপের সমান।
59. পরম প্রতিসরাঙ্ক কাকে বলে?
উত্তর: পরম প্রতিসরাঙ্ক হলো কোনো মাধ্যমের জন্য সর্বাধিক সম্ভাব্য প্রতিসরণ কোণের মান।
60. একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও।
উত্তর: একটি আয়নীয় যৌগের উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)।
61. কোন্ দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে?
উত্তর: জল দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে।
62. 'আত্মঘাতী থলি' কাকে বলে?
উত্তর: 'আত্মঘাতী থলি' বলা হয় লিসোসোম-কে।
63. কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া (NH₃)-এর বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়।
64. দই তৈরিতে কোন্ ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে?
উত্তর: দই তৈরিতে ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus) ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে।
65. শরীরে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন্ হরমোন?
উত্তর: শরীরে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় গ্রোথ হরমোন (Growth Hormone)।
66. ‘ঠান্ডা আলো' কোথায় দেখা যায়?
উত্তর: ‘ঠান্ডা আলো' সাধারণত ফ্লুরোসেন্ট ল্যাম্প বা এলইডি লাইটে দেখা যায়।
67. রৌবেসিন উপক্ষার কোন্ গাছ থেকে পাওয়া যায়?
উত্তর: রৌবেসিন উপক্ষার ইমেটা (Ipecac) গাছ থেকে পাওয়া যায়।
68. নিউটনের গতিসূত্র অনুযায়ী বল তিনগুণ করলে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে?
উত্তর: নিউটনের গতিসূত্র অনুযায়ী বল তিনগুণ করলে ত্বরণও তিনগুণ বৃদ্ধি পাবে।
69. সমুদ্রের জল ও নদীর জলের মধ্যে কার প্লবতা বেশি?
উত্তর: সমুদ্রের জলের প্লবতা নদীর জলের চেয়ে বেশি।
70. একটি মোমবাতির শিখা থেকে 1.5 m দূরত্বে একটি দর্পণ রাখা আছে। শিখা ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত?
উত্তর: শিখা ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব ৩ m হবে (১.৫ m + ১.৫ m)।
71. প্রতিবিম্বের সংখ্যা 7 হলে দুটি দর্পণের মধ্যবর্তী কোণ কত হবে?
উত্তর: প্রতিবিম্বের সংখ্যা 7 হলে দুটি দর্পণের মধ্যবর্তী কোণ 51.43° হবে।
72. একটি জৈব পলিমারের নাম লেখো।
উত্তর: একটি জৈব পলিমারের নাম হলো পলিথিন (Polyethylene)।
73. অন্তর্ভূত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের অপেক্ষা ভারী না হালকা?
উত্তর: অন্তর্ভূত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনের অপেক্ষা ভারী।
74. নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। অথবা, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কোন্ কণা?
উত্তর: নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হলো হাইড্রোজেন (H), এবং পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কণা হলো ইলেকট্রন।
75. একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে ওজন করায় পাঠ হল 2.5 কিগ্রা। এক্ষেত্রে অভিকর্ষ বলের মান কত নিউটন?
উত্তর: অভিকর্ষ বলের মান 24.5 নিউটন (2.5 কিগ্রা × 9.8 মিটার/সেকেন্ড²)।
76. কচুপাতার ওপর জলের ফোঁটাকে চকচকে দেখায়। আলোর কোন্ ঘটনা এর জন্য দায়ী?
উত্তর: কচুপাতার ওপর জলের ফোঁটাকে চকচকে দেখানোর জন্য আলোর প্রতিসরণ ঘটছে।
77. CH4 যৌগটি সমযোজী না তড়িৎযোজী?
উত্তর: CH4 যৌগটি সমযোজী।
78. পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো।
উত্তর: পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড (H₂S)।
79. কার্বনের কোন্ রূপভেদটি গ্যাসমুখোশ তৈরিতে ব্যবহার করা হয়?
উত্তর: কার্বনের অ্যাক্টিভ কার্বন গ্যাসমুখোশ তৈরিতে ব্যবহার করা হয়।
80. WHO-এর পুরো নাম কী?
উত্তর: WHO-এর পুরো নাম হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।
81. Canopy কী?
উত্তর: Canopy হলো একটি বনভূমির উপরে প্রাপ্তিশ্রেণীতে পাতা ও শাখার সমাহার, যা নিচের স্তরের জীবজগৎকে রক্ষা করে।
82. নাইট্রিফিকেশন কাকে বলে?
উত্তর: নাইট্রিফিকেশন হলো এক প্রক্রিয়া যার মাধ্যমে নাইট্রোজেন-containing যৌগগুলি নাইট্রাইট এবং নাইট্রেট আকারে রূপান্তরিত হয়।
83. একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণুর নাম লেখো।
উত্তর: একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণুর নাম হলো রিবোসোম।
84. নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো।
উত্তর: নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম হলো নয়নতারা ফুলের তেল এবং নয়নতারা ফুলের রস।
85. নিউটনের প্রথম সূত্রটি লেখো।
উত্তর: একটি বস্তু স্থির বা সমতলে চলমান অবস্থায় থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল তার ওপর কাজ করে।
86. দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতগুলি প্রতিবিম্ব গঠিত হবে?
উত্তর: দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে।
87. হাইড্রোজেনের তিনটি আইসোটোপ-এর নাম লেখো।
উত্তর: হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।
88. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির একটি উপায় লেখ।
উত্তর: গাছপালা রোপণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়।
89. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কী?
উত্তর: স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট হলো গুহার ছাদ ও মাটিতে তৈরি হওয়া খনিজ সঞ্চয়।
90. কোন্ হরমোনকে ‘জরুরিকালীন’ হরমোন বলে?
উত্তর: অ্যাড্রেনালিনকে ‘জরুরিকালীন’ হরমোন বলে।
91. কোন্ অঙ্গাণুকে ‘আত্মঘাতী থলি’ বলে?
উত্তর: লাইসোজোমকে ‘আত্মঘাতী থলি’ বলা হয়।
92. ভাইরাস কথার অর্থ কী?
উত্তর: ভাইরাসের অর্থ হলো "অত্যন্ত ক্ষুদ্র জীবাণু"।
93. লুই পাস্তুর কোন্ রোগের টিকা আবিষ্কার করেন?
উত্তর: লুই পাস্তুর রেবিস রোগের (Rabies) টিকা আবিষ্কার করেন।
94. গোলমরিচ কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: গোলমরিচ হলো একটি টেরেস্তা (Climbing) জাতীয় উদ্ভিদ।
95. কোন্ অঙ্গাণুকে ‘আত্মঘাতী থলি' বলা হয়?
উত্তর: লাইসোসোমকে ‘আত্মঘাতী থলি’ বলা হয়।
96. একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর: নোস্টক (Nostoc) একটি মিথোজীবী ব্যাকটেরিয়া।
97. থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম লেখো।
উত্তর: থাইরক্সিন (T4) হল থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন।
98. মরুভূমির উট একসঙ্গে কত গ্যালন জল পান করতে পারে?
উত্তর: মরুভূমির উট একসঙ্গে 25 গ্যালন জল পান করতে পারে।
99. গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগের নাম লেখো।
উত্তর: পিপেরিন (Piperine) হল গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগ।
100. নিউক্লিয়াসের চারটি অংশের নাম লেখো।
উত্তর: নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজমা।
101. একটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো।
উত্তর: পেনিসিলিন (Penicillin) একটি অ্যান্টিবায়োটিক।
102. কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলে?
উত্তর: পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয়।
103. মরুভূমির সবথেকে বিষাক্ত সাপটির নাম লেখো।
উত্তর: মাম্বা ভিপার (Mamba) হল মরুভূমির সবথেকে বিষাক্ত সাপ।
104. রসুনে উপস্থিত জীবাণুনাশক যৌগটির নাম লেখো।
উত্তর: অ্যালিসিন (Allicin) হল রসুনে উপস্থিত জীবাণুনাশক যৌগ।
105. IUCN-এর পুরো নামটি লেখো।
উত্তর: IUCN-এর পুরো নাম: International Union for Conservation of Nature।
106. আমলকীতে কোন্ ভিটামিন থাকে?
উত্তর: আমলকীতে প্রধানত ভিটামিন C থাকে।
107. ক্যানসার আক্রান্ত কোশে কোন্ কোশীয় অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়?
উত্তর: ক্যানসার আক্রান্ত কোষে লাইসোসোমের সক্রিয়তা বৃদ্ধি পায়।
108. গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয়?
উত্তর: গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ER) থেকে সৃষ্টি হয়।
109. কোন্ বিজ্ঞানী ‘ব্যাকটেরিয়া' শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তর: ‘ব্যাকটেরিয়া’ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ফ্রান্সিস্কো রেডি (Francesco Redi)।
110. কোন্ হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়?
উত্তর: গ্রোথ হরমোন (Growth Hormone) কে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়।
উত্তর: IUCN-এর পুরো নাম: International Union for Conservation of Nature।
106. আমলকীতে কোন্ ভিটামিন থাকে?
উত্তর: আমলকীতে প্রধানত ভিটামিন C থাকে।
107. ক্যানসার আক্রান্ত কোশে কোন্ কোশীয় অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়?
উত্তর: ক্যানসার আক্রান্ত কোষে লাইসোসোমের সক্রিয়তা বৃদ্ধি পায়।
108. গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয়?
উত্তর: গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (ER) থেকে সৃষ্টি হয়।
109. কোন্ বিজ্ঞানী ‘ব্যাকটেরিয়া' শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তর: ‘ব্যাকটেরিয়া’ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ফ্রান্সিস্কো রেডি (Francesco Redi)।
110. কোন্ হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়?
উত্তর: গ্রোথ হরমোন (Growth Hormone) কে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়।
111. পেরিস্কোপে আলোর কোন্ ধর্মকে কাজে লাগানো হয়?
উত্তর: পেরিস্কোপে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়।
112. বল মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: বল মাপার যন্ত্রের নাম ডায়নামোমিটার।
113. একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও।
উত্তর:
- প্রাকৃতিক পলিমার: সেলুলোজ।
- কৃত্রিম পলিমার: পলিথিন।
114. Na2O2-কে পারক্সাইড বলার কারণ কী?
উত্তর: Na₂O₂-এ O₂²⁻ (পারক্সাইড আয়ন) উপস্থিত থাকার কারণে একে পারক্সাইড বলা হয়।
115. Hg²⁺ আয়নটির নাম কী?
উত্তর: Hg²⁺ আয়নটির নাম মারকিউরিক (Mercuric) আয়ন।
উত্তর: পেরিস্কোপে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়।
112. বল মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: বল মাপার যন্ত্রের নাম ডায়নামোমিটার।
113. একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও।
উত্তর:
- প্রাকৃতিক পলিমার: সেলুলোজ।
- কৃত্রিম পলিমার: পলিথিন।
114. Na2O2-কে পারক্সাইড বলার কারণ কী?
উত্তর: Na₂O₂-এ O₂²⁻ (পারক্সাইড আয়ন) উপস্থিত থাকার কারণে একে পারক্সাইড বলা হয়।
115. Hg²⁺ আয়নটির নাম কী?
উত্তর: Hg²⁺ আয়নটির নাম মারকিউরিক (Mercuric) আয়ন।
116. ‘এস্কিমো’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘এস্কিমো’ শব্দের অর্থ কাঁচা মাংস ভক্ষক।
117. কালহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের কী বলে?
উত্তর: কালহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে।
118. তারামাছের গমনাঙ্গের নাম লেখো।
উত্তর: তারামাছের গমনাঙ্গের নাম টিউব ফুট।
119. IUCN-এর পুরো নাম লেখো।
উত্তর: IUCN-এর পুরো নাম International Union for Conservation of Nature।
120. পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমির নাম লেখো।
উত্তর: পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমি হল:
- সুন্দরবন
- দার্জিলিং হিমালয়ান বনভূমি।
উত্তর: ‘এস্কিমো’ শব্দের অর্থ কাঁচা মাংস ভক্ষক।
117. কালহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের কী বলে?
উত্তর: কালহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে।
118. তারামাছের গমনাঙ্গের নাম লেখো।
উত্তর: তারামাছের গমনাঙ্গের নাম টিউব ফুট।
119. IUCN-এর পুরো নাম লেখো।
উত্তর: IUCN-এর পুরো নাম International Union for Conservation of Nature।
120. পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমির নাম লেখো।
উত্তর: পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমি হল:
- সুন্দরবন
- দার্জিলিং হিমালয়ান বনভূমি।
121. একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে দেওয়ায় পাঠ দেখাল 3 kg। এক্ষেত্রে অভিকর্ষ বলের মান কত হবে?
উত্তর: অভিকর্ষ বলের মান = ভর × অভিকর্ষজ ত্বরণ(g)
অভিকর্ষ বল = 3 kg × 9.8 m/s² = 29.4 নিউটন।
122. মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কীসের ওপর নির্ভর করে?
উত্তর: মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মূলত নির্ভর করে:
1. আলোর বেগের ওপর (প্রতিসারিত ও শূন্যস্থানে আলোর বেগের অনুপাত)।
2. আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর।
123. ক্যালশিয়াম ফসফেট-এর সংকেত লেখো।
উত্তর: ক্যালশিয়াম ফসফেট-এর সংকেত হল Ca₃(PO₄)₂।
উত্তর: অভিকর্ষ বলের মান = ভর × অভিকর্ষজ ত্বরণ(g)
অভিকর্ষ বল = 3 kg × 9.8 m/s² = 29.4 নিউটন।
122. মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কীসের ওপর নির্ভর করে?
উত্তর: মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মূলত নির্ভর করে:
1. আলোর বেগের ওপর (প্রতিসারিত ও শূন্যস্থানে আলোর বেগের অনুপাত)।
2. আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর।
123. ক্যালশিয়াম ফসফেট-এর সংকেত লেখো।
উত্তর: ক্যালশিয়াম ফসফেট-এর সংকেত হল Ca₃(PO₄)₂।
124. জলের ওপর তেল ভাসে, তাহলে কার ঘনত্ব বেশি?
উত্তর: জলের ঘনত্ব বেশি, কারণ তেল জল থেকে হালকা এবং তাই এটি জলের ওপর ভাসে।
125. দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কীসের ওপর নির্ভর করে?
উত্তর: দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মূলত নির্ভর করে:
1. আলোর বেগের ওপর।
2. উভয় মাধ্যমের আপেক্ষিক প্রস্তাবনা (index of refraction)।
126. সালফারকে তাপ দিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: সালফার এবং হাইড্রোজেন গ্যাসের প্রতিক্রিয়া করলে উৎপন্ন হয় হাইড্রোজেন সালফাইড (H₂S) গ্যাস।
127. সংকেত লেখো: নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়াম নাইট্রেট।
উত্তর:
- নাইট্রিক অ্যাসিড: HNO₃
- অ্যামোনিয়াম নাইট্রেট: NH₄NO₃
128. কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে লিটমাস কাগজের বর্ণের কীরূপ পরিবর্তন হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে লিটমাস কাগজ লাল হয়ে যায়।
129. ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কোন্ গ্যাস শোষিত হয়?
উত্তর: ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কার্বন ডাইঅক্সাইড (CO₂) গ্যাস শোষিত হয়।
উত্তর: জলের ঘনত্ব বেশি, কারণ তেল জল থেকে হালকা এবং তাই এটি জলের ওপর ভাসে।
125. দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কীসের ওপর নির্ভর করে?
উত্তর: দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মূলত নির্ভর করে:
1. আলোর বেগের ওপর।
2. উভয় মাধ্যমের আপেক্ষিক প্রস্তাবনা (index of refraction)।
126. সালফারকে তাপ দিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: সালফার এবং হাইড্রোজেন গ্যাসের প্রতিক্রিয়া করলে উৎপন্ন হয় হাইড্রোজেন সালফাইড (H₂S) গ্যাস।
127. সংকেত লেখো: নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়াম নাইট্রেট।
উত্তর:
- নাইট্রিক অ্যাসিড: HNO₃
- অ্যামোনিয়াম নাইট্রেট: NH₄NO₃
128. কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে লিটমাস কাগজের বর্ণের কীরূপ পরিবর্তন হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণে লিটমাস কাগজ লাল হয়ে যায়।
129. ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কোন্ গ্যাস শোষিত হয়?
উত্তর: ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কার্বন ডাইঅক্সাইড (CO₂) গ্যাস শোষিত হয়।
130. কে, কত সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন?
উত্তর: অ্যালেক্সিস ক্যারেল (Alexander Fleming)1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন।
131. নয়ন তারা কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: নয়ন তারা একটি জলজ উদ্ভিদ।
132. কাঁটাওয়ালা ঝোপঝাড়ে বসবাস করে এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর:
1. গর্ভন (Hyrax)
2. ঝোপের বিড়াল (African Wildcat)।
উত্তর: অ্যালেক্সিস ক্যারেল (Alexander Fleming)1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন।
131. নয়ন তারা কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: নয়ন তারা একটি জলজ উদ্ভিদ।
132. কাঁটাওয়ালা ঝোপঝাড়ে বসবাস করে এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর:
1. গর্ভন (Hyrax)
2. ঝোপের বিড়াল (African Wildcat)।
133. কোন্ শর্তে একটি বস্তু তরলে ভাসবে?
উত্তর: একটি বস্তু তরলে ভাসবে যখন তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হবে।
134. কোন্ প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়?
উত্তর: শুদ্ধ প্রতিফলনে (Specular Reflection) প্রতিবিম্বের সৃষ্টি হয়।
135. পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোটো?
উত্তর: নিউক্লিয়াস পরমাণুর তুলনায় প্রায় ১০০০০ গুণ ছোটো।
136. মূলক কাকে বলে?
উত্তর: মূলক হল একটি মৌলিক পদার্থ যা রাসায়নিক প্রতিক্রিয়ায় পৃথক করা যায় না এবং এটি একটি উপাদানের সর্বনিম্ন অংশ।
137. রকেটে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়?
উত্তর: রকেটে জ্বালানি হিসেবে লিকুইফাইড গ্যাস (যেমন হাইড্রোজেন বা অক্সিজেন) এবং পৃথকীকৃত পুঙ্খানুপুঙ্খ জ্বালানি ব্যবহার করা হয়।
138. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কী অনুঘটক ব্যবহার করা হয়?
উত্তর: পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO₂) অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়।
139. ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে যে কৃত্রিম পলিমার ব্যবহৃত হয় তার নাম কী?
উত্তর: ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে ব্যবহৃত কৃত্রিম পলিমার হল প্লাস্টিক (Polyvinyl Chloride বা PVC)।
উত্তর: একটি বস্তু তরলে ভাসবে যখন তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হবে।
134. কোন্ প্রতিফলনে প্রতিবিম্বের সৃষ্টি হয়?
উত্তর: শুদ্ধ প্রতিফলনে (Specular Reflection) প্রতিবিম্বের সৃষ্টি হয়।
135. পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোটো?
উত্তর: নিউক্লিয়াস পরমাণুর তুলনায় প্রায় ১০০০০ গুণ ছোটো।
136. মূলক কাকে বলে?
উত্তর: মূলক হল একটি মৌলিক পদার্থ যা রাসায়নিক প্রতিক্রিয়ায় পৃথক করা যায় না এবং এটি একটি উপাদানের সর্বনিম্ন অংশ।
137. রকেটে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়?
উত্তর: রকেটে জ্বালানি হিসেবে লিকুইফাইড গ্যাস (যেমন হাইড্রোজেন বা অক্সিজেন) এবং পৃথকীকৃত পুঙ্খানুপুঙ্খ জ্বালানি ব্যবহার করা হয়।
138. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কী অনুঘটক ব্যবহার করা হয়?
উত্তর: পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO₂) অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়।
139. ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে যে কৃত্রিম পলিমার ব্যবহৃত হয় তার নাম কী?
উত্তর: ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে ব্যবহৃত কৃত্রিম পলিমার হল প্লাস্টিক (Polyvinyl Chloride বা PVC)।
140. জীবনকুশলতা চর্চার দিক হিসেবে সমানুভূতি বলতে কী বোঝো?
উত্তর: জীবনকুশলতা চর্চার দিক হিসেবে সমানুভূতি বলতে বোঝা যায় অন্যদের প্রতি অনুভূতি, সহানুভূতি ও সমর্থন প্রকাশ করা, যা সামাজিক সম্পর্ক গঠন এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক।
141. ফাইটোপ্ল্যাংকটন ও জুপ্ল্যাংকটনের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর: ফাইটোপ্ল্যাংকটন হল শৈবাল এবং ফটোসিন্থেসিস করতে সক্ষম, যখন জুপ্ল্যাংকটন হল পোকা ও প্রাণী এবং তারা ফাইটোপ্ল্যাংকটন বা অন্য উভচর প্রাণী খেয়ে বাঁচে।
142. ‘লুসিফেরিন’ ও ‘লুসিফারেজ’ কী?
উত্তর: ‘লুসিফেরিন’ হল একটি রাসায়নিক যৌগ যা আলো উৎপন্ন করে, এবং ‘লুসিফারেজ’ হল একটি এনজাইম যা লুসিফেরিনের সাথে প্রতিক্রিয়া করে আলো উৎপন্ন করে।
143. ‘জায়ফল’ মশলাটি উদ্ভিদের কোন্ অংশ থেকে পাওয়া যায়?
উত্তর: ‘জায়ফল’ মশলাটি উদ্ভিদের বীজ থেকে পাওয়া যায়।
144. দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তির জোগান দেয় কোন্ হরমোন?
উত্তর: দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তির জোগান দেয় অ্যাড্রেনালিন (Adrenaline) হরমোন।
145. কোন্ মিথোজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম?
উত্তর: রাইজোবিয়াম (Rhizobium) মিথোজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম।
146. কীসের মাধ্যমে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়?
উত্তর: পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিন এর মাধ্যমে বাহিত হয়।
উত্তর: জীবনকুশলতা চর্চার দিক হিসেবে সমানুভূতি বলতে বোঝা যায় অন্যদের প্রতি অনুভূতি, সহানুভূতি ও সমর্থন প্রকাশ করা, যা সামাজিক সম্পর্ক গঠন এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক।
141. ফাইটোপ্ল্যাংকটন ও জুপ্ল্যাংকটনের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর: ফাইটোপ্ল্যাংকটন হল শৈবাল এবং ফটোসিন্থেসিস করতে সক্ষম, যখন জুপ্ল্যাংকটন হল পোকা ও প্রাণী এবং তারা ফাইটোপ্ল্যাংকটন বা অন্য উভচর প্রাণী খেয়ে বাঁচে।
142. ‘লুসিফেরিন’ ও ‘লুসিফারেজ’ কী?
উত্তর: ‘লুসিফেরিন’ হল একটি রাসায়নিক যৌগ যা আলো উৎপন্ন করে, এবং ‘লুসিফারেজ’ হল একটি এনজাইম যা লুসিফেরিনের সাথে প্রতিক্রিয়া করে আলো উৎপন্ন করে।
143. ‘জায়ফল’ মশলাটি উদ্ভিদের কোন্ অংশ থেকে পাওয়া যায়?
উত্তর: ‘জায়ফল’ মশলাটি উদ্ভিদের বীজ থেকে পাওয়া যায়।
144. দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তির জোগান দেয় কোন্ হরমোন?
উত্তর: দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তির জোগান দেয় অ্যাড্রেনালিন (Adrenaline) হরমোন।
145. কোন্ মিথোজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম?
উত্তর: রাইজোবিয়াম (Rhizobium) মিথোজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম।
146. কীসের মাধ্যমে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়?
উত্তর: পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিন এর মাধ্যমে বাহিত হয়।